বাংলাদেশ বিষয়াবলি

কালানুক্রমিক ঘটনাবলি

০১.০২.০২২১

♦ স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ‘শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়, খুলনা বিল ২০২১’ জাতীয় সংসদে উত্থাপন করেন।

০২.০২.২০২১

♦ ‘টেকসই উন্নয়ন সমৃদ্ধ দেশ: নিরাপদ খাদ্যের বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে জাতীয় নিরাপদ খাদ্য দিবস-২০২১’ পালিত।

০৩.০২.২০২১

♦ রোহিঙ্গাদের ভাসানচরে সরিয়ে নেওয়ার পর তাদের অবস্থা জানার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, জাপান ও কানাডার শীর্ষ কূটনীতিকেরা বৈঠক করেছেন।

০৪.০২.২০২১

♦ ২০০২ সালে সাতক্ষীরার কলারোয়ায় তৎকালীন বিরোধীদলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার মামলায় বিএনপি’র সাবেক সংসদ সদস্যসহ ৫০ আসামির বিভিন্ন মেয়াদে সাজা দেন আদালত।

♦ জাতির জনকের জন্মশতবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষে কৃষিক্ষেত্রে টেকসই উন্নয়ন এবং সমৃদ্ধি অর্জনে প্রকাশিত টেকসই উন্নয়ন এবং সমৃদ্ধি অর্জনে প্রকাশিত ১০০ কৃষি প্রযুক্তি অ্যাটলাসের মোড়ক উম্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের কৃষিবিজ্ঞানীদের উদ্ভাবিত ধান, পাট, আখ, চা, রেশম, তুলা, বনজ ও মৎস্যসম্পদ থেকে নির্বাচিত ১০০ প্রযুক্তি যুক্ত করা হয়েছে অ্যাটলাসে।

♦ ট্যানারি, গ্লাস, সিরামিক, জাহাজ পুন: প্রক্রিয়াকরণ, রপ্তানিমুখী চামড়াজাত শিল্প ও পাদুকা এবং রেশম- এই ছয় খাতকে ‘শিশুশ্রমমুক্ত’ ঘোষণা করেছে সরকার।

০৫.০২.২০২১

♦ ‘মুজিব’ বর্ষের অঙ্গীকার, ঘরে ঘরে পাঠাগার’ প্রতিপাদ্য নিয়ে দেশে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত। ২০১৭ সালের ৩০ অক্টোবর অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ৫ ফেব্রুয়ারিকে জাতীয় গ্রন্থাগার দিবস হিসেবে ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

০৬.০২.২০২১

♦ কলকাতায় বঙ্গবন্ধুর ভাষণের ৪৯ বছর পালিত। বাংলাদেশের স্বাধীনতার পর কলকাতায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ৬ ফেব্রুয়ারি এ ভাষণ দেন।

০৭.০২.২০২১

♦ সারাদেশে একযোগে করোনার গণটিকাদান কার্যক্রম শুরু।

♦ প্রধানমন্ত্রীর সঙ্গে গণভবনে সৌজন্য সাক্ষাৎ করেন তুরস্ক ও নরওয়ের রাষ্ট্রদূত এবং মালয়েশিয়ার হাইকমিশনার।

০৮.০২.২০২১

♦ চারদিনের সফরে ঢাকা আসেন মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ শহীদ।

♦ বাংলাদেশ ও মরক্কোর মধ্যে স্বাক্ষরিত দ্বৈত করারোপ ও রাজস্ব ফাঁকি রোদ সংক্রান্ত চুক্তির খসড়া অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন করে মন্ত্রিসভা।

♦ বাংলাদেশের যেকোনো নাগরিকের বয়স ৪০ বছর হলেই টিকা প্রদানের সিদ্ধান্ত সরকারের।

♦ ‘শিশু দিবাযত্ন কেন্দ্র আইন, ২০২১’ – এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

০৯.০২.২০২১

♦ বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে দুটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত।

♦ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শরিফুল হক ডালিম, নূর চৌধুরী, রাশেদ চৌধুরী ও মোসলেহ উদ্দিন খানের বীর মুক্তিযোদ্ধার খেতাব বাতিলের সিদ্ধান্ত নেয় জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা)।

♦ সম্প্রতি বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত উচ্চফলনশীল (উফশী) ধানের শততম জাত ‘ব্রি-১০০’ বোরো মৌসুমে চাষের জন্য অনুমোদন দিয়েছে জাতীয় বীজ বোর্ড।

১০.০২.২০২১

♦ শহিদ বুদ্ধিজীবীদের তালিকা প্রণয়নে গঠিত যাচাই-বাছাই কমিটির বৈঠকে শহিদ বুদ্ধিজীবীদের সংজ্ঞা চূড়ান্ত করা হয়।

♦ জাগৃতি প্রকাশনীর প্রকাশক ফয়সল আরেফিন দীপন হত্যা মামলায় আট আসামিকে  মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

১১.০২.২০২১

♦ মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (ICT) ৪২তম রায় প্রদান।

♦ দেশের ১৪১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ২০১৯-২০ অর্থবছরের সেরা করদাতা হিসেবে কর কার্ড ও সম্মাননা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

১৩.০২.২০২১

♦ অঙ্গীকার, অনুপ্রেরণা, আস্থা, উদ্যেম ও মর্যাদা- এই পাঁচ প্রতিশ্রুতি নিয়ে ক্রিকেটের স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান পিচ ফাউন্ডেশনের যাত্রা শুরু।

১৪.০২.২০২১

♦ চতুর্থ দফায় ৫৫ পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত।

♦ সৌদি আরবে বাংলাদেশি গৃহকর্মী হত্যার প্রথম রায় ঘোষণা করে দেশটির রাজধানী রিয়াদের একটি আদালত।

১৫.০২.২০২১

♦ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) অষ্টম মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এম রেজাউল করিম চৌধুরী।

♦ বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা ইলেক্ট্রনিক পদ্ধতিতে প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা ১২ হাজার থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করা ও বীর মুক্তিযোদ্ধাদের জন্য ৩০ হাজার ঘর নির্মাণেরও ঘোষণা দিয়েছেন তিনি।

১৬.০২.২০২১

♦ শিক্ষা আইন ২০২১-এর খসড়া চূড়ান্ত।

১৭.০২.২০২১

♦ ২০০০ সালে গোপালগঞ্জের কোটালীপাড়ায় পৃথক দুটি বোমা পুঁতে রেখে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টার ঘটনায় করা মামলার ডেথ রেফারেন্স মঞ্জুর করে এবং একটি ছাড়া আসামিদের সব আপিল ও জেল আপিল খারিজ করে রায় দেন হাইকোর্ট।

২১.০২.২০২১

♦ মহান শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত।

২২.০২.২০২১

♦ তিনদিনের সফরে ঢাকা আসেন ভারতীয় বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল রাকেশ কুমার সিং ভদৌরিয়া।

♦ চার বছরের কারাদণ্ড পেয়ে কুয়েতের কারাগারে বন্দি লক্ষীপুর-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম পাপুলের সংসদীয় আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করে সংসদ সচিবালয়।

♦ দেশে নতুন টিকা উৎপাদন আরো সহজ করতে আন্তর্জাতিক ভ্যাকসিন ইনস্টিটিউট (IVI) প্রতিষ্ঠার চুক্তি অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন করে মন্ত্রিসভা।

২৭.০২.২০২১

♦ ঢাকায় বাংলাদেশ ও ভারতের স্বরাষ্ট্র সচিব পর্যায়ের দুই দিনব্যাপী বৈঠক শুরু।

 আলোচিত বাংলাদেশ

ফায়ারম্যানরা এখন ফায়ারফাইটার

বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ‘ফায়ারম্যান’ পদের নাম পরিবর্তন করে ‘ফায়ারফাইটার’ করা হয়েছে। ২৪ জানুয়ারি ২০২১ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অগ্নি অনুবিভাগ থেকে জারি করা এক আদেশে এ পরিবর্তন আনা হয়। আদেশে ২০১৯-২০২০ সালে অনুষ্ঠিত প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির ১৫তম সভার সুপারিশের আলোকে ‘ফায়ারম্যান’ পদবি পরিবর্তন করে ‘ফায়ারফাইটার’ নামকরণের নির্দেশ দেয়া হয়েছিল। এর আগে ২০ জানুয়ারি ২০১৯ স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা লিঙ্গবৈষম্য দূরীকরণের লক্ষ্যে সার্ভিসের ‘ফায়ারম্যান’ পদের নাম ‘ফায়ারফাইটার’ হওয়া উচিত বলে অভিমত দেন।

বঙ্গবন্ধু বাতায়ন

বাংলাবান্ধায় বঙ্গবন্ধু শেখ মুজিব স্কয়ার

পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধায় নির্মিত হচ্ছে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব স্কয়ার’।

শস্যচিত্রে বঙ্গবন্ধু

বগুড়ায় ১০৫ বিঘা জমিতে ধানের চারা রোপণের মাধ্যমে ফসলের মাঠে বঙ্গবন্ধুর সর্ববৃহৎ চিত্রকর্ম তৈরির পরিকল্পনা করা হয়েছে, যার নাম দেয়া হয় ‘শস্যচিত্রে বঙ্গবন্ধু’।

ফিলিস্তিনে বঙ্গবন্ধুর নামে সড়ক

বাংলাদেশসহ জাতিসংঘের সদস্যভুক্ত ১৩৮ টি দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। সেই ফিলিস্তিনের প্রাচীন শহর হেবরনের একটি সড়কের নাম রাখা হয়েছে বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে।

গ্রাফিক নভেল মুজিব

৭ ফেব্রুয়ারি ২০২১ গ্রাফিক নভেল ‘মুজিব’-এর অষ্টম পর্বের মোড়ক উন্মোচন করা হয়। গ্রাফিক নভেল ‘মুজিব’-এর নতুন পর্বে বাঙালির ভাষা আন্দোলন ও তাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকা তুলে ধরা হয়। ১৭ মার্চ ২০১৫ গ্রাফিক নভেল ‘মুজিবে’র প্রথম পর্ব প্রকাশিত হয়। বাংলার পাশাপাশি ইংরেজি ও জাপানি ভাষাতেও পর্যায়ক্রমে প্রকাশিত হচ্ছে গ্রাফিক নভেল ‘মুজিব’।

মানচিত্রে বঙ্গবন্ধুর ৬,৫০০ ক্ষুদ্র ছবি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৬,৫০০ ক্ষুদ্র ছবি দিয়ে বাংলাদেশের মানচিত্র তৈরি করেন বগুড়ার তরুণ চিত্রশিল্পী তারিকুল ইসলাম। দুই মিলিমিটারের ক্ষুদ্র বঙ্গবন্ধুর প্রতিকৃতি দিয়ে তেরি বাংলাদেশের মানচিত্রটি প্রদর্শনের জন্য ১২ ফেব্রুয়ারি ২০২১ বগুড়া শহরের সাতমাথায় একক চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন জেলা প্রশাসক জিয়াউল হক।

বঙ্গবন্ধুকে নিয়ে দুটি বইয়ের মোড়ক উন্মোচন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওপর লেখা দুটি বইয়ের মোড়ক উন্মোচন করেছেন। গত ২ ফেব্রুয়ারি ২০২১ প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদ ভবনে তাঁর কার্যালয়ে বই দুটির মোড়ক উন্মোচন করেন। তার মধ্যে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জনক আমার নেতা আমার’ বইটির সম্পাদনা করেছেন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। অন্যটি ‘জয় বাংলা (সাক্ষাৎকার ১৯৭০-৭৫) শেখ মুজিবুর রহমান’ বইটির গ্রন্থনা ও সম্পাদনা করেছেন নুরুল ইসলাম নাহিদ এবং কবি ও লেখক পিয়াস মজিদ। প্রসঙ্গত, দুটি বইয়েরই ভূমিকা লিখেছেন প্রধানমন্ত্রী হাসিনা।

চিরন্তন বঙ্গবন্ধু

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষে ১৭-২৬ মার্চ ২০২১ বিশেষ অনুষ্ঠানমালার পরিকল্পনা করেছে সরকার। ‘চিরন্তন বঙ্গবন্ধু’ প্রতিপাদ্যে অনুষ্ঠিত হবে এ অনুষ্ঠান।

পরীক্ষা ছাড়া ফল প্রকাশে আইনি বাধা কাটল

বিশেষ পরিস্থিতিতে পরীক্ষা ছাড়া মাধ্যমিক (এস.এস.সি), উচ্চমাধ্যমিক (এইচ.এস.সি) ও সমমান পাসের সনদ দেওয়ার আইনি সুযোগ তৈরি হয়েছে। গত ২৪ জানুয়ারি ২০২১ জাতীয় সংসদে শিক্ষামন্ত্রী দীপু মনি ‘ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন (অ্যামেন্ডমেন্ট) বিল-২০২১’, ‘বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (সংশোধন) বিল-২০২১’ ও ‘বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড (সংশোধন) বিল-২০২১’ পাসের প্রস্তাব করেন। পরে জনমত যাচাই-বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাবগুলো কণ্ঠভোটে নিষ্পত্তি শেষে বিল তিনটি পাস হয়।

১৯তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

গত ১৬ থেকে ২৪ জানুয়ারি ২০২১ আয়োজিত হয় ১৯তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। উৎসবে ৭৩টি দেশের ২২৬টি চলচ্চিত্র অংশ নেয়।

সৈয়দ ওয়ালীউল্লাহ্‌ সাহিত্য পুরস্কার পাচ্ছেন হাসান ফেরদৌস

বাংলা একাডেমি প্রবর্তিত সৈয়দ ওয়ালীউল্লাহ সাহিত্য পুরস্কার-২০২০-এর জন্য মনোনীত হয়েছেন প্রাবন্ধিক হাসান ফেরদৌস। প্রবাসী বাঙালি লেখক, কবি-সাহিত্যিকদের মধ্যে যাঁরা বাংলা, ইংরেজি ও অন্যান্য ভাষায় সাহিত্য রচনা করেন এবং বিদেশি নাগরিকদের মধ্যে যাঁরা বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে গবেষণা করে আন্তর্জাতিক পরিসরে বাংলা ভাষা ও সাহিত্যের মর্যাদা বৃদ্ধি করেন তাঁদের এই পুরস্কার দেওয়া হয়।

চলনবিলে জলবায়ুসংগ্রামী রেজওয়ানের ভাসমান স্কুলের নতুন স্বীকৃতি

চলনবিল এলাকার শিশুদের জন্য ভাসমান স্কুলের প্রতিষ্ঠাতা মোহাম্মদ রেজওয়ান। বিশ্বের অন্যতম জলবায়ুসংগ্রামী হিসেবে নতুন স্বীকৃতি পেয়েছেন। সম্প্রতি ব্রিটেনের প্রকাশনা সংস্থা পেঙ্গুইন র‌্যান্ডম হাউস থেকে বিগত দুই শতাব্দীর জলবায়ুসংগ্রামীদের নিয়ে প্রকাশিত একটি বইয়ে স্থান করে নিয়েছেন তিনি। যুক্তরাজ্যের বেন লারউলের লেখা ‘ক্লাইমেট রেবলস’ বইয়ে ‘নৌকা স্কুল’-এর উদ্ভাবক মোহাম্মদ রেজওয়ানকে ‘ক্লাইমেট রেবল’ (জলবায়ুসংগ্রামী) হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।

দুই গুণী পেলেন ভারতের পদ্মশ্রী

ভারতের মর্যাদাপূর্ণ রাষ্ট্রীয় বেসামরিক সম্মাননা ‘পদ্মশ্রী’ তে ভূষিত হলেন বাংলাদেশের দুজন বিশিষ্ট গুণী অধ্যাপক সনজীদা খাতুন এবং লে. কর্নেল (অব.) সাজ্জাদ আলী জহির বীর প্রতীক। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত ২৫ জানুয়ারি ২০২১ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

ভ্যাকসিনের অনলাইন নিবন্ধন

করোনাভাইরাসের ভ্যাকসিন পেতে অনলাইন নিবন্ধন শুরু হয়েছে। গত ২৭ জানুয়ারি ২০২১ ‘সুরক্ষা’ নামের মোবাইল ও ওয়েবভিত্তিক অ্যাপের মাধ্যমে অনলাইন নিবন্ধনের কার্যক্রম শুরু হয়।

দেশে করোনার টিকাদান কর্মসূচির উদ্বোধন

একজন নার্সকে দিয়ে করোনার টিকাদান শুরু হয়েছে বাংলাদেশে। প্রথম টিকা নেন নির্বাচিত নার্স রুনু ভেরোনিকা কস্তা। গত ২৭ জানুয়ারি ২০২১ বিকেলে ৪টা ৮ মিনিটে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে টিকা দেওয়া হয়। গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চ্যুয়ালি টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন। কুর্মিটোলা মেডিকেল কলেজ হাসপাতাল ছাড়াও স্বাস্থ্যকর্মীদের টিকা দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ-কুয়েত মৈত্রী হাসপাতাল।

ভারতের উপহারের টিকা ঢাকায়, সেরাম থেকে কেনা ৫০ লাখ টিকা এল দেশে

ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে কেনা ৫০ লাখ করোনার টিকা এল ঢাকায়। গত ২৫ জানুয়ারি ২০২১ টিকা বহনকারী এয়ার ইন্ডিয়ার বিশেষ ফ্লাইটটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

করোনায় জনশুমারি পিছিয়ে অক্টোবরে

দেশে বর্তমান জনসংখ্যা কত, তা জানতে ২-৮ জানুয়ারি ২০২১ দেশজুড়ে জনশুমারি ও গৃহগণনা হওয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের কারণে তা করতে পারেনি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। সংস্থাটি আগামী ২৫-৩১ অক্টোবর ২০২১ দেশজুড়ে এই কার্যক্রম পরিচালনা করবে। এবারের জনশুমারি ও গৃহগণনার কাজটি চারটি পর্যায়ে বাস্তবায়ন করা হবে। সেগুলো হলো:

♦ জোনাল অপারেশন পরিচালনা।

♦ শুমারির তথ্য সংগ্রহ।

♦ পিইসি জরিপ পরিচালনা।

♦ আর্থসামাজিক ও জনতাত্ত্বিক জরিপ পরিচালনা।

অমর একুশে বইমেলা ১৮ মার্চ থেকে শুরু

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বাংলাদেশে ২০২১ সালে অমর একুশে গ্রন্থমেলা ভার্চ্যুয়াল বা অনলাইনে করার জল্পনা ছিল। শেষ পর্যন্ত ঠিক হয়েছে, ১৮ মার্চ ২০২১ শুরু হচ্ছে মেলা। চলবে ১৪ এপ্রিল পর্যন্ত। গত ২৫ জানুয়ারি ২০২১ বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী এ কথা জানান। ভাষার মাসের প্রথম দিন থেকেই বাংলা একাডেমি চত্বরে বইমেলা শুরু হয়। রেওয়াজ অনুযায়ী প্রধানমন্ত্রী এ বইমেলার উদ্বোধন করে থাকেন। ১৯৮৪ সালে সাড়ম্বরে বর্তমানের অমর একুশে গ্রন্থ মেলার সূচনা হয়।

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন যাঁরা

২০২০ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ঘোষণা করা হয়েছে। গত ২৫ জানুয়ারি ২০২১ বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী পুরস্কারপ্রাপ্ত ১০ জন কবি-লেখকের নাম ঘোষণা করেন।

পুরস্কারপ্রাপ্ত কবি-লেখকেরা হলেন

বিভাগ

পুরস্কারপ্রাপ্তদের নাম

কবিতা

মুহাম্মদ সামাদ

কথাসাহিত্য

ইমতিয়ার শামীম

প্রবন্ধ/গবেষণা

বেগম আকতার কামাল

অনুবাদ

সুরেশরঞ্জন বসাক

নাটক

রবিউল আলম

শিশুসাহিত্য

আনজীর লিটন

মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণা

সাহিদা বেগম

বিজ্ঞান/কল্পবিজ্ঞান

অপরেশ বন্দ্যোপাধ্যায়

আত্মজীবনী/স্মৃতিকথা/ভ্রমণকাহিনি

ফেরদৌসী মজুমদার

ফোকলোর সাহিত্য

মুহাম্মদ হাবিবুল্লা পাঠান

বিআইডিএসের ১০ ধাপ উন্নতি

বিশ্বের শীর্ষ ১৫০টি নীতি গবেষণা প্রতিষ্ঠানের তালিকায় বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) ১০ ধাপ উন্নতি হয়েছে। এ বছর স্বায়ত্তশাসিত সংস্থাটি ৯৪তম স্থানে উঠে এসেছে। এর আগের বছরের তালিকায় বিআইডিএসের অবস্থান ছিল ১০৪ নম্বরে।

ভারতের প্রজাতন্ত্র দিবসের প্যারেডে বাংলাদেশের সশস্ত্র বাহিনী

ভারতের ৭২তম প্রজাতন্ত্র দিবসের প্যারেডে অংশ নিয়েছে বাংলাদেশের তিন বাহিনীর সমন্বিত চৌকস প্যারেড দল। গত ২৬ জানুয়ারি ২০২১ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিব বর্ষ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী’ উপলক্ষে ভারতের হাইকমিশনের আমন্ত্রণে বাংলাদেশ প্রথমবারের মতো এই প্যারেডে অংশগ্রহণ করে। এর আগে ২০১৬ সালে ফ্রান্স ও ২০১৭ সালে সংযুক্ত আরব আমিরাতের সেনাবাহিনী এ প্যারেডে অংশ নেয়। তৃতীয় দেশ হিসেবে অংশগ্রহণ করলেও বাংলাদেশই প্রথম দেশ হিসেবে মূল প্যারেডের সূচনা করে।

একুশে পদক ২০২১

বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের ২১ জন বিশিষ্ট নাগরিককে ২০২১ সালের একুশে পদক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গত ৪ ফেব্রুয়ারি ২০২১ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুরস্কারের ক্ষেত্র

পুরস্কারপ্রাপ্তদের নাম

ভাষা আন্দোলন

♦ মোতাহার হোসেন তালুকদার (মোতাহার মাস্টার) মরণোত্তর)

♦ শামছুল হক (মরণোত্তর)

♦ অ্যাডভোকেট আফসার উদ্দীন আহমেদ (মরণোত্তর)

শিল্পকলা (সংগীতে)

♦ পাপিয়া সারোয়ার

শিল্পকলা (অভিনয়ে)

♦ রাইসুল ইসলাম আসাদ

♦ সালমা বেগম সুজাতা (সুজাতা আজিম)

শিল্পকলা (নাটকে)

♦ আহমেদ ইকবাল হায়দার

শিল্পকলা (চলচ্চিত্রে)

♦ সৈয়দ সালাহউদ্দীন জাকী

শিল্পকলা (আবৃত্তিতে)

♦ ভাস্বর বন্দ্যোপাধ্যায়

শিল্পকলা (আলোকচিত্র)

♦ পাভেল রহমান

মুক্তিযুদ্ধে

♦ গোলাম হাসনায়েন

♦ ফজলুর রহমান খান ফারুক

♦ বীর মুক্তিযোদ্ধা সৈয়দা ইসাবেলা (মরণোত্তর)

সাংবাদিকতা

♦ অজয় দাশগুপ্ত

গবেষণা

♦ অধ্যাপক সমীর কুমার সাহা

শিক্ষা

♦ মাহফুজা খানম

অর্থনীতি

♦ মির্জা আবদুল জলিল

সমাজসেবা

♦ কাজী কামরুজ্জামান

ভাষা ও সাহিত্য

♦ কাজী রোজী ♦ বুলবুল চৌধুরী ♦ গোলাম মুরশিদ

সবার জন্য নিরাপদ বাসস্থানের ব্যবস্থা করাই মুজিব বর্ষের লক্ষ্য : প্রধানমন্ত্রী

মুজিব বর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত ২৩ জানুয়ারি ২০২১ প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন। এদিন ৬৬ হাজার ১৮৯টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে অনুষ্ঠানে জমি ও গৃহ প্রধান করা হয়। সরকার মুজিব বর্ষ উপলক্ষে গৃহহীনদের জন্য ১ হাজার ১৬৮ কোটি টাকা ব্যয়ে এই বাড়িগুলো নির্মাণ করেছে। একই সঙ্গে ৩ হাজার ৭১৫টি পরিবারকে ব্যারাকে পুনর্বাসন করা হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন আশ্রয়ণ প্রকল্প মুজিব বর্ষ উদ্‌যাপনকালে ২১টি জেলার ৩৬টি উপজেলায় ৪৪টি প্রকল্পের অধীনে ৭৪৩টি ব্যারাক নির্মাণ করা হয়েছে।

ইকোনমিস্টের গণতন্ত্র সূচকে বাংলাদেশের ৪ ধাপ অগ্রগতি

ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের (ইআইইউ) ডেমোক্রেসি ইনডেক্স-২০২০-এ ৭৬তম অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ। আগের বছরের তুলনায় এই সূচকে চার ধাপ উন্নতি হয়েছে। ৫ দশমিক ৯৯ স্কোর নিয়ে ইআইইউর গণতন্ত্র সূচকে ১৬৫টি দেশ ও ২টি অঞ্চলের মধ্যে ৭৬তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। গত বছর ৮০তম অবস্থানে থেকে এই সূচকে বাংলাদেশের স্কোর ছিল ৫ দশমিক ৮৮।

নাসা অনারেবল মেনশন ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন বাংলাদেশ

নাসা স্পেস অ্যাপস প্রতিযোগিতায় ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের জাতীয় মহাকাশ সংস্থা নাসা সম্প্রতি তাদের ওয়েবসাইটে ‘নাসা স্পেস অ্যাপস প্রতিযোগিতা-২০২০’ওয়ার্ল্ড চ্যাম্পিয়নদের তালিকা প্রকাশ করেছে। বিশ্বের ১৫০টি দেশের ৩ হাজার ৮০০ প্রজেক্টের মধ্যে বাংলাদেশের টিম ‘বুয়েট জেনিথ’ অনারেবল মেনশন ক্যাটাগরিতে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছে।

শহিদ বুদ্ধিজীবীর সংজ্ঞা চূড়ান্ত

শহিদ বুদ্ধিজীবীর সংজ্ঞা চূড়ান্ত করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। মহান মুক্তিযুদ্ধে শহিদ বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা তৈরির অংশ হিসেবে গত ১০ ফেব্রুয়ারি ২০২১-এ সংজ্ঞা চূড়ান্ত করা হয়েছে। নতুন সংজ্ঞা অনুযায়ী ‘১৯৭১ সালের ২৫ মার্চ থেকে ৩১ জানুয়ারি ১৯৭২ পর্যন্ত সময়কালে যেসব বাঙালি সাহিত্যিক, দার্শনিক, বিজ্ঞানী, চিত্রশিল্পী, শিক্ষক, গবেষক, সাংবাদিক, আইনজীবী, চিকিৎসক, প্রকৌশলী, স্থপতি, ভাস্কর, সরকারি ও বেসরকারি কর্মচারী, রাজনীতিক, সমাজসেবী, সংস্কৃতিসেবী, চলচ্চিত্র, নাটক ও সংগীতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি বুদ্ধিবৃত্তিক কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের অভ্যুদয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এবং এর ফলে দখলদার পাকিস্তানি বাহিনী কিংবা তাদের সহযোগীদের হাতে শহিদ কিংবা ওই সময়ে চিরতরে নিখোঁজ হয়েছেন, তাঁরা শহিদ বুদ্ধিজীবী।’ প্রসঙ্গত, সংজ্ঞা চূড়ান্ত করার পাশাপাশি ডাক বিভাগের ডাকটিকিটে বিভিন্ন সময়ে প্রকাশ করা ১৫২ জন বুদ্ধিজীবীর তালিকাকে প্রাথমিকভাবে অনুমোদন দেয়া হয়।

বিজ্ঞানভিত্তিক প্রকাশনায় চীনের পরই ভারত

বিশ্বে গত ১০ বছরে বিজ্ঞানভিত্তিক প্রকাশনার সংখ্যার দিক দিয়ে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। এরপরই আছে চীন। আর তৃতীয় অবস্থানে আছে ভারত। বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক বিভাগ (ডিএসটি) এমন তথ্য জানিয়েছে।

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশ

১৯৭১ সালে বাংলাদেশ যখন স্বাধীন হয়, তখন অনেকেই দেশটিকে A Test case for Development বলে অভিহিত করেছিলেন এই অভিধার তাৎপর্যটি ছিল বাংলাদেশকে লক্ষ্য করে ছুড়ে দেওয়া উন্নত দেশের একটি চ্যালেঞ্জের মতো। যাঁরা তখন এটা বলতেন, তাঁরা ভাবতেন যে বাংলাদেশে উন্নয়নের পথে এমন কতগুলো বাধা রয়েছে, যা ডিঙিয়ে বাংলাদেশের উন্নত হওয়াটা হবে খুবই অসম্ভব একটি ব্যাপার।

প্রথমত, বাংলাদেশে তখন লোকসংখ্যা ছিল প্রায় ৭ কোটি আর দেশটির আয়তন ছিল মাত্র ৫৪,০০০ বর্গমাইল। এত অল্প জায়গায় এত বেশি লোক পৃথিবীতে তখন খুব একটা ছিল না। এখনো বাংলাদেশ জনসংখ্যা/বর্গমিটার বিচারে দশম হবে (statistictimes.com)। তা ছাড়া ১৯৪৭-৭১ পর্যন্ত দেশটির ওপর একধরনের আধা ঔপনিবেশিক শোষণ (Semi Colonial Exploitation) চালানো হয়েছিল। ফলে দেশের ভেতর শিল্পায়নের মাত্রা ছিল কম। অবকাঠামো ছিল দুর্বল; শিক্ষা ও স্বাস্থ্যব্যবস্থা ছিল অবিকশিত। এসব উন্নতির ছিঁটেফোটা যেটুকু ছিল তার প্রায় সবটাই ছিল পশ্চিম পাকিস্তানিদের দখলে। সারা পাকিস্তানে তখন ব্যাংক, বিমা, শিল্পকারখানা ইত্যাদি সম্পদের সিংহভাগ ছিল ২২টি পরিবারের দখলে এবং তাদের মধ্যে একটি পরিবার ছিল বাঙালি এ কে খানের পরিবার। এ ছাড়া প্রশাসনযন্ত্রে, আর্মিতে, বিভিন্ন রাজনৈতিক উচ্চপদে, সর্বত্র ছিল পশ্চিম পাকিস্তানিদের প্রাধান্য। সুতরাং পাকিস্তানের অন্তর্ভুক্ত আধা-ঔপনিবেশিক শোষণ-নির্যাতন বৈষম্যের’ শিকার একটি প্রদেশ হিসেবে পূর্ব পাকিস্তানে প্রথম প্রতিবাদের রব ওঠে ১৯৪৮ সালে, পাকিস্তান সৃষ্টির মাত্র এক বছর পর ভাষা আন্দোলনের মাধ্যমে। এরপর ধীরে ধীরে গড়ে ওঠে ছয় দফা স্বায়ত্তশাসনে আন্দোলন, ১১ দফা জনগণের গণ-অভ্যুত্থান এবং ১৯৭১ সালে মুক্তিযুদ্ধা। এসব সংগ্রামের মূলে ছিল বাঙালি জাতির জাতীয় স্বাধীনতা ও অর্থনৈতিক মুক্তির দুর্নিবার আকাঙ্ক্ষা।

১৯৭১ সালে ৯ মাসের এক রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জিত হলো ঠিকই, কিন্তু দেশের সারা অঙ্গে রয়ে গেল ঔপনিবেশিক শোষণের ক্ষতচিহ্ন। পাকিস্তানিরা মুক্তিযুদ্ধের সময় পোড়া মাটি নীতি (Scorched Earth Operation) অনুসরণ করেছিল। অর্থাৎ তারা ভেবেছিল, তারা যদি পরাজিত হয়ে এ দেশ ছাড়তে বাধ্য হয়, তাহলে তারা যাওয়ার আগে সব জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খার করে দিয়ে যাবে। আর এই নীতি তারা অক্ষরে অক্ষরে কার্যকর করেছিল। প্রায় ৩০ লাখ মানুষকে হত্যা করে, ১ কোটি লোককে উদ্বাস্তুতে পরিণত করে, ফসল ও কারখানা ধ্বংস করে দিয়ে, সমস্ত যোগাযোগব্যবস্থা লণ্ডভণ্ড করে দেয় তারা। সবাই ভেবেছিল, বাংলাদেশ স্বাধীন হয়ে দুদিনও টিকতে পারবে না, দেশে দুর্ভিক্ষ হবে, অর্থনীতি আর উঠে দাঁড়াতে পারবে না। পাকিস্তানিরাও তা-ই আশা করেছিল এবং তাই পরাজয়ের পূর্ব মুহূর্তে তারা বাংলাদেশের শ্রেষ্ঠ বুদ্ধিজীবীদের রাও ফরমান আলী ও জামায়াতে ইসলামীর নেতৃত্বে গঠিত বদর বাহিনীর নীলনকশা অনুযায়ী হত্যা করে যায়। তারা ভেবেছিল, সেভাবেই বাংলাদেশকে তারা নেতৃত্বশূন্য করে দিতে পারবে এবং বাংলাদেশ স্থায়ীভাবে পঙ্গু হয়ে যাবে। এসব বাস্তব পাহাড়সম অসুবিধা ও চ্যালেঞ্জের জন্যই অনেক পশ্চিমা পণ্ডিতেরা তখন বলেছিলেন যে এতদসত্ত্বেও যদি বাংলাদেশ উঠে দাঁড়াতে পারে, উন্নত দেশে পরিণত হতে পারে, তাহলে বুঝতে হবে যে পৃথিবীর যেকোনো অনুন্নত দেশই একদিন না একদিন উন্নত হতে পারবে।

আজ শত্রুর মুখে ছাই দিয়ে বাংলাদেশ স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে দাবি করতে পারে যে বাংলাদেশ ধ্বংস হয়ে যায়নি, মাথা তুলে সে বিশ্বে বুক ফুলিয়ে উন্নত দেশ হওয়ার দিকেই এগিয়ে যাচ্ছে।

বাংলাদেশের অর্জনসমূহ:-

এখন পৃথিবীতে যে ১১টি দেশকে ভবিষ্যৎ উন্নয়নের জন্য উদীয়মান এগারো (Emerging Eleven) বলে অভিহিত করা হয়, তাদের মধ্যে একটি দেশ হিসেবে বিরাজ করছি আমরা।

♦ অর্থনৈতিক প্রবৃদ্ধি

আমরা কয়েক বছর ধরে অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ৭ শতাংশের আশপাশে ধরে রেখেছি। আমাদের দেশে দারিদ্র্যের হার ১৯৭৪ সালে ছিল ৭৫ শতাংশ (অর্থাৎ ৭৫ শতাংশ পরিবারেরই বেঁচে থাকার মতো খাবার কেনার সামর্থ্য ছিল না) আজ সেই হার ২০ শতাংশে নেমে এসেছে। যদিও করোনার কারণে তা হয়তো আবার কিছুটা বেড়ে গিয়ে থাকতে পারে (কারও কারও মতে দ্বিগুণ হয়ে গেছে)। আমরা ১৯৭১ সালে ছিলাম কৃষিপ্রধান দেশ। আজ জিডিপিতে কৃষির অবদান মাত্র ১৩.৩৫ শতাংশ, শিল্পের ৩৫.৩৬ শতাংশ এবং সেবাখাতের অবদান ৫১.৩০ শতাংশ (২০২০-২০২১ বাজেট)। আমরা আজ কাঠামোগতভাবে আধুনিক শিল্পায়িত দেশে পরিণত হতে চলেছি। কিন্তু আজ আমাদের কৃষকেরা কম জমিতে দ্বিগুণ-তিন গুণ উৎপাদন বৃদ্ধি করে প্রায় ১৬ কোটি লোককে খাইয়ে পরিয়ে রেখেছেন, এটা মোটেও কম কোনো অর্জন নয়।

♦ নারীর ক্ষমতায়ন

আমাদের দেশে লক্ষণীয়ভাবে নারীরা কাজকর্মে এগিয়ে এসেছেন এবং তার ফলে অনেক পরিবারেই এখন দুজন উপার্জনকারী সৃষ্টি হয়েছে। ফলে দারিদ্র্যের চাপও অনেক কমেছে।

♦ শিক্ষার অগ্রগতি

আমাদের দেশে প্রায় শতভাগ শিশু এখন প্রাথমিক শিক্ষায় শিক্ষিত হওয়ার সুযোগ পাচ্ছে। শিশুমৃত্যুর হার, মাতৃমৃত্যুর হার, গড় আয়ুষ্কাল ইত্যাদি মানব উন্নয়ন সূচকের ক্ষেত্রে বাংলাদেশ আজ প্রতিবেশী দেশের চেয়ে এগিয়ে আছে। নোবেল বিজয়ী অমর্ত্য সেন নিজে এ কথা বলছেন।

♦ শিল্প উন্নয়ন

আমাদের পোশাকশিল্প, ওষুধশিল্প, সিমেন্টশিল্প, মাছ, সবজি, ফুল ইত্যাদি পণ্য সারা দুনিয়ায় এখন রপ্তানি হচ্ছে।

♦ প্রবাসী আয়

আমাদের দেশের বিদেশে কর্মরত নাগরিকেরা যে রেমিট্যান্স প্রতিবছর পাঠান, তা দিয়ে আমরা আমাদের বিশাল বৈদেশিক মুদ্রার ভাণ্ডার গড়ে তুলেছি। বিদেশিরা অর্থসাহায্য না দিলেও আমরা এখন নিজেদের টাকায়ই নিজেদের পদ্মা সেতুসহ অন্যান্য অবকাঠামো নির্মাণে সক্ষম। আমাদের তথাকথিত বিদেশি দাতা দেশগুলো (Foreign Donor Countries) আজ আর আমাদের পরিহাস করে তলাবিহীন ঝুড়ি (Bottomless Basket) আখ্যা দিতে পারে না।

ইতিমধ্যে বাংলাদেশ বর্তমানে ২০১৫ সালের এমডিজির (মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল) অধিকাংশ লক্ষ্য অর্জনসহ নিম্ন আয়ের দেশ থেকে নিম্ন-মধ্য আয়ের দেশের শ্রেণিভুক্ত হয়েছে। ষষ্ঠ ও সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার লক্ষ্যগুলো বাস্তবায়ন করে বাংলাদেশ বর্তমানে স্বল্পোন্নত দেশের (এলডিসি) কাতার থেকে বেরিয়ে আসার প্রয়োজনীয় সব মানদণ্ড পূরণ করতে পেরেছে। ফলে বাংলাদেশ যে একদিন মধ্য আয়ের দেশে পরিণত হবে, সে কথা নিশ্চিতভাবেই বলা যায়।

কিন্তু মধ্যম আয়ের দেশে কোনো দুর্ঘটনা ছাড়া উত্তরণ ঘটাতে হলে আমাদের দুটো গুরুত্বপূর্ণ শর্ত পূরণ করতে হবে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম উদ্দেশ্য ছিল অর্থনৈতিক মুক্তি। সেই উদ্দেশ্যেই ৫০ বছর আগে বাইরের শোষণ-বৈষম্য-নির্যাতন থেকে আমরা প্রথমে স্বাধীন হয়েছিলাম, আজ দেশের ভেতরের শোষণ-বৈষম্য-নির্যাতন থেকে আমাদের জনগণকে মুক্ত করতে হবে।

♦ বঙ্গবন্ধুর স্বপ্ন

বঙ্গবন্ধু দুঃখী মানুষের মুক্তির জন্য দারিদ্র্যমুক্ত, ক্ষুধামুক্ত, শোষণহীন, সমাজতান্ত্রিক, গণতান্ত্রিক দেশের স্বপ্ন দেখেছিলেন। ৩০ লাখ শহীদের স্বপ্নও তা-ই ছিল। একমাত্র সেসব স্বপ্ন বাস্তবায়ন করেই আমরা যাঁরা আজও বেঁচে আছি বা যাঁরা ভবিষ্যতে এ দেশের নাগরিক হবেন, তাঁরা সবাই শহিদের প্রতি ঋণ পরিশোধ করে স্বীয় কর্তব্য সমাপ্ত করতে পারবেন। আর বিশ্বের বুকে আমাদের প্রিয় স্বদেশ মাথা উঁচু করে উঠে দাঁড়াতে পারবে।

নিউইয়র্ক পুলিশে বাংলাদেশি কমান্ডার

২৯ জানুয়ারি ২০২১ যুক্তরাষ্ট্রের New York City Police Department (NYPD) – এ লেফটেন্যান্ট কমান্ডার পদে পদোন্নতি লাভ করেন বাংলাদেশি-আমেরিকান শামসুল হক। তিনি দক্ষিণ এশিয়ার প্রথম ব্যক্তি হিসেবে লেফটেন্যান্ট কমান্ডার পদে NYPD – তে অভিষিক্ত হন।

যুক্তরাজ্যের সর্বকনিষ্ঠ প্রধান শিক্ষক

৩৩ বছর বয়সে যুক্তরাজ্যের সর্বকনিষ্ঠ প্রধান শিক্ষক হন বাংলাদেশি বংশোদ্ভূত তাহমিনা বেগম।

BRICS ব্যাংকে বাংলাদেশ

ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার আদ্যক্ষর নিয়ে গঠিত BRICS জোটের প্রতিষ্ঠিত ব্যাংক New Development Bank (NDB)। শীঘ্রই এর সদস্য হিসেবে যোগ দিচ্ছে বাংলাদেশ। নিয়ম অনুযায়ী, কোনো দেশ BRICS’র কোনো সদস্য রাষ্ট্রের মধ্যস্থতাতেই কেবল এ ব্যাংকের সাথে যুক্ত হতে পারে। ১৭ ডিসেম্বর ২০২০ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশকে NDB –তে যুক্ত হতে আমন্ত্রণ জানায়। এরপর ২ ফেব্রুয়ারি ২০২১ অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এবং NDB’র প্রেসিডেন্ট মার্কোস প্রাদো ট্রয়জোর সাথে ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। সভায় অর্থমন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, অচিরেই বাংলাদেশ NDB’র সদস্য পদ অর্জন করতে পারবে। NDB’র সদস্য পদ অর্জনের মাধ্যমে বাংলাদেশের জন্য ব্যাংকের পণ্য এবং পরিষেবা ক্রয় কার্যক্রমে অংশগ্রহণ, সহনীয় সুদ হারে ঋণ নেয়ার সুযোগ তৈরি হবে।

যুক্তরাষ্ট্রে প্রথম বাংলাদেশি মালিকানাধীন বিশ্ববিদ্যালয়

প্রথমবারের মতো বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রে একটি বিশ্ববিদ্যালয়ের মালিকানা অর্জন করেছে। ভার্জিনিয়া স্টেটের ভিয়েনায় অবস্থিত এ বিশ্ববিদ্যালয়ের নাম Innovative Global University (IGU)। বিশ্ববিদ্যালয়টির মালিক ‘ম্যাজিকম্যান’ খ্যাত ইঞ্জিনিয়ার আবু বকর হানিপ। ১১ ফেব্রুয়ারি ২০২১ মালিকানা অর্জনের মাধ্যমে এ কৃতিত্ব দেখান তিনি। এ বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আবেদন করা যাবে www.igu.edu ওয়েবসাইটে।

চায়ের রপ্তানি বেড়েছে সাড়ে তিন গুণ।

Leave a Reply