বাংলাদেশ বিষয়াবলি

কালানুক্রমিক ঘটনাবলি

০১.১২.২০২০

♦  পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিব বর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু লেকচার সিরিজের (জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর পুরো সময় অব্যাহত থাকবে) সূচনা।

♦  জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স বিভগের যৌথ উদ্যোগে দুই দিনব্যাপী জনসংখ্যাবিষয়ক ই-কনফরেন্সের সূচনা।

♦  যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ নির্ধারণ করে চূড়ান্ত রায় প্রদান করেন আপিল বিভাগ।

০২.১২.২০২০

♦  রাষ্ট্রায়ত্ত ১৫টি চিনিকলের মধ্যে ৬টি বন্ধ ঘোষণা।

♦  শ্রেষ্ঠ কার্যক্রমের জন্য ‘দ্য ব্যাংকার’ প্রদত্ত বিশ্বের ব্যাংকিং খাতের অন্যতম সম্মানজনক ‘ব্যাংক অব দ্য ইয়ার বাংলাদেশ ২০২০’ পুরস্কার অর্জন ইষ্টার্ণ ব্যাংক লিমিটেডের (ইবিএল)।

♦  দ্বিতীয় ধাপে ৬১টি পৌরসভায় ১৬ জানুয়ারি ২০২১ ভোটগ্রহণের দিন নির্ধারণ করে তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।

♦  জাতিসংঘে বাংলাদেশ উত্থাপিত ‘শান্তির সংস্কৃতি’ রেজুলেশন সর্বসম্মতিক্রমে গৃহীত।

০৩.১২.২০২০

♦  দিনাজপুরের পার্বতীপুরে ভারত বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন প্রকল্পের কাজের উদ্বোধন।

♦  সরকারিখাতে তিন ধরনের সঞ্চয়পত্র ও প্রবাসী বন্ডে বিনিয়োগসীমা কমিয়ে প্রজ্ঞাপন জারি করে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সঞ্চয় শাখা।

০৪.১২.২০২০

♦  ১ হাজার ৬৪২ জন রোহিঙ্গাকে নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাসানচরে স্থানান্তরের মাধ্যমে শুরু হলো প্রথম ধাপে রোহিঙ্গা স্থানান্তর।

♦  পদ্মা সেতুর মাওয়া (মুন্সিগঞ্জ) প্রান্তে ১১ ও ১২ নম্বর পিলারের (খুঁটি) ওপর ৪০তম স্প্যান বসানোর মাধ্যমে সেতুর ৬ কিলোটিার দৃশ্যমান।

০৫.১২.২০২০

♦  আজ থেকে দেশে শুরু হলো করোনার অ্যান্টিজেন পরীক্ষা।

০৬.১২.২০২০

♦  নারী ও কিশোরীদের নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যয়ে ৬-৮ ডিসেম্বর ৩ দিনব্যাপী পরিবারকল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ ২০২০ এর সূচনা।

♦  বাংলাদেশ ও ভুটানের মধ্যে দ্বিপাক্ষিক অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (PTA) স্বাক্ষরিত।

০৭.১২.২০২০

♦  বাংলাদেশ ব্যাংকের ৪১০  তম বোর্ড সভায় ‘সিটিজেনস ব্যাংক পিএলসি’কে লাইসেন্স প্রদান করার সিদ্ধান্ত হয়।

০৮.১২.২০২০

♦  যুক্তরাষ্ট্রের ‘ফোর্বস’ সাময়িকী প্রকাশিত ২০২০ সালে বিশ্বের ক্ষমতাধর ১০০ নারীর মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান ৩৯তম।

১০.১২.২০২০

♦  ৬.১৫ কিলোমিটার দৈর্ঘ্যের পদ্মা সেতুর সর্বশেষ ও ৪১তম স্প্যান বসানো হয়।

১১.১২.২০২০

♦  ইউনেস্কোর নির্বাহী বোর্ডের ২১০তম সভার প্রথম বৈঠকে বঙ্গবন্ধুর নামে আন্তর্জাতিক পুরস্কার প্রবর্তনের প্রস্তাব গৃহীত হয়।

১২.১২.২০২০

♦  কর্ণফুলী টানেলের দ্বিতীয় বোরিং এর কাজ শুরু।

♦  ‘যদিও মানছি দূরত্ব, তবুও আছি সংযুক্ত’ প্রতিপাদ্য নিয়ে দেশব্যাপী চতুর্থ ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত।

১৩.১২.২০২০

♦  মহান মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা তৈরির অংশ হিসেবে প্রাথমিকভাবে ১ হাজার ২২২ জনের একটি তালিকায় নীতিগত অনুমোদন প্রদান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের।

♦  যুক্তরাজ্যের অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনাভাইরাস টিকা পেতে ভারতের সিরাম ইনস্টিটিউটের সাথে ক্রয় চুক্তি স্বাক্ষর করে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ও স্বাস্থ্য অধিদপ্তর।

১৪.১২.২০২০

♦  বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান হিসেবে তিন বছরের জন্য নিয়োগ পেলেন সাবেক সিনিয়র সচিব শ্যাম সুন্দর সিকদার।

♦  মুজিবর্ষের সময়কাল ১৬ ডিসেম্বর ২০২১ পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

♦  বাংলাদেশ নির্বাচন কমিশন প্রগতিশীল গণতান্ত্রিক দলের (PDP) নিবন্ধন বাতিল করে গেজেট প্রকাশ করে।

♦ মুজিববর্ষের সময়সীমা ১৬ ডিসেম্বর ২০২১ পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি। ৪৬তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হন জো বাইডেন।

১৫.১২.২০২০

♦  প্রজ্ঞাপন জারি করে ৬১ জন নারী বীর মুক্তযোদ্ধার নামের তালিকা প্রকাশ করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।

♦  প্রথমবারের মতো দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ রেকর্ড উচ্চতায় ৪ হাজার ২০০ কোটি ডলারের মাইলফলক অতিক্রম করল।

♦  তফসিলি ব্যাংক হিসেবে তালিকাভুক্ত হয় সিটিজেনস ব্যাংক পিএলসি।

♦  সপরিবারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলায় দণ্ডিত চার আসামির রাষ্ট্রীয় খেতাব স্থগিত করে হাইকোর্ট।

১৬.১২.২০২০

♦  দেশব্যাপী ৪৯তম বিজয় দিবস উদ্‌যাপিত।

♦  দুই দেশের সেনাবাহিনীর মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতার অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীকে ১২০ মিলিমিটার ব্যাসার্ধের ১৮টি মর্টার প্রদান ভারতের।

১৭.১২.২০২০

♦  বাণিজ্য, জ্বালানি, কৃষি, পরিবেশসহ বিভিন্ন খাতে সাতটি চুক্তি, সমঝোতা স্মারক (এমওইউ), প্রটোকল ও টার্মস অব রেফারেন্স (টিওআর) সই বাংলাদেশ ও ভারতের মধ্যে।

♦  বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত।

♦  বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রীর মধ্যে ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত।

১৮.১২.২০২০

♦  করোনা সংক্রমণের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি বাড়ানো হয়েছে আগামী ১৬ জানুয়ারি ২০২১ পর্যন্ত।

২১.১২.২০২০

♦  হালদা নদীকে ‘বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ’ হিসেবে ঘোষণা করার গেজেট জারি।

২২.১২.২০২০

♦  দু’দিনের সফরে ঢাকা আসেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসগ্লো

২৪.১২.২০২০

♦  লেনদেন শুরুর মাধ্যমে দেশের সবচেয়ে বড় মূলধনী কোম্পানি হিসেবে শেয়ারবাজারে যুক্ত হয় টেলিকম খাতের কোম্পানি রবি আজিয়াটা।

♦  বাসাবাড়িতে পাইপলাইনের মাধ্যমে প্রাকৃতিক গ্যাস সংযোগ স্থায়ীভাবে বন্ধ করার সিদ্ধান্ত নেয় সরকার।

২৭.১২.২০২০

♦ ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরাণীগঞ্জ কারা কমপ্লেক্স সীমানায় মহিলা কেন্দ্রীয় কারাগার উদ্বোধন করা হয়।

♦ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহরে সদ্য যুক্ত হওয়া নতুন প্রথম ড্যাশ ৮ – ১০ ‘ধ্রুবতারা’ উড়োজাহাজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

২৮.১২.২০২০

♦ বিশ্ববিদ্যালয়গুলোতে সান্ধ্য কোর্স বন্ধ, বেসরকারি বিশ্ববিদ্যালয়েও গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা চালুসহ ২৪ দাবিতে সরকারের কাছে সুপারিশ করে ইউজিসি।

♦ দেশের প্রথম শরিয়াহভিত্তিক বন্ড সুকুকের অংশীদার হয় ৩৯ ব্যক্তি ও প্রতিষ্ঠান।

♦ মন্ত্রিসভায় হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন, ২০২০ –এর খসড়া অনুমোদন।

♦ মহাসড়কে অনিয়ম দূর করার লক্ষ্যে নানাবিধ দণ্ডের বিধান রেখে মন্ত্রিসভায় ‘মহাসড়ক আইন-২০২০’ – এর খসড়ার নীতিগত অনুমোদন।

২৯.১২.২০২০

♦ ৪২৭টি পরিবারের ১ হাজার ৮০৪ জন নারী, পুরুষ ও শিশু নিয়ে রোহিঙ্গাদের দ্বিতীয় দলটি চট্টগ্রাম থেকে নোয়াখালীর ভাসানচরে পৌঁছেছে।

♦ কক্সবাজার সমুদ্রসৈকতের রক্ষণাবেক্ষণের কাজ কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) কাছে দ্রুত হস্তান্তর করার সুপারিশ করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটি।

৩০.১২.২০২০

♦ দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪৩ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। বর্তমানে বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ ৪৩ দশমিক ১৭ বিলিয়ন মার্কিন ডলার।

♦ ২০২২ সাল পর্যন্ত জমি কেনাবেচার ক্ষেত্রে আগে নির্ধারিত সর্বনিম্ন বাজারমূল্য বহাল রাখার নির্দেশ দেয় সরকার।

জাতীয় সাইবার নিরাপত্তা সূচক

♦  প্রকাশ: ডিসেম্বর ২০২০

♦  প্রকাশক : e-Governance Academy (এস্তোনিয়া)

♦  প্রতিবেদনের শিরোনাম: National Cyber Security Index

♦  অন্তর্ভুক্ত দেশ: ১৬০টি

♦  শীর্ষ ৫ দেশ: ১. গ্রিস, ২. চেক প্রজাতন্ত্র, ৩. এস্তোনিয়া, ৪. লিথুনিয়া ও ৫. স্পেন।

♦  সর্বনিম্ন ৫ দেশ: ১৬০. দক্ষিণ সুদান, ১৫৯. টুভ্যালু, ১৫৮. বুরুন্ডি, ১৫৭. সলোমন দ্বীপপুঞ্জ ও ১৫৬. মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র।

♦  সার্কভুক্ত দেশের অবস্থান: ৩৫. ভারত, ৬৫. বাংলাদেশ, ৬৬ পাকিস্তান, ৯৩. নেপাল, ৯৮ শ্রীলংকা ১১৫. ভুটান ও ১৩২. আফগানিস্তান।

আলোচিত বাংলাদেশ

বঙ্গবন্ধু কূটনৈতিক পুরস্কার

মুজিবর্ষ উপলক্ষ্যে প্রথমবারের মতো প্রবর্তিত হয়েছে ‘বঙ্গবন্ধু ডিপ্লোমেটিক অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স’। কূটনীতিতে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে একজন দেশি ও একজন বিদেশি কূটনীতিককে প্রতিবছর পুরস্কৃত করার সিদ্ধান্ত হয়। প্রথমবারের মতো এ পুরস্কার লাভ করেন—

দেশি কূটনীতিক

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (UNCLOS) রিয়াল এডমিরাল (অব.) এম খোরশেদ আলম। তিনি মিয়ানমার ও ভারতের সাথে সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

বিদেশি কূটনীতিক

 বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের সাবেক রাষ্ট্রদূত সায়েদ মোহাম্মদ আল মেহেরি। তিনি বাংলাদেশের সাথে তার দেশের সম্পর্কে উন্নয়নে অনন্য ভূমিকা রাখেন।

বেগম রোকেয়া পদক ২০২০

পদকপ্রাপ্তরা—নারী শিক্ষায় প্রফেসর ড. শিরীন আখতার; পেশাগত ‍ুউন্নয়নের মাধ্যমে নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে কর্নেল (ডা.) নাজমা বেগম, এসপিপি, এমপিএইচ; নারীর আর্থ-সামাজিক উন্নয়নের ক্ষেত্রে মঞ্জুলিকা চাকমা; সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে নারী জাগরণের ক্ষেত্রে বীর মুক্তিযোদ্ধা বেগম মুশতারী শফি এবং নারী অধিকারের অবদানের ক্ষেত্রে বীর মুক্তিযোদ্ধা ফরিদা আক্তার।

বান্দরবানে মুক্তিযুদ্ধের নতুন স্মৃতিস্তম্ভ

১৫ ডিসেম্বর ২০২০ বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চত্বরে উদ্বোধন করা হয় মুক্তিযুদ্ধের নতুন স্মৃতিস্তম্ভ। বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে নির্মিত দৃষ্টিনন্দন স্মৃতিস্তম্ভটিতে মহান মুক্তিযুদ্ধের সময়কার গৌরবগাথা ইতিহাস সুনিপুণভাবে ফুটিয়ে তোলা হয়। প্রায় তিন বছর সময় লাগে স্মৃতিস্তম্ভটি থৈরি করতে। এতে ব্যয় হয় ১ কোটি ৯০ লাখ টাকা।

বঙ্গবন্ধুর বালুর ভাস্কর্য

বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের লাবনী পয়েন্টে নির্মাণ করা হয় বঙ্গবন্ধুর বালুর ভাস্কর্য। সৈকতে বঙ্গবন্ধু তর্জনী উঁচিয়ে আছেন। এর উপরে লেখা হয়েছে— ‘এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আর নিচে লেখা হয়েছে ‘সাগরের চেয়ে বিশাল তুমি’। এমন চিত্র তুলে ধরার পাশাপাশি নির্মাণ করা হয় বঙ্গবন্ধুর ১০ ফুট উচ্চতার ফ্রি-স্ট্যান্ডি আবক্ষ ভাস্কর্য। এটাই বঙ্গবন্ধুর সর্বপ্রথম ও সর্ববৃহৎ বালুর ভাস্কর্য। বাংলাদেশে এখন পর্যন্ত বালুর কাঠামো দিয়ে এ ধরনের ভাস্কর্য নির্মিত হয়নি।

বঙ্গবন্ধুর তরণী মঞ্চ

জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষ্যে কুমিল্লা পুলিশ লাইন্স মাঠে নির্মিত হয় ১০০ ফুট দৈর্য্য ও ৩০ ফুট প্রস্থের নৌকা ‘বঙ্গবন্ধু তরণী মঞ্চ। এতে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরা হয়। নৌকাটির এক পাশে রাখা হয় বঙ্গবন্ধুর মনোরম ভাস্কর্য, অপর পাশে স্থাপন করা হয় বৈঠ্যসহ দুই মাঝির ভাস্কর্য। পেছনের অংশে রয়েছে স্থপতি মৃনাল হকের তৈরি ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের ভাস্কর্য। স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকাও স্থান পায় এতে। পুরো প্রকল্পটির উদ্যোক্তা, নকশা, নির্মাণ পরিকল্পনা ও নির্দেশনায় ছিলেন কুমিল্লার পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম।

মৃত্যুঞ্জয়ী মিত্র

বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সময় চট্টগ্রামের সীতাকুণ্ডে জীভন উৎসর্গকারী ভারতীয় মিত্রবাহিনীর অর্ধশতাধিক সদস্যের স্মরণে নির্মিত ভাস্কর্য ২২ ডিসেম্বর ২০২০ ভাস্কর্যটি উদ্বোধন করা হয়। ভাস্কর্যটি নির্মিত হয় সীতাকুণ্ডের চন্দ্রনাথ ধাম তীর্থের হনুমান মন্দিরের কাছে।

বঙ্গবন্ধু টাওয়ার

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের উদ্যোগে রাজশাহীতে নির্মাণ করা হবে ২৫ তলা ‘বঙ্গবন্ধু টাওয়ার’। উত্তরবঙ্গে এটিই হবে সর্বোচ্চ টাওয়ার। রাজশাহী হাউজিং এস্টেটের ১ নম্বর সেক্টরের উপশহর নিউ মার্কেট এলাকায় নির্মিত হবে অত্যাধুনিক এ ভবন।

মুক্তির ডাক

৭ মার্চের ভাষণে অনুপ্রাণিত হয়ে ঢাকা-সিলেট মহাসড়কের ওপর নরসিংদী শহরের প্রবেশ মুখে সাহে-প্রতাপ মোড়ে নির্মিত হয়েছে দেশের ইতিহাসে প্রথম ও একমাত্র তর্জনী ভাস্কর্য ‘মুক্তির ডাক’ (Call for redemption)। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সাবেক ছাত্র ভাস্কর অলি মাহমুদ ভাস্কর্যের নকশা (মডেল) প্রণয়ন থেকে শুরু করে মূল ভাস্কর্য নির্মাণে সার্বিক কর্মসম্পাদন করেন। ৪১ ফুট উচ্চতা ভাস্কর্যটি বিশ্বের হাত ভাস্কর্যের মধ্যে উচ্চতার দিক থেকে অন্যতম।

ঢাবিতে ম্যুরাল ও বিজয় বাতায়ন

১৬ ডিসেম্বর ২০২০ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ড. মুহম্মদ শহীদুল্লাহ্‌ হল প্রাঙ্গণে উদ্বোধন করা হয় ‘ভাষা আন্দোলন থেকে মহান মুক্তিযুদ্ধ শীর্ষক ম্যুরাল। এটা তৈরি করেন বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সাবেক শিক্ষার্থী শিল্পী মো. গোলাম রসূল সোহাগ। অন্যদিকে ফজলুল হক মুসলিম হলে উদ্বোধন করা হয় ‘বিজয় বাতায়ন’।

বাংলাদেশের হৃদয় হতে

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষে শ্রদ্ধানিবেদনের জন্য রাজধানী ভাসানটেক সরকারি কলেজ প্রাঙ্গণে স্থাপিত ম্যুরাল। এর স্থপতি ভাস্কর চৌধুরী জাহান পারভীন। ভাষানটেক সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মাহমুদা খাতুনের পরিকল্পনা, নির্দেশনা এবং তত্ত্বাবধানে নির্মাণ কার্যক্রমটি বাস্তবায়িত হয়।

আলোকবর্তিকা

৯ ডিসেম্বর ২০২০ নারী শিক্ষার অগ্রদূত রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম ও প্রয়াণ দিবসে রংপুর নগরীর সরকারি বেগম রোকেয়া কলেজের পাশে শালবন মোড়ে উন্মোচন করা হয় বেগম রোকেয়ার ভাস্কর্য ‘আলোকবর্তিকা’। এ ভাস্কর্যের ভাস্কর অনীক রেজা। ভাস্কর্যটির উচ্চতা ২০ ফুট, যার মধ্যে শুধু পাথর ও কংক্রিট থেকে বেরিয়ে আসা রোকেয়ার প্রতিকৃতি লম্বায় প্রায় ১২ ফুট।

মুজিব বর্ষ (সময় বৃদ্ধি)

স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্‌যাপনের লক্ষ্যে ১২ জানুয়ারি ২০২০সরকার ১৭ মার্চ ২০২০-২৬ মার্চ ২০২১ সময়কে মুজিববর্ষ হিসেব ঘোষণা করে। মুজিববর্ষ উদ্‌যাপনের লক্ষ্যে গৃহীত কর্মসূচিসমূহ কোভিড-১৯ বৈশ্বিক মহামারির কারণে নির্ধারিত সময়ে যথাযথভাবে সম্পন্ন করা সম্ভব হয়নি। সে কারণে সরকার মুজিববর্ষের সময়কাল ১৭ মার্চ ২০২০-১৬ ডিসেম্বর ২০২১ পর্যন্ত বর্ধিত ঘোষণা করে।

১,২২২ শহিদ বুদ্ধিজীবীর তালিকা অনুমোদন

১৩ ডিসেম্বর ২০২০ অনুষ্ঠিত হয় শহিদ বুদ্ধিজীবীদের তালিকা প্রণয়নে গঠিত কমিটির প্রথম সভা। এতে প্রাথমিকভাবে ১,২২২ জন বুদ্ধিজীবীর তালিকা অনুমোদন দেয়া হয়। এর মধ্যে ১,০৭০ জন শহিদের তালিকা হয়েছিল ১৯৭২ সালে। আর ডাক ও টেলিযোগযোগ বিভাগ থেকে বিভিন্ন সময়ে প্রকাশিত হয় ১৫২ জন শহিদ বুদ্ধিজীবীর ডাকটিকেট।

শহিদ বুদ্ধিজীবীদের তালিকা প্রণয়নের জন্য গবেষক, বীর মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নিয়ে ১৯ নভেম্বর ২০২০ যাচাই-বাছাই কমিটি গঠন করা হয়।

৬১ বীরাঙ্গনাকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি

মুক্তিযুদ্ধে পাকিস্তান হানাদার বাহিনী ও তাদের সহযোগীদের হাতে নির্যাতনের শিকার আরো ৬১ জন বীরাঙ্গনাকে মুক্তিযুদ্ধের স্বীকৃতি দিয়ে ১৪ ডিসেম্বর ২০২০ গেজেট জারি করা হয়। তাদের নিয়ে মুক্তিযুদ্ধের স্বীকৃতি পাওয়া বীরাঙ্গনার সংখ্যা দাঁড়ালো ৪০০ জন। স্বাধীনতার পর ১৯৭২ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের সময় নির্যাতিত নারীদের বীরাঙ্গনার স্বীকৃতি দিয়ে তাদের সম্মান জানান। এরপর আওয়ামীলীগ নেতৃত্বাধীন বর্তমান সরকার বীরাঙ্গনাদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি দেয়ার সিদ্ধান্ত নেন। তারা প্রতি মাসে ভাতাসহ মুক্তিযোদ্ধাদের মতো অন্যান্য সব সরকারি সুযোগ-সুবিধা ভোগ করে থাকেন।

মুক্তিযুদ্ধের জ্ঞানকোষ

বাংলাদেশ জাতীয় জ্ঞানকোষ ‘বাংলাপিডিয়া’ প্রকাশের ১৭ বছর পর মুক্তিযুদ্ধের জ্ঞানকোষ প্রকাশ করেছে এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশ। এ প্রকাশনাটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের একটি পূর্ণাঙ্গ বিবরণ সরকারের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের আর্থিক পৃষ্ঠপোষকতায় ২০১৪ সালে শুরু হয় মুক্তিযুদ্ধ জ্ঞানকোষের কাজ। প্রথমে পাঁচ খণ্ডে প্রকাশের পরিকল্পনা ছিল। ৬ বছর ধরে চলা কাজ শেষ পর্যন্ত ১০ খণ্ডে প্রকাশিত হয়। প্রথমে বাংলা সংস্করণে প্রকাশিত হলেও ডিসেম্বর ২০২১ প্রকাশিত হবে ১০ খণ্ডের ইংরেজি সংস্করণ।

মুক্তিযুদ্ধের অস্ত্র সংরক্ষণে আদালতের নির্দেশ

২৪ নভেম্বর ২০২০ হাইকোর্ট মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত অস্ত্র বিক্রিতে নিষেধাজ্ঞা দেয়। একই সাথে কি পরিমাণ অস্ত্র বর্তমানে কি অবস্থায় আছে সে বিষয়ে ৬ মাসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়। নিষেধাজ্ঞার পাশাপাশি আদালত রুলও জারি করে। রুলে মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত অস্ত্র বিক্রি বা আগ্নেয়াস্ত্র স্থানান্তর কার্যক্রম কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং জাতীয় ঐতিহ্যের অংশ হিসেবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য ঐসব অস্ত্র সংরক্ষণে কার্যকর পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেয়া হবে না তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জানতে চাওয়া হয়।

জাতীয় গ্রিডে যুক্ত সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্র

ময়মনসিংহের গৌরীপুরে ভাংনামারী ইউনিয়নের উজান কাশিয়ানচর গ্রামে ব্রহ্মপুত্র নদের তীরে অবস্থিত দেশের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎ কেন্দ্র। ২০২০ সালে স্মার্ট ফটোভোলটাইক (PV) সল্যুশন স্থাপনের মাধ্যমে ৭৩ মেগাওয়াট পিভি ক্ষমতার এ কেন্দ্রটিকে জাতীয় গ্রিডে সংযুক্ত করে বহুজাতিক চীনা ইঞ্জিনিয়ারিং কোম্পানি হুয়াওয়ে। বাংলাদেশে প্রতি বছর ২,৫০০ ঘণ্টার বেশি সূর্যালোক থাকে। এটি বিবেচনায় রেখে প্রকল্পটিতে সর্বোচ্চ ক্ষমতায় আইপি৬৬ উচ্চস্তরের সুরক্ষা এবং অ্যান্টি-পিআইডি প্রযুক্তিসহ হুয়াওয়ে SUN2000-185-KTL স্মার্ট পিভিস্ট্রিং ইনভার্টার ব্যবহার করা হয়।

হালদা নদী বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ

প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ ও পরিবেশগত মান উন্নয়নের মাধ্যমে রুইজাতীয় মাছের নিরাপদ প্রজনন নিশ্চিতকরণ ও গাঙ্গেয় ডলফিনের আবাসস্থল সংরক্ষণের লক্ষ্যে খাগড়াছড়ি জেলার রামগড় ও মানিকছড়ি উপজেলা, চট্টগ্রাম জেলার ফটিকছড়ি, রাউজান, হাইহাজারী উপজেলা এবং পাঁচলাইশ থানার মধ্য দিয়ে প্রবাহিত ৯৪ কিমি দৈর্ঘ্যের হালদা নদী এবং নদী তীরবর্তী ২৩,৪২২.২৮ একর জায়গা’ ‘বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ’ হিসেবে ঘোষণা করা হয়। ২১ ডিসেম্বর ২০২০ এ সংক্রান্ত গেজেট প্রকাশ করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

কুমিল্লার হলুদ পদ্মের নাম গোমতী

দীর্ঘ সময় ধরে গবেষণা করে কুমিল্লার বুড়িচং উপজেলার দক্ষিণ গ্রামের পদ্মবিলে খুঁজে পাওয়া আলোচিত হলুদ পদ্মফুলের নামকরণ করা হয়েছে ‘গোমতী’। এশীয় পদ্মের বৈজ্ঞানিক নাম Nelumbo nucifera। এ হলুদ পদ্মের বৈজ্ঞানিক নামের সাথে gomoti Bangladesh শব্দ দুটি যুক্ত হবে।

বাংলাদেশ-ভারত দুই প্রধানমন্ত্রীর ভার্চুয়াল বৈঠক

১৭ ডিসেম্বর ২০২০ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়। দুই প্রধানমন্ত্রীর ভার্চুয়াল আলোচনার শুরুতেই উদ্বোধন করা হয় একটি স্মারক ডাকটিকিট। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে ভারতের ডাক বিভাগ ডাকটিকিটটি বের করে। এরপর ‘বঙ্গবন্ধু-বাপু ডিজিটাল জাদুঘর’- এর প্রমো দেখানো হয়। মার্চ ২০২১ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরের সময় আনুষ্ঠানিকভাবে এ ডিজিটাল জাদুঘর উদ্বোধনের কথা রয়েছে। বঙ্গবন্ধু ও মহাত্মা গান্ধীর জীবন আর কাজের ওপর ভিত্তি করে তৈরি এ জাদুঘর প্রাথমিকভাবে বাংলাদেশের পাঁচটি এবং ভারতের পাঁচটি শহরে দেখানোর পরিকল্পনা নিয়েছে দুই দেশ। এছাড়া উদ্বোধন করা হয় ১৯৬৫ সালের পর বন্ধ হয়ে যাওয়া চিলাহাটি (নীলফামারী)-হলদিবাড়ি (জলপাইগুড়ি) রেলসংযোগ। দীর্ঘ ৫৫ বছর পর ঐ রেলপথ ধরে এক দেশ থেকে অন্য দেশের গন্তব্যে যায় ট্রেন। ১৯৬৫ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের পর এ পথটি বন্ধ হয়ে যায়। দুই শীর্ষ নেতার আলেনাচনার ঘণ্টা দুয়েক আগে ঢাকায় দুই দেশের মধ্যে একটি চুক্তি, চারটি সমঝোতা স্বারক (MoU), একটি প্রটোকল ও একটি Terms of Reference (ToR) স্বাক্ষরিত হয়।

শরণার্থী শিশুদের জন্য রোহিঙ্গা মাপেট

শিশুদের কাছে ব্যাপক জনপ্রিয় সেসামি স্ট্রিটের ‘সিসিমপুর’ অনুষ্ঠানটি। হালুম, ইকরি-মিকরি, শিকু ও টুকটুকির মতো কতগুলো মাপেট বা কথকপুতুলের কয়েকটি প্রধান চরিত্র। এরই অনুকরণে এবার রোহিঙ্গা শিশুদের জন্য তাদের ভাষায় মাপেট চরিত্র নিয়ে আসছে সেসামি স্ট্রিট। এর মাধ্যমে বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবিরে আশ্রয় নেয়া শত শত রোহিঙ্গা শিশুকে বিভিন্ন বিষয়ে সচেতন করা হবে। এজন্য পুতুল চরিত্র দুটিকে ‘রোহিঙ্গা মাপেট’ ও বলা হচ্ছে।

বীর উত্তম ক্যাপ্টেন আকরাম আহমেদ (৯ জানুয়ারি ১৯৪৬ ৭ ডিসেম্বর ২০২০)

স্বাধীনতাযুদ্ধে শত্রুসেনা নিয়ন্ত্রিত অঞ্চলে ক্ষতিসাধনে যে ৯ জন পাইলট ব্যাপক অবদান রেখেছিলেন, তাঁদের অন্যতম আকরাম আহমেদ। যুদ্ধ শেষে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ককপিট পাইলট হিসেবে যোগ দেন তিনি। এরপর ট্রেনিং ক্যাপ্টেন, চিফ অব ট্রেনিং ছিলেন। বিমানবাহিনী থেকে অবসর নেওয়ার পর বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পরামর্শক হিসেবে দায়িত্বও পালন করেন তিনি।

মান্নান হীরা (১৯৫৬-২৩ ডিসেম্বর ২০২০)

দেশের বরেণ্য অভিনেতা ও নাট্যকার। মান্নান হীরার জন্ম সিরাজগঞ্জ জেলায়। মান্নান হীরা অরণ্যক নাট্যদলের সাবেক সভাপতি। তিনি বাংলাদেশ নাট্যকার সংঘের প্রথম সভাপতির দায়িত্বও পালন করেন। তার উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে আছে—লাল জমিন, ভাগের মানুষ, ময়ূর সিংহাসন, সাদা-কালো ইত্যাদি। ‘মূর্খ লোকের মূর্খ কথা’ মান্নান হীরা রচিত ও নির্দেশিত অন্যতম পথনাটক। ২০১৪ সালে তিনি সরকারি অনুদানে ‘একাত্তরের ক্ষুদিরাম’ শিশুতোষ চলচ্চিত্রটি নির্মাণ করেন। এটি তার পরিচালিত প্রথম চলচ্চিত্র। এছাড়াও ‘গরম ভাতের গল্প’ ও ’৭১-এর রঙপেন্সিল’ নামে দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রও পরিচালনা করেন।

চুক্তি

কমিউনিটি উন্নয়ন প্রকল্পের জন্য কাঠামো

সমঝোতা স্মারক

♦ হাইড্রোকার্বন বিষয়ে সহযোগিতা

♦  বরিশাল সিটি কর্পোরেশনে আবর্জনা/কঠিন বর্জ্য নিষ্কাশন

♦  কৃষিখাতে সহযোগিতা

♦  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর ও ভারতের জাতীয় জাদুঘরের মধ্যে সহযোগিতা

প্রোটোকল

সীমান্তবর্তী এলাকার হাতি সুরক্ষা

ToR (Terms of Reference)

বেসরকারি খাতের প্রধান নির্বাহী কর্মকর্তাদের ফোরাম (CEO) গঠন

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভার্চুয়াল শীর্ষ সম্মেলন শেষে ৩৯ দফা যৌথ ঘোষণা দেয়া হয়।

পদ্মা সেতু

♦  পদ্মা সেতু প্রকল্পের নাম – পদ্মা বহুমুখী সেতু।

♦  পদ্মা সেতুর দৈর্ঘ্য – ৬.১৫ কিলোমিটার।

♦  পদ্মা সেতুর প্রস্থ – ১৮.১০ মিটার।

♦  পানির স্তর থেকে পদ্মা সেতুর উচ্চতা – ৬০ ফুট (প্রায় ১৮ মিটার)।

♦  পদ্মা সেতুর মোট পিলারের সংখ্যা – ৪২টি।

♦  পদ্মা সেতুর পিলারের নিচে স্টিলের পাইল বসানো হয়েছে – ১২২ মিটার গভীর। (এখন পর্যন্ত বিশ্বে গভীরতম)

♦  পদ্মা সেতুর পাইল-সংক্রান্ত সমস্যায় গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করে ব্রিটিশ পরামর্শক প্রতিষ্ঠান – COWI।

♦  প্রতি পিলারের জন্য পাইলিং করা হয়েছে – ছয়টি (মাটি নরম হওয়ায় ২২টি পিলারের পাইলসংখ্যা সাতটি করে)।

♦  পদ্মা সেতুর পিলারের পাইল বসানোর জন্য হাইড্রোলিক হাতুড়ি (হ্যামার) নিয়ে আসা হয়েছিল যে দেশ থেকে – জার্মানি   (সবচেয়ে বড় হ্যামারটির ক্ষমতা তিন হাজার কিলোজুল)।

♦  পদ্মা সেতুতে ১৫০ মিটার দৈর্ঘ্যের স্প্যান বসানো হয়েছে – ৪১টি।

♦  পদ্মা সেতুর স্প্যান তৈরি হয়েছে চীনের হুবেই প্রদেশের – শিংহুয়াংডাও শহরে।

♦  পদ্মা সেতুতে স্প্যান বসানোর কাজে ব্যবহার করা হয়েছে পৃথিবীর সবচেয়ে বড় ভাসমান ক্রেন – তিয়ান –ই (ক্রেনটির ধারণক্ষতা ৩ হাজার ৬০০ টন আর স্প্যানের ওজন ৩ হাজার ২০০ টন)।

♦  পদ্মা সেতুর দুই প্রান্তের (মাওয়া-জাজিরা) সংযোগ সড়কের দৈর্ঘ্য – ১৪ কিলোমিটার।

♦  পদ্মা সেতু প্রকল্পে নদীশাসনের কাজ শুরু হয় ২০১৪ সালের ডিসেম্বরে।

♦  প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু প্রকল্পের মূল সেতু নির্মাণ ও নদীশাসন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন – ১২ ডিসেম্বর ২০১৫।

♦  পদ্মা সেতুপ্রকল্পে নদীশাসনের কাজে ঠিকাদারি প্রতিষ্ঠান চীনের সিনোহাইড্রো করপোরেশনের সঙ্গে চুক্তি হয় – ৮ হাজার ৭০৮ কোটি টাকার (১১০ কোটি মার্কিন ডলার)।

♦  পদ্মা সেতুর দুই পাড়ে নদীশাসন করা হয়েছে ১২ কিলোমিটার।

♦  পদ্মা সেতু নির্মাণ করা হচ্ছে – কংক্রিট ও স্টিল দিয়ে।

♦  পদ্মা সেতুর দুই প্রান্তে রয়েছে – মুন্সিগঞ্জের মাওয়া ও শরীয়তপুরের জাজিরা।

♦  পদ্মা সেতুর নকশা তৈরি করেছে আমেরিকান কোম্পানি AECOM NZL (Architecture, Engineering, Consulting, Operations and Maintenance – AECOM)।

♦  পদ্মা সেতু প্রকল্পের বিশেষজ্ঞ প্যানেলের প্রধান – এম শামীম জেড বসুনিয়া।

♦  পদ্মা সেতু প্রকল্পে একটি বিশেষজ্ঞ কমিটি রয়েছে ১১ সদস্যের (কয়েক মাস পরপর বৈঠক করে কমিটি প্রকল্পের গুরুত্বপূর্ণ কারিগরি বিষয়ে পরামর্শ দেয়)।

♦  পদ্মা সেতু প্রকল্পে পরামর্শক দলে কাজ করছেন কমবেশি -১৪টি দেশের প্রকৌশলীরা।

♦  পদ্মা সেতুতে রেলপথ সংযোগের সিদ্ধান্ত নেওয়া হয় – ১১ জানুয়ারি ২০১১।

♦  পদ্মা সেতুতে রেললাইন থাকবে – একটি (এর ওপর দিয়ে মিটারগেজ ও ব্রডগেজ – দুই ধরনের ট্রেন চলাচলেরই ব্যবস্থা থাকবে)।

♦  পদ্মা সেতুসংশ্লিষ্ট ঢাকা থেকে যশোর রেল প্রকল্পের অর্থায়ন করছে – চীন (জি টু জি ভিত্তিতে চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড)।

♦  পদ্মা সেতু রেলসংযোগ প্রকল্প একনেকে পাস হয় – ৩ মে ২০১৬।

♦  পদ্মা সেতু রেলসংযোগ প্রকল্পে ২৪ হাজার ৭৪৯ কোটি টাকা অর্থসহায়তা দিচ্ছে – চীনের এক্সিম ব্যাংক।

♦  পদ্মা সেতু রেলসংযোগ প্রকল্প তত্ত্বাবধান করছে – বাংলাদেশ সেনাবাহিনী ও বুয়েট।

♦  পদ্মা সেতুসংশ্লিষ্ট ঢাকা থেকে যশোর রেল প্রকল্পের উদ্বোধন – ১৪ অক্টোবর ২০১৮)।

♦  পদ্মা সেতুতে রেললাইন বসানোর জন্য বিশেষ ধরনের কংক্রিটের স্ল্যাব বসাতে হবে – ২ হাজার ৯৫৯ টি।

♦  পদ্মা সেতুর ৩৭ ও ৩৮ নম্বর পিলারের ওপর প্রথম স্প্যান বসানো হয় – ৩০ সেপ্টেম্বর ২০১৭।

♦  পদ্মা সেতুর ১২ ও ১৩ নম্বর খুঁটির ওপর সর্বশেষ ৪১তম স্প্যানটি বসানো হয় ১০ ডিসেম্বর ২০২০।

♦  সর্বশেষ স্প্যানটি স্থাপনের আগে এটির এক পাশে টাঙানো হয় বাংলাদেশের জাতীয় পতাকা, অন্য পাশে – চীনের পতাকা।

♦  পদ্মা সেতু তৈরির প্রথম প্রাক্‌ –সম্ভাব্যতা যাচাই করা হয় – ১৯৯৯ সালে।

♦  তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু নির্মাণে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন – ৪ জুলাই ২০০১।

♦  পদ্মা সেতু নির্মাণ করে লাভ কী হবে, তা নিয়ে ২০০৯ সালে আলাদা সমীক্ষা করে – এডিবি ও জাপানের সহযোগিতা সংস্থা জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)।

♦  ২০০৯ সালে এডিবি ও জাপানের সহযোগিতা সংস্থা জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) সমীক্ষায় দেখা যায়, পদ্মা সেতুতে বিনিয়োগের অর্থনৈতিক প্রভাব বা ইকোনমিক রেট অব রিটার্ন (ইআরআর) দাঁড়াবে বছরে – ১৮ – ২২ শতাংশ।

♦  ‘পদ্মা বহুমুখী সেতু’ প্রকল্পের পরিচালক – মো. শফিকুল ইসলাম।

♦  পদ্মা সেতু প্রকলে্প বিশ্বব্যাংকের সঙ্গে ১২০ কোটি ডলারের ঋণচুক্তি হয় – ২৮ এপ্রিল ২০১১।

♦  বিশ্বব্যাংক পদ্মা সেতু প্রকল্পে ঋণ চুক্তি বাতিল করে ৩০ জুন ২০১২।

♦  নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নিমার্ণের সিদ্ধান্ত গ্রহণ করা হয় – ৯ জুলাই ২০১২।

♦  বাংলাদেশ বিশ্বব্যাংককে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে পদ্মা সেতু প্রকল্পে অর্থায়নের অনুরোধ ফিরিয়ে নেয় – ৩১ জানুয়ারি ২০১৩।

♦  নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের জন্য চূড়ান্ত দরপত্র আহ্বান করা হয় – জুন ২০১৩ সালে।

♦  পদ্মা সেতু নির্মাণে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং করপোরেশনের সঙ্গে চুক্তি হয় – ১২ হাজার ১৩৩ কোটি টাকায়।

♦  পদ্মা সেতুপ্রকল্পে তদারক করছে – বাংলাদেশ সেনাবাহিনী ও কোরিয়া এক্সপ্রেসওয়ে করপোরেশন (কেইসি)।

♦  পদ্মা সেতু চালু হলে ঢাকার সঙ্গে যোগাযোগ স্থাপিত হবে দক্ষিণাঞ্চলের – ২১টি জেলার।

♦  পদ্মা সেতু চালু হলে সারা দেশের সরাসরি সংযোগ স্থাপিত হওয়ার পথ উন্মুক্ত হবে দেশের দক্ষিণ – পশ্চিমাঞ্চলের – ২৯ জেলার সঙ্গে।

♦  পদ্মা সেতুর সঙ্গে সংযোগ হবে – দেশের দক্ষিণ – পশ্চিমাংশের সঙ্গে উত্তর – পূর্বাংশের।

♦  পদ্মা সেতুর ভায়াডাক্ট অংশ – ৩.১৮ কিলোমিটার (মূল সেতুর স্থলভাগের অংশকে ভায়াডাক্ট বলে, যেখানে এসে বাস ও ট্রেনের পথ আলাদা হয়ে মাটিতে মিশবে।

♦  ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত ৫৫ কিলোমিটারের এক্সপ্রেসওয়েটির কাজ শুরু হয় – ২০১৬ সালে।

♦  ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত ৫৫ কিলোমিটারের এক্সপ্রেসওয়ে খুলে দেওয়া হয় গত ১২ মার্চ ২০২০।

♦  ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণে ব্যয় হয়েছে – প্রায় ১১ হাজার ৪ কোটি টাকা।

♦  পদ্মা সেতুতে ‘ফ্রিকশন পেন্ডুলাম বিয়ারিংয়ের’ সক্ষমতা হচ্ছে – ১০ হাজার টন (এখন পর্যন্ত কোনো সেতুতে এমন সক্ষমতার বিয়ারিং লাগানো হয়নি)।

♦  পদ্মা সেতুর ভূমিকম্পসহনীয় মাত্রা রিখটার স্কেলে – ৯ মাত্রা পর্যন্ত।

♦  পদ্মা সেতু নির্মাণের জন্য সরকার সেতু বিভাগকে ১% সুদে ঋণ দিয়েছে – ২৯ হাজার ৮৯৩ কোটি টাকা (৩৫ বছরের মধ্যে পরিশোধ করবে সেতু বিভাগ)।

♦  পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়িত হলে দেশের জিডিপি বৃদ্ধি পাবে – ১ দশমিক ২৩ শতাংশ হারে।

♦  পদ্মা সেতু প্রকল্প বাস্তাবায়িত হলে দেশের দক্ষিণ – পশ্চিমাঞ্চলের জিডিপি বাড়বে -২ দশমিক ৩ শতাংশ।

♦  পদ্মা সেতুর ওপর কংক্রিটের স্ল্যাব বসাতে হবে – ২ হাজার ৯১৭টি।

♦  পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়িত হলে দেশে দারিদ্র্য বিমোচনের হার বাড়বে – ০.৮৪ শতাংশ।

♦  পদ্মা সেতু দিয়ে গ্যাস পাইপলাইন যাবে – ৭৬০ মিলিমিটার ব্যাসার্ধের।

♦  প্রকল্পের কাজে ব্যবহৃত স্টিলের সব কাঠামো – চীন থেকে এসেছে।

♦  পদ্মা সেতুর রেলের গার্ডার (স্ট্রিনজার) এসেছে – লুক্সেমবার্গ থেকে।

♦  পদ্মা সেতুর মূল কাঠামোর রং হবে ধূসর।

♦  পদ্মা সেতু দেখতে অনেকটা ইংরেজি বর্ণ – এস (S) – এর মতো।

♦  পদ্মা সেতু প্রকল্পে জুন ২০১৮ সালে সর্বশেষ প্রাক্কলিত ব্যয় ৩০ হাজার ১৯৩ কোটি টাকা (৪ ডিসেম্বর ২০২০ পর্যন্ত ব্যয় করা হয়েছে ২৪ হাজার ১১৫ দশমিক শূন্য ২ কোটি টাকা)।

তৃতীয় সাবমেরিন ক্যাবল

চাহিদা অনুযায়ী উচ্চগতির ইন্টারনেট নিশ্চিত করতে বাংলাদেশকে তৃতীয় সাবমেরিন কেবলের সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গত ১ ডিসেম্বর ২০২০ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। এর ল্যান্ডিং স্টেশন হবে সিঙ্গাপুর, ভারত, জিবুতি, মিসর ও ফ্রান্সে। বাংলাদেশের ব্রাঞ্চটি বঙ্গোপসাগর হয়ে কক্সবাজারে কেব্‌ল ল্যান্ডিং স্টেশন পর্যন্ত বিস্তৃত হবে। প্রকল্পটি ২০২৪ সালের জুনের মধ্যে শেষ করার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। প্রসঙ্গত, ২০০৫ সালে বাংলাদেশের প্রথম সাবমেরিন কেবল এসএমডব্লিউ -৪ এবং ২০১৭ সালে দ্বিতীয় সাবমেরিন কেব্‌ল এসএমডব্লিউ – ৫ –এ যুক্ত হয়।

বিবিধ

♦  ইউজিসি প্রফেসর হাসিনা খান

♦  দেশে এখন ইউজিসি প্রফেসর রয়েছেন পাঁচজন।

♦  বিশ্বসেরা পদার্থবিজ্ঞানীদের তালিকায় অধ্যাপক হারুনর রশীদ

♦  নতুন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান

♦  রোকেয়া পদক পেলেন ৫ নারী

♦  বিশ্বের ক্ষমতাধর নারীর তালিকায় ৩৯তম স্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

♦  বিমানের বহরে যুক্ত হলো অত্যাধুনিক ড্যাশ ৮ – ৪০০ ধ্রুবতারা

♦  সবার আগে বাংলা চ্যানেল পাড়ি দিল ১৩ বছরের রাব্বি

♦  ৫৫ বছর পর চালু হলো চিলাহাটি-হলদিবাড়ী রেল যোগাযোগ

♦  ১৬ বার বাংলা চ্যানেল পাড়ি দিয়ে রেকর্ড গড়লেন লিপটন

♦  বাংলাদেশ বেতারে প্রথম নারী মহাপরিচালক হিসেবে যোগ দিয়েছেন হোসনে আরা তালুকদার।

♦  জন্মশতবার্ষিকীতে বঙ্গবন্ধুর স্মারক ডাকটিকিট প্রকাশ করল জাতিসংঘ

 ধান উৎপাদনে ইন্দোনেশিয়াকে টপকে বাংলাদেশ তৃতীয়

এত দিন ধরে চীন ও ভারতের পরই তৃতীয় স্থানে ছিল ইন্দোনেশিয়া। তবে এবার ইন্দোনেশিয়াকে টপকে সেই অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ

 ওয়ার্ল্ডফিশের তথ্য, বিশ্বের ৮৬% ইলিশই বাংলাদেশে

মৎস্যবিষয়ক আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডফিশের সেপ্টেম্বর ২০২০ মাসের হিসাবে বিশ্বের মোট ইলিশের ৮৬ শতাংশ এখন বাংলাদেশে উৎপাদিত হচ্ছে।

 ডিসেম্বর ২০২০ চলতি বাংলাদেশ

♦  বাংলাদেশ ও চীনের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৪৫তম বার্ষিকী পালন করা হয় – ২০২০ সালে।

♦  আইএমএফের প্রতিবেদন অনুযায়ী ২০২০ তারিখে ক্রিটিক্যাল কেয়ার -২০২০ বিষয়ক প্রথম আন্তর্জাতিক ই-সম্মেলন’ ভার্চ্যুয়ালি উদ্বোধন করেন – প্রধানমন্ত্রী শেখ হাসিনা [বাংলাদেশ সোসাইটি অব অ্যানেসথেসিওলজিস্টস (বিএসএ) এই সম্মেলনের আয়োজন করে।]

♦  বর্তমানে দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা-১১ কোটি ১১ লাখ।

♦  টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের জন্য সরকার ২০৩০ সালের মধ্যে বনভূমির হার উন্নীত করতে চাইছে – ২০ শতাংশে।

♦  বাংলাদেশ কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২০ অনুসারে তরমুজ ও মুগ ডাল উৎপাদনে শীর্ষ জেলা – পটুয়াখালী।

♦  মুজিব বর্ষ উপলক্ষে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন বসে – ৮ নভেম্বর ২০২০।

♦  ২৮ অক্টোবর ২০২০ বাংলাদেশ ও ভারতের মধ্যে যাত্রীবাহী বিমান চালু হয় যে নামে – ‘এয়ার বাবল ফ্লাইট’।

♦  ২৭ অক্টোবর, ২০২০ তারিখে ভারত ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র এবং প্রতিরক্ষামন্ত্রীদের মধ্যে যে আলোচনা হয়-টু প্লাস টু। (দুই দেশের বা দুই পক্ষের দুজন করে শীর্ষনেতা উপস্থিত থাকলে তাকে ২ + ২ বৈঠক বলে)

♦  ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ।

 বাংলাদেশের প্রথম দ্বিপক্ষীয় (PTA)

৬ ডিসেম্বর ২০২০ ভুটানের সাথে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (PTA) স্বাক্ষর করে বাংলাদেশ। বিশ্বের কোনো দেশের সাথে এটাই বাংলাদেশের প্রথম PTA স্বাক্ষর। এ চুক্তির মাধ্যমে ভুটান তৈরি পোশাক, প্রক্রিয়াজাত কৃষিপণ্য এবং ইলেকট্রনিক্সসহ ১০০টি বাংলাদেশি পণ্য রপ্তানিতে শুল্ক সুবিধা প্রদান করতে সম্মত হয়। অন্যদিকে ফলমূলসহ ভুটানের ৩৪টি পণ্য বাংলাদেশে একই সুবিধা পাবে। দক্ষিণ এশীয় মুক্ত বাণিজ্য এলাকার (SAFTA) আওতায় বাংলাদেশ ও ভুটান কিছু বাণিজ্য সুবিধা ভোগ করে আসছে। PTA’র ফলে এর আওতা আরও বাড়বে।

 চুক্তির পথরেখা

২০১০ সাল থেকে বাংলাদেশ ভুটানকে ১৮টি পণ্যে শুল্কমুক্ত বাজার সুবিধা দিচ্ছে। আর বাংলাদেশের ৯০টি পণ্য ভুটানে শুল্কমুক্ত বাজার সুবিধা পাচ্ছে। ভুটান আরো কিছু পণ্য শুল্কমুক্ত সুবিধা চাওয়ায় দুই দেশের মধ্যে ‘দ্বিপক্ষীয় অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি’ নিয়ে আলোচনা শুরু হয়। ১২-১৫ এপ্রিল ২০১৯ ভুটানের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরের সময় এ নিয়ে আলোচনা হয়। এরই ধারাবাহিকতায় ২১-২৩ আগস্ট ২০১৯ দুই দেশের মধ্যে ভিডিও কনফারেন্সের মাধ্যমে একটি বৈঠক হয়। এরপর ১৯ জুন ২০২০ হয় দ্বিতীয় বৈঠক। এসব বৈঠকের আলোকে ১৪ সেপ্টেম্বর ২০২০ বাণিজ্যচুক্তির সারসংক্ষেপ অনুমোদন করে মন্ত্রিসভা। সর্বশেষ ৬ ডিসেম্বর ২০২০ স্বাক্ষরিত হয় আনুষ্ঠানিক চুক্তি।

 বঙ্গবন্ধু ও বাংলাদেশ

বঙ্গবন্ধুর নামে UNESCOর পুরস্কার

জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা UNESCO শিক্ষা, সংস্কৃতি, বিজ্ঞান ও প্রযুক্তি প্রভৃতিসহ স্বীয় অধিক্ষেত্রে বিভিন্ন অঙ্গনে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ সদস্য রাষ্ট্রগুলোর আর্থিক সহযোগিতায় আন্তর্জাতিক পুরস্কার প্রবর্তন করে থাকে। UNESCO অধিক্ষেত্রে আন্তর্জাতিক পর্যায়ে খ্যাতিমান ব্যক্তি তথা প্রতিষ্ঠানের নামে এ যাবৎ ২৫টি আন্তর্জাতিক পুরস্কার প্রবর্তন করে। এর মধ্যে সংস্থাটি সর্বশেষ প্রবর্তন করে বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে একটি পুরস্কার। বাংলাদেশ তথা বাংলাদেশের কোনো প্রথিতযশা সর্বজনশ্রদ্ধেয় ব্যক্তির নামে UNESCO প্রবর্তিত এটাই প্রথম কোনো আন্তর্জাতিক পুরস্কার। শুধু UNESCO-ই নয়, জাতিসংঘের কোনো অঙ্গ সংস্থা হিসেবেও প্রথম।

পুরস্কারের নাম

♦  ইউনেস্কো-বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইন্টারন্যাশনাল প্রাইজ ইন দ্য ফিল্ড অব ক্রিয়েটিভ ইকোনমি (অর্থমান ৫০,০০০ মার্কিন ডলার (প্রায় ৪২ লাখ) ।

♦  সৃজনশীল অর্থনীতিতে উদ্যোগের জন্য তরুণদের উৎসাহিত করতে দুই বছর পরপর দেয়া হবে এ পুরস্কার। প্রথমবারের মতো এ পুরস্কারটি নভেম্বর ২০২১ অনুষ্ঠিতব্য UNESCO’র ৪১তম সাধারণ সভা চলাকালে প্রদান করা হবে। UNESCO’র নিয়ম অনুসারে প্রথম দফায় ৬ বছরে তিনবার এ পুরস্কার দেয়া হবে।

মরিশাসে বঙ্গবন্ধুর নামে সড়ক

মরিশাসের রাজধানী পোর্ট লুইস-এ একটি সড়কের নামকরণ করা হয় বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে। ১৭ ডিসেম্বর ২০২০ এর নামফলক উন্মোচন করেন।

বঙ্গবন্ধুর চার খুনির রাষ্ট্রীয় খেতাব স্থগিত

মুক্তিযুদ্ধে অবদানের জন্য ১৯৭৩ সালে ৭ জনকে বীরশ্রেষ্ঠ, ৬৮ জনকে বীরউত্তম, ১৭৫ জনকে বীরবিক্রম ও ৪২৬ জনকে বীরপ্রতীক উপাধি দেয়া হয়। ১৫ ডিসেম্বর ১৯৭৩ তা গেজেট আকারে প্রকাশ হয়। ১ আগষ্ট ২০১৫ ঐ তালিকা সর্বশেষ হালনাগাদ করা হয়। কিন্তু এ সময়ের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যাকারী হিসেবে অভিযুক্ত চার দণ্ডিত ব্যক্তির নাম তালিকা থেকে বাদ দেয়া হয়নি। এমন পরিস্থিতিতে বঙ্গবন্ধুর চার খুনির রাষ্ট্রীয় খেতাব বাতিল চেয়ে ২ ডিসেম্বর ২০২০ হাইকোর্টে রিট করেন আইনজীবী সুবীর নন্দী দাশ। রিটের প্রাথমিক শুনানির পর ১৫ ডিসেম্বর ২০২০ হাইকোর্ট বঙ্গবন্ধুর চার খুনির বীরত্বের জন্য পাওয়া রাষ্ট্রীয় খেতাব স্থগিতের নির্দেশ দেন। মুক্তিযুদ্ধবিষযক মন্ত্রণালয়ের সচিব ও মন্ত্রিপরিষদ সচিবের প্রতি এ নির্দেশ দেয়া হয়। পাশাপাশি রুলও জারি করেন হাইকোর্ট। রুলে ঐ চার খুনির খেতাব কেন বাতিল করা হবে না এবং খেতাব বাতিলে সরকারের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়।

চার খুনি ও রাষ্ট্রীয় খেতাব

নাম

খেতাব

১. শরীফুল হক ডালিম

বীরউত্তম

২. নূর চৌধুরী

বীরবিক্রম

৩. রাশেদ চৌধুরী

বীরপ্রতীক

৪. মোসলেহ উদ্দিন

বীরপ্রতীক

  বাংলাদেশনামকরণ স্মরণে ডাকটিকিট

বাংলাদেশ’ নামকরণের ঐতিহাসিক দিনটির স্মরণে ৫ ডিসেম্বর ২০২০ উদ্বোধন করা হয় ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকেট, একই মূল্যমানের একটি উদ্বোধনী খাম এবং পাঁচ টাকা মূল্যমানের একটি ডাটা কার্ড। এ উপলক্ষ্যে ব্যবহার করা হয় বিশেষ একটি সিলমোহর।

Leave a Reply