বাংলাদেশ বিষয়াবলি

০১.০৬.২০২৩

♦ ২০২৩-২৪ অর্থবছরের বাজেট জাতীয় সংসদে পেশ ।

♦ ‘জাতীয় সংসদের পুনঃনির্ধারিত নির্বাচনি এলাকার চূড়ান্ত তালিকা, ২০২৩’ গেজেট আকারে প্রকাশ ।

♦ তরল প্রাকৃতিক গ্যাস (LNG) আমদানি করতে কাতারের সঙ্গে ১৫ বছর মেয়াদি চুক্তি স্বাক্ষর করে বাংলাদেশ।

০২.০৬.২০২৩

♦ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ৬ দিনের সরকারি সফরে তুরস্কে পৌঁছেন।

০৪.০৬.২০২৩

♦ ঢাকা-চিলাহাটি রুটে নতুন যাত্রীবাহী ট্রেন ‘চিলাহাটি এক্সপ্রেস’ উদ্বোধন ।

০৫.০৬.২০২৩

♦ জেনারেল শফিউদ্দিনের আমন্ত্রণে দু’দিনের সফরে বাংলাদেশে আসেন ভারতের সেনাবাহিনীর প্রধান জেনারেল মনোজ পান্ডে।

০৬.০৬.২০২৩

♦ জাতীয় সংসদে ‘নির্দিষ্টকরণ (সম্পূরক) বিল, ২০২৩’ পাস।

০৮.০৬.২০২৩

♦ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের নিকট পরিচয়পত্র পেশ করেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

♦ নওগাঁর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ে প্রথম উপাচার্য নিয়োগের মাধ্যমে দেশের ৫৪তম সরকারি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম শুরু।

১০.০৬.২০২৩

♦ ভাঙ্গা থেকে যশোর অংশের রেললাইন স্থাপন-উদ্বোধন করেন রেলমন্ত্রী নুরুল ইসলাম।

১১.০৬.২০২৩

♦ বাংলাদেশ হাইওয়ে পুলিশ ‘হ্যালো এইচপি’ অ্যাপ চালু করে।

১২.০৬.২০২৩

♦ বরিশাল ও খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত।

♦ মন্ত্রিসভায় ‘জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০২৩’ -এর খসড়া চূড়ান্ত অনুমোদন।

♦ দেশের ১২তম ভৌগোলিক নির্দেশক (GI) পণ্য হিসেবে সনদ পায় ‘শেরপুরের তুলশীমালা’ ধান।

১৩.০৬.২০২৩

♦ ‘ওয়ার্ল্ড ফর ওয়ার্ক সামিট: সোশ্যাল জাস্টিস ফর অল’ শীর্ষক সম্মেলনে যোগ দিতে তিনদিনের সরকারি সফরে সুইজারল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

♦ সারা দেশে আরও ১৩২টি সরকারি হাসপাতালে বৈকালিক কনসালটেশন বা ইনস্টিটিউশনাল প্র্যাকটিস চালু করা হয়।

১৪.০৬.২০২৩

♦ সুইজারল্যান্ড ও বাংলাদেশ ‘জ্ঞান বিনিময় ও দক্ষতা বৃদ্ধি’ শীর্ষক সমঝোতা স্মারক স্বাক্ষর করে।

♦ জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশ কর্তৃক উত্থাপিত ‘শান্তির সংস্কৃতি’ রেজুলেশন সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

♦ নতুন বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে অনুমোদন পায় লালন বিজ্ঞান ও কলা বিশ্ববিদ্যালয়।

♦ জনপ্রশাসন মন্ত্রণালয় ‘নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা, ২০২৩’-এর গেজেট প্রকাশ করে।

♦ ডিজিটাল ব্যাংক স্থাপনের নীতিমালা অনুমোদন করে বাংলাদেশ ব্যাংক।

১৬.০৬.২০২৩

♦ সুইজারল্যান্ডের জেনেভায় তিনদিনের সরকারি সফর শেষে ঢাকায় পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

১৭.০৬.২০২৩

♦ বাংলাদেশ ১৮তম টেস্ট জয় করে।

১৮.০৬.২০২৩

♦ ২০২৩-২৪ অর্থবছরের প্রথম ছয় মাসের জন্য মুদ্রানীতি ঘোষণা করে বাংলাদেশ ব্যাংক।

♦ জাতীয় সংসদে ‘আয়কর বিল, ২০২৩’ পাস।

♦ নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পায় ‘বাংলাদেশ জাসদ’।

১৯.০৬.২০২৩

♦ LNG আমদানির লক্ষ্যে ওমানের সঙ্গে চুক্তি স্বাক্ষর করে বাংলাদেশ ।

২১.০৬.২০২৩

♦ রাজশাহী ও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত।

২৬.০৬.২০২৩

♦ জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের বাজেট পাস।

২৯.০৬.২০২৩

♦ পবিত্র ঈদুল আযহা উয্যাপিত।

 

আলোচিত বাংলাদেশ

বঙ্গবন্ধুর ২০০ বক্তৃতা সংবলিত বই ভায়েরা আমার

১২ জুন, ২০২৩ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর ২০০ বক্তৃতা সংবলিত বইটির মোড়ক উন্মোচন করেন। ‘ভায়েরা আমার’ (My Brothers) নামটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই দেন। এছাড়াও তিনি বইটির ভূমিকাও লিখেন। প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার নজরুল ইসলাম ভাষণগুলো সংগ্রহ, সংকলন ও সম্পাদনা করেন। জিনিয়াস পাবলিকেশন বইটি প্রকাশ করে।

দুদকের প্রথম নারী কমিশনার মোছা. আছিয়া খাতুন

১৩ জুন ২০২৩ দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার হিসেবে নিয়োগ পান সাবেক সচিব মোছা. আছিয়া খাতুন। তিনি দুদকের ইতিহাসে প্রথম নারী কমিশনার। ১ জুলাই, ২০২৩ তিনি মো. মোজাম্মেল হক খানের স্থলাভিষিক্ত হন। মোছা. আছিয়া খাতুন ১৯৬৩ সালে চুয়াডাঙ্গার দর্শনা শহরে জন্মগ্রহণ করেন। দুদক আইন অনুযায়ী, দুর্নীতি দমন কমিশন একজন চেয়ারম্যান ও দুজন কমিশনারের সমন্বয়ে গঠিত।

 

পদক-পুরস্কার

জাতীয় চা পুরস্কার

চা শিল্পে অনন্য অবদান রাখায় ৪ জুন ২০২৩ প্রথমবারের মতো ৮টি ক্যাটাগরিতে জাতীয় চা পুরস্কার দেওয়া হয়। ৮টি ক্যাটাগরিতে পুরস্কারপ্রাপ্তরা- একরপ্রতি সর্বোচ্চ উৎপাদনকারী চা বাগান- শ্রীমঙ্গল উপজেলার ভাড়াউড়া চা বাগান; সর্বোচ্চ গুণগত মানসম্পন্ন চা উৎপাদনকারী বাগান- হবিগঞ্জের বাহুবল উপজেলা মধুপুর চা বাগান; শ্রেষ্ঠ চা রপ্তানিকারক প্রতিষ্ঠান- আবুল খায়ের কনজ্যুমার প্রোডাক্টস লিমিটেড; শ্রেষ্ঠ ক্ষুদ্রায়তন চা উৎপাদনকারী- পঞ্চগড়ের নারায়ণপুর গ্রামের মো. আনোয়ার সাদাত সম্রাট; শ্রমিক কল্যাণের ভিত্তিতে শ্রেষ্ঠ চা বাগান- শ্রীমঙ্গলের জেরিন চা বাগান; বৈচিত্র্যময় চা-পণ্য বাজারজাতকরণের ভিত্তিতে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান/কোম্পানি- পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার কাজী অ্যান্ড কাজী টি এস্টেট লিমিটেড; দৃষ্টিনন্দন ও মানসম্পন্ন চা মোড়কের ভিত্তিতে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান/কোম্পানি- ঠাকুরগাঁওয়ের সুলতান টি গ্রিন ফিল্ড টি এস্টেট লিমিটেড এবং শ্রেষ্ঠ চা পাতা চয়নকারী (চা শ্রমিক)- চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নেপচুন চা বাগানের শ্রমিক উপলক্ষী ত্রিপুরা।

বঙ্গবন্ধু শেখ মুজিব শান্তি পুরস্কার

২৮ মে, ২০২৩ বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদকপ্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষ্যে আয়োজিত আলোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিব শান্তি পুরস্কার প্রবর্তনের ঘোষণা দেন।

ইউনেস্কো-বঙ্গবন্ধু আন্তর্জাতিক পুরস্কার

জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা (UNESCO) শিক্ষা, সংস্কৃতি, বিজ্ঞান ও প্রযুক্তি প্রভৃতিসহ স্বীয় অধিক্ষেত্রে বিভিন্ন অঙ্গনে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ সদস্য রাষ্ট্রগুলোর সহযোগিতায় আন্তর্জাতিক পুরস্কার প্রবর্তন করে। এর মধ্যে অন্যতম বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে প্রবর্তিত পুরস্কার। বাংলাদেশের কোনো ব্যক্তির নামে UNESCO প্রবর্তিত এটাই প্রথম কোনো আন্তর্জাতিক পুরস্কার। দুই বছর পরপর দেওয়া হয় এ পুরস্কার।

• পুরস্কারের নাম: UNESCO-Bangladesh Bangabandhu Sheikh Mujibur Rahman International Prize For the Creative Economy.

• অর্থমান: ৫০,০০০ মার্কিন ডলার।

• পুরস্কার প্রদানের উদ্দেশ্য: সৃজনশীল অর্থনীতির ক্ষেত্রে যুব উদ্যোক্তাদের উন্নীত করে এমন উদ্ভাবনী প্রকল্প বা কর্মসূচি প্রণয়ন এবং বিতরণকারী ব্যক্তি, প্রতিষ্ঠান, একটি সত্তা বা বেসরকারি সংস্থার ব্যতিক্রমী উদ্যোগকে স্বীকৃতি দেওয়া এবং পুরস্কৃত করা।

বিজয়ী: ২০২৩ সালে এ পুরস্কার লাভ করে জিম্বাবুয়ের প্রতিষ্ঠান মিউজিক ক্রসরোডস। ৬ জুন, ২০২৩ ইউনেস্কো সদর দপ্তরে বিজয়ী প্রতিষ্ঠান মিউজিক ক্রসরোডস- এর প্রতিনিধি মেলোডি জাম্বুকোর হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়। উল্লেখ্য, ২০২১ সালে প্রথম এ পুরস্কার লাভ করে উগান্ডাভিত্তিক প্রতিষ্ঠান MoTIV Creations Limited.

 

রিপোর্ট-সমীক্ষা

কৃষি পরিসংখ্যান-২০২২

প্রকাশ: মে ২০২৩।

প্রকাশক: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS)।

পরিসংখ্যান অনুযায়ী উৎপাদনে শীর্ষ জেলা-

বিষয়

জেলা

বিষয়

জেলা

বিষয়

জেলা

আম

রাজশাহী

চা

মৌলভীবাজার

পেঁয়াজ

ফরিদপুর

আলু

বগুড়া

পেয়ারা

চট্টগ্রাম

পাট

ফরিদপুর

মিষ্টি আলু

নোয়াখালী

নারিকেল

ভোলা

তরমুজ

খুলনা

লিচু

দিনাজপুর

কলা

ঝিনাইদহ

গম

ঠাকুরগাঁও

আনারস

টাঙ্গাইল

কাঁঠাল

গাজীপুর

ইক্ষু

নাটোর

তুলা

ঝিনাইদহ

কমলা

রাঙ্গামাটি

ধান

ময়মনসিংহ

তামাক

কুষ্টিয়া

সয়াবিন

লক্ষ্মীপুর

মাছ

ময়মনসিংহ

FAO’র কৃষিপণ্য উৎপাদন পরিসংখ্যান

• প্রকাশ: মার্চ ২০২৩।

• প্রকাশক: জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO)।

প্রতিবেদন অনুযায়ী-

প্রাথমিক কৃষিপণ্য (শুধু ফসল) উৎপাদনে শীর্ষে চীন, বাংলাদেশ ১৪তম।

২০২১ সালে বাংলাদেশে উৎপাদিত কৃষিপণ্যের মূল্য ছিল ৩,৬১১ কোটি মার্কিন ডলার, উৎপাদনের পরিমাণ ৯ কোটি ৩৩ লাখ টন।

প্রাথমিক কৃষিপণ্য উৎপাদনের হিসাব রয়েছে মোট ১৬২টি। এর মধ্যে বাংলাদেশ ৬৮ ধরনের কৃষিপণ্য উৎপাদনের তালিকায় রয়েছে।

২০২১ সালে তালিকায় স্থান পায় ২২টি পণ্য।

বিশ্বে বাংলাদেশের অবস্থান

২য়: পাট, সুপারি ও শুকনা মরিচ।

৩য়: চাল, রসুন এবং অন্যান্য শ্রেণিভুক্ত চিনিজাতীয় ফসল।

৪র্থ: জামের মতো ফল ও সুগন্ধি মসলা।

৬ষ্ঠ: মসুর ডাল ও গ্রীষ্মমণ্ডলীয় ফল।

৭ম: পেঁয়াজ, আলু, আদা, বেগুন, শিমের বিচি ও নারকেলের ছোবড়া।

৮ম: চা ও কুমড়া।

৯ম: আম ও পেয়ারা, ফুলকপি ও ব্রকলি, মটরশুঁটি এবং পাখির খাদ্য।

 

বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিক্স ২০২২

• প্রকাশ: ১৩ জুন ২০২৩।

• প্রকাশক: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS)।

গুরুত্বপূর্ণ সূচকসমূহ-

সূচকসমূহ

২০২২

২০২১

প্রাক্কলিত জনসংখ্যা (মি.) ০১.০৭.২০২২

জনশুমারি ২০২২ অনুযায়ী

মোট

পুরুষ

নারী

১৬৯.৮৩

৮৪.০৮

৮৫.৬৫

 

প্রাক্কলিত জনসংখ্যা (মি.) ০১.০১.২০২৩

জনশুমারি ২০২২ অনুযায়ী

মোট

পুরুষ

নারী

১৭০.৮৪

৮৪.৫৮

৮৬.১৬

 

জনসংখ্যা বৃদ্ধির হার

১.১২

১.১২

জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার

১.৩৫

১.৩০

লিঙ্গ অনুপাত (পুরুষ/নারী)×১০০

৯৭.৫

৯৮.১

নির্ভরশীলতার অনুপাত (%)

৫২

৫০

জনসংখ্যার ঘনত্ব (প্রতি বর্গ কি.মি.)

১১৬৩

১১৫৩

স্থূল জন্মহার (প্রতি হাজারে/জন)

১৯.৩

১৮.৮

প্রজনন হার (প্রতি হাজার নারীর বিপরীতে)

২.১৫

২.০৫

স্থুল মৃত্যুহার (প্রতি হাজারে/জন)

৫৮

৫.৭

প্রত্যাশিত আয়ুষ্কাল (বছর)

পুরুষ

নারী

৭২.৪

৭০.৮

৭৪.২

৭২.৩

৭০.৬

৭৪.১

স্থূল বিবাহের হার (প্রতি হাজার জনসংখ্যা)

১৮.১

১৩.৫

অভিবাসন ও স্থানান্তর (প্রতি হাজারে/জন)

শহর থেকে পল্লি

পল্লি থেকে শহর

শহর থেকে শহর

আন্তর্জাতিক অভিগমন

১০.৯

২৬.৪

৩৮.৪

৬.৬

৫.৯

১৮.৪

২৯.৯

৩.০

জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার (%)

৬৩.৮

৬৫.৬

স্থূল প্রতিবন্ধিতার হার (প্রতি হাজারে/জন)

২৫.৫

২৪.১

খানার আকার

৪.২

৪.৩

ট্যাপ ও টিউবওয়েলের পানি ব্যবহার (%)

৯৭.০

৯৭.০

বিদ্যুতের উৎস (%)

জাতীয় গ্রিড

সৌরবিদ্যুৎ

অন্যান্য

বিদ্যুৎ নেই

৯৭.১৪

২.০২

০.০৯

০.৭৫

৯৬.৮৬

২.২৫

০.১৩

০.৭৬

সাক্ষরতার হার (%); ৭ বছর+

জাতীয়

পুরুষ

নারী

৭৬.৮

৭৯.০

৭৪.৭

৭৬.৪

৭৮.৬

৭৪.২

সাক্ষরতার হার (%); ১৫ বছর ও তদূর্ধ্ব

জাতীয়

পুরুষ

নারী

৭৪.৪

৭৭.৪

৭১.৫

৭৪.১

৭৭.০

৭১.২

ধর্ম (%)

মুসলিম

অন্যান্য

৮৯.০

১১.০

৮৯.০

১১.০

নতুন মুদ্রানীতি

১৮ জুন, ২০২৩ বাংলাদেশ ব্যাংক জুলাই-ডিসেম্বর ২০২৩ সময়ের জন্য মুদ্রানীতি ঘোষণা করে। এতে মূল্যস্ফীতি নিয়েন্ত্রণে রেপোহার বৃদ্ধি এবং ব্যাংক ঋণের সুদহারের সীমা তুলে নেওয়া হয়। ২০২০ সালের এপ্রিলে ঋণের সুদহার ৯% বেধে দিয়েছিল সরকার। ১ জুলাই, ২০২৩ থেকে কার্যকর হওয়া নতুন ঋণের সুদহার- সিএমএসএমই ও ব্যক্তিগত খাত ১১.১৩%, কৃষি ৯.১৩% এবং অন্যান্য ১০.১৩%।

মুদ্রানীতিতে উল্লেখযোগ্য বিষয়ের হার (%)

বিষয়

বর্তমান

নতুন

ব্যাংক ঋণের সুদ

১০.১২

আর্থিক প্রতিষ্ঠান

১১

১২.১২

রেপো সুদ

৬.৫০

রিভার্স রেপো

৪.২৫

৪.৫০

সরকারি ঋণের প্রবৃদ্ধি

৩৭.৭

৪৩

বেসরকারি ঋণের প্রবৃদ্ধি

১৪.১

১০.০৯

অভ্যন্তরীণ ঋণের প্রবৃদ্ধি

১৬.৯

ম্যাস র‌্যাপিড ট্রানজিট (MRT) পুলিশ

১৩ জুন, ২০২৩ শিল্পাঞ্চল পুলিশের উপ-মহাপরিদর্শক জিহাদুল কবিরকে ‘ম্যাস র‌্যাপিড ট্রানজিট (MRT) পুলিশ’-এর প্রথম DIG হিসেবে নিয়োগ দেওয়া হয়। মেট্রোরেলের সার্বিক নিরাপত্তা বিধানে ২১ মে, ২০২৩ এ বিশেষ ইউনিটের প্রধান হিসেবে পুলিশের একজন উপ-মহাপরিদর্শকের (DIG) নেতৃত্বে ২৩১ জনের জনবল চূড়ান্ত করা হয়। ২৮ ডিসেম্বর, ২০২২ দেশের প্রথম স্বপ্নের মেট্রোরেল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর প্রায় পাঁচ মাস পর মেট্রোরেলের নিরাপত্তায় অনুমতি পায় ‘MRT পুলিশ’। বাংলাদেশে পুলিশের মোট পদের সংখ্যা ২,১২,৯৯৯ জন এবং আলোচ্য ২৩১টি পদ সৃজন করা হলে মোট সংখ্যা হবে ২,১৩,২৩০ জন।

ই-টোল বাধ্যতামূলক

২৭ মে, ২০২৩ দেশের ৯টি সেতু ও ২টি সড়কে বাধ্যতামূলকভাবে ইলেকট্রনিক টোল ব্যবস্থা (ইটিসি বা ই-টোল) চালুর বিজ্ঞপ্তি দেয় সরকার। ২০২৩ সালের অক্টোবরের পর থেকে ই-টোল ছাড়া কোনো যানবাহন এসব সেতু ও সড়কের টোল প্লাজা অতিক্রম করতে পারবে না। সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ)-এর ই-টোল বাধ্যতামূলক করা সেতুগুলো – চট্টগ্রামের কর্ণফুলী সেতু, নারায়ণগঞ্জের মেঘনা সেতু, কুমিল্লার গোমতী সেতু, নরসিংদীর ভৈরব সেতু, পটুয়াখালীর পায়রা সেতু, খুলনার খান জাহান আলী (রূপসা) সেতু, নরসিংদীর চরসিন্দুর সেতু ও শহীদ ময়েজউদ্দিন সেতু এবং পাবনার লালন শাহ সেতু। ২টি সড়ক হলো— নাটোরের আত্রাই টোল প্লাজা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়ক।

দেশের জিআই পণ্য মোট ১৫টি

দেশের ১২তম সনদপ্রাপ্ত ভৌগোলিক নির্দেশক (GI) পণ্য ‘শেরপুরের তুলশীমালা ধান’ । ১১ এপ্রিল, ২০১৮ শেরপুরের জেলা প্রশাসক ‘শেরপুরের তুলশীমালা ধান’-এর GI সনদের জন্য আবেদন করে, যা ২১ মার্চ, ২০২৩ GI জার্নালে প্রকাশ করা হয়। GI সনদের স্বীকৃতির নিয়ম অনুযায়ী দুই মাসের মধ্যে কেউ আপত্তি না করায় ১২ জুন, ২০২৩ ‘শেরপুরের তুলশীমালা ধান’-এর নিবন্ধন সনদ প্রদান করা হয়। স্বীকৃতিপ্রাপ্ত অন্য ১১টি GI পণ্য হলো- জামদানি শাড়ী, বাংলাদেশ ইলিশ, চাঁপাইনবাবগঞ্জের খিরসাপাত আম, বিজয়পুরের সাদা মাটি, দিনাজপুর কাটারীভোগ, বাংলাদেশ কালিজিরা, রংপুরের শতরঞ্জি, রাজশাহী সিল্ক, ঢাকাই মসলিন, বাংলাদেশের বাগদা চিংড়ি, রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জের ফজলি আম। এবার ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে স্বীকৃতি পেল-  বগুড়ার দই, শেরপুর জেলার তুলসীমালা ধান, চাঁপাইনবাবগঞ্জের ল্যাংড়া ও আশ্বিনা আম। শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তরের (ডিপিডিটি) ২৬ জুনের সভায় এ অনুমোদন দেওয়া হয়। এ নিয়ে দেশের ১৫টি পণ্য জিআই স্বীকৃতি পেল।

পাটুরিয়া-গোয়ালন্দ রুটে দ্বিতীয় পদ্মা সেতু

ঢাকা এবং দেশের পশ্চিমাঞ্চলের জেলাগুলোর দূরত্ব কমাতে পাটুরিয়া-গোয়ালন্দ রুটে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের উদ্যোগ নেয় সরকার। ১৪ জুন, ২০২৩ জাতীয় সংসদে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ তথ্য জানান। এই সেতু নির্মিত হলে মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, ঝিনাইদহ, মাগুরা, রাজবাড়ী, ফরিদপুর ও নড়াইলের একাংশ, গোপালগঞ্জ, যশোর এবং মাদারীপুর জেলার সঙ্গে সড়কপথে রাজধানী ঢাকার দূরত্ব কমে আসবে। প্রাথমিকভাবে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের ব্যয় ধরা হয়েছে ১২,৭৫০ কোটি টাকা। প্রস্তাবিত সেতুটির দৈর্ঘ্য হবে ৫.৫ কি.মি. এবং প্রস্থ ১৮.১ মিটার। দুই প্রান্তে সংযোগ সড়ক হবে ১৫.৫০ কিমি। নদীশাসনের কাজ হবে দুই প্রান্তে ১৮.৪ কি.মি.।

বঙ্গবন্ধুর জন্মদিনে জাতীয় পতাকা উত্তোলন বাধ্যতামূলক

Bangladesh National Anthem, Flag and Emblem Order, ১৯৭২ এর আর্টিকেল ৫-এ প্রদত্ত ক্ষমতাবলে ২৫ এপ্রিল, ২০২৩ সরকার প্রজ্ঞাপন জারি করে ‘জাতীয় পতাকা বিধিমালা, ১৯৭২’ সংশোধন করে। ২৬ এপ্রিল, ২০২৩ এ সংশোধনী গেজেট আকারে প্রকাশ হয়। সংশোধিত বিধিমালা অনুযায়ী, এখন থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবসে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা উত্তোলন বাধ্যতামূলক। দেশ স্বাধীন হওয়ার পর ৩১ অক্টোবর, ১৯৭২ ‘জাতীয় পতাকা বিধিমালা’ জারি করা হয়। ঐ বিধিমালার ৪-এর ১ উপবিধিতে বলা হয়, নিম্নোক্ত দিনগুলোতে সরকারি ও বেসরকারি ভবন এবং দেশের বাইরে বাংলাদেশি মিশন ও কনস্যুলারে জাতীয় পতাকা উত্তোলন করা হবে: ক) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ১৭ মার্চ,  খ) ২৬ মার্চ স্বাধীনতা দিবস,  গ) ১৬ ডিসেম্বর বিজয় দিবস, ঘ) সরকার ঘোষিত অন্য যেকোনো দিবস। ১৯৭৬ সালে প্রথম পতাকা বিধিমালা সংশোধন করে জাতির পিতার জন্মদিন ১৭ মার্চ জাতীয় পতাকা উত্তোলনের বিধান বাতিল করা হয়। অন্যদিকে মহানবী (স.)-এর জন্ম দিবস (ঈদ-এ-মিলাদুন্নবী) যুক্ত করা হয়। এরপর ১১ ফেব্রুয়ারি, ২০২১ যুক্ত করা হয় ঐতিহাসিক ৭ মার্চ, যা গেজেট আকারে প্রকাশিত হয় ১৫ ফেব্রুয়ারি, ২০২১।

জাতিসংঘের এজেন্ডায় একাত্তরের গণহত্যা

১৯ জুন-১৪ জুলাই, ২০২৩ জাতিসংঘ মানবাধিকার পরিষদের ৫৩তম অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে। অধিবেশনের আলোচ্যসূচির তিন নম্বর এজেন্ডায় রয়েছে একাত্তরের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবি। প্রবাসী বাংলাদেশিদের সংগঠন স্টিচিং বাসুগ (বাংলাদেশ সাপোর্ট গ্রুপ)-এর সাথে আমরা একাত্তর, প্রজন্ম ৭১, ইউরোপীয় বাংলাদেশ ফোরাম (EBF) এবং সিরাজি ফাউন্ডেশন একাত্তরের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবি জানিয়ে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের কাছে একটি চিঠি পাঠায়। ২৯ মে, ২০২৩ জাতিসংঘের মহাসচিব বাংলাদেশি সংগঠনগুলোর পাঠানো চিঠি গ্রহণ করেন। এতে বলা হয়েছে, জাতিসংঘ মহাসচিব চিঠিটি পেয়েছেন, যা অর্থনৈতিক ও সামাজিক পরিষদের রেজ্যুলেশন ১৯৬৩/৩১ অনুযায়ী প্রচার করা হলো।

এশিয়ার সেরা বিজ্ঞানী

সম্প্রতি সিঙ্গাপুরভিত্তিক বিজ্ঞানবিষয়ক সাময়িকী এশিয়ান সায়েন্টিস্ট প্রতিবছরের মতো এ বছরও এশিয়ার শীর্ষ শত বিজ্ঞানীর তালিকা প্রকাশ করে। গবেষণায় অনবদ্য অবদান রাখা বিজ্ঞানীদের নিয়ে ২০১৬ সাল থেকে তালিকা প্রকাশ করে আসছে এশিয়ান সায়েন্টিস্ট। ২০২৩ সালের তালিকায় মোট ১৭টি ক্যাটাগরিতে এশিয়ার শীর্ষ ১০০ বিজ্ঞানী স্থান পায়। এবারের তালিকায় বাংলাদেশ থেকে দুজন বিজ্ঞানী স্থান পান। তারা হলেন – বাংলাদেশের চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশনের (CHRF) পরিচালক ও অণুজীব বিজ্ঞানী সেঁজুতি সাহা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক গাওসিয়া ওয়াহিদুন্নেছা চৌধুরী।

দেশের ৫৪তম সরকারি বিশ্ববিদ্যালয়

দেশের ৫৪তম সরকারি বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, নওগাঁ। ৮ জুন, ২০২৩ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের অধ্যাপক আবুল কালাম আজাদ বিশ্ববিদ্যালয়টির প্রথম উপাচার্য হিসেবে নিয়োগ পান। ২০১৮ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নওগাঁয় পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রতিশ্রুতি দেন। এরপর ২৮ ফেব্রুয়ারি, ২০২২ মন্ত্রিসভা নওগাঁয় বঙ্গবন্ধুর নামে একটি বিশ্ববিদ্যালয় আইনের খসড়া অনুমোদন করে। ৭ ফেব্রুয়ারি, ২০২৩ জাতীয় সংসদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, নওগাঁ বিল, ২০২৩ পাস হয়। ১৩ ফেব্রুয়ারি, ২০২৩ রাষ্ট্রপতি বিলটিতে স্বাক্ষর করলে আইনে পরিণত হয়।

LNG আমদানিতে চুক্তি ও টার্মিনাল

চুক্তি: ১ জুন, ২০২৩ তরল প্রাকৃতিক গ্যাস (LNG) আমদানি করতে কাতারের সঙ্গে ১৫ বছর মেয়াদি চুক্তি স্বাক্ষর করে বাংলাদেশ। এ চুক্তির আওতায় ২০২৬-২০৪০ সাল পর্যন্ত বাংলাদেশকে LNG সরবরাহ করবে কাতার। এর মধ্যে ২০২৬ সালে ১২ কার্গো LNG (অতিরিক্ত ১২ কার্গো অপশনসহ) এবং ২০২৭ সালে ২৪ কার্গো LNG (যা কমবেশি ১.৫ এমটিপিএ LNG ‘র সমতুল্য) বাংলাদেশে আসবে। প্রসঙ্গত, LNG আমদানিতে ২৫ সেপ্টেম্বর, ২০১৭ কাতারের রাস গ্যাস-এর সঙ্গে প্রথম চুক্তি করে বাংলাদেশ। দুটি চুক্তিই G2G প্রক্রিয়ায় করা হয়।

তৃতীয় ভাসমান LNG টার্মিনাল: কক্সবাজারের মহেশখালীতে দৈনিক ৬০০ মিলিয়ন ঘনফুট ক্ষমতাসম্পন্ন তৃতীয় ভাসমান LNG টার্মিনাল স্থাপনের নীতিগত অনুমোদন দেয় সরকার। ভাসমান LNG টার্মিনালটি নির্মাণ করবে সামিট অয়েল অ্যান্ড শিপিং কোম্পানি লিমিটেড। ১৪ জুন, ২০২৩ অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে এ সংক্রান্ত প্রস্তাবের নীতিগত অনুমোদন দেওয়া হয়। উল্লেখ্য, দেশে বর্তমানে দুটি LNG টার্মিনাল রয়েছে। কক্সবাজারের মহেশখালীতে দৈনিক ৫০০ মিলিয়ন ঘনফুট সক্ষমতার এ দুটি টার্মিনাল নির্মাণ করে যুক্তরাষ্ট্রের এক্সিলারেট এনার্জি এবং সামিট গ্রুপ।

যুক্তরাষ্ট্রে প্রথম বাংলাদেশি ফেডারেল বিচারক

যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালতের প্রথম মুসলিম নারী বিচারক নুসরাত চৌধুরী। দীর্ঘ পথপরিক্রমা শেষে ১৫ জুন, ২০২৩ মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে তার নিয়োগের প্রস্তাব অনুমোদন হয়। বাংলাদেশি বংশোদ্ভূত নুসরাত চৌধুরী নিউইয়র্কের ইস্টার্ন ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন। যুক্তরাষ্ট্রের সব ফেডারেল বিচারক নিয়োগ দিয়ে থাকে সিনেট। ১৯ জানুয়ারি, ২০২২ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তাকে নিউইয়র্ক ইস্টার্ন ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক হিসেবে মনোনয়ন দেন। ২৭ এপ্রিল ২০২২ সিনেট জুডিশিয়ারি কমিটি তার মনোনয়ন নাকচ করে দেয়। এরপর ৩ জানুয়ারি, ২০২৩ নুসরাতের মনোনয়ন প্রেসিডেন্ট বরাবর ফেরত গেলে বাইডেন পুনরায় তাকে মনোনয়ন দেন। ৯ ফেব্রুয়ারি, ২০২৩ সিনেট জুডিশিয়ারি কমিটি পুনরায় তার নিয়োগ প্রস্তাব নাকচ করে দেয়। পরে বিশেষ বিধিবলে ১৪ জুন, ২০২৩ নিয়োগ প্রস্তাবের ওপর সিনেটের পূর্ণাঙ্গ অধিবেশনে ভোটাভুটি হয়। সেখানে ৪৭-৫০ ভোটে বাদ পড়ে মনোনয় প্রস্তাব। ১৫ জুন, ২০২৩ আবার সিনেটের ভোটাভুটিতে ৫০-৪৯ ভোটে নুসরাতকে নিয়োগের প্রস্তাব অনুমোদন পায়। তার পৈতৃক নিবাস ফেনীর দাগনভূঞা উপজেলার দক্ষিণ আলীপুর গ্রামে। উল্লেখ্য, ১০ জুন, ২০২১ যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম ফেডারেল বিচারক হিসেবে নিয়োগ পান পাকিস্তানি বংশোদ্ভূত জাহিদ কুরাইশি।

NID’ কাজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে

১২ জুন, ২০২৩ জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০২৩-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয় মন্ত্রিসভা। এর ফলে জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের কাজটি করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে ১০ অক্টোবর, ২০২২ জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইনের খসড়া নীতিগত অনুমোদন দিয়েছিল মন্ত্রিসভা। নতুন আইনটি জাতীয় সংসদে পাস হলে জাতীয় পরিচয়পত্র (NID) দেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীন নিবন্ধকের অফিস নামে একটি সংস্থা। তবে নির্বাচন কমিশন ১৮ বছরের বেশি বয়সি নাগরিকদের নিয়ে ভোটার তালিকা করবে। ২০০৮ সালে বাংলাদেশ নির্বাচন কমিশন সর্বপ্রথম ছবিযুক্ত ভোটার তালিকা তৈরি করে। এরপর সেটির নাম দেওয়া হয় জাতীয় পরিচয়পত্র। ২০২১ সালেও সরকার জাতীয় পরিচয়পত্র নিবন্ধন কার্যক্রম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নেওয়ার জন্য নীতিগত সিদ্ধান্ত নিয়েছিল।

ডিজিটাল ব্যাংক

১ জুন ২০২৩ অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের বাজেট বক্তৃতায় ডিজিটাল ব্যাংকিং চালুর ঘোষণা দেন। এরপর ১৪ জুন ২০২৩ বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ দেশে  ডিজিটাল ব্যাংক স্থাপনের নীতিমালা অনুমোদন করে।

পরিচালনা পদ্ধতি: কেন্দ্রীয় ব্যাংকের নীতিমালা অনুযায়ী, ডিজিটাল ব্যাংক পরিচালনার জন্য প্রধান কার্যালয় থাকবে। তবে সেবা প্রদানের ক্ষেত্রে এটি হবে স্থাপনাবিহীন। অর্থাৎ এই ব্যাংক কোনো ওভার দ্য কাউন্টার (OIC) সেবা দেবে না। এর নিজস্ব কোনো শাখা বা উপশাখা, এটিএম, সিডিএম অথবা সিআরএমও থাকবে না। সব সেবাই হবে অ্যাপ-নির্ভর, মুঠোফোন বা ডিজিটাল যন্ত্রে। দিন-রাত ২৪ ঘণ্টাই সেবা মিলবে। গ্রাহকদের সুবিধার্থে ডিজিটাল ব্যাংক ভার্চুয়াল কার্ড, কিউআর কোড ও অন্য কোনো উন্নত প্রযুক্তিভিত্তিক পণ্য দিতে পারবে। লেনদেনের জন্য কোনো প্লাস্টিক কার্ড দিতে পারবে না। ডিজিটাল ব্যাংক কোনো ঋণপত্র (LC) খুলতে পারবে না। বড় এবং মাঝারি শিল্পেও কোনো ঋণ দিতে পারবে না। শুধু ছোট ঋণ দিতে পারবে।

ব্যাংক স্থাপনের শর্ত: ডিজিটাল ব্যাংক স্থাপনের জন্য ন্যূনতম মূলধন লাগবে ১২৫ কোটি টাকা। ডিজিটাল ব্যাংকের প্রত্যেক উদ্যোক্তাকে কমপক্ষে ৫০ লাখ টাকা মূলধন দিতে হবে। কেন্দ্রীয় ব্যাংক লাইসেন্স দেওয়ার ৫ বছরের মধ্যে এই ব্যাংককে দেশের পুঁজিবাজারে প্রাথমিক গণপ্রস্তাব (IPO) ছাড়তে হবে। ডিজিটাল ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তার (CEO) ব্যাংকিং পেশায় কমপক্ষে ১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

টাকায় প্রথম ঋণ পরিশোধ

দেশের ইতিহাসে প্রথমবারের মতো বিদেশি ঋণে নির্মীয়মাণ কোনো প্রকল্পের বিল টাকায় পরিশোধ করা হয়। ২০২৩ সালের জুনে ঢাকা- আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের বিলের একটি অংশ টাকায় পরিশোধ করা হয়। বিদেশি মুদ্রার মজুতের ওপর চাপ কমাতে এ উদ্যোগ নেওয়া হয়। এর মাধ্যমে বাংলাদেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংরক্ষণে আরও একটি পদ্ধতির সূচনা হয়। ১২ নভেম্বর, ২০২২ ঢাকা- আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের নির্মাণকাজ উদ্বোধন করা হয়। প্রকল্পটি নির্মাণে ১.২ বিলিয়ন মার্কিন ডলার খরচ ধরা হয়। চীন ২% সুদে পুরো প্রকল্পের মোট খরচের ৮৫% ঋণ হিসেবে দিচ্ছে, যা ২০ বছরের মধ্যে পরিশোধ করা যাবে। প্রকল্পের বাকি ১৫% খরচ বহন করছে বাংলাদেশ সরকার।

পরিশোধিত মূলধন ৫০০ কোটি

১৫ জুন, ২০২৩ বাংলাদেশ ব্যাংক নতুন করে বাণিজ্যিক ব্যাংক চালু করার পরিশোধিত মূলধন ৫০০ কোটি টাকা নির্ধারণ করে। এতদিন ব্যাংকের পরিশোধিত মূলধন ছিল ৪০০ কোটি টাকা।

Leave a Reply