বাংলাদেশ বিষয়াবলি

কালানুক্রমিক ঘটনাবলি

০১.০১.২০২১

♦ আশ্রয় নেয়া রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের স্টেট কাউন্সিলর দপ্তরের মন্ত্রী তিন সোয়েকে চিঠি দেয় বাংলাদেশ।

♦ ঈশ্বরদীর পদ্মার হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে গঙ্গা চুক্তি অনুযায়ী পানিপ্রবাহ পর্যবেক্ষণ শুরু হয়।

♦ বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপনে যুক্তরাষ্ট্রের যোগ দেওয়ার কথা জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলার।

০২.০১.২০২১

♦ সাড়ে তিন মাস বন্ধ থাকার পর ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু।

০৩.০১.২০২১

♦ পদ্মা সেতু, মেট্রোরেল, চট্টগ্রামের কর্ণফুলী টানেল ও ঢাকা উড়াল সড়ক-এ চারটি বড় প্রকল্প ২০২২ সালের মধ্যে চালু হবে বলে জানান সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

♦ কথাসাহিত্যিক রাবেয়া খাতুন ইন্তেকাল করেন।

♦ বাংলাদেশে বেসরকারি খাতের স্ট্যান্ডার্ড ব্যাংক এবং এনআরবি গ্লোবাল ব্যাংক (পরিবর্তিত নাম ‘গ্লোবাল ইসলামী ব্যাংক’) প্রচলিত ধারা ছেড়ে ইসলামি ধারার ব্যাংকিং কার্যক্রম শুরু।

০৪.০১.২০২১

♦ অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিন আমদানির অনুমতি দেয় ওষুধ প্রশাসন অধিদপ্তর।

০৫.০১.২০২১

♦ করোনা ভ্যাকসিন ক্রয়, সংগ্রহ ও সরবরাহ বাবদ ৪,৩১৪ কোটি টাকার চূড়ান্ত অনুমোদন দেয় একনেক।

♦ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি রিসালদার মোসলেহউদ্দিন খানসহ ৫২ জনের মুক্তিযোদ্ধা সনদ বাতিল করে সরকার।

♦ একনেক সভায় ৯,৫৬৯ কোটি টাকা ব্যয়ে ছয়টি প্রকল্প অনুমোদন দেয়া হয়।

♦ দুই দিনব্যাপী বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের ভার্চ্যুয়াল বৈঠক শুরু।

♦ বৈঠকে দুই দেশের ছয় অভিন্ন নদ-নদীর (গোমতী, ধরলা, মনু, মুহুরী, খোয়াই ও দুধকুমার) পানি বণ্টন চুক্তির জন্য ১৯৯৬ – ২০১৮ সালের ডিসেম্বর পর্যন্ত ২২ বছরের তথ্য-উপাত্ত বিনিময় হয়েছে।

০৬.০১.২০২১

♦ ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য প্রয়োজনীয় টিকা উৎপাদন করার অনুমোদন পায় দেশীয় প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক।

♦ আগরতলা ষড়যন্ত্র মামলা উপলক্ষে একটি স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম প্রকাশ করে ডাক অধিদপ্তর।

♦ খাগড়াছড়িতে বঙ্গবন্ধুর প্রতিকৃতি সংবলিত মুরাল উদ্বোধন করা হয়।

♦ ২০২২ সাল থেকে কিউআর (কুইক রেসপন্স) কোডভিত্তিক সব লেনদেন বাংলা কিউআর কোডের মাধ্যমে হবে’ মর্মে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

০৭.০১.২০২১

♦ বাংলাদেশি নাগরিকদের ওপর থেকে সব রকমের ভিসা নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয় পাকিস্তান।

♦ অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত করোনা ভ্যাকসিন ‘কোভিশিল্ড’ জরুরি অবস্থায় ব্যবহারের জন্য অনুমতি দেয় ঔষধ প্রশাসন অধিদপ্তর।

♦ সরকারের বর্তমান মেয়াদে দুই বছর পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

০৮.০১.২০২১

♦ দুর্নীতির দায়ে অভিযুক্ত বিদেশে পলাতক পি কে হালদারের বিরুদ্ধে রেড নোটিশ জারি করে ইন্টারপোল।

০৯.০১.২০২১

♦ রাজধানীর বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন মিলনায়তনে বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম আয়োজিত ‘কোভিড-১৯ টিকা ব্যবস্থাপনা : প্রেক্ষাপট বাংলাদেশ’ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত।

১০.০১.২০২১

♦ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি সেনাবাহিনীর বরখাস্ত রিসালদার মোসলেহ উদ্দিন খানসহ ৫২ জন মুক্তিযোদ্ধার সনদ বাতিল করে গেজেট প্রকাশ।

♦ ইয়েমেনে হুতি বিদ্রোহীদের কাছে দীর্ঘ ৯ মাস বন্দী থাকা পাঁচ বাংলাদেশি দেশে ফিরেছেন।

১১.০১.২০২১

♦ ভারতের প্রজাতন্ত্র দিবস প্যারেডে অংশ নিতে প্রতিবেশী দেশটিতে যায় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর একটি সমন্বিত প্যারেড কন্টিনজেন্ট।

♦ ৯ মাসের বেশি সময় পর দেশে করোনা শনাক্তের হার ৫ শতাংশে নেমেছে।

♦ মন্ত্রিসভার বৈঠকে পিরোজপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নামে নতুন উচ্চশিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনের জন্য খসড়া অনুমোদন।

♦ দেওয়ানি মামলার ক্ষেত্রে নিম্ন আদালতের বিচারকদের আর্থিক বিচারের এখতিয়ার বাড়িয়ে ‘দ্য সিভিল কোর্টস (সংশোধন) অ্যাক্ট, ২০২১’- এর খসড়া মন্ত্রিসভায় অনুমোদন।

১২.০১.২০২১

♦ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের দিনটি স্মরণে ১০ টাকা মূল্যমানের স্মারক ডাকটিকিট ও উদ্বোধনী খাম এবং ৫ টাকা মূল্যমানের ডেটা কার্ড প্রকাশ করেছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়।

♦ দেশের একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগরের ৫০ বছর পূর্তি হলো।

১৩.০১.২০২১

♦ এসপি পদমর্যাদার ১৯ জন কর্মকর্তাকে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি দেয়া হয়।

♦ বাংলাদেশে আল কায়েদার অস্তিত্ব নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর মন্তব্যের প্রতিবাদ জানায় বাংলাদেশ।

♦ দেশে করোনার টিকা প্রয়োগের প্রস্তুতি হিসেবে প্রশিক্ষকদের প্রশিক্ষণ শুরু।

১৪.০১.২০২১

♦ বঙ্গোপসাগরে সফল মিসাইল উৎক্ষেপণের মধ্য দিয়ে নৌবাহিনীর ১৮ দিনব্যাপী বার্ষিক মহড়া ‘এক্সারসাইজ সেফগার্ড-২০২০’ সমাপ্ত।

♦ দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন প্রথমবারের মত ৫ লাখ কোটি ডলার ছাড়িয়েছে।

১৫.০১.২০২১

♦ ঢাকায় উজবেকিস্তানের দূতাবাস খোলার অনুরোধ জানান ভারতে নিযুক্ত উজবেকিস্তানের রাষ্ট্রদূত দিলশদ আখাতভ।

১৬.০১.২০২১

♦ দ্বিতীয় ধাপে ৬০ পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত।

♦ ১৯তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হয়।

১৭.০১.২০২১

♦ দেশীয় প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক তাদের উদ্ভাবিত করোনাভাইরাস টিকা ‘বঙ্গভ্যাক্স’ মানবদেহে পরীক্ষা চালানোর অনুমতির জন্য বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদের কাছে আবেদন করে।

১৮.০১.২০২১

♦ জাতীয় সংসদের চলতি বছরের প্রথম অধিবেশন অর্থাৎ শীতকালীন অধিবেশন শুরু হয়।

১৯.০১.২০২১

♦ রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে চীনের মধ্যস্থতায় বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে ঢাকায় বৈঠক অনুষ্ঠিত।

♦ নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাসানচর থানা উদ্বোধন করা হয়।

♦ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে স্পারসোতে ‘বঙ্গবন্ধু কর্ণার’ উদ্বোধন করা হয়।

♦ ২০২৩ সালের মধ্যে দেশের দ্বিতীয় স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ তৈরি ও উৎক্ষেপণ কার্যক্রমের অংশ হিসেবে ফ্রান্সের প্রাইস ওয়াটার হাউস কুপার্স অ্যাডভাইজরির সঙ্গে চুক্তি করে বিএসসিএল।

২০.০১.২০২১

♦ কক্সবাজার জেলার ঈদগাঁও থানা উদ্বোধন করা হয়।

২১.০১.২০২১

♦ ভারত থেকে পাঠানো ২০ লাখ করোনা টিকা আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়।

২৩.০১.২০২১

♦ মুজিববর্ষ উপলক্ষে দেশে প্রায় ৭০ হাজার ভূমিহীন ও গৃহহীন অসহায় মানুষদের জমি ও ঘর দেয় সরকার।

২৪.০১.২০২১

♦ বিশেষ পরিস্থিতিতে এসএসসি ও এইচএসসি এবং সমমানশ্রেণির ফল পরীক্ষা ছাড়াই প্রকাশ করতে আইন সংশোধন করে জাতীয় সংসদে বিল পাস হয়।

২৫.০১.২০২১

♦ ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে সরকারিভাবে ক্রয় করা করোনা ভাইরাস টিকার প্রথম চালানে ৫০ লাখ ডোজ দেশে পৌঁছে।

২৭.০১.২০২১

♦ রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে একজন নার্সকে টিকা দেয়ার মাধ্যমে করোনার টিকাদান কর্মসূচি উদ্বোধন।

♦ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নির্বাচন অনুষ্ঠিত।

৩০.০১.২০২১

♦ তৃতীয় ধাপে ৬৪ পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত।

 আলোচিত বাংলাদেশ

বাংলাদেশে উদ্ভাবিত টেস্ট কিটের অনুমোদন

করোনাভাইরাসের প্রকোপ ঠেকাতে বিশ্বজুড়ে উদ্ভাবন চলছে। এ ধারাবাহিকতায় জনগণের পাশে দাঁড়ানোর লক্ষ্যে ভাইরাসটি শনাক্তকরণের কিট উদ্ভাবন করেছে বাংলাদেশি বায়োটেক কোম্পানি ওএমসি হেলথকেয়ার (প্রা.) লিমিটেড। করোনাভাইরাস শনাক্তকরণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) নির্ধারিত নিয়ম শতভাগ মেনেই তৈরি করা হয় এ RT-PCR ভিত্তিক শনাক্তকরণ কিট। বাংলাদেশ ঔষধ প্রশাসন (DGDA) ৩ জানুয়ারি ২০২১ কিটটি বাণিজ্যিকভাবে উৎপাদন এবং সরবরাহ করার অনুমোদন দেয়। বাংলাদেশে এই প্রথম কোনো প্রতিষ্ঠান করোনাভাইরাসের কিট উদ্ভাবন করছে।

ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য টিকা তৈরির অনুমোদন পেল গ্লোব বায়োটেক

ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য প্রয়োজনীয় টিকা উৎপাদন করার অনুমোদন পেয়েছে দেশীয় প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক। গ্লোব বায়োটেক লিমিটেডের গবেষণা ও উন্নয়ন বিভাগের প্রধান ডা. আসিফ মাহমুদ ৬ জানুয়ারি, ২০২১ এ তথ্য জানান।

বাংলাদেশি টিকা বঙ্গভ্যাক্স

 করোনাভাইরাস মহামারির মধ্যে বিশ্বের বিভিন্ন দেশের শতাধিক কোম্পানি টিকা তৈরির চেষ্টায় আছে, সেই দৌড়ে থাকা একমাত্র বাংলাদেশি কোম্পানি গ্লোব বায়োটেক। শুরুতে তাদের ঐ টিকার নাম BANCOVID থাকলেও ডিসেম্বর ২০২০ তা পরিবর্তন করে রাখা হয় BANGAVAX। ২৮ ডিসেম্বর ২০২০ করোনাভাইরাসের টিকা উৎপাদনের জন্য পরীক্ষামূলক প্রয়োগের অনুমোদন লাভ করে বাংলাদেশের গ্লোব বায়োটেক লিমিটেড।

মানবদেহে বাংলাদেশের গ্লোব বায়োটেক লিমিটেডের করোনাভাইরাসের টিকা বঙ্গভ্যাক্সের পরীক্ষামূলক প্রয়োগ বা ক্লিনিক্যাল ট্রায়ালের নীতিগত অনুমোদন চেয়ে আবেদন জমা পড়ে। গ্লোব বায়োটেকের হয়ে ক্লিনিক্যাল ট্রায়াল পরিচালনাকারী দলের প্রধান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল ১৭ জানুয়ারি ২০২১ মহাখালীতে বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলে (BMRC) প্রায় ১০ হাজার পৃষ্ঠার এ আবেদন জমা দেয়। মানবদেহে বঙ্গভ্যাক্সের পরীক্ষামূলক প্রয়োগের এ গবেষণায় কাজ করবে ৫৭ সদস্যের একটি দল। আবেদনে একসাথে প্রথম ও দ্বিতীয় ট্রায়ালের অনুমোদন চাওয়া হয়। ক্লিনিক্যাল রিসার্চ অর্গানাইজেশন (CRO) লিমিটেড নামের একটি কোম্পানি গ্লোব বায়োটেকের হয়ে টিকার ক্লিনিক্যাল ট্রায়ালের কাজটি করবে। এ ট্রায়াল হবে একটি সরকারি হাসপাতালের একটি ইউনিটে।

করোনার টিকায় বরাদ্দ হাজার ২৩৬ কোটি টাকা

করোনাভাইরাসের টিকা আমদানিতে ৪ হাজার ২৩৬ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। এ ছাড়া করোনাভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য সরঞ্জাম কিনতে আরও ১ হাজার ৮৭৭ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। গত ৫ জানুয়ারি ২০২১ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ-সংক্রান্ত একটি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়।

সাড়ে চার কোটি মানুষের টিকা জুনের মধ্যে

২০২১ সালের জুন মাসের মধ্যেই দেশের প্রায় সাড়ে চার কোটি মানুষ করোনা ভাইরাসের টিকা পাবে। সবাইকে বিনা মূল্যে দুই ডোজ করে টিকা দেবে সরকার। প্রথম দফায় জানুয়ারি-ফেব্রুয়ারিতে ভারত থেকে তিন কোটি ডোজ টিকা আনার ব্যবস্থা আগেই করে রেখেছে বাংলাদেশ। আর মে-জুনের মধ্যে কোভ্যাক্সের আওতায় আরও ছয় কোটি ডোজ টিকা পাওয়া যাবে বলে গত বছরের ২১ ডিসেম্বর মন্ত্রিসভার বৈঠকে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১

বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২১’। গত ১০ জানুয়ারি বাংলাদেশ সেনাবাহিনী এ প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতায় বাংলাদেশের ১৬৩ জন ছাড়াও অংশ নেন মরক্কো, কেনিয়া, ইউক্রেন, বেলারুশ, ফ্রান্স ও দক্ষিণ এশিয়ার ৩৭ জন অ্যাথলেট। প্রতিযোগিতা শেষে হাতিরঝিলের এম্ফিথিয়েটারে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

এলিট বিভাগে চ্যাম্পিয়ন: ছেলেদের বিভাগে : হিশাম লাকুয়াহি, মরক্কো (সময় : ২ ঘণ্টা ১০ মিনিট ৪১ সেকেন্ড)। মেয়েদের বিভাগে: অ্যাঞ্জেলা, জেমসানডে তানুই, কেনিয়া (সময় : ২ ঘণ্টা ২৯ মিনিট ৪ সেকেন্ড)।

সাফ ক্যাটাগরিতে স্বর্ণ জিতেছেন: ছেলেদের বিভাগে : বাহাদুর সিং ধোনি (ভারত)। মেয়েদের বিভাগে : পুষ্প ভান্ডারি (নেপাল)।

হাফ ম্যারাথনে স্বর্ণ জিতেছেন: ছেলেদের বিভাগে : এডউইন কিপরপ কিপটোর (কেনিয়া)। মেয়েদের বিভাগে : নাওম জেবেত (কেনিয়া)।

বাংলাদেশিদের ফুল ম্যারাথনে স্বর্ণ জিতেছেন: ছেলেদের বিভাগে : ফরিদ মিয়া। মেয়েদের বিভাগে: হামিদা আক্তার।

বাংলাদেশিদের হাফ ম্যারাথনে স্বর্ণ জিতেছেন: ছেলেদের বিভাগে : সোহেল রানা। মেয়েদের বিভাগে : পাপিয়া খাতুন।

দেশের প্রথম বঙ্গবন্ধু নৌকা জাদুঘর

সাগর উপকূলীয় জেলা বরগুনায় উদ্বোধন করা হয়েছে দেশের প্রথম নৌকা জাদুঘর। গত ৩১ ডিসেম্বর ২০২০ তারিখে জাদুঘরের উদ্বোধন করেন বরগুনা জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ। মুজিব বর্ষ উপলক্ষে নির্মিত এ জাদুঘরের নাম রাখা হয়েছে বঙ্গবন্ধু নৌকা জাদুঘর। দেশ-বিদেশের বাহারি নকশার ১০০টি নৌকার মডেল নিয়ে নৌকা জাদুঘরের পরিকল্পনা করা হলেও আপাতত ৭৫টি নৌকা নিয়ে যাত্রা শুরু করল এটি। শহরের প্রাণকেন্দ্রে বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়সংলগ্ন ৭৮ শতাংশ জমিজুড়ে স্থাপন করা হয়েছে বঙ্গবন্ধু নৌকা জাদুঘর। বিশাল নৌকার আদলে তৈরি – এ জাদুঘরটির দৈর্ঘ্য ১৬৫ ফুট ও প্রস্থ ৩০ ফুট। এ জাদুঘরে রয়েছে নৌকা গবেষণাকেন্দ্র, আধুনিক পাঠাগার, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার, শিশু বিনোদনকেন্দ্র, ফুড কোর্টসহ নানা আয়োজন।

মুম্বাই থেকেই শুরু বঙ্গবন্ধু বায়োপিকের শুটিং

২৫ জানুয়ারি ২০২১ থেকে ভারতের মুম্বাইয়ে শুরু হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘বঙ্গবন্ধু’ চলচ্চিত্রের প্রথম লটের শুটিং। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে বলিউডের খ্যাতিমান পরিচালক শ্যাম বেনেগাল চলচ্চিত্রটি নির্মাণ করছেন। বাংলাদেশ-ভারত প্রযোজিত ছবিটি ২০২১ সালেই মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে দুই রাষ্ট্রের।

বিশ্ব র‌্যাংঙ্কিংয়ে বাংলাদেশ

♦ ইলিশ উৎপাদন এবং পাট রপ্তানি (১ম)

♦ পাট ও কাঁঠাল উৎপাদনে এবং তৈরি পোশাক রপ্তানি (২য়)

♦ ধান, সবজি ও স্বাদু পানির মাছ উৎপাদন এবং জিডিপি প্রবৃদ্ধি (৩য়)

♦ চাল, মাছ ও ছাগল উৎপাদন (৪র্থ)

♦ ছাগলের গোশত উৎপাদন (৫ম)

♦ আলু উৎপাদন এবং ওয়ানডে ক্রিকেট (৭ম)

♦ বৈদেশিক মুদ্রা আয়, জনশক্তি ও বাইসাইকেল রপ্তানি, আম ও পেয়ারা উৎপাদন এবং আউটসোর্সিং (৮ম)

♦ মৌসুমী ফল উৎপাদন (১০ম)

♦ গবাদি পশু উৎপাদন (১২তম)

♦ পেঁপে উৎপাদন (১৪তম)

সাইবার নিরাপত্তা সূচকে আট ধাপ এগোল বাংলাদেশ

সাইবার নিরাপত্তা সূচক সাইবার ‘সিকিউরিটি ইনডেক্স (এনসিএসআই) প্রকাশিত হয়েছে। ২০২০ সালের ২১ ডিসেম্বর প্রকাশিত হয়েছে এ সূচক। আগের ৭৩তম অবস্থান থেকে ৬৫তম স্থানে এগিয়ে এসেছে বাংলাদেশ। বাংলাদেশের পয়েন্ট ৯৪.১৬।

সায়েন্স নিউজ’-এর বিচারে ১০ বিজ্ঞানীরএকজন বাংলাদেশি তনিমা

‘সায়েন্স নিউজ’ নামের একটি গণমাধ্যমের বিচারে বাছাই করা ১০ বিজ্ঞানীর একজন হয়েছেন বাংলাদেশি তরুণী তনিমা তাসনিম অনন্যা। কৃষ্ণগহ্বর নিয়ে গবেষণার জন্য তিনি এই স্বীকৃতি পেয়েছেন।

বাংলাদেশি অধ্যাপকের আইইইইর সর্বোচ্চ সম্মাননা অর্জন

কানাডাপ্রবাসী বাংলাদেশি অধ্যাপক নাসির উদ্দিন তড়িৎ কৌশল বিভাগের সর্বোচ্চ সম্মান অর্জন করেছেন। গত ১ জানুয়ারি ২০২১ তিনি এই সম্মাননা ও সনদ হাতে পান। গত ২৪ নভেম্বর ২০২০ যুক্তরাষ্ট্রভিত্তিক ইনস্টিটিউট অব ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ার্স (আইইইই) তাঁকে ফেলো মনোনীত করে।

আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে দুটি স্বর্ণসহ ১৫ পদক বাংলাদেশের

২২তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে দুটি স্বর্ণসহ ১৫টি পদক জিতেছে বাংলাদেশ রোবট অলিম্পিয়াড় দল।

বিশ্বসেরাদের তালিকায় বাংলাদেশি গবেষক এস এম মূঈন

 বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় স্থান পেয়েছেন অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশি গবেষক ড. এস এম মূঈন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও এলসেভিয়ার প্রকাশনা সংস্থার (আইসিএসআর ল্যাব) সমন্বিত জরিপে বিশ্বসেরা ২ শতাংশ  বিজ্ঞানীর তালিকাটি প্রকাশিত হয়েছে।

গাজীপুরে তৈরি হবে হুন্দাইয়ের গাড়ি

দক্ষিণ কোরিয়ার খ্যাতনামা ব্র্যান্ড হুন্দাইয়ের গাড়ি দেশেই তৈরি হবে। সে জন্য হুন্দাই মোটর কোম্পানির কারিগরি সহায়তায় গাজীপুরের কালিয়াকৈরে হাইটেক পার্কে সাড়ে ৬ একর জমিতে গাড়ি উৎপাদনের কারখানা গড়ে তুলবে ফেয়ার টেকনোলজি। গত ৫ জানুয়ারি ২০২১ আনুষ্ঠানিকভাবে হুন্দাইয়ের গাড়ি তৈরির কারখানা স্থাপনের ঘোষণা দিয়েছে ফেয়ার টেকনোলজি।

ঢাকার খাল-নালার দায়িত্ব পেল দুই সিটি করর্পোরেশন

ঢাকা মহানগরীর জলাবদ্ধতা নিরসনে বৃষ্টির পানি নিষ্কাশনের দায়িত্ব এখন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের আগে এ দায়িত্ব ছিল ঢাকা ওয়াসার। সে লক্ষ্যে গত বছরের (৩১ ডিসেম্বর) সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়।

আদিরূপে ফিরছে পানাম নগর

জরাজীর্ণ পুরোনো ভবনগুলোর সংস্কার ও সংরক্ষণের উদ্যোগ নিয়ে পানাম নগরের আদিরূপ ফিরিয়ে দিতে কাজ শুরু করেছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। প্রাচীন বাংলার রাজধানী সোনারগাঁয়ে গত ২১ ডিসেম্বর ২০২০ পানাম নগরের ১৩ নম্বর ভবনটিতে গবেষণামূলক পাইলটিং কাজের উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। এখন পুরোদমে চলছে সংস্কারকাজ। সরকার ২০০৩ সালে পানাম নগরকে সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে গেজেটভুক্ত করে।

ঢাকাই মসলিনের পুনর্জন্ম

বাংলাদেশের ঐতিহ্যের কথা বললে, ইতিহাসের কথা বললে মসলিনকে বাদ দেওয়ার কোনো উপায়ই যে নেই। তাই তো মসলিনের পুনর্জন্ম ঘটাতে ছয় বছর ধরে লেগে ছিলেন একদল গবেষক। অবশেষে তারা সফলও হয়েছেন। তৈরি করেছেন মসলিনের ছয়টি শাড়ি। ঢাকাই মসলিনের শেষ প্রদর্শনী হয়েছিল লন্ডনে ১৮৫০ সালে। এর ১৭০ বছর পর বাংলাদেশে আবার বুনা হলো সেই ঐতিহ্যবাহী ঢাকাই মসলিনের শাড়ি। ঠিক সে রকমই, যেমনটি বলা হতো—আংটির ভেতর দিয়ে গলে যায় আস্ত একটি শাড়ি। ইতিমধ্যেই ঢাকাই মসলিনের জিআই স্বত্বের অনুমোদন পাওয়া গেছে। ২০২০ সালের ২৮ ডিসেম্বর এ-সংক্রান্ত গেজেট প্রকাশিত হয়েছে। মসলিনসহ এ পর্যন্ত বাংলাদেশের মোট ৪টি পণ্য জিআই স্বত্ব পেয়েছে। অন্য পণ্য তিনটি হলো জামদানি, ইলিশ ও ক্ষীরশাপাতি আম।

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরে ভিড়ল প্রথম জাহাজ

কক্সবাজারের মহেশখালী উপজেলায় মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরে ভিড়েছে প্রথম জাহাজ ভেনাস ট্রাইয়াম্প। এটি লম্বায় ১২০ মিটার ও পানির নিচে গভীরতা সাড়ে ৫ মিটার। ২০২০ সালের ২২ ডিসেম্বর ইন্দোনেশিয়ার পেলভুবন সিলেগন বন্দর থেকে জাহাজটি রওনা হয়। ২৯ ডিসেম্বর পানামার পতাকাবাহী জাহাজটি মাতারবাড়ীতে অস্থায়ী জেটিতে পৌঁছায়। এর মধ্য দিয়ে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরের প্রাথমিক যাত্রা শুরু হলো। মাতারবাড়ীতে সাগর থেকে ১৪ কিলোমিটার চ্যানেলে গভীরতা সাড়ে ১৮ মিটার। এখানেই গভীর সমুদ্রবন্দর নির্মাণ করা হবে।২০২০ সালের ২৩ সেপ্টেম্বর প্রকল্পের পরামর্শক হিসেবে জাপানের নিপ্পন কোয়েকে নিয়োগ দেওয়ার পর এটির আনুষ্ঠানিক কাজ শুরু হয়। ২০২৫ সালে মাতারবাড়ীর নির্মাণকাজ শেষ হওয়ার কথা। সে হিসাবে ২০২৬ সাল থেকে এই বন্দরে কনটেইনার পণ্য পরিবহন শুরু হতে পারে। প্রথম দফায় সড়ক সংযোগসহ দুটি টার্মিনাল নির্মাণের খরচ ধরা হয়েছে ১৭ হাজার ৭৭৭ কোটি টাকা।

পদ্মার তলদেশ দিয়ে যাওয়া বিদ্যুতে আলো

পদ্মার তলদেশ দিয়ে সাবমেরিন কেবলের মাধ্যমে বিদ্যুতের আলো পৌঁছাল পদ্মার দুর্গম চরে। এর মাধ্যমে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার কাচিকাটা ইউনিয়নের ১ হাজার ৬৮ পরিবার বিদ্যুতের আওতায় এল। ২০২০ সালের ২৯ ডিসেম্বর বিদ্যুতের সংযোগ দেওয়া হয় ৮০ বছরের পুরোনো কাচিকাটার এই দুর্গম চরটিতে।

রাবেয়া খাতুন (২৭ ডিসেম্বর ১৯৩৫-৩ জানুয়ারি ২০২১)

স্বাধীনতা ও একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত কথাসাহিত্যিক। তার জন্ম মুন্সিগঞ্জের বিক্রমপুরে। পৈতৃক বাড়ি মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘরে। অর্ধশতাধিক উপন্যাস ও ৪০০ ছোটগল্পের রচয়িতা রাবেয়া খাতুন শিক্ষকতা করতেন, সাংবাদিকতাও করেছেন। ইত্তেফাক, সিনেমা পত্রিকা ছাড়াও তার নিজস্ব সম্পাদনায় পঞ্চাশের দশকে বের হতো ‘অঙ্গনা’ নামের একটি মহিলা মাসিক পত্রিকা। তিনি বাংলা একাডেমির পর্ষদ সদস্য ছিলেন। তার স্বামী ছিলেন চলচ্চিত্র সাংবাদিকতার অন্যতম পথিকৃৎ ও প্রথম চলচ্চিত্র বিষয়ক পত্রিকা সিনেমা’র সম্পাদক এটিএম ফজলুল হক। চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর তার ছেলে। সাহিত্যে অবদানের স্বীকৃতি হিসেবে তিনি ১৯৯৩ সালে একুশে পদক এবং ২০১৭ সালে স্বাধীনতা পদকে ভূষিত হন।

সাহিত্য কীর্তি: বিশ শতকের পঞ্চাশের দশকে ছোট গল্প দিয়ে সাহিত্যে রাবেয়া খাতুনের বিচরণ শুরু। তার প্রথম উপন্যাসের নাম ‘নিরাশ্রয়া’। তার রচিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ফেরারী সূর্য (১৯৭৪) ও মেঘের পর মেঘ (২০০১)। রাবেয়া খাতুনের লেখা কাহিনি নিয়ে নির্মিত হয়েছে চলচ্চিত্র মেঘের পর মেঘ, কখনো মেঘ কখনো বৃষ্টি, ধ্রুবতারা। এছাড়া অসংখ্য নাটকও নির্মিত হয়েছে তার লেখা ধরে।

সৈয়দ ওয়ালীউল্লাহ সাহিত্য পুরস্কার

বাংলা একাডেমি প্রবর্তিত দ্বি-বার্ষিক সৈয়দ ওয়ালীউল্লাহ সাহিত্য পুরস্কার ২০২০ এর জন্য মনোনীত হয়েছেন প্রাবন্ধিক হাসান ফেরদৌস। ১৯ জানুয়ারি ২০২১ এক বিজ্ঞপ্তিতে বাংলা একাডেমি কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে বইমেলা-২০২১ এর সমাপনী অনুষ্ঠানে এই পুরস্কার লেখকের হাতে তুলে দেয়া হবে। নিউইয়র্ক-প্রবাসী মননশীল লেখক হাসান ফেরদৌস দীর্ঘদিন থেকে লেখালেখির সঙ্গে জড়িত। তার লেখা বইগুলোর মধ্যে ১৯৭১ : বন্ধুর মুখ শত্রুর ছায়া, যুদ্ধের আড়ালে যুদ্ধ, নক্ষত্র পুত্র, ছয় জাদুকর, নিউইয়র্কের খেরোখাতা, রবীন্দ্রনাথ, গীতাঞ্জলি ও দুই হ্যারিয়েট, একাত্তর, যেখান থেকে শুরু’ বিশেষভাবে উল্লেখযোগ্য।

জসীমউদদীন/ সাহিত্য পুরস্কার পেলেন আহমদ রফিক

কবি জসীমউদ্দীন সাহিত্য পুরস্কার-২০২১ পেয়েছেন বিশিষ্ট সাহিত্যিক ও ভাষাসংগ্রামী আহমদ রফিক। ৩১ ডিসেম্বর ২০২০, এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে বাংলা একাডেমি। তার উল্লেখযোগ্য প্রবন্ধগ্রন্থের মধ্যে রয়েছে ‘ভাষা আন্দোলনের স্মৃতি ও কিছু জিজ্ঞাসা’, ‘আরেক কালান্তর’, ‘রবীন্দ্রভবনে পতিসর, ভাষা আন্দোলন’, ‘দেশভাগ : ফিরে দেখা’ ইত্যাদি।

Leave a Reply