বাংলাদেশ বিষয়াবলি

কালানুক্রমিক ঘটনাবলি

০১.০২.২০২৩

♦ ‘পড়ো বই গড়ো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’-প্রতিপাদ্য নিয়ে ‘অমর একুশে বইমেলা ২০২৩’ শুরু।

♦ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার চত্বরে দুই দিনব্যাপী ৩৫তম জাতীয় কবিতা উৎসব শুরু।

০২.০২.২০২৩

♦ ম্যাস র‍্যাপিড ট্রানজিট (MRT-1) প্রকল্পের আওতায় দেশের প্রথম পাতাল রেলের নির্মাণ কাজ উদ্বোধন।

♦ আন্তর্জাতিক অর্থ তহবিল (IMF) বাংলাদেশের জন্য প্রথম কিস্তিতে ৪৭,৬২,৭০,০০০ ডলার ঋণ ছাড় করে।

♦ জাতীয় সংসদে ‘মুজিবনগর বিশ্ববিদ্যালয়, মেহেরপুর বিল, ২০২৩’ পাস।

০৫.০২.২০২৩

♦ জাতীয় রাজস্ব বোর্ডের (NBR) উদ্যোগে দুই দিনব্যাপী ‘রাজস্ব সম্মেলন ২০২৩’ শুরু।

♦ ঢাকার আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (NBR) নিজস্ব নতুন ভবনের উদ্বোধন।

০৬.০২.২০২৩

♦ তিন দিনের সফরে বাংলাদেশে পৌঁছেন বেলজিয়ামের রানি মাথিল্ডে ম্যারি ক্রিস্টিন।

♦ মন্ত্রিসভায় ‘ওষুধ ও কসমেটিক আইন, ২০২৩’ এর খসড়া চূড়ান্ত অনুমোদন।

♦ মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রথমবার বাংলায় ডেথ রেফারেন্স মামলার রায় দেয় হাইকোর্ট।

০৭.০২.২০২৩

♦ জাতীয় সংসদে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, নওগাঁ বিল, ২০২৩ পাস।

♦ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কংগ্রেসের দুই কক্ষে বার্ষিক স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণ দেন।

০৯.০২.২০২৩

♦ বাংলাদেশ রেলওয়ের আওতায় নির্মিত নতুন তিনটি রেলপথ উদ্বোধন।

♦ একাদশ জাতীয় সংসদের ২১তম অধিবেশনের সমাপ্তি।

♦ নেপালকে ৩-০ গোলে হারিয়ে প্রথম সাফ অনূর্ধ্ব-২০ নারী ফুটবলে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।

১২.০২.২০২৩

♦ জাতীয় পেনশন কর্তৃপক্ষ গঠিত।

♦ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৩তম জাতীয় সমাবেশে ড. সালমা সিদ্দিকা প্রথম নারী প্যারেড কমান্ডার হিসেবে প্যারেড পরিচালনা করেন।

১৩.০২.২০২৩

♦ বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হন মো. সাহাবুদ্দিন।

♦ ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (BSMMU) সরকারিভাবে প্রথমবার মরণোত্তর দেহদান প্রক্রিয়া শুরু।

১৫.০২.২০২৩

♦ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ৭৫ বছর পূর্তি।

♦ ৫,০০০ বীর মুক্তিযোদ্ধার বাসগৃহ ‘বীর নিবাস’-এর চাবি তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

১৬.০২.২০২৩

♦ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (BPL) নবম আসরে চ্যাম্পিয়ন হয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

♦ বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের স্বাক্ষর করা ১,০০০ টাকা মূল্যমানের নতুন ব্যাংক নোট বাজারে আসে।

১৯.০২.২০২৩

♦ ঢাকার মিরপুর এলাকায় নির্মিত মিরপুর কালশী উড়াল সড়ক উদ্বোধন করা হয়।

২০.০২.২০২৩

♦ জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP) নিজেদের ইউএন বাংলা ফন্টের ইউনিকোড সংস্করণ উন্মুক্ত করে।

২১.০২.২০২৩

♦ যথাযোগ্য মর্যাদায় অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত।

২৫.০২.২০২৩

♦ প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটালিপাড়ায় ৪৪টি নবনির্মিত প্রকল্প ও চারটি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

২৬.০২.২০২৩

♦ শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমসের চূড়ান্ত পর্ব উদ্বোধন।

২৮.০২.২০২৩

♦ কিশোরগঞ্জের মিঠামইনে বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল হামিদ সেনানিবাস উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

আলোচিত বাংলাদেশ

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রথম নারী ব্যারিস্টার

বাংলাদেশের চাকমা তথা ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের প্রথম নারী ব্যারিস্টার রাঙ্গামাটির ভ্যালি চাকমা। ২৫ নভেম্বর, ২০২২ লন্ডনের লিংকন্সইন থেকে ব্যারিস্টারি ডিগ্রি লাভ করেন। বাংলাদেশের চাকমা সম্প্রদায়ের প্রথম ব্যারিস্টার চাকমা সার্কেলের চিফ রাজা দেবাশিষ রায়। দেশের প্রথম নারী ব্যারিস্টার ড. রাবিয়া ভুঁইয়া।

নতুন ব্রিটিশ হাইকমিশনার

৮ ফেব্রুয়ারি ২০২৩ বাংলাদেশে যুক্তরাজ্যের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ পান সারাহ কুক। তিনি এপ্রিল বা মে মাসে রবার্ট ডিকসনের স্থলাভিষিক্ত হবেন। সেপ্টেম্বর ২০১৬ তিনি তানজানিয়ায় যুক্তরাজ্যের হাইকমিশনার হিসেবে কাজ করেন। হাইকমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করলে তিনি হবেন বাংলাদেশে নিযুক্ত দ্বিতীয় ব্রিটিশ নারী হাইকমিশনার। বাংলাদেশে নিযুক্ত প্রথম ব্রিটিশ নারী হাইকমিশনার অ্যালিসন ব্লেইক (২০১৬-২০১৯)।

 

লোকান্তর

ব্যারিস্টার নাজমুল হুদা

ব্যারিস্টার নাজমুল হুদা (৬ জানুয়ারি ১৯৪৩-১৯ ফেব্রুয়ারি ২০২৩): আইনজীবী ও সাবেক মন্ত্রী। ১ সেপ্টেম্বর ১৯৭৮ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গঠিত হলে নাজমুল হুদা দলটির প্রতিষ্ঠাতা সদস্য এবং সর্বকনিষ্ঠ স্থায়ী কমিটির সদস্য ছিলেন। তিনি ২০ মার্চ-১৯ সেপ্টেম্বর ১৯৯১ মেয়াদে খাদ্য প্রতিমন্ত্রী, ১৯ সেপ্টেম্বর ১৯৯১-৫ নভেম্বর ১৯৯৪ মেয়াদে তথ্যমন্ত্রী ও ১০ অক্টোবর ২০০১-২৮ অক্টোবর ২০০৬ মেয়াদে যোগাযোগমন্ত্রী ছিলেন। ৭ মে ২০১৪ তিনি বাংলাদেশ জাতীয় জোট গঠন করেন। ২০ নভেম্বর ২০১৫ তৃণমূল বিএনপি নামে আরও একটি নতুন দল গঠন করেন। ১৬ ফেব্রুয়ারি ২০২৩ দলটি নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন পায়।

জেনারেল (অব.) পারভেজ মোশাররফ

জেনারেল (অব.) পারভেজ মোশাররফ (১১ আগস্ট ১৯৪৩-৫ ফেব্রুয়ারি ২০২৩) পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট ও সেনাশাসক। তিনি ব্রিটিশ ভারতের দিল্লিতে জন্মগ্রহণ করেন। ১৯ এপ্রিল, ১৯৬১ পাকিস্তান মিলিটারি একাডেমিতে যোগ দেন। তিনি পাকিস্তান মিলিটারি একাডেমি কাকুল থেকে কমিশন পান। এরপর তিনি যোগ দেন স্পেশাল সার্ভিস গ্রুপে। ১৯৬৫ ও ১৯৭১ সালের যুদ্ধে অংশ নেন। ১৯৯৮ সালে জেনারেল পদে উন্নীত হন এবং সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ১২ অক্টোবর, ১৯৯৯ অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেন। ২০ জুন, ২০০১ পাকিস্তানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ১ মে, ২০০২ গণভোটের মাধ্যমে তিনি পাঁচ বছরের জন্য প্রেসিডেন্টের দায়িত্ব নেন। ২০০৭ সালের নভেম্বরে সুপ্রিম কোর্টের বিচারকদের পদচ্যুত করার কারণে আইনজীবীদের আন্দোলনের সূচনা হয়। সেই ধারাবাহিকতায় রাজনৈতিক দলগুলোর নেতৃত্বে আন্দোলনের পর ১৮ আগস্ট, ২০০৮ প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন তিনি। তিনি পাকিস্তানের সবচেয়ে দীর্ঘমেয়াদি প্রেসিডেন্ট। ২০০৬ সালে তার In the Line of Fire: A Memoir শীর্ষক আত্মজীবনী প্রকাশ হয়। ১ অক্টোবর, ২০১০ অল পাকিস্তান মুসলিম লীগ নামে নতুন রাজনৈতিক দল গঠন করেন। ১৭ মার্চ, ২০১৬ চিকিৎসার উদ্দেশে দুবাই যান। সেখানেই আমেরিকান হসপিটালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

 

মেলা-উৎসব

জাতীয় কবিতা উৎসব

আয়োজন: ৩৫তম।

সময়কাল: ১-২ ফেব্রুয়ারি ২০২৩।

স্থান: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার প্রাঙ্গণ।

প্রতিপাদ্য- বাংলার স্বাধীনতা আমার কবিতা।

সাহিত্য-সংস্কৃতি

Victory City → সালমান রুশদির নতুন উপন্যাস। ৭ ফেব্রুয়ারি ২০২৩ প্রকাশিত হয়।

Butts: A Backstory → মার্কিন সাংবাদিক ও লেখক হেদার রাদকের রচিত গ্রন্থ।

আমার জীবননীতি আমার রাজনীতি → রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আত্মজীবনীমূলক গ্রন্থ। ৮ ফেব্রুয়ারি ২০২৩ গ্রন্থটির প্রকাশনা উৎসব হয়।

দ্য লেটার অব সাবিত্রী হাসান আজিজুল হকের ‘সাবিত্রী উপাখ্যান’ এর ইংরেজি অনুবাদ।

১ ফেব্রুয়ারি, ২০২৩ অমর একুশে বইমেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পাদিত ‘শেখ মুজিবুর রহমান রচনাবলী, ‘অসমাপ্ত আত্মজীবনী’ পাঠ বিশ্লেষণ, ‘আমার দেখা নয়াচীন পাঠ বিশ্লেষণ,’ কারাগারের রোজনামচা-পাঠ বিশ্লেষণ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

 

জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২১

২৬ জানুয়ারি ২০২৩ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২১ এর বিজয়ীদের তালিকা প্রকাশ করে। এবারের চলচ্চিত্র পুরস্কারে ২৭ ক্যাটাগরিতে ৩৪টি পুরস্কার দেওয়া হয়।

আজীবন সম্মাননা: ডলি জহুর ও ইলিয়াস কাঞ্চন

ক্যাটাগরি

বিজয়ী চলচ্চিত্র

পরিচালক

চলচ্চিত্র

লাল মোরগের ঝুঁটি

মাতিয়া বানু শুকু

নোনাজলের কাব্য

রেজওয়ান শাহরিয়ার সুমিত

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র

ধড়

আকা রেজা গালিব

প্রামাণ্য চলচ্চিত্র

বধ্যভূমিতে একদিন

কাওসার চৌধুরী

ক্যাটাগরি

বিজয়ীর নাম

চলচ্চিত্র

চলচ্চিত্র পরিচালক

রেজওয়ান শাহরিয়ার সুমিত

নোনাজলের কাব্য

অভিনেতা

মো. সিয়াম আহমেদ

মৃধা বনাম মৃধা

মীর সাব্বির মাহমুদ

রাতজাগা ফুল

অভিনেত্রী

আজমেরী হক (বাঁধন)

রেহানা মরিয়ম নূর

তাসনোভা তামান্না

নোনাজলের কাব্য

পার্শ্ব-অভিনেতা

এম ফজলুর রহমান বাবু

নোনাজলের কাব্য

পার্শ্ব-অভিনেত্রী

শম্পা রেজা

পদ্মাপুরাণ

খল অভিনেতা

মো. আবদুল মান্নান (জয়রাজ)

লাল মোরগের ঝুঁটি

কৌতুক চরিত্র

প্রভাষ কুমার ভট্টাচার্য্য (মিলন)

মৃধা বনাম মৃধা

শিশু শিল্পী

আফিয়া তাবাসসুম (আফিয়া জাহিন জায়মা)

রেহানা মরিয়ম নূর

বিশেষ শিশু শিল্পী

জান্নাতুল মাওয়া ঝিলিক (ঝিলিক জান্নাত)

যা হারিয়ে যায়

সংগীত পরিচালক

সুজেয় শ্যাম

যৈবতী কন্যার মন

গায়ক

কে এম আবদুল্লাহ-আল-মুর্তজা মুহিন (শোনাতে এসেছি আজ)

পদ্মাপুরাণ

গায়িকা

চন্দনা মজুমদার (দেখলে ছবি পাগল হবি)

পদ্মাপুরাণ

গীতিকার

গাজী মাজহারুল আনোয়ার (অন্তরে অন্তর জ্বালা)

যৈবতী কন্যার মন

সুরকার

সুজেয় শ্যাম (অন্তরে অন্তর জ্বালা)

যৈবতী কন্যার মন

কাহিনিকার

রেজওয়ান শাহরিয়ার সুমিত

নোনাজলের কাব্য

চিত্রনাট্যকার

নূরুল আলম আতিক

লাল মোরগের ঝুঁটি

সংলাপ রচয়িতা

তৌকীর আহমেদ

স্ফুলিঙ্গ

সম্পাদক

সামির আহমেদ

লাল মোরগের ঝুঁটি

শিল্প নির্দেশক

শিহাব নূরুন নবী

নোনাজলের কাব্য

চিত্রগ্রাহক

সৈয়দ কাশেফ শাহবাজি

লাল মোরগের ঝুঁটি

সুমন কুমার সরকার

মাজহারুল ইসলাম রাজু

শব্দগ্রাহক

শৈব তালুকদার

রেহানা মরিয়ম নূর

পোশাক ও সাজ-সজ্জা

ইদিলা কাছরিন ফরিদ

নোনাজলের কাব্য

মেক-আপম্যান

মো. ফারুখ

লাল মোরগের ঝুঁটি

মো. ফরহাদ রেজা (মিলন)

 

পদক ও পুরস্কার

বাদশাহ ফয়সাল পুরস্কার

২০২৩ সালে বাদশাহ ফয়সাল পুরস্কার বিজয়ীরা হলেন-

আরবি ভাষা সাহিত্য: আবদেল ফাত্তাহ কিলিতো।

ইসলামী স্থাপত্য: রবার্ট হিলেনব্র্যান্ড।

ইসলামের সেবা: শেখ নাসের আল-জাবি ও ড. চৈ ইয়ং কিল হামিদ।

বিজ্ঞান: চাদ আলেকজান্ডার মিরকিন ও জ্যাকি ই রু ইং।

চিকিৎসা: সারাহ ক্যাথরিন গিলবার্ট ও ড্যান হাং বারুচ।

ব্র্যাক ব্যাংকসমকাল সাহিত্য পুরস্কার

১১ ফেব্রুয়ারি, ২০২৩ ‘ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার ২০২১’ প্রদান করা হয়। বিজয়ীরা হলেন—

শাখা

সাহিত্যিক

গ্রন্থ

কবিতা ও কথাসাহিত্য

মঞ্জু সরকার

উজানযাত্রা

প্রবন্ধ, অনুবাদ ও আত্মজীবনী

সালেক খোকন

৭১-এর আকরগ্রন্থ

তরুণ সাহিত্যিক

কিযী তাহনিন

বুধ গ্রহে চাঁদ উঠেছে

গবেষণা ও অর্থনীতিবিষয়ক রচনায় অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে প্রথমবার আজীবন সম্মাননা দেওয়া হয় অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহানকে।

৭১-এর আকরগ্রন্থটি প্রকাশ করেছে স্বনামধন্য প্রকাশনা কথাপ্রকাশ।

 

একুশে পদক

২০২৩ সালে একুশে পদক লাভ করেন ১৯ জন ব্যক্তি ও ২টি প্রতিষ্ঠান।

পদক বিজয়ীরা—

• ভাষা আন্দোলন> খালেদা মনযুর-ই খুদা, বীর মুক্তিযোদ্ধা এ কে. এম শামসুল হক (মরণোত্তর), হাজী মোঃ মজিবর রহমান।

• শিল্পকলা (অভিনয়)> মাসুদ আলী খান, শিমূল ইউসুফ

• শিল্পকলা (সংগীত)> মনোরঞ্জন ঘোষাল, গাজী আব্দুল হাকিম, ফজল-এ-খোদা (মরণোত্তর)।

• শিল্পকলা (আবৃত্তি) > জয়ন্ত চট্টোপাধ্যায়।

• শিল্পকলা> নওয়াজীশ আলী খান।

• শিল্পকলা (চিত্রকলা) > কনক চাঁপা চাকমা।

• মুক্তিযুদ্ধ > মমতাজ উদ্দীন (মরণোত্তর)।

• সাংবাদিকতা > মো: শাহ আলমগীর (মরণোত্তর)।

• গবেষণা > ড. মোঃ আবদুল মজিদ।

• শিক্ষা > প্রফেসর ড. মযহারুল ইসলাম (মরণোত্তর), বাংলাদেশ জাতীয় জাদুঘর।

• সমাজসেবা > বিদ্যানন্দ ফাউন্ডেশন, মোঃ সাইদুল হক।

• রাজনীতি > এ্যাড. মঞ্জুরুল ইসলাম (মরণোত্তর), আকতার উদ্দিন মিয়া (মরণোত্তর)।

• ভাষা ও সাহিত্য > ড. মনিরুজ্জামান।

 

স্বাধীনতা পুরস্কার ২০২৩

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ জন বিশিষ্ট ব্যক্তি ও ১ টি প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার ২০২৩’ প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে।

ব্যক্তি/প্রতিষ্ঠানের নাম

ক্ষেত্র

বীর মুক্তিযোদ্ধা কর্ণেল (অবঃ) সামসুল আলম

স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ

মরহুম লেঃ এ, জি, মোহাম্মদ খুরশীদ

স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ

শহিদ খাজা নিজামউদ্দিন ভূইয়া

স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ

জনাব মোফাজ্জল হোসেন চৌধুরী (মায়া), বীর বিক্রম

স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ

মরহুম ড. মুহাম্মদ মঈনুদ্দিন আহমেদ (সেলিম আল দীন)

সাহিত্য

জনাব পবিত্র মোহন দে

সংস্কৃতি

জনাব এ এস এম রকিবুল হাসান

ক্রীড়া

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর

সমাজসেবা/জনসেবা

বেগম নাদিরা জাহান (সুরমা জাহিদ)

গবেষণা ও প্রশিক্ষণ

ড. ফিরদৌসী কাদরী

গবেষণা ও প্রশিক্ষণ

 

আন্তর্জাতিক মাতৃভাষা পদক

মাতৃভাষা সংরক্ষণ, পুনরুজ্জীবন, বিকাশ, চর্চা, প্রচার-প্রসারে অবদানের জন্য ২০২১ সালে ‘আন্তর্জাতিক মাতৃভাষা পদক’ প্রবর্তন করা হয়। যা দুই বছর পরপর প্রদান করা হয়। ২০২৩ সালে ৩ জন ব্যক্তি ও ১টি প্রতিষ্ঠানকে এ পদক প্রদান করা হয়।

শ্রেণি

নাম

দেশ

অবদান

জাতীয়

মো.হাবিবুর রহমান

বাংলাদেশ

বেদে জনগোষ্ঠীর মাতৃভাষা ‘ঠার’ ভাষা সংগ্রহ।

অধ্যাপক ড. রনজিত সিংহ

বাংলাদেশ

মণিপুরি বিষ্ণুপ্রিয়া ভাষা সংরক্ষণ ও বিকাশে কাজ করেন।

আন্তর্জাতিক

মাহেন্দ্র কুমার মিশ্র

ভারত

বহু ভাষার শিক্ষা নিয়ে কাজ।

ইন্টারন্যাশনাল মাদার ল্যাংগুয়েজ লাভার্স অ্যাসোসিয়েশন

কানাডা

২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণায় ভূমিকা।

 

সাইবার ক্রাইম সম্পর্কে জনসচেতনতা

বাংলাদেশে প্রায়শই ঘটা সাইবার অপরাধসমূহের মধ্যে রয়েছে আইডি হ্যাকিং, উগ্র ও বিদ্বেষপূর্ণ মন্তব্য/অডিও/ভিডিও প্রচার, ফেইক অ্যাকাউন্ট তৈরি, সাইবার বুলিং বা হ্যারাসমেন্ট, প্রশ্নপত্র ফাঁস, ডেবিট ও ক্রেডিট কার্ড জালিয়াতি, অনলাইন মাল্টি লেভেল মার্কেটিং ও গ্যাম্বলিং ইত্যাদি। তাই অনলাইন কার্যক্রমে সুরক্ষিত থাকতে সাধারণ কিছু নিরাপত্তামূলক ব্যবস্থা সম্পর্কে জানা প্রয়োজন।

• ব্যক্তিগত ফোন/ল্যাপটপ বা অন্য যেকোনো পাবলিক ডিভাইস ব্যবহারের পর যথাযথভাবে লগআউট করা।

• অপরিচিত কাউকে ফ্রেন্ড লিস্টে এ্যাড করা যাবে না। অনলাইনে পরিচিত হওয়া কোনো ব্যক্তি দেখা করতে চাইলে তা এড়িয়ে চলা।

• সকল সোশ্যাল মিডিয়া একাউন্টের সিকিউরিটি অপশনে থাকা প্রাইভেসি সেটিংস নিয়ন্ত্রণ করতে হবে।

• একই পাসওয়ার্ড একাধিক সোশ্যাল মিডিয়া একাউন্টের জন্য ব্যবহার করা থেকে বিরত থাকা।

• Google Yourself গুগলে নিজের নাম সার্চ দিয়ে দেখতে হবে আপত্তিকরভাবে কোথাও নিজের নাম বা ছবি ব্যবহার করা হয়েছে কি না।

• কোনো একাউন্ট থেকে বিব্রতকর ছবি বা মেসেজ পাঠানো হলে সে একাউন্ট ব্লক করে দিতে হবে।

• সোশ্যাল মিডিয়ায় ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে বা অন্যের অধিকারকে ক্ষুন্ন করে কোনো মন্তব্য করা যাবে না।

• সঠিকভাবে যাচাই না করে কোনো ধরনের গুজব বা মিথ্যা তথ্য শেয়ার করা যাবে না।

ফেসবুক একাউন্টের নিরাপত্তা বিধানে করণীয়

• Capital letter, small letter, number & symbol মিলিয়ে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। ব্যক্তিগত তথ্য যেমন— জন্ম তারিখ, নিজের নাম, শিক্ষা প্রতিষ্ঠানের নাম ইত্যাদি পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে।

• Two factor authentication অপশন চালু রাখতে হবে। অন্য কেউ লগইন করতে চাইলেও এই ইমেইলে বা মোবাইল নাম্বারে আসা কোড জানতে পারবে না বিধায় সুরক্ষিত থাকা যাবে।

• ফেসবুকের Privacy Settings অপশনটি ব্যবহারের মাধ্যমে ব্যক্তিগত তথ্য, ছবি, পোস্টের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। প্রয়োজনে প্রোফাইল লক করে রাখতে হবে।

• ফেসবুক একাউন্ট খোলার সময় জাতীয় পরিচয়পত্রের সাথে সামঞ্জস্যপূর্ণ নাম ও জন্মতারিখ ব্যবহার করতে হবে। এতে আইডি হ্যাক হলে আইনি ব্যবস্থা গ্রহণ করা সহজ হবে।

ফেসবুক একাউন্ট হ্যাক হলে করণীয়

প্রথমেই http://www.facebook.com/hacked লিঙ্কে প্রবেশ করতে হবে। এরপর Someone else got into my account without my permission-এ ক্লিক করতে হবে। হ্যাক হওয়া একাউন্টটির তথ্য চাওয়া হলে সেখানে উল্লেখ করা ২টি অপশনের (ইমেইল বা ফোন নম্বর) যেকোনো একটির ইনফরমেশন দিতে হবে। এরপর My account is compromised এ ক্লিক করতে হবে। হ্যাক হওয়া একাউন্টটির তথ্য চাওয়া হলে সেখানে উল্লেখ করা ইমেইল বা ফোন নম্বর যেকোনো একটির ইনফরমেশন দিতে হবে। প্রদত্ত তথ্য সঠিক হলে প্রকৃত একাউন্টটিই দেখাবে এবং বর্তমান অথবা পুরাতন পাসওয়ার্ড চাইবে; এখানে পুরাতন পাসওয়ার্ডটি দিয়ে Continue করতে হবে।

হ্যাকার যদি ইমেইল অ্যাড্রেস পরিবর্তন করে না থাকে তাহলে আগের ইমেইলে রিকভারি অপশন পাঠানো হবে। এর মাধ্যমে হ্যাকড ফেসবুক একাউন্ট উদ্ধার করা সম্ভব। হ্যাকার যদি ইমেইল অ্যাড্রেস, ফোন নম্বরসহ লগইন এর জন্য প্রয়োজনীয় তথ্য পরিবর্তন করে তাহলে, Need another way to authenticate? > Submit a request to Facebook এ ক্লিক করলে ফেসবুক প্রোফাইলটি উদ্ধারের জন্য প্রয়োজনীয় তথ্য ও আইডি সরবরাহের ফর্ম পূরণের মাধ্যমে হ্যাকড ফেসবুক এ্কাউন্ট উদ্ধার করা সম্ভব।

ব্যক্তিগত কন্টেন্ট ফেসবুকে ছাড়লে করণীয়

যে পোস্টের মাধ্যমে ব্যক্তিগত কন্টেন্ট ফেসবুকে শেয়ার করা হয়েছে সে পোস্টের ডানদিকে রিপোর্ট করার অপশনে গিয়ে Find support or report post এ ক্লিক করতে হবে। অপশনে থাকা বিভিন্ন ইস্যু যেমন – Fake news, violence, harassment ইত্যাদির মধ্য থেকে উপযুক্ত বিষয়টি নির্বাচন করতে হবে। ভুক্তভোগী নিজে কিংবা তার ফেসবুক বন্ধুরা Me/My friends থেকে উপযুক্ত অপশনটি নির্বাচন করে মিথ্যা বা মানহানিকর পোস্টটির বিরুদ্ধে রিপোর্ট করতে পারেন। সংশ্লিষ্ট পোস্টটির সম্পূর্ণ লিঙ্কসহ স্ক্রিনশট নিয়ে সংরক্ষণ করে রাখতে হবে যা, পরবর্তীতে যেকোনো আইনি পদক্ষেপ নিতে সহায়ক হবে।

 

সারাদেশ

PBC’র সহসভাপতি বাংলাদেশ

 জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল মুহিত সর্বসম্মতিক্রমে ২০২৩ সালের জন্য জাতিসংঘ শান্তি – বিনির্মাণ কমিশনের (PBC) সহসভাপতি নির্বাচিত হন। তিনি ২০২২ সালে কমিশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। সভাপতি হিসেবে বাংলাদেশের মেয়াদ শেষ হওয়ার পর কমিশনের সদস্যরা ২০২৩ সালের জন্য ক্রোয়েশিয়াকে কমিশনের চেয়ারম্যান এবং বাংলাদেশ ও জার্মানিকে সহসভাপতি নির্বাচিত করে। ২ ফেব্রুয়ারি, ২০২৩ নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল মুহিত সদ্য বিদায়ী চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন।

IMFর ঋণের প্রথম কিস্তি ছাড়

২ ফেব্রুয়ারি, ২০২৩ বাংলাদেশ আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) থেকে ৪৭০ কোটি মার্কিন ডলারের ঋণের প্রথম কিস্তি পায়। এ কিস্তির পরিমাণ ৪৭ কোটি ৬২ লাখ ৭০ হাজার ডলার। ৩০ জানুয়ারি, ২০২৩ অনুষ্ঠিত IMF’র নির্বাহী পর্ষদের বৈঠকে বাংলাদেশের জন্য ৪৭০ কোটি ডলারের ঋণ প্রস্তাব অনুমোদন করা হয়। ঋণ অনুমোদনের তিন দিনের মাথায় সংস্থাটি প্রথম কিস্তির অর্থ ছাড় করে। ঋণের বাকি অর্থ পাওয়া যাবে তিন বছরে অর্থাৎ ছয়টি সমান কিস্তিতে ৩৬ মাসে। দ্বিতীয় কিস্তি পাওয়া যাবে এ বছরের ডিসেম্বরে আর শেষ কিস্তি পাওয়া যাবে ২০২৬ সালের ডিসেম্বরে। এসব কিস্তির পরিমাণ ৭০ কোটি ৪০ লাখ ডলার।

একাদশ জাতীয় সংসদের ২১তম অধিবেশন:

• শুরু: ৫ জানুয়ারি, ২০২৩

• শেষ: ৯ ফেব্রুয়ারি, ২০২৩

• বিল পাস: ১০টি

• কার্যদিবস: ২৬

পাসকৃত বিল

বিল

পাস

বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিচারক (ছুটি, পেনশন ও বিশেষাধিকার) বিল, ২০২৩

৯ জানুয়ারি

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন বিল, ২০২৩

১৬ জানুয়ারি

বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল (সংশোধন) বিল, ২০২৩

২৩ জানুয়ারি

সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা বিল, ২০২৩

২৪ জানুয়ারি

জাকাত তহবিল ব্যবস্থাপনা বিল, ২০২৩

২৫ জানুয়ারি

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (সংশোধন) বিল, ২০২৩

২৯ জানুয়ারি

চট্টগ্রাম শাহী জামে মসজিদ বিল, ২০২৩

৩০ জানুয়ারি

মুজিবনগর বিশ্ববিদ্যালয়, মেহেরপুর বিল, ২০২৩

২ ফেব্রুয়ারি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, নওগাঁ বিল, ২০২৩

৭ ফেব্রুয়ারি

হাট ও বাজার (স্থাপন ও ব্যবস্থাপনা) বিল, ২০২৩

৯ ফেব্রুয়ারি

আর্জেন্টিনার দূতাবাস চালু

২৬ ফেব্রুয়ারি, ২০২৩ তিন দিনের সফরে বাংলাদেশে আসেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো। ২৭ ফেব্রুয়ারি, ২০২৩ তিনি বাংলাদেশে আর্জেন্টিনার দূতাবাস উদ্বোধন করেন। ঢাকায় দূতাবাস স্থাপনের মাধ্যমে দুই দেশের জনগণ ভ্রাতৃত্ব ও সম্প্রীতির দৃঢ়বন্ধনে আবদ্ধ হবে। উল্লেখ্য, ১৯৭৮ সালে আর্জেন্টিনার দূতাবাস বন্ধ হয়ে যায়।

নতুন নিবন্ধিত রাজনৈতিক দল

১৬ ফেব্রুয়ারি, ২০২৩ নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পায় ‘তৃণমূল বিএনপি। দলটির প্রতীক ‘সোনালি আঁশ’, নিবন্ধন নম্বর ৪৫। ‘তৃণমূল বিএনপি’-এর প্রতিষ্ঠাতা সদ্য প্রয়াত বিএনপির সাবেক প্রভাবশালী নেতা ও মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা। ২০০৮ সালে সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকার নবম সংসদ নির্বাচনের আগে রাজনৈতিক দলের নিবন্ধন প্রক্রিয়া চালু করে। এ পর্যন্ত ৪৫টি দল নিবন্ধন পায়। এর মধ্যে ৫টি দলের নিবন্ধন বাতিল করা হয়। বর্তমানে নিবন্ধিত দল রয়েছে ৪০টি। নিবন্ধনের শর্ত অনুযায়ী, নতুন দল হিসেবে নিবন্ধিত হতে হলে একটি সক্রিয় কেন্দ্রীয় কার্যালয়, দেশের কমপক্ষে এক-তৃতীয়াংশ প্রশাসনিক জেলায় কার্যকর কমিটি এবং সদস্য হিসেবে অন্তত ১০০টি উপজেলা বা মহানগর থানার প্রতিটিতে কমপক্ষে ২০০ ভোটারের সমর্থন সংবলিত দলিল থাকার শর্ত পূরণ করতে হয়।

নবনির্বাচিত ৬ সংসদ সদস্য

বিএনপি দলীয় সংসদ সদস্যরা পদত্যাগ করায় ১ ফেব্রুয়ারি, ২০২৩ সংসদের ৬টি আসনে উপ- নির্বাচন অনুষ্ঠিত হয়। ৮ ফেব্রুয়ারি, ২০২৩ বিজয়ী ছয়জন সংসদ সদস্য শপথ গ্রহণ করেন।

৫ ঠাকুরগাঁও-৩: হাফিজ উদ্দিন আহম্মেদ।

৩৯ বগুড়া-৪: এ. কে. এম. রেজাউল করিম তানসেন।

৪১-বগুড়া-৬: রাগেবুল আহসান রিপু।

৪৪ চাপাইনবাবগঞ্জ-২: মুঃ জিয়াউর রহমান।

৪৫ চাঁপাইনবাবগঞ্জ-৩: মোঃ আব্দুল ওদুদ।

২৪৪ ব্রাহ্মণবাড়িয়া-২: আবদুস সাত্তার ভূঞা।

নতুন রেলপথ উদ্বোধন

৯ ফেব্রুয়ারি ২০২৩ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ রেলওয়ের আওতায় নির্মিত নতুন তিনটি রেলপথ উদ্বোধন করেন। এর মাধ্যমে বাংলাদেশের রেলপথে ৬৯.২০ কিলোমিটার যুক্ত হয়।

রূপপুর রেলস্টেশন

পাবনার ঈশ্বরদীতে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অর্থায়নে নির্মিত হয় রূপপুর স্টেশন। এ স্টেশনে কোনো যাত্রীবাহী ট্রেন চলাচল করবে না। শুধু রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন প্রকল্পের মালামাল ও যন্ত্রপাতি আনা-নেওয়ার জন্য ব্যবহার করা হবে। স্টেশনটি চালু করতে ৩৩৫ কোটি ৬৮ লাখ টাকায় ২৬ কিলোমিটার নতুন রেললাইন নির্মাণ করা হয়। ব্রিটিশ আমলে নির্মিত লাইনটিতে ট্রেন চলাচল প্রায় ৩৫ বছর ধরে বন্ধ ছিল।

ঢাকাচট্টগ্রাম রেলপথ

ঢাকা-চট্টগ্রাম রেলপথকে ডাবল লাইনে উন্নীত করতে আখাউড়া-লাকসাম সেকশনে ৭২ কিলোমিটার ডুয়েলগেজ ডাবল লাইন নির্মাণ করা হচ্ছে। এ রুটের কসবা থেকে মন্দবাগ এবং শশীদল থেকে রাজাপুর পর্যন্ত ১৫ কিলোমিটার ডুয়েলগেজ ডাবল লাইনে ট্রেন চলাচলের উদ্বোধন করা হয়। এর আগে এ লাইনের লাকসাম থেকে কুমিল্লা পর্যন্ত ২৩ কিলোমিটার ডাবল লাইন ২০২২ সালের সেপ্টেম্বরে ট্রেন চলাচলের জন্য খুলে দেওয়া হয়। বাকি ৩৪ কিলোমিটারের কাজ ২০২৩ সালের জুনে শেষ করার কথা থাকলেও প্রকল্পের মেয়াদ এক বছর বাড়ানোর প্রস্তাব করা হয়।

ঢাকা থেকে টঙ্গী

ঢাকা থেকে টঙ্গী পর্যন্ত তৃতীয় ও চতুর্থ ডুয়েলগেজের নির্মাণ কাজ চলছে। এ প্রকল্পের আওতায় নির্মাণ করা হচ্ছে টঙ্গী থেকে জয়দেবপুর পর্যন্ত দ্বিতীয় ডুয়েলগেজ রেললাইন। ১২ কিলোমিটার দীর্ঘ টঙ্গী- জয়দেবপুর অংশে নির্মিত দ্বিতীয় লাইনে ট্রেন চলাচলে উদ্বোধন করা হয়। ভারতীয় ঋণে ১,১০৬ কোটি টাকার এ প্রকল্পের সব কাজ শেষ হবে ২০২৪ সালে।

ঢাকার সপ্তম ফ্লাইওভার

• নাম: মিরপুর-কালশী ফ্লাইওভার।

• একনেকে অনুমোদন: ৯ জানুয়ারি, ২০১৮।

• নির্মাণ কাজ শুরু: জানুয়ারি, ২০১৮।

• উদ্বোধন: ১৯ ফেব্রুয়ারি, ২০২৩।

• দৈর্ঘ্য: ২.৩৪ কিমি।

• লেন: ৪টি।

• র‍্যাম্প: ৫টি।

• বাস্তবায়নে: বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ারিং ব্রিগেড ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।

• ব্যয়: ১,০১২ কোটি ১১ লাখ টাকা।

ফ্লাইওভারটি ইংরেজি ‘ওয়াই’ অক্ষরের মতো। ইসিবি চত্বর থেকে কালশী মোড় পর্যন্ত ফ্লাইওভারটি চার লেনের। সেখান থেকে কালশী রোড এবং প্রতিরক্ষা অফিসার হাউজিং সোসাইটি (Defence Officer’s Housing Scheme- DOHS) মুখী মূল ফ্লাইওভারটি দুই লেনের।

ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ৭৫ বছর

ইস্ট বেঙ্গল রেজিমেন্ট বাংলাদেশ সেনাবাহিনীর একটি পদাতিক রেজিমেন্ট। ১৫ ফেব্রুয়ারি, ১৯৪৮ তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীর ইনফ্যান্ট্রি বা পদাতিক বাহিনীতে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট নামে একটি বাহিনীর গোড়াপত্তন হয় এবং সে দিন থেকেই প্রথম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট নামক ব্যাটালিয়নের যাত্রা শুরু হয়। এ রেজিমেন্টটি প্রতিষ্ঠা করেন মেজর আবদুল গণি। সেই সময় এই ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মটো বা EAST BENGAL নীতিবাক্য স্থির হয়েছিল তিনটি বাংলা শব্দ, যথা: সৌম্য, শক্তি ও ক্ষিপ্রতা। এ তিনটি বিশেষণই সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগারের জন্য প্রযোজ্য এবং সেখান থেকেই ইস্ট বেঙ্গল রেজিমেন্টের জন্য এ মটো স্থির করা হয়। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রথম ব্যাটালিয়নের নিক-নেইম স্থির হয় ‘সিনিয়র টাইগার্স’। এক বছর পর ৭ ফেব্রুয়ারি, ১৯৪৯ সালে বেঙ্গল রেজিমেন্টের দ্বিতীয় ব্যাটালিয়নের জন্ম হয়, যার নিক- নেইম দেওয়া হয় জুনিয়র টাইগার্স। অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের আদরণীয় নাম বা নিক-নেইম দি পাইওনিয়ার্স। ইংরেজি পাইওনিয়ার্স শব্দটির বাংলা অর্থ হচ্ছে পথ প্রদর্শনকারী বা অগ্রদূত বা সূচনাকারী। ১৫ ফেব্রুয়ারি, ২০২৩ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ৭৫ বছর পূর্তি হয়।

ভোলার গ্যাসক্ষেত্রে নতুন কূপ

২৩ জানুয়ারি, ২০২৩ ভোলায় ৮ নম্বর কূপ হিসেবে ভোলা নর্থ-২ কূপে দুই কোটি ঘনফুট গ্যাসের সন্ধান পায় বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন এন্ড প্রোডাকশন কোম্পানী লিঃ (BAPEX)। যদিও দেশের চাহিদার তুলনায় প্রতিদিন দুই কোটি ঘনফুট গ্যাস খুব বেশি নয়। ৩,৫২৮ মিটার গভীরে গ্যাসের সন্ধান মিলেছে। এর আগে ভোলা নর্থ-১ কূপে ২০১৮ সালে গ্যাস পাওয়া যায়। বাপেক্সের তত্ত্বাবধানে ভোলা নর্থ-২ কূপ খনন করছে রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গ্যাজপ্রম। ২০২২ সালের ডিসেম্বরে এখানে কূপ খননের কাজ শুরু হয়।

করোনার কিট তৈরি:

করোনাভাইরাস শনাক্তে নির্ভরযোগ্য পরীক্ষা পদ্ধতি আরটি-পিসিআর টেস্টের মেশিনে ব্যবহারের কিট বাংলাদেশে তৈরি হবে। এটির নাম ‘বিসিএসআইআর কোভিড কিট। বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (BCSIR) নেতৃত্বে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (BSMMU) ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় এ কিট উদ্ভাবন করা হয়। এ কিট ব্যবহারে নির্ভুল, সহজ ও সাশ্রয়ী পদ্ধতিতে করোনা পরীক্ষা করা যাবে। বিসিএসআইআর কোভিড কিটের ন্যূনতম শনাক্তকরণ ক্ষমতা ১০০ কপি ভাইরাস/মিলি, যেখানে কিটগুলোর শনাক্তকরণ ক্ষমতা ১০০০ কপি ভাইরাস/মিলি। অর্থাৎ আমদানি করা কিটে যেখানে ভাইরাসে সংক্রমিত হওয়ার তিন দিন পর শনাক্ত হয়, সেখানে দেশীয় এ কিটে প্রথম দিনই শনাক্ত করা যাবে। এ কিটে খরচ পড়বে মাত্র ২৫০ টাকা, যেখানে আমদানি করা কিটের দাম ২,৫০০-৩,০০০ টাকা।

জাতিসংঘের বাংলা ফন্ট ইউনিকোডে

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২০ ফেব্রুয়ারি, ২০২৩ জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP) নিজেদের ইউএন বাংলা ফন্টের ইউনিকোড সংস্করণ উন্মুক্ত করে। ইন্টারনেটে বাংলা ভাষার ব্যবহার সহজ করতে এবং প্রবেশগম্যতা বাড়াতে ইউনিকোডসহ ‘ইউএন বাংলা ফন্টটি সাতটি ভিন্নরূপে বিশ্বের সব বাংলা ভাষাভাষীর জন্য প্রকাশ করে। এর আগে ২১ ফেব্রুয়ারি, ২০২০ প্রথমে শুধু একটি আঙ্গিকে অফ লাইনে ব্যবহারের জন্য ইউএন বাংলা ফন্টটি প্রকাশ করা হয়। UNDP বাংলাদেশের ওয়েবসাইট (www.undp.org/Bangladesh) থেকে ফন্টটি ডাউনলোড করা যাবে।

দেশের প্রথম স্মার্ট উপজেলা

মাদারীপুর জেলার শিবচর উপজেলার ১৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভার গুরুত্বপূর্ণ স্থানসহ বিভিন্ন স্থানে স্থাপন করা হয় ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা। উপজেলার প্রতিটি ইউনিয়ন পরিষদ ভবন, শিক্ষা প্রতিষ্ঠান, বাজার-ঘাট, বাসস্ট্যান্ড, সরকারি প্রতিষ্ঠান, গুরুত্বপূর্ণ সড়কের মোড়ে মোড়ে রয়েছে এ সিসি ক্যামেরা। ৩১ জানুয়ারি, ২০২৩ সিসি ক্যামেরা কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। তিনি স্মার্ট শিবচর উপজেলার কার্যক্রমের অংশ হিসেবে উপজেলা জুড়ে ৮৮০টি সিসিটিভি ক্যামেরার উদ্বোধন করেন। তিনি শিবচরকে প্রথম স্মার্ট উপজেলা ঘোষণা দেন।

নিপাহ ভাইরাস

• এটি ভাইরাসজনিত রোগ।

• সাধারণত শীতকালে এ রোগ বিস্তার লাভ করে। রোগটির কোনো টিকা এখনো আবিষ্কৃত হয়নি।

• ১৯৯৯ সালে মালয়েশিয়া ও সিঙ্গাপুরে এ ভাইরাস প্রথম শনাক্ত হয়।

• ২০০১ সালে বাংলাদেশে প্রথম নিপাহ ভাইরাস শনাক্ত হয়। আর মেহেরপুর জেলায় প্রথম রোগী শনাক্ত হয়।

সংক্রমণ:

• মূলত বাদুড় কাঁচা খেজুরের রস খাওয়ার সময় নিপাহ ভাইরাস ছড়ায়।

• মানুষ থেকে মানুষেও এ ভাইরাস ছড়াতে পারে।

লক্ষণ-

• মস্তিষ্কের প্রদাহ ও তীব্র জ্বর। মাথা ব্যথার পাশাপাশি ঘাড় ও পিঠ শক্ত হয়ে যায়। বমির ভাব হয়।

• আক্রান্ত ব্যক্তি আলো সহ্য করতে পারে না। তীব্রতা বাড়লে হঠাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হতে পারে। পক্ষাঘাতগ্রস্ত হতে পারে। আক্রান্তদের মধ্যে মারা যায় ৭১%।

 

দেশের প্রথম পাতাল রেল (MRT Line1)

২ ফেব্রুয়ারি, ২০২৩ ম্যাস র‍্যাপিড ট্রানজিট প্রকল্পের আওতায় দেশের প্রথম পাতাল রেলের (MRT Line-1) নির্মাণ কাজ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটি মূলত দ্বিতীয় মেট্রোরেল, যা উড়াল ও পাতাল পথের সমন্বয়ে গঠিত।

মেট্রোরেলের ডিপো

নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার পিতলগঞ্জ মৌজায় ৩৫.৯০ হেক্টর বা ৮৮.৭১ একর ভূমিতে MRT Line-1-এর মেট্রোরেলের ডিপো নির্মাণ করা হবে। বিমানবন্দর ও পূর্বাচল রুটে চলাচলকারী সব মেট্রোরেল ডিপোটির সুবিধা পাবে। এ লক্ষ্যে ২৩ নভেম্বর ২০২২ ডিপো এলাকার ভূমি উন্নয়নের জন্য ঠিকাদার নিয়োগ করা হয়। কন্ট্রাক্ট প্যাকেজ-১-এর আওতায় পাতাল রেলের ডিপোর নির্মাণ কাজের দায়িত্ব পেয়েছে জাপানের টোকিও কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড ও বাংলাদেশের ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড। ভূমির চুক্তি মূল্য ৬০৭ কোটি ৬৫ লাখ টাকার মধ্যে ৮১ কোটি ৮৩ লাখ টাকা বাংলাদেশ সরকার এবং ৫২৫ কোটি ৮২ লাখ টাকা প্রকল্প সহায়ক প্রতিষ্ঠান JICA থেকে নেওয়া হচ্ছে। চুক্তি অনুযায়ী ৯১০ দিনের মধ্যে এটি বাস্তবায়ন করতে হবে।

নির্মাণ কাজ

দেশের প্রথম পাতাল রেলের নির্মাণ কাজ মাটির ৩০ মিটার (৯০ ফুট) নিচ দিয়ে চালানো হবে। তবে সবচেয়ে গভীরতম অংশ হবে মালিবাগ-রাজারবাগের মধ্যবর্তী এলাকা। মালিবাগ-রাজারবাগ অংশে দুটি টিউব পাশাপাশি রাখার মতো জায়গা না থাকায় সেখানে একটি টিউবের নিচে আরেকটি টিউব বসানো হবে। তাই এ স্থানে ৭০ মিটার অর্থাৎ ২১০ ফুট নিচ দিয়ে নির্মাণ কাজ চালানো হবে।

পরামর্শক ও নির্মাণের তত্ত্বাবধান

দেশের প্রথম পাতাল রেলের পরামর্শক ও নির্মাণের তত্ত্বাবধানে রয়েছে জাপানের নিপ্পন কোয়ে কোম্পানি লিমিটেডের নেতৃত্বাধীন আট প্রতিষ্ঠান। ২৩ অক্টোবর, ২০২২ পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে কনসোর্টিয়ামের নিপ্পন কোয়ে কোম্পানি লিমিটেডের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয়।

• প্রকল্পের নাম: Mass Rapid Transit (MRT) Line-1

• দেশের প্রথম উড়াল ও পাতাল মেট্রোরেল: MRT Line-1

• নির্মাণ ও পরিচালনায়: ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (DMTCL)

• মোট ব্যয়: ৫২,৫৬১ কোটি ৪৩ লাখ টাকা। এর মধ্যে বাংলাদেশ সরকার দেবে ১৩,১১১ কোটি ১১ লাখ এবং জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (JICA) প্রকল্প সহায়তা (Project Assistance-PA) ৩৯,৪৫০ কোটি ৩২ লাখ টাকা।

• একনেকে অনুমোদন: ১৫ অক্টোবর, ২০১৯।

• নির্মাণ কাজ উদ্বোধন: ২ ফেব্রুয়ারি, ২০২৩।

• নির্মাণ কাজ সমাপ্ত: ২০২৬ সালে।

• মোট দৈর্ঘ্য: ৩১.২৪১ কি.মি.।

• মোট স্টেশন: ২১টি।

• কাজ হবে: ১২ প্যাকেজে।

• রুট: ২টি। বিমানবন্দর রুট ও পূর্বাচল।

রুট

বিমানবন্দর

পূর্বাচল

অব্স্থান

বিমানবন্দর-কমলাপুর

নতুন বাজার-পিতলগঞ্জ ডিপো

ধরন

পাতাল

উড়াল

দৈর্ঘ্য

১৯.৮৭২ কি.মি.

১১.৩৬৯ কি.মি.

স্টেশন

১২টি

বিমানবন্দর, বিমানবন্দর টার্মিনাল-৩, খিলক্ষেত, নদ্দা, নতুন বাজার, উত্তর বাড্ডা, বাড্ডা, আফতাব নগর, রামপুরা, মালিবাগ, রাজারবাগ ও কমলাপুর।

৯টি

নতুন বাজার, নদ্দা, জোয়ার সাহারা, বোয়ালিয়া, মস্তুল, শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়াম, পূর্বাচল সেন্টার, পূর্বাচল পূর্ব ও পূর্বাচল টার্মিনাল।

• পূর্বাচল রুটে নতুন বাজার ও নদ্দা স্টেশন দুটি হবে ভূগর্ভস্থ।

পাতাল রেলের ইতিহাস

স্টীম ইঞ্জিন আবিষ্কারের পর ১৮২৫ সালে যুক্তরাজ্যের স্টকটন এবং ডারলিংটন-এর মধ্যে পৃথিবীর প্রথম রেলপথ চালু হয়। আর ব্রিটিশ-ভারতে প্রথম রেলপথ চালু হয় ১৮৫৩ সালে। সেই থেকেই শুরু, এরপর বাষ্পীয় ইঞ্জিনের ট্রেন এক সময় চলতে শুরু করে বৈদ্যুতিক শক্তিতে। বাড়ানো হয় ট্রেনের দৈর্ঘ্য, স্টেশনের ক্ষেত্রেও আসে ভিন্নতা। এরই একটি পাতাল ট্রেন। ভূগর্ভস্থ এই রেল ব্যবস্থাকে ডাকা হয় সাবওয়ে নামেও। রেল ইঞ্জিন তৈরিতে শুরু থেকেই এগিয়ে ছিল লন্ডন। তাই প্রথম এ শহরেই যাত্রা শুরু হয় পাতাল রেলের। ১০ জানুয়ারি, ১৮৬৩ বাষ্পচালিত লোকোমোটিভ ইঞ্জিনযুক্ত রেলের মাধ্যমে প্যাডিংটন এবং ফ্যারিংডনের মধ্যে চালু হয় লন্ডন আন্ডারগ্রাউন্ড। এর মাধ্যমে বিশ্বের প্রথম মেট্রোরেল ব্যবস্থা শুরু হয়। ভূগর্ভস্থ নাম হলেও এ রেলপথের ৫৫% ভূপৃষ্ঠস্থ। ১৮৯০ সালে এ পথে প্রথম ইলেকট্রিক্যাল ট্রেন চলাচল শুরু করে। দৈর্ঘ্যের দিক থেকে তৃতীয় অবস্থানে থাকা ৪০২ কিলোমিটারের এ মেট্রো স্থানীয়ভাবে ‘টিউব’ নামে পরিচিত। আর বিশ্বের দীর্ঘতম পাতাল রেল অবস্থিত দক্ষিণ কোরিয়ার সিউলে; দৈর্ঘ্য ৯৪০ কিলোমিটার। ১৫ আগস্ট, ১৯৭৪ সিউল মেট্রোপলিটন সাবওয়েটি খুলে দেওয়া হয়। ১৫ জানুয়ারি, ১৯৭১ পূর্ব এশিয়ায় সবচেয়ে পুরোনো সাবওয়েটির উদ্বোধন হয় চীনে, যার নাম ‘আন্ডারগ্রাউন্ড ড্রাগন’। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এ পাতাল রেলের দৈর্ঘ্য ৭৮৩ কিলোমিটার। ১৯৮৪ সালে ভারতের প্রথম পাতাল রেল চালু হয় কলকাতায়।

 

আর্থ-সামাজিক নিরাপত্তায় সর্বজনীন পেনশন

দেশের সকল প্রাপ্তবয়স্ক নাগরিককে পেনশন ব্যবস্থার আওতায় আনতে ২৪ জানুয়ারি, ২০১৩ জাতীয় সংসদে ‘সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা বিল, ২০২৩’ পাস হয়। এ বছর ৩১ জানুয়ারি রাষ্ট্রপতি বিলটিতে স্বাক্ষর করেন।

জাতীয় পেনশন কর্তৃপক্ষ

১২ ফেব্রুয়ারি, ২০২৩ প্রজ্ঞাপন দ্বারা জাতীয় পেনশন কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করা হয়। কর্তৃপক্ষের প্রধান কার্যালয় ঢাকায় স্থাপিত হবে এবং কর্তৃপক্ষ প্রয়োজনবোধে সরকারের পূর্বানুমোদনক্রমে দেশের যেকোনো স্থানে এর শাখা কার্যালয় স্থাপন করতে পারবে। কর্তৃপক্ষ ১ জন নির্বাহী চেয়ারম্যান ও ৪ জন সদস্যের সমন্বয়ে গঠিত হবে। নির্বাহী চেয়ারম্যান কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা হবেন।

দায়িত্ব ও কার্যাবলি

• সর্বজনীন পেনশন পদ্ধতি চালু, সুষ্ঠু ব্যবস্থাপনা উন্নয়ন নিশ্চিতকরণ। সর্বজনীন পেনশন পদ্ধতির আওতায় চাঁদা দাতাগণের স্বার্থ সংরক্ষণ নিশ্চিতকরণ।

• সর্বজনীন পেনশন স্কিম গ্রহণ, স্কিমে প্রবেশ যোগ্যতা ও শর্তসমূহ নির্ধারণ, অনুমোদন, স্কিম পরিচালনা, তত্ত্বাবধান এবং পেনশন তহবিলের পুঞ্জীভূত জমার বিনিয়োগ ব্যবস্থাপনা।

• চাঁদা দাতাগণের অভিযোগ নিষ্পত্তি ও প্রতিকার প্রদান নিশ্চিতকরণের লক্ষ্য সরকারের অনুমোদনক্রমে প্রবিধান প্রণয়ন।

• কর্তৃপক্ষ স্বয়ং অথবা অপর কোনো কার্যালয় বা প্রতিষ্ঠান বা ব্যক্তিকে কর্তৃত্ব প্রদানের মাধ্যমে সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা, বাস্তবায়ন বা এ বিষয়ে কোনো গবেষণার নিমিত্ত তথ্য সংগ্রহ বা গবেষণা কার্যক্রম পরিচালনা সর্বজনীন পেনশন স্কিমের সম্পৃক্ত প্রতিষ্ঠানসমূহের কর্মচারীগণের দক্ষতা বৃদ্ধির লক্ষ্য প্রয়োজনীয় শিক্ষা ও প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ।

• সংশ্লিষ্ট ক্ষেত্রে ফি বা অন্যান্য চার্জ নির্ধারণ।

• নির্ধারিত স্থান ও সময়ে, হিসাব সংরক্ষণ বহি ও অন্যান্য দালিলিক কাগজপত্র প্রকাশ।

• পেনশন তহবিলের সাথে সংশ্লিষ্ট কোনো বিষয়ে কোনো অভিযোগ বা বিরোধ নিষ্পত্তি বা অনিয়ম সম্পর্কে তথ্য সংগ্রহের ব্যবস্থা গ্রহণ।

তহবিল

জাতীয় পেনশন কর্তৃপক্ষ তহবিল নামে কর্তৃপক্ষের একটি তহবিল থাকবে এবং তাতে যে সকল অর্থ জামা হবে তা হলো—

• সরকার কর্তৃক প্রদত্ত অনুদান

• এ আইনের অধীন আদায়যোগ্য ফি ও চার্জ

• কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সেবা বাবদ প্রাপ্ত অর্থ

• সরকারের পূর্বানুমোদনক্রমে গৃহীত ঋণ

• অন্য কোনো উৎস হতে প্রাপ্ত অর্থ।

ব্যবস্থাপনা

সরকার গেজেটে প্রজ্ঞাপন দ্বারা যে সকল বৈশিষ্ট্য সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা প্রবর্তন করবে তা হলো-

• জাতীয় পরিচয়পত্রকে ভিত্তি ধরে সর্বজনীন পেনশন ব্যবস্থাপনার আওতায় ১৮ বছর বা তদূর্ধ্ব বয়স হতে ৫০ বছর বয়সি সকল বাংলাদেশি নাগরিক সর্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণ করতে পারবে। তবে বিশেষ বিবেচনায় ৫০ বছর ঊর্ধ্ব বয়সের নাগরিকগণও সর্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণ করতে পারবেন এবং অংশগ্রহণের তারিখ হতে নিরবচ্ছিন্ন ১০ বছর চাঁদা প্রদান শেষে তিনি যে বয়সে উপনীত হবেন সেই বয়স হতে আজীবন পেনশন প্রাপ্য হবেন।

• একজন চাঁদাদাতা ধারাবাহিকভাবে কমপক্ষে ১০ বছর চাঁদা প্রদান-সাপেক্ষে মাসিক পেনশন পাবার যোগ্যতা অর্জন করবেন এবং চাঁদাদাতার বয়স ৬০ বছর পূর্তিতে পেনশন তহবিলে পুঞ্জীভূত মুনাফাসহ জমার বিপরীতে পেনশন প্রদান করা হবে।

• বিদেশে কর্মরত বাংলাদেশি কর্মীগণ এ কর্মসূচিতে অন্তর্ভুক্ত হতে পারবেন।

• প্রত্যেক চাঁদাদাতার জন্য একটি পৃথক ও স্বতন্ত্র পেনশন হিসাব থাকবে, যা বিধি দ্বারা পরিচালিত হবে।

• কর্তৃপক্ষ কর্তৃক মাসিক সর্বনিম্ন চাঁদার হার নির্ধারিত হবে।

• মাসিক অথবা ত্রৈমাসিক ভিত্তিতে চাঁদা প্রদান করা যাবে এবং অগ্রিম ও কিস্তিতে জমা প্রদানের সুযোগ থাকবে।

• মাসিক চাঁদা প্রদানে বিলম্ব হলে, বিলম্ব ফিসহ বকেয়া চাঁদা প্রদানের মাধ্যমে পেনশন হিসাব সচল রাখা যাবে এবং উক্ত বিলম্ব ফি চাঁদাদাতার নিজ হিসাবে জমা হবে।

• পেনশনে থাকাকালীন ৭৫ বছর পূর্ণ হওয়ার পূর্বে মৃত্যুবরণ করলে পেনশনারের নমিনি মূল পেনশনারের বয়স ৭৫ বছর পর্যন্ত পেনশন প্রাপ্য হবেন।

• চাঁদাদাতা কমপক্ষে ১০ বছর চাঁদা প্রদান করার পূর্বে মৃত্যুবরণ করলে জমাকৃত অর্থ মুনাফাসহ তার নমিনিকে ফেরত দেওয়া হবে।

• চাঁদাদাতার আবেদনের পরিপ্রেক্ষিতে জমাকৃত অর্থের সর্বোচ্চ ৫০% ঋণ হিসাবে উত্তোলন করা যাবে, যা ধার্যকৃত ফিসহ পরিশোধ করতে হবে এবং ফিসহ পরিশোধিত অর্থ চাঁদাদাতার নিজ হিসাবে জমা হবে।

• নিম্ন আয়সীমার নিচের চাঁদাদাতার ক্ষেত্রে পেনশন তহবিলে মাসিক চাঁদার একটি অংশ সরকার অনুদান হিসেবে প্রদান করতে পারবে।

• সর্বজনীন পেনশন পদ্ধতিতে সরকারি অথবা আধা সরকারি বা স্বায়ত্তশাসিত অথবা বেসরকারি প্রতিষ্ঠান অংশগ্রহণ করতে পারবে। তবে সরকার কর্তৃক সরকারি গেজেটে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত, সরকারি ও আধাসরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত কর্মচারীগণ সর্বজনীন পেনশন ব্যবস্থার আওতা-বহির্ভূত থাকবে।

 

শিক্ষা বিষয়ক খবর

পিএসসি সংবাদ

• বিসিএস ভাইভা প্রার্থীদের প্রশ্ন করার ক্ষেত্রে বোর্ডের সদস্যদের কিছু নির্দেশনা দেওয়া হয়। যেসব প্রশ্নে প্রার্থীর প্রতি কোনো সদস্যের ইতিবাচক বা নেতিবাচক মনোভাব তৈরি হয় কিংবা ব্যক্তিগত কোনো প্রশ্নের উত্তরে তার স্বাভাবিক আচরণ ব্যাহত হতে পারে, কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তার ধর্ম কী, কোন জেলায় বাড়ি, প্রার্থীকে ‘তুমি’ বলে সম্বোধন করা এবং প্রশ্নের উত্তর বলতে না পারার কারণে তিরস্কার করা যাবে না।

• বিসিএসের সময় কমিয়ে আনতে বছরের শুরুর প্রথম দিনে নতুন বিসিএস বিজ্ঞপ্তির চিন্তা করছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। পরিকল্পনা অনুসারে বছরের প্রথম দিনে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। এক বছরে প্রিলিমিনারি, লিখিত ও ভাইভা পরীক্ষা শেষ করা হবে ও বছরের শেষ দিনের মধ্যেই ঔ বিসিএস শেষ করা হবে।

 

বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি

বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ১৩ ফেব্রুয়ারি, ২০২৩ তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হন। চলতি বছর ২৪ এপ্রিল তিনি শপথ গ্রহণ করবেন।

• নাম: মো. সাহাবুদ্দিন

• জন্ম: ১০ ডিসেম্বর, ১৯৪৯

• জন্মস্থান: শিবরামপুর, সদর, পাবনা

• পিতা: শরফুদ্দিন আনছারী

• মাতা: খায়রুন্নেসা

শিক্ষা জীবন

তিনি ১৯৬৬ সালে পাবনা রাধানগর মজুমদার একাডেমি থেকে এসএসসি এবং ১৯৬৮ সালে পাবনা এডওয়ার্ড কলেজ থেকে এইচএসসি পাস করেন। ১৯৭১ সালে (১৯৭২ সালে অনুষ্ঠিত) বি.এস.সি. এবং ১৯৭৪ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ১৯৭৫ সালে পাবনা শহীদ অ্যাডভোকেট আমিনুদ্দিন আইন কলেজ থেকে এল.এল.বি. ডিগ্রি অর্জন করেন।

রাজনৈতিক জীবন ও মুক্তিযুদ্ধ

কলেজ জীবনে ছাত্রলীগের সঙ্গে যুক্ত হওয়ার পর এডওয়ার্ড কলেজ শাখার সাধারণ সম্পাদক এবং অবিভক্ত পাবনা জেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৭১ সালে পাবনা জেলার স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়কের পদে দায়িত্ব পালন করেন। ৯ এপ্রিল ১৯৭১ তিনি ভারত থেকে প্রশিক্ষণ নিয়ে পাবনা জেলার বিভিন্ন অঞ্চলে সক্রিয়ভাবে মুক্তিযুদ্ধ করেন। ১৯৭৪ সালে পাবনা জেলা যুবলীগের সভাপতির দায়িত্ব পান। ১৫ আগস্ট ১৯৭৫ এর পর তিনি কারাবরণ করেন। তিনি সর্বশেষ বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন।

কর্মজীবন

১৯৮০-৮২ দৈনিক ‘বাংলার বাণী’তে সাংবাদিকতা করেন। ১৯৮২ সালে বিসিএস (বিচার) ক্যাডারে তিনি মুন্সেফ (সহকারী জজ) পদে যোগ দেন। জেলা ও দায়রা জজ হিসেবে ২০০৬ সালে অবসরে যান। ২০০১ সালের সংসদ নির্বাচন পরবর্তী সহিংসতার কারণ ও সুপারিশ প্রণয়নের জন্য গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১১-২০১৬ পর্যন্ত তিনি দুর্নীতি দমন কমিশনের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

বিশেষ তথ্য: 

• বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

• রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদ অলংকৃত করেছেন শেখ মুজিবুর রহমান।

• দীর্ঘমেয়াদি রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ।

• জনগণের সরাসরি ভোটে নির্বাচিত রাষ্ট্রপতি ৩ জন জিয়াউর রহমান, বিচারপতি আব্দুস সাত্তার ও হুসেইন মুহম্মদ এরশাদ।

• রাষ্ট্রপতি থাকা অবস্থায় মৃত্যুবরণ করেছেন ৩ জন— শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান ও মো. জিল্লুর রহমান।

রাষ্ট্রপতিদের তালিকা

১০ এপ্রিল ১৯৭১ বাংলাদেশের প্রথম সরকার গঠিত হওয়ার পর এ পর্যন্ত ১৭ জন ব্যক্তি রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত হন।

নাম

মেয়াদকাল

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (অনুপস্থিত ১০.০১.৭২ পর্যন্ত)

১০.০৪.৭১- ১২.০১.৭২

সৈয়দ নজরুল ইসলাম (অস্থায়ী)

১৭.০৪.৭১- ১০.০১.৭২

বিচারপতি আবু সাঈদ চৌধুরী

১২.০১.৭২-২৪.১২.৭৩

মোহাম্মদ উল্লাহ (অস্থায়ী ২৭.০১.৭৪ পর্যন্ত)

২৪.১২.৭৩- ২৫.০১.৭৫

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

২৫.০১.৭৫-১৫.০৮.৭৫

খন্দকার মোশতাক আহমদ

১৫.০৮.৭৫-০৬.১১.৭৫

বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম

০৬.১১.৭৫-২১.০৪.৭৭

লেফটেন্যান্ট জেনারেল জিয়াউর রহমান

২১.০৪.৭৭- ৩০.০৫.৮১

বিচারপতি আব্দুস সাত্তার (অস্থায়ী ২০.১১.৮১ পর্যন্ত)

৩০.০৫.৮১- ২৪.০৩.৮২

লেফটেন্যান্ট জেনারেল হুসেইন মুহম্মদ এরশাদ

২৪.০৩.৮২- ২৭.০৩.৮২

বিচারপতি আবুল ফজল মোহাম্মদ আহসানউদ্দিন চৌধুরী

২৭.০৩.৮২-১১.১২.৮৩

লেফটেন্যান্ট জেনারেল হুসেইন মুহম্মদ এরশাদ

১১.১২.৮৩-০৬.১২.৯০

বিচারপতি সাহাবুদ্দীন আহমদ (অস্থায়ী)

০৬.১২.৯০-০৯.১০.৯১

আবদুর রহমান বিশ্বাস

০৯.১০.৯১-০৯.১০.৯৬

বিচারপতি সাহাবুদ্দীন আহমদ

০৯.১০.৯৬-১৪.১১.০১

অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী

১৪.১১.০১-২১.০৬.০২

ব্যারিস্টার মুহাম্মদ জমিরউদ্দিন সরকার (অস্থায়ী)

২১.০৬.০২-০৬.০৯.০২

অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদ

০৬.০৯.০২- ১২.০২.০৯

মো. জিল্লুর রহমান

১২.০২.০৯-২০.০৩.১৩

মো. আবদুল হামিদ (অস্থায়ী ২৪.০৪.২০১৩ পর্যন্ত)

২০.০৩.১৩-বর্তমান

                        [সূত্র: বঙ্গভবনের শতবর্ষ, পৃষ্ঠা ৩৫২]

রাষ্ট্রপতির সুবিধাদি

The President’s (Remuneration and Privileges) Act, ১৯৭৫ অনুযায়ী বর্তমানে রাষ্ট্রপতির মূল বেতন ১,২০,০০০ টাকা। এ টাকা আয়করমুক্ত। রাষ্ট্রপতির জন্য সরকারি বাসভবন (বঙ্গভবন) থাকবে, যার সাজসজ্জা ও রক্ষণাবেক্ষণের খরচ দেবে সরকার।

আরও যা কিছু পান:-

• আপ্যায়নের জন্য ভাতা। পরিবহণ (গাড়ি) সুবিধা।

• রাষ্ট্রপতির স্বেচ্ছাধীন তহবিল বছরে দুই কোটি টাকা।

• রাষ্ট্রপতি ও তার পরিবারের সদস্যরা দেশের যেকোনো হাসপাতালে বিনা খরচে চিকিৎসার সুবিধা।

• চিকিৎসকদের পরামর্শে দেশের বাইরে চিকিৎসার প্রয়োজন হলে খরচ।

• বিমানে ভ্রমণ করলে বীমা সুবিধা। এ বীমাসুবিধা বছরে ২৭ লাখ টাকা।

Leave a Reply