বাংলাদেশ বিষয়াবলি

কালানুক্রমিক ঘটনাবলি

০১.১২.২০২২

♦ বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (সংশোধন) অধ্যাদেশ, ২০২২ জারি।

০২.১২.২০২২

♦ পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি প্রতিষ্ঠার ২৫ বছরপূর্তি।

♦ বাংলাদেশ এনভায়রনমেন্টাল সাসটেইনেবিলিটি অ্যান্ড ট্রান্সফরমেশন প্রকল্পে ব্যবহারের জন্য ২৫ কোটি ডলার ঋণ অনুমোদন করে বিশ্বব্যাংক।

♦ ভারতের কলকাতায় ১০ দিনব্যাপী দশম বাংলাদেশ বইমেলা-২০২২ শুরু।

০৫.১২.২০২২

♦ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রথম ‘গ্লোবাল অ্যাম্বাসেডর ফর ডায়াবেটিস’ ঘোষণা করে আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশন (IDF)।

০৬.১২.২০২২

♦ নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোনের (BSEZ) আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন।

♦ বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা ফোরাম চুক্তির (TICFA) দুই দিনব্যাপী ষষ্ঠ কাউন্সিল বৈঠক যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে শুরু।

০৭.১২.২০২২

♦ যুক্তরাষ্ট্র, চীন ও ভারতসহ ২৮ দেশের নৌবাহিনীর অংশগ্রহণে ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউ (IFR)-২০২২ শীর্ষক নৌ মহড়া কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে অনুষ্ঠিত।

১১.১২.২০২২

♦ বিএনপির সাত সংসদ সদস্য পদত্যাগ করায় ছয়জনের আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করে সংসদ সচিবালয়।

১২.১১.২০২২

♦ মন্ত্রিসভায় সরকারি চাকরি (সংশোধন) আইন, ২০২২’ এর খসড়া চূড়ান্ত অনুমোদন।

১৫.১২.২০২২

♦ বাগেরহাটের রামপাল ও পটুয়াখালীর পায়রা কয়লা বিদ্যুৎকেন্দ্রে উৎপাদিত বিদ্যুৎ আমিনবাজার-গোপালগঞ্জ ৪০০ কেভি ডাবল সার্কিট বিদ্যুৎ সঞ্চালন লাইনের পরীক্ষামূলক উদ্বোধন।

১৬.১২.২০২২

♦ বাংলাদেশের ৫২তম মহান বিজয় দিবস উদযাপন।

১৭.১২.২০২২

♦ বাংলাদেশ-ভারতের যৌথ মালিকানাধীন রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু করে।

২০.১২.২০২২

♦ করোনাভাইরাসের সংক্রমণরোধে দেশব্যাপী করোনার টিকার চতুর্থ ডোজের কার্যক্রম শুরু।

২১.১২.২০২

♦ প্রধানমন্ত্রী শেখ হাসিনা একই সাথে ১০০টি সড়ক ও মহাসড়ক উদ্বোধন করেন।

♦ শেয়ারবাজারে গতি ফেরাতে ১৬৯ প্রতিষ্ঠানের ফ্লোর প্রাইস তুলে দেয় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (BSEC)।

♦ ৬৮,৩৯০টি শূন্যপদে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (NTRCA)।

২৫.১২.২০২২

♦ খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বৃহৎ উৎসব বড়দিন পালিত।

২৮.১২.২০২২

♦ দেশের প্রথম মেট্রোরেলের যাত্রা শুরু।

২৯.১২.২০২২

♦ দেশের প্রথম মেট্রোরেল সাধারণ যাত্রীদের জন্য উন্মুক্ত করা হয়।

 

আলোচিত বাংলাদেশ

নব-নিযুক্ত: বাংলাদেশ

• প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিব: মো: তোফাজ্জল হোসেন মিয়া; নিয়োগ ৭ ডিসেম্বর ২০২২। মন্ত্রিপরিষদ সচিব: মো: মাহবুব হোসেন; নিয়োগ ৩ জানুয়ারি ২০২৩।

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ও সদস্য

৮ ডিসেম্বর ২০২২ জাতীয় মানবাধিকার কমিশনের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান সাবেক সচিব ড. কামাল উদ্দিন আহমেদ। একই সঙ্গে জাতীয় মানবাধিকার কমিশনের একজন সার্বক্ষণিক সদস্য ও পাঁচজন অবৈতনিক সদস্য নিয়োগ দেওয়া হয়। সার্বক্ষণিক সদস্য হলেন সাবেক সচিব সেলিম রেজা এবং অবৈতনিক সদস্য হলেন- সাবেক সিনিয়র জেলা দায়রা জজ মোহাম্মদ আমিনুল ইসলাম, খাগড়াছড়ি চেম্বার অব কমার্সের সভাপতি কংজরী চৌধুরী, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য বিশ্বজিৎ চন্দ্র, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের অধ্যাপক তানিয়া হক এবং সুপ্রীম কোর্টের অ্যাডভোকেট কাওসার আহমেদ।

সাহিত্য-সংস্কৃতি

• A Story of My Time: জাপানপ্রবাসী সাংবাদিক মনজুরুল হকের ইংরেজিতে লেখা মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্হ।

• জয় বাংলা: কাজী হায়াৎ পরিচালিত মুক্তিযুদ্ধের চলচ্চিত্র। মুক্তি ১৬ ডিসেম্বর ২০২২।

মুক্তির অপেক্ষায় মুক্তিযুদ্ধের চলচ্চিত্র

নাম

পরিচালক

জে কে ১৯৭১

ফাখরুল আরেফীন খান

১৯৭১ সেইসব দিনগুলো

হৃদি হক

ফিরে দেখা

চিত্রনায়িকা রোজিনা

একটি না বলা গল্প

পংকজ পালিত

ঘর গেরস্তি

মাসুদুর রহমান রামিম

ক্ষমা নেই

জেড এইচ মিন্টু

ওরা সাতজন

খিজির হায়াত

ফ্রম বাংলাদেশ

শাহনেওয়াজ কাকলী

সুবর্ণভূমি

জাহিদ হোসেন

জয় বাংলার ধ্বনি

খ ম খুরশীদ

পদক-পুরস্কার

রোকেয়া পদক

নারী জাগরণের ক্ষেত্রে বেগম রোকেয়ার অবিস্মরণীয় অবদানের স্বীকৃতি উল্লেখ করে প্রতিবছর ৯ ডিসেম্বর তার জন্ম ও মৃত্যুবার্ষিকীতে রোকেয়া পদক প্রদান করা হয়। পদকপ্রাপ্তরা আঠারো ক্যারেট মানের পঁচিশ গ্রাম স্বর্ণ দিয়ে নির্মিত একটি পদক, পদকের একটি রেপ্লিকা, চার লাখ টাকা এবং একটি সম্মাননাপত্র পান। ২০২২ সালে বেগম রোকেয়া পদক পান পাঁচ বিশিষ্ট নারী। এরা হলেন— নারীশিক্ষায় ফরিদপুরের রহিমা খাতুন, নারী অধিকার প্রতিষ্ঠায় চট্টগ্রামের অধ্যাপক কামরুন নাহার বেগম, নারীর আর্থসামাজিক উন্নয়নে সাতক্ষীরার ফরিদা ইয়াসমিন, সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে নারী জাগরণে অবদান রাখায় নড়াইলের আফরোজা পারভীন বেগম এবং পল্লী উন্নয়নে ঝিনাইদহের নাছিমা বেগম।

জাতিসংঘ শান্তিপদক

মালিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিট-২ (রোটেশন-৪)-এর ১৪০ জন সদস্য জাতিসংঘ শান্তিপদক লাভ করে। ২৮ নভেম্বর, ২০২২ এক অনুষ্ঠানে তাদের পদক প্রদান করা হয়।

 

বিশ্ব মঞ্চে বাংলাদেশ

APDUর ভাইস চেয়ারম্যান

এশিয়া প্যাসিফিক অঞ্চলের রাজনৈতিক দলগুলোর প্ল্যাটফর্ম এশিয়া প্যাসিফিক ডেমোক্র্যাটিক ইউনিয়নের (APDU) প্রথম ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ৭ ডিসেম্বর ২০২২ যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে APDU’র কাউন্সিল সভায় ইউনিয়নের এশিয়া প্যাসিফিক চ্যাপ্টারের এই নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়। মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ। APDU’র নতুন চেয়ারম্যান নির্বাচিত হন।

আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড

২-১২ ডিসেম্বর ২০২২ কলম্বিয়ার রাজধানী বোগোটায় ১৯তম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে (আইজেএসও-২০২২) বাংলাদেশ দল চারটি ব্রোঞ্জপদক লাভ করে। এ অলিম্পিয়াডে ৪০টি দেশের অনূর্ধ্ব-১৬ বয়সিরা অংশ নেয়। ছয় সদস্যের বাংলাদেশ দলের চারজন পদক পায়। এর আগে গত সাত বছরে বাংলাদেশ দল ১২টি রৌপ্য ও ১৭টি ব্রোঞ্জপদক অর্জন করে। প্রতিবছর আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের পৃষ্ঠপোষকতায় সায়েন্স অলিম্পিয়াডের জন্য বাংলাদেশ দল নির্বাচন করে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন।

 

দেশ বার্তা

সড়ক উন্নয়নে সেঞ্চুরি

২১ ডিসেম্বর ২০২২ প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ১০০টি সড়ক-মহাসড়ক উদ্বোধন করেন। ৫০টি জেলায় জাতীয় ও স্থানীয় পর্যায়ের এসব সড়কের দৈর্ঘ্য ২,০২১ কিলোমিটার। এসব সড়কের মধ্যে ঢাকা থেকে টাঙ্গাইল হয়ে রংপুর পর্যন্ত সড়কে যানবাহন চলাচলে নতুন বিন্যাস সংযোজন করা হয়। এ সড়কে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপের দেশগুলোর মতো ধীর গতি, মধ্যম গতি ও দ্রুত গতির যানবাহন চলাচলের পৃথক পৃথক লেন রয়েছে। সড়ক ও জনপথ বিভাগ (RHD) গত কয়েক বছরে প্রায় ১৫ হাজার কোটি টাকা ব্যয়ে এসব সড়কের নির্মাণ, উন্নয়ন ও সংস্কারের কাজ করে। এর আগে সারাদেশে ২২,৪৭৬ কিলোমিটার সড়ক নেটওয়ার্ক ছিল। তার মধ্যে ৩,৯৯১ কিলোমিটার জাতীয় মহাসড়ক, ৪,৮৯৭ কিলোমিটার আঞ্চলিক মহাসড়ক এবং ১৩,৫৮৮ কিলোমিটার জেলা সড়ক।

বিভাগওয়ারি উদ্বোধন করা সড়ক

বিভাগ

জেলা

দৈর্ঘ্য (কি.মি.)

বিভাগ

জেলা

দৈর্ঘ্য (কি.মি.)

ঢাকা

১২

৬৫৩.৬৬

খুলনা

৩৫২.২৬

ময়মনসিংহ

১৪২.৪৮

রংপুর

২০৩.৯৫

চট্টগ্রাম

২৫৮.৯০

রাজশাহী

১৯৬.৮৭

সিলেট

১০৬.১৮

বরিশাল

১০৭.২৬

সুপ্রীম কোর্টে বঙ্গবন্ধুর স্মারক স্তম্ভ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ইচ্ছার বাস্তব রূপ দিচ্ছে দেশের সর্বোচ্চ আদালত। সুপ্রীম কোর্ট উদ্বোধনের ৫০ বছর পর নির্মাণ করা হচ্ছে স্মারক স্তম্ভ। নির্মিত ঐ স্তম্ভে স্থান পাচ্ছে মুক্তিযুদ্ধে শহীদ আইনজীবীদের নামের তালিকা। ১৮ ডিসেম্বর, ১৯৭২ সুপ্রীম কোর্ট উদ্বোধনে এসে বঙ্গবন্ধু শহীদ আইনজীবীদের নামের ফলক সংবলিত স্তম্ভ দেখতে না পেয়ে হতাশা ব্যক্ত করেছিলেন। জাতির পিতার সেই ইচ্ছার প্রতি সম্মান জানিয়ে ১৮ ডিসেম্বর, ২০২২ বাংলাদেশ সুপ্রীম কোর্টের ইনার গার্ডেন প্রাঙ্গণে স্মারক স্তম্ভ নির্মাণের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, সুপ্রীম কোর্টের গার্ডেন প্রাঙ্গনের যেখানে দাঁড়িয়ে উদ্বোধনী ভাষণ দিয়েছিলেন বঙ্গবন্ধু সেখানেই নির্মিত হচ্ছে এই স্মারক স্তম্ভ। এ স্মারক স্তম্ভে বঙ্গবন্ধুর প্রতিকৃতির পাশাপাশি হাতে লেখা ‘৭২-এর সংবিধান ও শহীদ আইনজীবীদের নামের তালিকা স্থান পাচ্ছে। ১৮ ডিসেম্বর ২০১৭ প্রথমবারের মতো উদ্‌যাপন করা হয় সুপ্রীম কোর্ট দিবস। এর পর থেকে প্রতি বছরের ১৮ ডিসেম্বর সুপ্রীম কোর্ট দিবস পালন করছে সুপ্রীম কোর্ট। ১৮ ডিসেম্বর, ১৯৭২ সুপ্রীম কোর্ট প্রথম কার্যক্রম শুরু করেছিল।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবার্ষিক স্মৃতিস্তম্ভ

শতবর্ষ পূর্তিকে স্মরণীয় করে রাখতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মলচত্বরে ‘অসীমতার স্তম্ভে বিশালতা, অন্তর্ভুক্ততা ও উদারতা’ শীর্ষ শতবার্ষিক স্মৃতিস্তম্ভের নির্মাণ কাজ শুরু হয়। ১৮ ডিসেম্বর ২০২২ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান এ স্মৃতিস্তম্ভের ভিত্তি স্থাপন করেন। ৭,২০০ বর্গফুট আয়তনের ভূমির উপর ১২০ ফুট দৈর্ঘ্য ও ৬০ ফুট প্রস্থের বেদি হবে। মুল স্তম্ভের দৈর্ঘ্য ৭০ ফুট, প্রস্থ ৩০ ফুট ও উচ্চতা ২৫ ফুট। এর ওয়াটার গার্ডেনের ব্যাস ৬০ ফুট ও গভীরতা ৫ ফুট। স্মৃতিস্তম্ভে বিশ্ববিদ্যালয়ের শতবর্ষের প্রকাশ হিসেবে ১০০টি বাতি থাকবে এবং ২০টি ‘হিস্ট্রি প্যানেল’ নির্মাণ করা হবে।

DDT মুক্ত বাংলাদেশ

বাংলাদেশে Dichlorodiphenyltrichloroethane (DDT) বৃহত্তম মজুতটি ছিল চট্টগ্রামে। কয়েক দশক ধরে মজুত থাকা বিষাক্ত এ কীটনাশক বাংলাদেশ থেকে সরিয়ে বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে ধ্বংস করতে পাঠানো হয় ফ্রান্সে। সর্বশেষ চালানটি ২ ডিসেম্বর, ২০২২ চট্টগ্রাম বন্দর ছেড়ে যায়। বিপজ্জনক রাসায়নিক দ্রব্যের গুদাম পরিচ্ছন্নতাকরণের অত্যন্ত জটিল ব্যবস্থাপনায় নেতৃত্ব দেয় জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO)। ১৯৮৫ সালে ম্যালেরিয়ার জীবাণু বহনকারী মশা নিয়ন্ত্রণে ৫০০ টন কীটনাশক আমদানি করা হয়। যদিও এসব ডিডিটি ব্যবহার না করে ডিরেক্টর জেনারেল অব হেলথ সার্ভিসেসের (DGHS) মেডিকেল সাব-ডিপোতে পরিত্যক্ত অবস্থায় ফেলে রাখা হয়। ১৯৯১ সালে বাংলাদেশে DDT’র ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হলেও বিষাক্ত এ রাসায়নিক অপসারণ করা সম্ভব হয়নি। অবশেষে গ্লোবাল এনভায়রনমেন্ট ফ্যাসিলিটির (GEF) অর্থায়নে, বাংলাদেশ সরকার ও FAO-এর সহ-অর্থায়নে প্রতিষ্ঠানটির পেস্টিসাইড রিস্ক রিডাকশন ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় এসব DDT অপসারণ করে।

পদ্মার বুকে বিদ্যুৎ সঞ্চালন লাইন উদ্বোধন

বাগেরহাটের রামপাল ও পটুয়াখালীর পায়রা কয়লাবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদিত বিদ্যুৎ ঢাকায় আনার জন্য ১৫ ডিসেম্বর ২০২২ আমিনবাজার- গোপালগঞ্জ ৪০০ কেভি ডাবল সার্কিট বিদ্যুৎ সঞ্চালন লাইনটি পরীক্ষামূলকভাবে চালু করা হয়। এতে পদ্মা নদী পাড়ি দিয়ে রামপাল ও পায়রায় উৎপাদিত বিদ্যুৎ ঢাকার আমিনবাজারে উপকেন্দ্রে নেওয়া হয়। রামপাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্র ও পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র থেকে ঢাকায় বিদ্যুৎ নেওয়ার জন্য পদ্মা নদীতে ৭.৫ কিলোমিটার সঞ্চালন লাইন নির্মাণ করা হয়। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ প্রথমে নদীতে পাইলিং করে কংক্রিট-রডের ঢালাই দিয়ে পানির উচ্চতার সমান ১১টি পিলার নির্মাণ করে। এর ওপর ১২২ মিটার উঁচু ১১টি টাওয়ার নির্মাণ করে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (PGCB)। এর মধ্যে নদীগর্ভে ৭টি ও তীরবর্তী স্থানে ৪টি পিলার রয়েছে।

বিদ্যুৎ সরবরাহ শুরু

১৭ ডিসেম্বর ২০২২ আনুষ্ঠানিকভাবে আমিনবাজার- গোপালগঞ্জ ৪০০ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইনে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। প্রথমে নবনির্মিত এ সঞ্চালন লাইনটির প্রথম সার্কিট এবং পরে দ্বিতীয় সার্কিটে বিদ্যুৎ প্রবাহ শুরু হয়। বর্তমানে ঢাকার উপকণ্ঠে আমিনবাজার গ্রিড উপকেন্দ্রে এ লাইনের মাধ্যমে প্রায় ৪০০ মেগাওয়াট লোড সরবরাহ করা হয়। ১৫ ডিসেম্বর ২০২২ গোপালগঞ্জ গ্রিড উপকেন্দ্র থেকে ৪০০ কেভি ভোল্টেজ দিয়ে লাইনটি পরীক্ষামূলকভাবে চালু করা হয়। চালুর পর থেকে লাইনটি বিদ্যুতায়িত রয়েছে।

রামপাল বিদ্যুৎ উৎপাদন শুরু

প্রায় এক যুগ পর বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎকেন্দ্র বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু করেছে। বাংলাদেশ-ভারতের যৌথ মালিকানাধীন প্রতিষ্ঠানটির উৎপাদন করা ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ ১৭ ডিসেম্বর ২০২২ থেকে জাতীয় গ্রিডে যুক্ত হয়। এর মধ্যে ৪৬০ মেগাওয়াট গোপালগঞ্জ-আমিনবাজার হয়ে ঢাকার জাতীয় গ্রিডে এবং ২০০ মেগাওয়াট খুলনা-বাগেরহাটে সরবরাহ করা হয়। জুন ২০২৩ দ্বিতীয় ইউনিট থেকে আরও ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে।

কাঁঠালের জীবন রহস্য উন্মোচন

বাংলাদেশের বারোমাসি কাঁঠালের জীবন রহস্য উন্মোচন করতে সক্ষম হয় বিজ্ঞানীরা। পূর্ণাঙ্গ জীবন রহস্য উন্মোচিত হওয়ায়, জৈবপ্রযুক্তির মাধ্যমে নানা স্বাদের এবং বৈশিষ্ট্যের কাঁঠালের নতুন জাত উদ্ভাবন সম্ভব হবে, যা দেশে কাঁঠালের বাণিজ্যিক চাষাবাদ এবং প্রক্রিয়াজাত শিল্পের বিকাশে সহায়ক হবে। প্রথমবারের মতো জীবন রহস্য উন্মোচন করা বারোমাসি কাঁঠালের জাত বারি কাঁঠাল-৩। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, কানাডার গ্লোবাল ইনস্টিটিউট ফর ফুড সিকিউরিটি, ন্যাশনাল রিসার্চ কাউন্সিল, কানাডা এবং ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়ার বিজ্ঞানীরা যৌথ গবেষণার মাধ্যমে কাঁঠালের জীবন রহস্য উন্মোচন করেন। বিজ্ঞানী অধ্যাপক তোফাজ্জল ইসলামের নেতৃত্বে গবেষণা প্রবন্ধটি সম্প্রতি বিজ্ঞান সাময়িকী ফ্রন্টিয়ারস ইন প্লান্ট সায়েন্স-এ প্রকাশ হয়।

NID‘র তথ্য অনুযায়ী পাসপোর্ট রি-ইস্যু

১৩ ডিসেম্বর, ২০২২ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ এক পরিপত্রে জাতীয় পরিচয়পত্রে (NID) দেওয়া তথ্য অনুযায়ী পাসপোর্ট রি-ইস্যু করার নির্দেশ দেয়। পরিপত্রে বলা হয়, বাংলাদেশের অভ্যন্তরে এবং বিদেশে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টের মধ্যে তথ্যের গরমিল হলে জাতীয় পরিচয়পত্রে প্রদত্ত তথ্য (নাম, পিতা-মাতার নাম, বয়স ইত্যাদি) অনুযায়ী পাসপোর্ট রি-ইস্যু করতে হবে। তবে, অপ্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে জন্মনিবন্ধন সনদ বিবেচনা করতে হবে; প্রয়োজনে জেএসসি/জেডিসি/এসএসসি/দাখিল/কারিগরি/উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও সমমান-এর যেকোনো একটি সনদপত্র বিবেচনা করা যেতে পারে।

বাংলাদেশে আর্জেন্টিনার দূতাবাস

২০২৩ সালের জানুয়ারিতে বাংলাদেশে আবারও দূতাবাস চালু করবে আর্জেন্টিনা, যা ১৯৭৮ সাল থেকে বন্ধ রয়েছে। ১০ ডিসেম্বর ২০২২ দেশটির পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো এ ঘোষণা দেন। ২০২১ সালে বাংলাদেশে আর্জেন্টিনার রপ্তানির পরিমাণ ছিল ৮৭৬ মিলিয়ন মার্কিন ডলার, যা এ যাবৎকালের সর্বোচ্চ। দক্ষিণ আমেরিকায় বাংলাদেশ মিশনের সংখ্যা খুবই সীমিত। বর্তমানে ব্রাজিলে একটি দূতাবাস রয়েছে। বাংলাদেশেও ব্রাজিলের ছোট আকারের একটি দূতাবাস রয়েছে।

নতুন পৌরসভা শ্যামনগর

২৭ নভেম্বর ২০২২ প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (NICAR) ১১৮তম সভায় সাতক্ষীরার শ্যামনগর পৌরসভা গঠন, মাদারগঞ্জ উপজেলার সীমানা পুনর্গঠন, ময়মনসিংহের নান্দাইল পৌরসভার সীমানা সম্প্রসারণ, কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানাকে ঝাউদিয়া এলাকায় স্থানান্তর করে ‘ঝাউদিয়া থানা’ নামকরণ এবং ঝাউদিয়া পুলিশ ক্যাম্পকে ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্থানান্তর করে ‘ইসলামী বিশ্ববিদ্যালয় পুলিশ ক্যাম্প’ হিসেবে নামকরণের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

শ্যামনগর পৌরসভা- ১৮৯৭ সালে সাতক্ষীরার শ্যামনগর থানা গঠিত হয়। শ্যামনগর উপজেলার আয়তন ১৯৬৮.২৪ বর্গ কি.মি. (যার মূল ভূখণ্ড ৪৮৩.১১ বর্গ কি.মি. এবং সুন্দরবন ১,৪৮৫.১৩ বর্গ কি.মি.)। প্রস্তাবিত পৌরসভার আয়তন ৫.৮ বর্গ কি.মি.। শ্যামনগর পৌরসভা ‘সি’ শ্রেণির ক্যাটাগরিতে পৌরসভার অনুমোদন দেওয়া হয়। এ নিয়ে দেশে পৌরসভার সংখ্যা এখন ৩৩০টি। আর সাতক্ষীরা জেলার পৌরসভা হলো ৩টি- সাতক্ষীরা, কলারোয়া ও শ্যামনগর।

• বগুড়ার বিরোধপূর্ণ অংশ জামালপুরে- বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার কাজলা এবং বোয়াইল ইউনিয়নের বিরোধপূর্ণ অংশ বিয়োজন করে জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার সঙ্গে সংযোজন করে মাদারগঞ্জ উপজেলার সীমানা পুনর্গঠন করা হয়। ঐ অংশটি বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার কাজলা এবং বোয়াইল ইউনিয়নের সঙ্গে, যা নদীর পাড়ে। বগুড়া যেতে হলে তাদেরকে ব্রহ্মপুত্র নদ পার হেয়ে যেতে হয়। সেজন্য জামালপুর মাদারগঞ্জ উপজেলার সঙ্গে যুক্ত করে দেওয়া হয়।

নতুন সাত শিল্পনগরী

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ২১ জেলায় বিসিকের ২১টি শিল্পনগরী রয়েছে। এর মধ্যে গোপালগঞ্জ ও মাদারীপুরে দুটি করে শিল্পনগরী। ২১ জেলার মধ্যে শিল্পনগরী নেই মাগুরা ও নড়াইল জেলায়। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) এ দুই জেলায় দুটিসহ মোট সাতটি নতুন শিল্পনগরী স্থাপনের পরিকল্পনা করছে। পদ্মা সেতুকেন্দ্রিক এসব শিল্পনগরী ২০২৬ সালের মধ্যে বাস্তবায়ন করা হবে। এর মাধ্যমে ১০ লক্ষাধিক মানুষের কর্মসংস্থান হবে। প্রস্তাবিত নতুন শিল্পনগরীগুলো— ফরিদপুরের নগরকান্দা শিল্পপার্ক, যশোরের ফাউন্ড্রি অটোমোবাইল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং শিল্পপার্ক, মাদারীপুরের শিবচর শিল্পপার্ক, নড়াইল শিল্পপার্ক, মাগুরা শিল্পপার্ক, পিরোজপুর শিল্পপার্ক ও শরীয়তপুরের জাজিরা শিল্পপার্ক।

সুবর্ণজয়ন্তীতে স্মারক নোট

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান ও বাংলাদেশ সুপ্রীম কোর্টের সুবর্ণজয়ন্তী উপলক্ষে ৫০ টাকা মূল্যমানের প্রচলনযোগ্য নতুন স্মারক ব্যাংক নোট মুদ্রণ করে বাংলাদেশ ব্যাংক। ১৮ ডিসেম্বর ২০২২ নোটটি আনুষ্ঠানিকভাবে অবমুক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৯ ডিসেম্বর ২০২২ থেকে নতুন স্মারক নোটটি বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস ও পরে অন্যান্য শাখা অফিসে পাওয়া যায়। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের স্বাক্ষর করা ১৩০ × ৬০ মিলিমিটার পরিমাপের এ স্মারক নোটের সম্মুখভাগের বামপাশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ব্যাকগ্রাউন্ডে জাতীয় সংসদ ভবন এবং এর ডানপাশে সংবিধান ও সুপ্রীম কোর্টের সুবর্ণজয়ন্তী লোগো সংযোজন করা হয়।

জাপানিজ অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন

৬ ডিসেম্বর ২০২২ প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারায়ণগঞ্জের আড়াইহাজারে ‘বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন’ (BSEZ) অর্থাৎ জাপানিজ অর্থনৈতিক অঞ্চল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। পুরো অর্থনৈতিক অঞ্চল চালু হলে আনুমানিক ১.৫ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ হবে। ২০১৪ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফরের মাধ্যমে বাংলাদেশে জাপানিজ অর্থনৈতিক অঞ্চল নির্মাণের পথচলা শুরু হয়। ২০১৬ সালে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (JICA) সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনার উদ্যোগ নেয়। ২০১৮ সালে সম্ভাব্যতা সমীক্ষা শেষে JICA নারায়ণগঞ্জের আড়াইহাজারে জাপানিজ অর্থনৈতিক অঞ্চল স্থাপনের পক্ষে মত প্রদান করে। ২৬ মে ২০১৯ জাপানের সুমিতোমো কর্পোরেশনের সাথে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (BEZA) যৌথ উদ্যোগ চুক্তি স্বাক্ষরিত হয়। এ চুক্তি স্বাক্ষরের ফলে BEZA’র অধীনে একটি স্পেশাল পারপাস কোম্পানি (SPC) গঠন করা হয়, যার নামকরণ করা হয় বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন লিমিটেড। এটি দেশের প্রথম G2G (Government to Government) ভিত্তিক অর্থনৈতিক অঞ্চল।

মুজিবপিডিয়া কী?

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস সব অর্থেই সমার্থক। ‘বাংলাদেশ’ নামক রাষ্ট্র প্রতিষ্ঠার ইতিহাস যেমন বঙ্গবন্ধুর সঙ্গে আষ্টেপৃষ্ঠে জড়িত, তেমনি বঙ্গবন্ধুর জীবনের সঙ্গে যুক্ত বাঙালির মুক্তির ইতিহাসও। জাতির পিতার ঘটনাবহুল রাজনৈতিক ও কর্মময় জীবন এবং তার সুদীর্ঘ সংগ্রামের ইতিহাসের পাশাপাশি বাংলাদেশের সামগ্রিক ইতিহাসের সঠিক তথ্য-উপাত্ত নিয়েই প্রকাশিত হয় বাংলা ভাষায় রচিত সবচেয়ে নির্ভরযোগ্য জ্ঞানকোষ ‘মুজিবপিডিয়া’। ৯৭ জন লেখক-গবেষকের দুই বছরের নিবিড় গবেষণার পর এ মহাগ্রন্থে যুক্ত বঙ্গবন্ধুর পরিবার সংক্রান্ত ভুক্তিগুলো সম্পাদনা ও সংশোধন করেন বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুকে নিয়ে রচিত প্রথম পূর্ণাঙ্গ জ্ঞানকোষ ‘মুজিবপিডিয়া’। এটি উপমহাদেশের প্রথম পূর্ণাঙ্গ জ্ঞানকোষ, যাতে অনুসরণ করা হয় আন্তর্জাতিক মানের গবেষণা পদ্ধতি। বোদ্ধা পাঠক এবং গবেষকদের অনুসন্ধিৎসু মনের খোরাক জোগানোর পাশাপাশি গ্রন্থটি নতুন প্রজন্মকে দিবে বস্তুনিষ্ঠ ইতিহাসের সন্ধান।

প্রকাশকাল: অক্টোবর ২০২২

প্রধান সম্পাদক: কামাল চৌধুরী

সম্পাদক: ফরিদ কবির

নির্বাহী সম্পাদক: আবু মো. দেলোয়ার হোসেন

যুগ্ম-সম্পাদক: মো. ফাখরুল ইসলাম চৌধুরী

সহকারি সম্পাদক: শিমুল সালাহ্‌উদ্দিন

প্রচ্ছদ: আনিসুজ্জামান সোহেল

প্রকাশনী: History & Culture Circle Bangladesh Limited-HCCBL

পরিবেশক: আগামী প্রকাশনী।

পৃষ্ঠপোষক: সিটি ব্যাংক

মূল্য: ৮,০০০ টাকা

পৃষ্ঠা সংখ্যা: ১০০০

সংশ্লিষ্ট ছবি: ৭৫০

ভুক্তি সংখ্যা: ৫৯১

লেখক-গবেষক: ৯৭

ওজন: ৪ কেজি (প্রায়)

খণ্ড: ২

আকার: ১/৮ ডিমাই

জাতিসংঘে বঙ্গবন্ধুর উক্তি

বাংলাদেশের পররাষ্ট্রনীতির ভিত্তি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক উক্তি ‘সকলের সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়’। ৬ ডিসেম্বর ২০২২ জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত International year of Dialogue is a Guarantee of Peace 2023 শীর্ষক প্রস্তাবে সেই উক্তি অন্তর্ভুক্ত করা হয়। কোভিড-পরবর্তী বিশ্বব্যবস্থা এবং রাশিয়া- ইউক্রেন যুদ্ধের বৈশ্বিক প্রেক্ষাপটে সাধারণ পরিষদের প্লেনারি অধিবেশনে প্রস্তাবটি উত্থাপন করে তুর্কমেনিস্তান। প্রস্তাবটিতে কো-স্পন্সর করে দক্ষিণ এশিয়ার সকল দেশসহ ৭০টি দেশ। পরে সর্বসম্মতিক্রমে তা গৃহীত হয়। প্রস্তাবের চতুর্দশ অনুচ্ছেদে যুক্ত করা হয় বঙ্গবন্ধুর উক্তি। বিশ্বমানবতা ও বিশ্বশান্তির অন্যতম প্রবক্তা বঙ্গবন্ধুর ঐতিহাসিক উক্তিটি এবারই প্রথমবারের মতো জাতিসংঘের প্রস্তাবে সন্নিবেশিত হয়। প্রস্তাবের চতুর্দশ অনুচ্ছেদে বঙ্গবন্ধুর উক্তিটি যেভাবে সন্নিবেশিত হয়, তা হলো— ‘দারিদ্র্য, ক্ষুধা, রোগ, নিরক্ষরতা ও বেকারত্বের বিরুদ্ধে লড়াইয়ের গুরুত্ব স্বীকার করে এবং গঠনমূলক সহযোগিতা, সংলাপ ও পারস্পরিক বোঝাপড়ার চেতনায় সকলের সঙ্গে বন্ধুত্ব এবং কারো প্রতি বিদ্বেষ নয় মর্মে জোর দেওয়া হলে তা এই উদ্দেশ্যগুলো অর্জনে সহায়তা করবে। ২৫ সেপ্টেম্বর, ১৯৭৪ জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণদানকালে জাতির পিতা যে বিষয়গুলোর ওপর জোর দিয়ে বিশ্বশান্তি প্রতিষ্ঠার কথা বলেছিলেন, সেগুলোর ধারণামূলক ভিত্তি থেকে এই অনুচ্ছেদটির প্রস্তাবনা তৈরি করা হয়।

বঙ্গবন্ধু গ্রিন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড

৫-৬ ডিসেম্বর ২০২২ যুক্তরাজ্যের লন্ডনে অনুষ্ঠিত দুই দিনব্যাপী ‘কমনওয়েলথ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট সামিট’ এর সমাপনী অনুষ্ঠানে প্রথমবারের মতো ‘কমনওয়েলথ-বাংলাদেশ বঙ্গবন্ধু শেখমুজিবুর রহমান গ্রিন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়। কৃষিতে সবুজ প্রযুক্তির প্রসারে বিশেষ অবদান রাখায় এই অ্যাওয়ার্ড লাভ করে মালাবির ‘প্ল্যানেট গ্রিন আফ্রিকা’। ২০২১ সালের নভেম্বরে গ্লাসগোতে কপ-২৬ চলাকালে এ পুরস্কার প্রদানের ঘোষণা দেওয়া হয়।

 

দেশের প্রথম মেট্রোরেলের যাত্রা

• যাত্রা শুরু করলো মেট্রোরেল, প্রথম যাত্রী প্রধানমন্ত্রী

স্মার্টকার্ডে ভাড়া পরিশোধ

• মেট্রোরেলে চলাচলের ক্ষেত্রে সাপ্তাহিক, মাসিক, পারিবারিক কার্ড আগে থেকে কিনতে হবে। এ ছাড়া যেকোনো স্টেশনে থাকা মেশিনের মাধ্যমেও কার্ড রিচার্জ করা যাবে। ভাড়ার অতিরিক্ত পথ যাতায়াত করলে স্টেশনে থাকা কর্মকর্তাদের কাছে অতিরিক্ত ভাড়া পরিশোধ করতে হবে।

• যাত্রীরা ১০ বছর মেয়াদি এমআরটি স্থায়ী পাস নিতে পারবেন। এ পাস প্রতিটি স্টেশনের উভয় পাশে টিকিট বুথে পাওয়া যাবে। যাত্রীরা সর্বনিম্ন ৪০০ টাকা জমা দিয়ে পাস সংগ্রহ করতে পারবেন। পরে যাত্রী তাঁর সামর্থ্য অনুযায়ী, রিচার্জ করে রাখতে পারবেন। এ পাসে সর্বনিম্ন ২০০ টাকা নিরাপত্তা জামানত থাকতে হবে।

• বুথ বা কাউন্টার থেকে একজন যাত্রী স্থায়ী পাসের পাশাপাশি তাৎক্ষণিক ভ্রমণের জন্য টাকা দিয়ে অস্থায়ী পাস বা টিকিট সংগ্রহ করতে পারবেন। মেট্রোরেল স্টেশনের তিনতলায় থাকবে রেললাইন ও প্ল্যাটফর্ম। শুধু টিকিট ধারী ব্যক্তিরাই ঐ তলায় যেতে পারবেন। ভাড়া স্মার্টকার্ডে পরিশোধ করলে ১০% রেয়াতের ব্যবস্থা থাকবে।

• প্রতি কিলেমিটার ভাড়া: ৫ টাকা।

• সর্বনিম্ন ভাড়া: ২০ টাকা।

• সর্বোচ্চ ভাড়া: ১০০ টাকা (উত্তরা-মতিঝিল)

২৮ ডিসেম্বর, ২০২২ বিশ্বের উন্নত দেশগুলোর মতো বাংলাদেশের গণপরিবহনে যুক্ত হয় বৈদ্যুতিক মেট্রোরেল। দেশের অন্যতম এ মেগা প্রকল্প নিয়ে প্রশ্নোত্তরে আমাদের বিশেষ আয়োজন।

প্রশ্ন: MRT’র পূর্ণরূপ কী?

উত্তর: Mass Rapid Transit

প্রশ্ন: মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে রয়েছে কোন প্রতিষ্ঠান?

উত্তর: ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (DMTCL)

প্রশ্ন: DMTCL কার মালিকানাধীন?

উত্তর: বাংলাদেশ সরকার।

প্রশ্ন: DMTCL‘র আওতায় মেট্রোরেলের মোট দৈর্ঘ্য কত?

উত্তর: ১২৯.৯০১ কিমি।

প্রশ্ন: মোট স্টেশন কয়টি হবে?

উত্তর: ১০৫টি।

প্রশ্ন: প্রথম পর্যায়ে কোন রুটের কাজ শেষ করা হবে?

উত্তর: এমআরটি লাইন-৬।

প্রশ্ন: দ্বিতীয় পর্যায়ে কোন রুটের কাজ শেষ করা হবে?

উত্তর: এমআরটি লাইন-১ ও এমআরটি লাইন-৫: Northern Route

এমআরটি লাইন-৬

প্রশ্ন: দেশের প্রথম মেট্রোরেল চালু হয় কোন লাইনে?

উত্তর: এমআরটি লাইন-৬

প্রশ্ন: নির্মাণ কাজ উদ্বোধন করা হয় কবে?

উত্তর: ২৬ জুন, ২০১৬।

প্রশ্ন: দেশের প্রথম মেট্রোরেলের আনুষ্ঠানিক পরীক্ষামূলক চলাচল শুরু হয় কবে?

উত্তর: ২৯ আগস্ট, ২০২১।

প্রশ্ন: বাংলাদেশ বিদ্যুৎচালিত মেট্রোরেল ব্যবস্থার যুগে প্রবেশ করে কবে?

উত্তর: ২৮ ডিসেম্বর, ২০২২।

প্রশ্ন: প্রথম যাত্রী হিসেবে টিকিট কেটে ট্রেনে চড়েন কে ?

উত্তর: প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রশ্ন: সাধারণ যাত্রীদের জন্য মেট্রোরেল উন্মুক্ত করা হয় কবে?

উত্তর: ২৯ ডিসেম্বর, ২০২২।

প্রশ্ন: একনেকে অনুমোদন হয় কবে?

উত্তর: ১৮ ডিসেম্বর, ২০১২।

প্রশ্ন: কোচগুলোর নির্মাতা কে?

উত্তর: জাপানের কাওয়াসাকি-মিতসুবিশি কনসোর্টিয়াম।

প্রশ্ন: স্টেশন কয়টি ও কী কী?

উত্তর: ১৭টি— উত্তরা উত্তর, উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া, শেওড়াপাড়া, আগারগাঁও, বিজয় সরণি, ফার্মগেট, কাওরান বাজার, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ সচিবালয়, মতিঝিল ও কমলাপুর।

প্রশ্ন: নারী যাত্রীদের জন্য বিশেষ কী সুবিধা থাকবে?

উত্তর: প্রতিটি ট্রেনে একটি করে কোচ শুধু নারীদের জন্য সংরক্ষিত থাকবে। নারী যাত্রীগণ ইচ্ছা করলে অন্য কোচেও যাতায়াত করতে পারবে।

প্রশ্ন: ঢাকার উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত প্রথম মেট্রোরেল (এমআরটি লাইন-৬) এর দৈর্ঘ্য কত?

উত্তর: ২১.২৬ কিমি।

প্রশ্ন: ঢাকার উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত প্রথম মেট্রোরেল (এমআরটি লাইন-৬) এর দৈর্ঘ্য কত?

উত্তর: ২০.১০ কিমি।

প্রশ্ন: ২৮ ডিসেম্বর, ২০২২ কোন স্থান থেকে কোন স্থান পর্যন্ত মেট্রোরেল চালু হয়?

উত্তর: উত্তরা থেকে আগারগাঁও অংশে।

প্রশ্ন: এ অংশের দৈর্ঘ্য কত?

উত্তর: ১১.৭৩ কিমি।

প্রশ্ন: এ অংশের স্টেশন কতটি?

উত্তর: ৯টি।

প্রশ্ন: আগারগাঁও থেকে মতিঝিল অংশ কবে চালু হবে?

উত্তর: ২০২৩ সালের শেষের দিকে।

প্রশ্ন: এ অংশের দৈর্ঘ্য কত?

উত্তর: ৮.৩৭ কিমি।

প্রশ্ন: এ অংশের স্টেশন কতটি?

উত্তর: ৭টি।

প্রশ্ন: মতিঝিল থেকে কমলাপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত কবে চালু হবে?

উত্তর: ২০২৫ সালে।

প্রশ্ন: এ অংশের দৈর্ঘ্য কত?

উত্তর: ১.১৬ কিমি।

Leave a Reply