কালানুক্রমিক ঘটনাবলি
০১.০৭.২০২৩
♦ ২০২৩-২৪ অর্থবছরের বাজেট কার্যকর।
♦ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।
০২.০৭.২০২৩
♦ বাংলাদেশ ব্যাংকের দ্বিতীয় নারী ডেপুটি গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণ করেন নূরুন নাহার। বিশেষ দ্রষ্টব্য: প্রথম নারী ডেপুটি গভর্নর ছিলেন নাজনীন সুলতানা।
০৩.০৭.২০২৩
♦ ২০২২ সালে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ সংক্ষিপ্ত সফরে বাংলাদেশ আসেন।
০৫.০৭.২০২৩
♦ পদ্মা সেতুতে পরীক্ষামূলকভাবে ইলেকট্রনিক টোল কালেকশন (ETC) কার্যক্রম চালু।
০৬.০৭,২০২৩
♦ একাদশ জাতীয় সংসদের ২৩তম অধিবেশনের সমাপ্তি।
♦ জাতীয় সংসদে ‘শেখ রাসেল পল্লী উন্নয়ন একাডেমি, রংপুর বিল, ২০২৩’ পাস।
০৭.০৭.২০২৩
♦ আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত পরীক্ষামূলক মেট্রোরেল চলাচল শুরু।
১০.০৭.২০২৩
♦ প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জ্ঞানকোষ ‘মুজিবপিডিয়া’র মোড়ক উন্মোচন করেন।
১১.০৭.২০২৩
♦ বাংলাদেশ ও ভারতের মধ্যে রুপিতে লেনদেন শুরু।
১২.০৭,২০২৩
♦ প্রধানমন্ত্রী শেখ হাসিনা পটুয়াখালীর কলাপাড়ায় নাবিক প্রশিক্ষণ ও এভিয়েশন সুবিধা সংবলিত ঘাঁটি বানৌজা শের-ই-বাংলা’র কমিশনিং করেন।
১৬.০৭.২০২৩
♦ ওয়ানডেতে ভারতের বিপক্ষে প্রথম জয় পায় বাংলাদেশ নারী দল।
♦ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টি-২০তে আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়ে প্রথমবার টানা চারটি দ্বিপাক্ষিক টি-২০ সিরিজ জিতে বাংলাদেশ।
১৯.০৭.২০২৩
♦ বাংলাদেশে প্রথম খবর পড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সংবাদ উপস্থাপক “অপরাজিতা”
২০.০৭,২০২৩
♦ দেশের ১৬তম জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পায় বাংলাদেশের শীতলপাটি
২২.০৭.২০২৩
♦ নারী ওয়ানডেতে ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম সেঞ্চুরি করেন ফারজানা হক পিংকি ।
২৩.০৭.২০২৩
♦ প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের খাদ্যব্যবস্থা শীর্ষ সম্মেলনে যোগ দিতে তিন দিনের সরকারি সফরে ইতালিতে পৌঁছেন।
২৪.০৭.২০২৩
♦ বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মোহাম্মদ নাজমুল হাসান।
♦ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বব্যাপী টেকসই, নিরাপদ ও পুষ্টিকর খাদ্যব্যবস্থা নিশ্চিত করতে জাতিসংঘ খাদ্যব্যবস্থা সম্মেলনে পাঁচ দফা প্রস্তাব উত্থাপন করেন।
♦ বাংলাদেশ ৮৫তম দেশ হিসেবে গ্লোবাল স্কুল মিলস কোয়ালিশনে যোগ দেয়। Bottom of Form
আলোচিত বাংলাদেশ
মুজিব পিডিয়া’র মোড়ক উন্মোচন:
১০ জুলাই ২০২৩ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জ্ঞানকোষ ‘মুজিবপিডিয়া’র মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে বঙ্গবন্ধুর রাজনৈতিক ও কর্মময় জীবন এবং তাঁর সুদীর্ঘ সংগ্রামের ইতিহাসের পাশাপাশি বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের সঠিক তথ্য-উপাত্ত রয়েছে। বইটিতে অন্তর্ভুক্ত বঙ্গবন্ধু পরিবারসংক্রান্ত ভুক্তিগুলো সংশোধন ও সম্পাদনা করেন প্রধানমন্ত্রী নিজে। মুজিবপিডিয়া সম্পাদনার সাথে যুক্ত ছিলেন কামাল চৌধুরী, ফরিদ কবির, আবু মো. দেলোয়ার হোসেন। বইটির প্রকাশক হিস্ট্রি অ্যান্ড কালচার সার্কেল বাংলাদেশ লিমিটেড। পরিবেশক আগামী প্রকাশনী। বইটিতে ৫৯১টি ভুক্তি ও প্রায় ৭৫০টি ঐতিহাসিক আলোকচিত্র রয়েছে। বইটির ভুক্তি লিখেছেন ৯৭ জন লেখক, গবেষক, ইতিহাসবিদ ও সাংবাদিক।
টিকা উৎপাদনে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা
রাষ্ট্রীয় ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড এবং যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানি ডায়াডিক ইন্টারন্যাশনালের মধ্যে দেশে টিকা উৎপাদনের লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়। ২১ জুন ২০২৩ সালে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এ লক্ষ্যে গোপালগঞ্জে প্রায় ৯ একর জায়গায় ভ্যাকসিন প্ল্যান্ট স্থাপিত হবে। এ প্ল্যান্টে করোনা টিকাসহ প্রায় ১৩ রকমের টিকা উৎপাদন হবে।
দেশের বৃহত্তম রাবার ড্যাম
চাঁপাইনবাবগঞ্জে নির্মাণ করা হচ্ছে দেশের সবচেয়ে বড় ও দক্ষিণ এশিয়ার ১০ম বৃহত্তম রাবার ড্যাম। মহানন্দা নদীতে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের রেহাইচর এলাকায় নির্মাণ করা হচ্ছে প্রকল্পটি। নির্মাণ কাজ সম্পন্ন হলে নদীর দুই ধারের ৮,০০০ হেক্টর জমিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে। এছাড়া ৫৫ কোটি ৮৩ লাখ টাকার কৃষি উৎপাদন ও ২ কোটি ৩৭ লাখ টাকার মৎস্য উৎপাদন বৃদ্ধি পাবে। এ রাবার ড্যাম নির্মাণ প্রকল্পটি ১৬ জানুয়ারি ২০১৮ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) পাস হয়।
বাংলাদেশের বৃহত্তম পয়ঃশোধনাগার
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৩ জুলাই ২০২৩ সালে ঢাকার খিলগাঁওয়ে দেশের বৃহত্তম দাশেরকান্দি পয়ঃশোধনাগার কেন্দ্র উদ্বোধন করেন। এর নাম দাশেরকান্দি পয়ঃশোধনাগার।
• দৈনিক পরিশোধন ক্ষমতা ৫০ কোটি লিটার পয়ঃবর্জ্য।
• সংলগ্ন এলাকার প্রায় ৪০ লাখ নগরবাসী উপকৃত হবে।
• পয়ঃশোধনাগারে উৎপন্ন ফ্লাই অ্যাশ (Fly Ash) ব্যবহৃত হবে সিমেন্ট তৈরির কাঁচামাল হিসেবে।
কৃত্রিম বুদ্ধিমত্তার সংবাদ উপস্থাপক
১৯ জুলাই ২০২৩ দেশে প্রথমবারের মতো চ্যানেল ২৪-এ সংবাদ উপস্থাপন করে কৃত্রিম বুদ্ধিমত্তার উপস্থাপক। দেশের কৃত্রিম বুদ্ধিমত্তার এ সংবাদ উপস্থাপকের নাম রাখা হয় অপরাজিতা। ২০১৮ সালের নভেম্বরে চীন বিশ্বের সর্বপ্রথম কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন সংবাদ উপস্থাপককে সামনে আনে।
সার্কের নতুন মহাসচিব বাংলাদেশি
১৩ জুলাই ২০২৩ সালে সার্কের ১৫তম মহাসচিব হিসেবে নিয়োগ দেওয়া হয় মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার গোলাম সারওয়ারকে। তিনি এই পদে নিয়োগ পাওয়া তৃতীয় বাংলাদেশি। সার্কের মহাসচিব হিসেবে এর আগে বাংলাদেশের কূটনীতিক আবুল আহসান এবং কিউ এ এম এ রহিম দায়িত্ব পালন করেন।
ADB’র প্রথম বাংলাদেশি ভাইস প্রেসিডেন্ট
অর্থসচিব ফাতিমা ইয়াসমিন (২৮ জুন ২০২৩) এশীয় উন্নয়ন ব্যাংকের (ADB) ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ পান । ফাতিমা ইয়াসমিন ২০২৩ সালের আগস্টে যোগ দেবেন। তিনি ৩ বছরের জন্য ADB’র ‘সেক্টরস ও থিম’-বিষয়ক ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন। তিনিই প্রথম কোনো বাংলাদেশি হিসেবে এ পদে নিয়োগ পেলেন। ১৯৬৬ প্রতিষ্ঠিত সংস্থাটিতে আরও ৫ জন ভাইস প্রেসিডেন্ট রয়েছেন।
FAO’র কাউন্সিল সদস্য বাংলাদেশ
১-৭ জুলাই ২০২৩ ইতালির রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (FAO) ৪৩তম সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও কাউন্সিল সদস্য হিসেবে নির্বাচিত হয়। জুলাই, ২০২৪ – জুন, ২০২৭ সাল মেয়াদে বাংলাদেশ এশিয়া অঞ্চলের প্রতিনিধি হিসেবে সংস্থাটির সদস্যের দায়িত্ব পালন করবে। বর্তমানেও কাউন্সিলের সদস্য বাংলাদেশ। এর আগে বাংলাদেশ ২০২১ সালে ৩ বছরের জন্য (২০২২ সালের জুলাই থেকে) এ দায়িত্ব পালনের জন্য নির্বাচিত হয়।
পদ্মা সেতুতে ই-টোল
৫ জুলাই ২০২৩ পদ্মা সেতুতে পরীক্ষামূলকভাবে Electronic Toll Collection (ETC) কার্যক্রম চালু হয়। সফলতা পেলে আগামী তিন মাসের মধ্যে এ প্রক্রিয়া সবার জন্য উন্মুক্ত করা হবে হবে। এ পদ্ধতিতে সেতুর দুই প্রান্তে একটি করে লেনে ETC বুথ থাকবে। আর গাড়িতে থাকবে Radio Frequency Identification (RFID) কার্ড। ঐ কার্ডের মাধ্যমে স্বয়ংক্রিয় পদ্ধতিতে টোল আদায় হবে। নিবন্ধন করা যেকোনো যানবাহন টোল প্লাজার সামনে এলে ক্যামেরার মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে টোল আদায় হবে। RFID নম্বর সংযুক্ত হবে ব্যাংক হিসাবে। আইডিতে টাকা রিচার্জ করা থাকবে। গাড়ি আসামাত্র তার ধরন অনুযায়ী ব্যাংক হিসাব থেকে টোলের টাকা কেটে নেওয়া হবে।
দেশের স্বীকৃতিপ্রাপ্ত GI পণ্য
২৪ জুলাই ২০২৩ পর্যন্ত DPDT ১৬টি বাংলাদেশি পণ্যের GI নিবন্ধন দেয়। প্রথম GI পণ্য হিসেবে নিবন্ধন সনদ পায় ‘জামদানি শাড়ি’ ১৭ নভেম্বর ২০১৬ সালে। ২০১৭ সালে দ্বিতীয় পণ্য হিসেবে ‘বাংলাদেশ ইলিশ’এবং সর্বশেষ ২০ জুলাই ২০২৩ সর্বশেষ ১৬তম পণ্য হিসেবে GI সনদ পায় ‘বাংলাদেশের শীতলপাটি’।
ক্রমিক নং | নাম | নিবন্ধিত সনদ ইস্যু | আবেদনকারী ও সনদপ্রাপ্ত প্রতিষ্ঠান |
১ | জামদানি শাড়ি | ১৭ নভেম্বর ২০১৬ | বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন |
২ | বাংলাদেশ ইলিশ | ১৭ আগস্ট ২০১৭ | মৎস্য অধিদপ্তর |
৩ | চাঁপাইনবাবগঞ্জের খিরসাপাত আম | ২৭ জানুয়ারি ২০১৯ | বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট |
৪ | বিজয়পুরের সাদা মাটি | ১৭ জুন ২০২১ | জেলা প্রশাসকের কার্যালয়, নেত্রকোনা |
৫ | দিনাজপুর কাটারীভোগ | ১৭ জুন ২০২১ | বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট |
৬ | বাংলাদেশ কালিজিরা | ১৭ জুন ২০২১ | বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট |
৭ | রংপুরের শতরঞ্জি | ১৭ জুন ২০২১ | বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন |
৮ | রাজশাহী সিল্ক | ১৭ জুন ২০২১ | বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড |
৯ | ঢাকাই মসলিন | ১৭ জুন ২০২১ | বাংলাদেশ তাঁত বোর্ড |
১০ | বাংলাদেশের বাগদা চিংড়ি | ২৪ এপ্রিল ২০২২ | মৎস্য অধিদপ্তর |
১১ | রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জের ফজলী আম | ২৫ এপ্রিল ২০২৩ | ফল গবেষণা কেন্দ্র ও চাঁপাইনবাবগঞ্জ কৃষি এসোসিয়েশন |
১২ | শেরপুরের তুলশীমালা ধান | ১২ জুন ২০২৩ | জেলা প্রশাসক, শেরপুর |
১৩ | চাঁপাইনবাবগঞ্জের ল্যাংড়া আম | ২৫ জুন ২০২৩ | ড. মো. হামিম রেজা, আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র চাঁপাইনবাবগঞ্জ |
১৪ | চাঁপাইনবাবগঞ্জের আশ্বিনা আম | ২৫ জুন ২০২৩ | ড. মো. হামিম রেজা, আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র চাঁপাইনবাবগঞ্জ |
১৫ | বগুড়ার দই | ২৫ জুন ২০২৩ | বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি, বগুড়া জেলা শাখা |
১৬ | বাংলাদেশের শীতলপাটি | ২০ জুলাই ২০২৩ | বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন |