কালানুক্রমিক ঘটনাবলি
০২.০৪.২০২৩
♦ ‘নগদ ফাইন্যান্স পিএলসি’ নামের আর্থিক প্রতিষ্ঠানের চূড়ান্ত অনুমোদন দেয় বাংলাদেশ ব্যাংক।
০৩.০৪.২০২৪
♦ দেশের পাঁচটি সিটি কর্পোরেশনের নির্বাচনী তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (EC)।
০৪.০৪.২০২৪
♦ পদ্মা সেতুতে পরীক্ষামূলক ট্রেন চলাচল করে।
♦ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (ECNEC) ১১টি প্রকল্প অনুমোদন করে।
♦ আলু রপ্তানির লক্ষ্যে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
♦ ঢাকার বঙ্গবাজারে ভয়াবহ আগুন।
০৫.০৪.২০২৩
♦ ইতিহাসে প্রথম দল হিসেবে ১১টি দেশের বিপক্ষে টেস্ট খেলে বাংলাদেশ।
♦ পরিষদ আইন থেকে ‘মুখ্য নির্বাহী কর্মকর্তা’ রাখার বিধান বাতিল করা হাইকোর্টের রায় স্থগিত করেন আপিল বিভাগের চেম্বার আদালত।
০৬.০৪.২০২৩
♦ জাতীয় সংসদের সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিশেষ অধিবেশন শুরু।
♦ বাণিজ্যিকভাবে দেশে আদানির বিদ্যুৎ আমদানি শুরু।
০৭.০৪.২০২৩
♦ বাংলাদেশ ১৭তম টেস্ট জয় করে।
♦ জাতীয় সংসদের সুবর্ণজয়ন্তী।
♦ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ জাতীয় সংসদে তার মেয়াদের শেষ ভাষণ দেন।
০৯.০৪.২০২৩
♦ ৬ষ্ঠ জনশুমারি ও গৃহগণনার চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ।
১০.০৪.২০২৩
♦ জাতীয় সংসদের ৫০ বছর পূর্তি উপলক্ষে বিশেষ ও ২২তম অধিবেশন সমাপ্ত।
♦ মন্ত্রিসভার বৈঠকে খাদ্যদ্রব্য উৎপাদন, মজুত, স্থানান্তর, পরিবহন, সরবরাহ, বিতরণ ও বিপণন (ক্ষতিকর কার্যক্রম প্রতিরোধ) আইন, ২০২৩-এর খসড়া চূড়ান্ত অনুমোদ।
১১.০৪.২০২৩
♦ দেশের ১১১তম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে অনুমোদন পায় ‘তিস্তা ইউনিভার্সিটি’।
♦ পরিবেশ উন্নয়নসহ মোট ১১টি প্রকল্পের অনুমোদন দেয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (ECNEC)।
১২.০৪.২০২৩
♦ নওগাঁর আগ্রাদিগুনা সীমান্তে সীমানা নির্ধারণ নিয়ে বিবাদ নিষ্পত্তি হলে বাংলাদেশ ভারতের কাছ থেকে ৭৫ শতক জমি ফেরত পায়।
♦ সাবমেরিন ক্যাবলের মাধ্যমে জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত হয় দুর্গম দ্বীপ কুতুবদিয়া।
♦ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের ভোটকক্ষে প্রবেশসহ নির্বাচনী এলাকায় সংবাদ সংগ্রহের জন্য নির্বাচন কমিশন একটি নীতিমালা প্রকাশ করে।
১৪.০৪.২০২৩
♦ ভূমি কর শতভাগ অনলাইনে কার্যকর।
♦ ‘বাংলা নববর্ষ ১৪৩০’ উদযাপন।
১৮.০৪.২০২৩
♦ যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শবে কদর পালিত।
২৩.০৪.২০২৩
♦ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের দ্বিতীয় মেয়াদ শেষ হয়।
২৪.০৪.২০২৩
♦ বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন মো. সাহাবুদ্দিন।
♦ একাত্তরের গণহত্যাকে স্বীকৃতি দিতে IAGS একটি প্রস্তাব গ্রহণ করে।
২৫.০৪.২০২৩
♦ দেশের ১১তম GI পণ্যের স্বীকৃতি পায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জের ফজলী আম।
♦ প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফরের অংশ হিসেবে প্রথম জাপানে পৌঁছেন।
২৬.০৪.২০২৩
♦ বাংলাদেশ ও জাপানের মধ্যে ১টি চুক্তি ও ৭টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত।
৩০.০৪.২০২৩
♦ ২০২৩ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু।
আলোচিত বাংলাদেশ
বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি
২৪ এপ্রিল ২০২৩ বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন মো. সাহাবুদ্দিন। রাষ্ট্রপতিকে শপথবাক্য পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এর আগে ১৩ ফেব্রুয়ারি ২০২৩ তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হন। ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর মো. সাহাবুদ্দিন ছাড়া আরও ১৭ জন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন। মো. সাহাবুদ্দিন অষ্টাদশ ব্যক্তি হিসেবে রাষ্ট্রপতি পদ অলংকৃত করেন। ১০ ডিসেম্বর ১৯৪৯ পাবনায় জন্মগ্রহণ করা মো. সাহাবুদ্দিন একজন বীর মুক্তিযোদ্ধা ব্যক্তিজীবনে তিনি সাহাবুদ্দিন চুপ্প নামেই বেশি পরিচিত।
বিদায় মো. আবদুল হামিদ
২৩ এপ্রিল ২০২৩ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের দ্বিতীয় মেয়াদ শেষ হয়। ১১ মার্চ ২০১৩ তৎকালীন রাষ্ট্রপতি জিল্লুর রহমান অসুস্থ হওয়ার পর ১৪ মার্চ মো. আবদুল হামিদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ২০ মার্চ ২০১৩ জিল্লুর রহমান মারা গেলে ২২ এপ্রিল ২০১৩ রাষ্ট্রপতি নির্বাচিত হন আবদুল হামিদ। ২৪ এপ্রিল ২০১৩ ২০তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন। ২৪ এপ্রিল ২০১৮ তিনি দ্বিতীয় মেয়াদে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন। আবদুল হামিদ প্রথম রাষ্ট্রপতি, যিনি দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালন করেন।
ডা. জাফরুল্লাহ চৌধুরী (২৭ ডিসেম্বর ১৯৪১-১১ এপ্রিল ২০২৩)
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও বীর মুক্তিযোদ্ধা। তার জন্ম চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার কোয়েপাড়া গ্রামে।
• শিক্ষা: তিনি ঢাকার নবকুমার ইনস্টিটিউশন থেকে মাধ্যমিক এবং ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন। তিনি ১৯৬৪ সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস এবং ১৯৬৭ সালে যুক্তরাজ্যের রয়্যাল কলেজ অব সার্জন্স থেকে এফআরসিএস প্রাইমারি পরীক্ষায় উত্তীর্ণ হন। তিনি ঢামেকের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক ছিলেন।
• মুক্তিযুদ্ধে অবদান: ১৯৭১ সালের মে মাসের প্রথম দিকে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন এবং যুক্তরাজ্য যৌথভাবে এম এ মোবিন ও জাফরুল্লাহকে মুক্তিযুদ্ধে সহায়তা করার জন্য ভারতে পাঠায়। তারা ভারতের ত্রিপুরা রাজ্যের মেঘালয়ে ৪৮০ শয্যাবিশিষ্ট ‘বাংলাদেশ ফিল্ড হাসপাতাল স্থাপন করেন। এ হাসপাতালের কমান্ডিং অফিসার ছিলেন সেনাবাহিনীর ডাক্তার সিতারা বেগম।
• পুরস্কার: তিনি ১৯৭৭ সালে স্বাধীনতা পুরস্কার, ১৯৮৫ সালে র্যামন ম্যাগসেসে পুরস্কার, ১৯৯২ সালে সুইডেন থেকে রাইট লাইভলিহুড অ্যাওয়ার্ড, ২০০২ সালে যুক্তরাষ্ট্রের বার্কলে বিশ্ববিদ্যালয় থেকে ‘ইন্টারন্যাশনাল হেলথ হিরো’ পুরস্কার লাভ করেন। ২০০৯ সালে তাকে কানাডার ওয়ার্ল্ড অর্গানাইজেশন অব ন্যাচারাল মেডিসিন ডক্টর অব হিউম্যানিটেরিয়ান উপাধি দেয় এবং ২০১০ সালে যুক্তরাষ্ট্রের বার্কলে থেকে দেওয়া হয় ইন্টারন্যাশনাল পাবলিক হেলথ হিরোজ অ্যাওয়ার্ড।
FOSWAL সাহিত্য পুরস্কারে ভূষিত বঙ্গবন্ধু
২৬-২৮ মার্চ ২০২৩ ভারতের নয়াদিল্লিতে Foundation of SAARC Writers and Literature (FOSWAL) -এর Literary Festival অনুষ্ঠিত হয়। উৎসবের প্রথম দিন ২৬ মার্চ ২০২৩ FOSWAL ৩টি বইয়ের জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘বিশেষ সাহিত্য পুরস্কারে’ ভূষিত করে। বঙ্গবন্ধুর ৩টি বই হলো- অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা এবং আমার দেখা নয়াচীন। ২০০১ সাল থেকে FOSWAL এ পুরস্কার প্রদান করে আসছে।
বঙ্গবন্ধু স্বর্ণপদক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব রিসার্চ ইনস্টিটিউট ফর পিস অ্যান্ড লিবার্টি ‘বঙ্গবন্ধু স্বর্ণপদক’ প্রবর্তন করে। শিক্ষা, সংস্কৃতি, বিজ্ঞান ও সাহিত্যে বিশেষ অবদানের জন্য এ স্বর্ণপদক দেওয়া হয়। শুধু বাংলাদেশের নাগরিকেরা বঙ্গবন্ধু স্বর্ণপদকের জন্য মনোনীত হন। ২৭ মার্চ ২০২৩ ‘বঙ্গবন্ধু স্বর্ণপদক’ মনোনয়ন কমিটির সভায় প্রথমবারের মতো এ স্বর্ণপদকে মনোনীত হন প্রয়াত সাংবাদিক, লেখক ও সাবেক সংসদ সদস্য এ এন মাহফুজা খাতুন বেবী মওদুদ। প্রয়াত ৰেবী মওদুদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে ১৯৭০ সালে স্নাতক এবং ১৯৭১ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
দেশে নদীবন্দর এখন ৪৩টি
The Ports Act, 1908 (Act No. XV of 1908) -এর প্রদত্ত ক্ষমতাবলে সরকার নদীবন্দর ঘোষণা করে থাকে। ৯ সেপ্টেম্বর ১৯৬০ তৎকালীন পূর্ব পাকিস্তানে (বর্তমান বাংলাদেশে) প্রথম ৬টি স্থানকে নদীবন্দর ঘোষণা করা হয়। এরপর বিভিন্ন সময়ে আরও ৩৫টি স্থান নদীবন্দর ঘোষিত হয়। আর সর্বশেষ ৭ মার্চ ২০২৩ রাজবাড়ীর ধাওয়াপাড়াকে ৪২তম এবং পাবনা জেলার সুজানগরের নাজিরগঞ্জ ঘাটকে দেশের ৪৩তম নদীবন্দর ঘোষণা করা হয়।
সর্বশেষ ঘোষিত ৭টি নদীবন্দর
তম | নাম | জেলা | ঘোষণা | গেজেট প্রকাশ |
৩৭তম | গাজীপুর নদীবন্দর | গাজীপুর | ৫ এপ্রিল ২০২২ | ১৩ এপ্রিল ২০২২ |
৩৮তম | বসন্তপুর নদীবন্দর | সাতক্ষীরা | ১০ অক্টোবর ২০২২ | ২৫ অক্টোবর ২০২২ |
৩৯তম | গোসাইরহাট-পট্টি নদীবন্দর | শরীয়তপুর | ১০ অক্টোবর ২০২২ | ২৫ অক্টোবর ২০২২ |
৪০তম | মোহনগঞ্জ (গাগলাজুর) নদীবন্দর | নেত্রকোনা | ৮ নভেম্বর ২০২২ | ১৬ নভেম্বর ২০২২ |
৪১তম | রৌমারী-রাজিবপুর নদীবন্দর | কুড়িগ্রাম | ৬ ফেব্রুয়ারি ২০২৩ | ১৩ ফেব্রুয়ারি ২০২৩ |
৪২তম | ধাওয়াপাড়া (জৌকুড়া) নদীবন্দর | রাজবাড়ী | ৭ মার্চ ২০২৩ | ১৩ মার্চ ২০২৩ |
৪৩তম | নাজিরগঞ্জ নদীবন্দর | পাবনা | ৭ মার্চ ২০২৩ | ১৩ মার্চ ২০২৩ |
৬ষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২
• চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ: ৯ এপ্রিল ২০২৩।
• প্রকাশক: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS)।
প্রতিবেদন অনুযায়ী-
• দেশের গণনাকৃত জনসংখ্যা সমন্বয়কৃত ১৬,৯৮,২৮,৯১১ জন।
• মোট জনসংখ্যার গ্রামে বাস করে ১১,৬০,৬৬,৯২৫ জন (৬৮.৩৪%) এবং শহরে ৫,৩৭,৬১,৯৮৬ জন (৩১.৬৬%)।
জনসংখ্যা | মোট | পুরুষ | স্ত্রী | হিজড়া |
গণনাকৃত | ১৬,৫১,৫৮,৬১৬ | ৮,১৭,১২,৮২৪ | ৮,৩৩,৪৭,২০৬ | ১২,৬২৯ |
সমন্বয়কৃত | ১৬,৯৮,২৮,৯১১ | ৮,৪০,৭৭,২০৩ | ৮,৫৬,৫৩,১২০ | ১২,৬২৯ |
বিভাগভিত্তিক জনসংখ্যা
বিভাগ | গণনাকৃত | সমন্বয়কৃত |
ঢাকা | ৪,৪২,১৫,১০৭ | ৪,৫৬,৪৩,৯১৫ |
চট্টগ্রাম | ৩,৩২,০২,৩২৬ | ৩,৪১,৭৮,৫৮১ |
রাজশাহী | ২,০৩,৫৩,১১৯ | ২,০৭,৯৪,০২৩ |
রংপুর | ১,৭৬, ১০,৯৫৬ | ১,৮০,২০,০৭৩ |
খুলনা | ১,৭৪,১৬,৬৪৫ | ১,৭৮,১৩,৯৫৭ |
ময়মনসিংহ | ১,২২,২৫,৪৯৮ | ১,২৬,৩৭,৫২৪ |
সিলেট | ১,১০,৩৪,৮৬৩ | ১,১৪,১৫,০২১ |
বরিশাল | ৯১,০০,১০২ | ৯৩,২৫,৮১৭ |
[Note: ২০২২ সালের শুমারিতে ১৭,৫০৭টি খানার ৮৫,৯৫৭ জনের আংশিক তথ্য পাওয়া গেছে। তাই মোট জনসংখ্যা ও লিঙ্গভিত্তিক জনসংখ্যার মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে।]
খানা আয় ও ব্যয় জরিপ-২০২২
♦ প্রকাশ: ১২ এপ্রিল ২০২৩
♦ প্রকাশক: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS)।
জরিপ অনুযায়ী-
♦ দারিদ্র্যের হার (%): ১৮.৭১ ♦ শহরে: ১৪.৭ ♦ গ্রামীণ: ২০.৫
♦ অতি দারিদ্র্যের হার (%): ৫.৬ ♦ শহুরে: ৩.৮ ♦ গ্রামীণ: ৬.৫
♦ জনপ্রতি দৈনিক ক্যালোরি গ্রহণের পরিমাণ: ২,৩৯৩ কিলোক্যালরি ♦ শহুরে: ২,৩২৪.৬০ ♦ গ্রামীণ: ২,৪২৪.২০
♦ জনপ্রতি দৈনিক খাদ্যপণ্য গ্রহণের পরিমাণ: (গ্রাম) ♦ ভাত ৩২৮.৯০ ♦ গম ২২.৯ ♦ ডাল ১৭.১০ ♦ সবজি ২০১.৯০ ♦ মাছ ৬৭.৮০ ♦ মাংস ৪০.০০ ♦ ডিম ১২.৭০ ♦ দুধ ও দুগ্ধজাতীয় পণ্য ৩৪.১০ ♦ ফলমূল ৯৫.৪০
♦ খানাপ্রতি মাসিক গড় আয়: ৩২,৪২২ টাকা ♦ শহুরে ৪৫,৭৫৭ টাকা ♦ গ্রামীণ: ২৬,১৬৩ টাকা
♦ খানাপ্রতি মাসিক ব্যয়: ৩১,৫০০ টাকা
♦ প্রতিজনের গড় আয়: ৭,৬১৪ টাকা
♦ জিনি সূচক: ০.৪৯৯ পয়েন্ট ♦ শহুরে: ০.৫৩৯ পয়েন্ট গ্রামীণ: ০.৪৪৬ পয়েন্ট
♦ একজন মানুষের মাসিক গড় আয়: ৭,৬১৪ টাকা ♦ শহরে: ১০,৯৫১ টাকা ♦ গ্রামীণ: ৬,০৯১ টাকা
♦ সাক্ষরতার হার (৭ বছর এবং তদূর্ধ্ব): ৭৪% ♦ পুরুষ: ৭৫.৮% ♦ নারী: ৭২.৩%
♦ বিদ্যুৎ সুবিধাভোগী খানার হার: ৯৯.৩২%
♦ উন্নত টয়লেট সুবিধার আওতাধীন: ৯২.২১%
♦ নিরাপদ খাবার পানির প্রাপ্যতা: ৯৬.১%
শ্রমশক্তি জরিপ ২০২২
♦ প্রকাশ: ২৯ মার্চ ২০২৩।
♦ প্রকাশক: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS)।
জরিপ অনুযায়ী-
♦ মোট শ্রমশক্তি (মিলিয়ন): ৭৩,৪১; ♦ পুরুষ: ৪৭,৪৮ ♦ নারী: ২৫.৯৩
♦ শহুরে: ১৮.৪৭ ♦ পুরুষ: ১৪.১৬; নারী: ৪.৩১ ♦ গ্রামীণ: ৫৪.৯৪ ♦ পুরুষ: ৩৩.৩২ ♦ নারী: ২১.৬২
♦ কর্মে নিয়োজিত (মিলিয়ন): ৭০.৭৮ ♦ পুরুষ: ৪৫.৭৯; নারী: ২৪.৯৯,
♦ শহুরে: ১৭.৬৯ ♦ পুরুষ: ১৩.৬৯ ♦ নারী: ৪.০০
♦ গ্রামীণ: ৫৩.০৯ ♦ পুরুষ: ৩২.১০ ♦ নারী: ২০.৯৯
♦ বেকার (মিলিয়ন): ২.৬৩ ♦ পুরুষ: ১.৬৯ ♦ নারী: ০৯৪
♦ শহুরে: ০.৭৮ ♦ পুরুষ: ০.৪৭ ♦ নারী: ০.৩১
♦ গ্রামীণ: ১.৮৫ ♦ পুরুষ: ১.২২ ♦ নারী: ০.৬৩
♦ শ্রমশক্তির বাইরে (মিলিয়ন): ৪৬.৯০ ♦পুরুষ: ১২.০৯ ♦ নারী: ৩৪.৮১
♦ শহুরে: ১৭.৭১ ♦ পুরুষ: ৩.৭৫ ♦ নারী: ১৩.৯৬
♦ গ্রামীণ: ২৯.১৯ ♦ পুরুষ: ৮.৩৪ ♦ নারী: ২০.৮৫
♦ বেকারের হার (%): ৩.৬ ♦ পুরুষ: ৩.৬ ♦ নারী: ৩.৬ – শহুরে: ৪.২ ♦ গ্রামীণ: ৩.৪
♦ শ্রমশক্তির হার (%): ৬১ ♦ পুরুষ: ৭৯.৭১ ♦ নারী: ৪২.৬৭
♦ শহুরে: ৫১.০৫ ♦ পুরুষ: ৭৯.০৮ ♦ নারী: ২৩.৫৮ ♦ গ্রামীণ: ৬৫.২৮ ♦ পুরুষ: ৭৯.৯৮ ♦ নারী: ৫০.৮৮
♦ খাতওয়ারি শ্রমশক্তির হার: (%) ♦ কৃষি: ৪৫.৩৩ ♦ শিল্প : ১৭.০২ ♦ সেবা: ৩৭.৬৫
♦ খাতওয়ারি শ্রমশক্তি (মিলিয়ন): ৭০.৭৮ ♦ কৃষি: ৩২.২ ♦ শিল্প: ১২.০৫ ¨ সেবা: ২৬.৬৫
♦ যুব শ্রম শক্তি (বয়স ১৫-২৯) (মিলিয়ন): ২৬.৮২ ♦ পুরুষ: ১৩.৫১ ♦ নারী: ১৩.৩১
♦ শহুরে: ৫.৬৩ ♦ পুরুষ: ৩.৯৪ ♦ নারী: ১.৬৯
♦ গ্রামীণ: ২১.১৯ ♦ পুরুষ: ৯.৫৭ ♦ নারী: ১১.৬২
♦ শ্রমশক্তি (মিলিয়ন): ২৫.৯৩ ♦ গ্রামীণ: ২১.৬৩ ♦ শহুরে: ৪:৩১
♦ নারী শ্রমশক্তির হার (%): ৪২.৬৮ ♦ গ্রামীণ: ৫০.৮৯ ♦ শহুরে: ২৩.৬