বাংলাদেশ বিষয়াবলি

কালানুক্রমিক ঘটনাবলি

০১.০৩.২০২১

♦ ‘মুজিব বর্ষের অঙ্গীকার, বিমা হোক সবার’ প্রতিপাদ্য নিয়ে জাতীয় বিমা দিবস ২০২১ উদ্‌যাপিত হয়।

০২.০৩.২০২১

♦ ‘বয়স যদি আঠারো হয়, ভোটার হতে দেরি নয়’প্রতিপাদ্য নিয়ে দেশে জাতীয় ভোটার দিবস পালিত।

♦ জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় যোগাযোগ খাতকে অগ্রাধিকার দিয়ে ১ লাখ ৯৭ হাজার ৬৪৩ কোটি টাকার সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির অনুমোদন।

♦ দেশে সর্বশেষ হালনাগাদের পর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন (EC)।

০৩.০৩.২০২১

♦ কক্সবাজারের উখিয়া ও টেকনাফের আশ্রয়শিবির থেকে পঞ্চম দফায় নোয়াখালীর ভাসানচরে যাচ্ছে আরও অন্তত ২ হাজার ২৬০ জন রোহিঙ্গা।

♦ বাংলাদেশ বিমান বাহিনীর পাঁচদিনব্যাপী বার্ষিক শীতকালীন মহড়া উইনটেক্স – ২০২১ সমাপ্ত।

০৪.০৩.২০২১

♦ প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ নিয়েছেন।

♦ ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়ঙ্কর এক দিনের সফরে ঢাকায় আসেন এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন। 

০৫.০৩.২০২১

♦ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন উড়োজাহাজ ‘শ্বেত বলাকা’ ঢাকায় আসে।

০৬.০৩.২০২১

♦ মেয়েদের ক্রিকেট দিয়ে শুরু হলো বাংলাদেশ গেমস।

০৭.০৩.২০২১

♦ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের সুবর্ণজয়ন্তী উদ্‌যাপিত।

♦ প্রথমবারের মতো জাতীয় দিবস হিসেবে পালিত হয় ঐতিহাসিক ৭ মার্চ।

০৮.০৩.২০২১

♦ ‘নেতৃত্বে নারী : কোভিড-১৯ বিশ্বে সমতাপূর্ণ ভবিষ্যৎ গড়া’  প্রতিপাদ্য নিয়ে সারা বিশ্বের সংঙ্গে বাংলাদেশে পালিত হলো আন্তর্জাতিক নারী দিবস।

♦ দেশে করোনা শনাক্তের এক বছর পূর্ণ হয়েছে। এই এক বছরে দেশে মোট ৫ লাখ ৫১ হাজার ১৭৫ জনের দেহে করোনা শনাক্ত হয়। এর মধ্যে মারা গেছেন ৮ হাজার ৪৭৬ জন। সুস্থ হয়েছেন ৫ লাখ ৪ হাজার ১২০ জন।

♦ ধর্ষণ ও অন্যান্য যৌন অপরাধের শিকার ভুক্তভোগীর পরিচয় (পূর্ণ নাম, ঠিকানা, ছবি, শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মস্থলের নামসহ সংশ্লিষ্ট তথ্য) অনলাইন, সংবাদপত্র ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশ বন্ধে অবিলম্বে পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

♦ বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য সচিব পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত।

০৯.০৩.২০২১

♦ মন্ত্রিসভায় ‘কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় আইন ২০২১’- এর খসড়ার অনুমোদন।

♦বাংলাদেশ ও ভারতের সীমান্তে দুই দেশের মধ্যে সংযোগকারী প্রথম কোনো নদীর ওপর নির্মিত সেতুর উদ্বোধন করেন দুই দেশের প্রধানমন্ত্রী।

১০.০৩.২০২১

♦ জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত। ১৯৯৭ সাল থেকে দিবসটি পালন করছে সরকার।

♦ রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ ও তাঁর স্ত্রী রাশিদা খানম বঙ্গভবনে কোভিড-১৯ টিকার প্রথম ডোজ নিয়েছেন।

♦ বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদ্‌যাপন উপলক্ষে বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্রের (বিটাক) প্রশাসনিক ভবনে ‘বঙ্গবন্ধু কর্নার’ স্থাপন করা হয়েছে।

♦ দেশের ৬০তম তফসিলি ব্যাংক হিসেবে কার্যক্রম শুরু করে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেড।

১১.০৩.২০২১

♦ দেশের ৫টি বিভাগের আওতাধীন ২০টি জেলার ৭০টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ‘কমিউনিটি ভিশন সেন্টার’-এর কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

♦ পবিত্র শবে মে’রাজ পালিত।

১৩.০৩.২০২১

♦ এক সপ্তাহের সফরে ঢাকা আসেন সুইডেনের আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী পের ওলসন ফ্রিধ।

১৪.০৩.২০২১

♦ নতুন কেনা ড্যাশ-৮ কিউ ৪০০ মডেলের দুটি উড়োজাহাজ ‘আকাশতরী’ ও ‘শ্বেতবলাকা’র উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

১৫.০৩.২০২১

♦ দেশের নিজস্ব তহবিল থেকে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অর্থায়নের লক্ষ্যে বাংলাদেশ অবকাঠামো উন্নয়ন তহবিলের (বিআইডিএফ) উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

♦ একাদশ জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশন ১ এপ্রিল ২০২১ আহ্বান করেন রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ।

♦ তথ্য মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে ‘তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়’ করার গেজেট জারি।

১৬.০৩.২০২১

♦ এ বছর পবিত্র হজে অংশ নিতে হলে করোনাভাইরাসের টিকা গ্রহণ করতে হবে। টিকার প্রথম ডোজ মার্চে এবং দ্বিতীয় ডোজ মে মাসে নিতে হবে। এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বাস্থ্য অধিদপ্তরকে অনুরোধ জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

♦ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে ৬ দিনের সফরে ঢাকা আসেন বেলারুশের শিল্পবিষয়ক উপমন্ত্রী দিমিত্রি খারিতনছিক।

 

১৭.০৩.২০২১

♦ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ‘মুজিব চিরন্তন’ প্রতিপাদ্যে ১০ দিনব্যাপী অনুষ্ঠানমালা শুরু।

১৮.০৩.২০২১

♦ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মেদ সোলিহ’র মধ্যে শীর্ষ বৈঠক অনুষ্ঠিত।

♦ বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে ৪টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত।

♦ অমর একুশে বইমেলা ২০২১ শুরু।

♦ সরকারি চাকরি থেকে ‘স্বেচ্ছায় পদত্যাগ’ করলে পেনশন সুবিধা না পাওয়া সংক্রান্ত বাংলাদেশ সার্ভিস রুলসের (BSR) অংশবিশেষ অসাংবিধানিক ঘোষণা করে রায় দেন হাইকোর্ট।

১৯.০৩.২০২১

♦ করোনার টিকা কিনতে বাংলাদেশকে আরো ৫০ কোটি ডলার ঋণ অনুমোদন দেয় বিশ্বব্যাংকের বোর্ড সভা।

২০.০৩.২০২১

♦ দুই দেশের ব্যবসা-বাণিজ্যে নতুন নতুন ক্ষেত্র উন্মোচনে সম্মত হন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শ্রীলংকার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে।

২২.০৩.২০২১

♦ দেশের ৩১তম ব্যাংক হিসেবে পুঁজিবাজারে লেনদেন শুরু করে এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড।

♦ নেপালের প্রথম কোনো প্রেসিডেন্ট হিসেবে দুইদিনের সফরে বাংলাদেশে আসেন বিদ্যা দেবী ভান্ডারী।

♦ পর্যটন, স্যানিটেশন, সাংস্কৃতিক বিনিময় ও রেল ট্রানজিট বিষয়ে বাংলাদেশ ও নেপালের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত।

২৩.০৩.২০২১

  • তিনদিনের সফরে ঢাকা আসেন ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং।

২৬.০৩.২০২১

♦ বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালিত।

♦ মুজিব শতবর্ষ ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে দু‘দিনের সফরে ঢাকা আসেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

২৭.০৩.২০২১

♦ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতেরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে বৈঠক অনুষ্ঠিত।

♦ বাংলাদেশ-ভারতের মধ্যে নতুন যাত্রীবাহী ট্রেন ‘মিতালী এক্সপ্রেস’ উদ্বোধন।

২৯.০৩.২০২১

♦ পবিত্র শবে বরাত পালিত।

 

আলোচিত বাংলাদেশ

 

বঙ্গবন্ধু শিক্ষাবিমা

১ মার্চ জাতীয় বিমা দিবস। এ উপলক্ষে দুই বছরের জন্য প্রথমবারের মতো চালু হয়েছে ‘বঙ্গবন্ধু শিক্ষাবিমা’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১ মার্চ, ২০২১ ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত জাতীয় বিমা দিবসের অনুষ্ঠানে এ বিমা পলিসির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন। এ বিমা পলিসির বিমাকৃত ব্যক্তি হবেন মা-বাবা অথবা আইনগত অভিভাবক। বিমা পলিসির প্রিমিয়াম দিতে হবে বছরে ৮৫ টাকা। পলিসির মেয়াদের মধ্যে বিমাগ্রহীতা মারা গেলে বা শারীরিকভাবে পঙ্গু হয়ে পড়লে ১৮ বছর বয়স পর্যন্ত তাঁর সন্তানকে প্রতি মাসে ৫০০ টাকা করে বৃতিত্ দেওয়া হবে।

 

শস্যচিত্রে বঙ্গবন্ধু গিনেস ওয়ার্ল্ড রেকর্ডেসে স্থান পেয়েছে

মুজিব বর্ষে বগুড়ার শেরপুরের বালেন্দা গ্রামে ১০০ বিঘা জমির ওপর বিশাল ‘ক্যানভাসে’ ফুটিয়ে তোলা হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুখ, শস্যচিত্রটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পেয়েছে। সর্ববৃহৎ শস্যচিত্র (লার্জেষ্ট ক্রুপ ফিল্ড মোজাইক) ক্যাটাগরিতে গিনেজ রেকর্ডসে জায়গা করে নিয়েছে প্রতিকৃতিটি। ‍এর আয়তন ১ লাখ ১৯ হাজার ৪৩০ বর্গমিটার। গত, ১৬ মার্চ, ২০২১ গিনেস ওয়ার্ল্ড কর্তৃপক্ষ রেকর্ড বুকে স্থান পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

 

এবার অনন্য উচ্চতায় বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ

জাতিসংঘের সব দাপ্তরিক ভাষায় বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণবিষয়ক গ্রন্থের মোড়ক উন্মোচিত হয়েছে। ফ্রান্সের প্যারিসে ইউনেস্কোর সদর দপ্তরে গত ৫ মার্চ, ২০২১ ‘The Historic 7th March Speech of Bangabandhu Sheikh Mujibur Rahman: A World Documentary Heritage’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। বাংলাদেশ দূতাবাস, প্যারিস ও ইউনেস্কোয় বাংলাদেশের স্থায়ী মিশনের উদ্যোগে ইংরেজি, ফ্রেঞ্চ, স্প্যানিশ, আরবি, রুশ ও চীনা ভাষাভাষী ১২ জন রাষ্ট্রদূত ও ইউনেস্কোয় স্থায়ী প্রতিনিধিরা গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন। এই প্রথম জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ জাতিসংঘের সব দাপ্তরিক ভাষায় অনূদিত হলো।

যমুনাপাড়ে বঙ্গবন্ধুর দুটি বইয়ের ভাস্কর্য

সিরাজগঞ্জের যমুনা নদীর পাড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের  ‘অসমাপ্ত আত্মজীবনী’ ও ‘কারাগারের রোজনামচা’ বইয়ের ভাস্কর্য উদ্বোধন করা হয়েছে। মুজিব বর্ষ উপলক্ষে গত ৭ মার্চ, ২০২১ সিরাজগঞ্জের শহর রক্ষা বাঁধের তার্ড পয়েন্ট এলাকায় ভাস্কর্যটি স্থাপন করা হয়। স্থপতি মৃণাল কান্তির নকশায় স্থাপন করা ভাস্কর্যটির উচ্চতা ১৫ ফুট।

কম্বলচিত্রে বঙ্গবন্ধুর প্রতিকৃতি

মুজিববর্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে ১৭ মার্চ ২০২১ নিজেদের কম্বল দিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তৈরি করে এর প্রতি সম্মান প্রদর্শনের জন্য এ উদ্যোগ নেন ঢাকা কেন্দ্রীয় কারাগার মাঠের ১০০ জন কারাবন্দী। বঙ্গবন্ধুর প্রতিকৃতি বানান ৭১৪টি কম্বল দিয়ে। দুই দিনের পরিশ্রমের পরে ২২০ ফুট দৈর্ঘ্য ও ৩৫,২০০ বর্গফুটের বঙ্গবন্ধুর প্রতিকৃতি বানিয়ে সশ্রদ্ধ সম্মান প্রদর্শন করেন তারা।

চবি’র বঙ্গবন্ধু চেয়ার

২৭ ফেব্রুয়ারি, ২০২১ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ‘বঙ্গবন্ধু চেয়ার’ পদে দুই বছরের জন্য নিয়োগ লাভ করেন ইতিহাসবিদ ও মুক্তিযুদ্ধ গবেষক অধ্যাপক ড. মুনতাসীর মামুন। যোগদানের তারিখ থেকে এই নিয়োগ কার্যকর হবে।

গান্ধী শান্তি পুরস্কারে ভূষিত বঙ্গবন্ধু

২২ মার্চ ২০২১ ভারতের সংস্কৃতি মন্ত্রণালয় ২০১৯ ও ২০২০ সালের গান্ধী শান্তি পুরস্কার ঘোষণা করে। ২০১৯ সালের জন্য পুরস্কার লাভ করেন ওমানের প্রয়াত সুলতান কাবুস বিন সায়েদ আল সায়েদ। অন্যদিকে ২০২০ সালের জন্য গান্ধী শান্তি পুরস্কারে ভূষিত হন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

হাকালুকি হাওরে পাখিশুমারি

মৌলভীবাজারের কুলাউড়া, জুড়ী ও বড়লেখা এবং সিলেটের ফেঞ্চুগঞ্জ ও গোলাপগঞ্জ উপজেলার প্রায় ২৮ হাজার হেক্টর এলাকাজুড়ে হাকালুকি হাওরটি বিস্তৃত। এটি দেশের বৃহত্তম হাওর। গত ২৩ ও ২৪ ফেব্রুয়ারি, ২০২১ আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ প্রতিষ্ঠান (আইইউসিএন), প্রকৃতি ও জীবন ফাউন্ডেশস (পিওহেএফ) এবং বাংলাদেশ বার্ড ক্লাবের (বিবিসি) সদস্যরা যৌথভাবে এ হাওরে পাখিশুমারি চালান। এতে নেতৃত্ব দেন দেশের বিশিষ্ট পাখি বিশেষজ্ঞ ইনাম আল হক।

কোভ্যাক্স থেকে বাংলাদেশ পাচ্ছে ১ কোটি ৯ লাখ ৮ হাজার টিকা

আগামী জুন মাসের আগে কোভ্যাক্স থেকে ১ কোটি ৯ লাখ ৮ হাজার টিকা পাবে বাংলাদেশ। গত ২ মার্চ, ২০২১ কোভ্যাক্সের আওতায় বিশ্বজুড়ে বিনা মূল্যে টিকা সরবরাহের একটি পরিকল্পনাপ্রকাশ করা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, জুনের আগে সবচেয়ে বেশি টিকা যে দেশগুলো পাবে, তার মধ্যে বাংলাদেশ আছে ৪ নম্বরে।

দেশে প্রথমবারের মতো টেলিভিশনে সংবাদ পাঠ ও নাটকে রূপান্তরিত নারী

বাংলাদেশে প্রথমবারের মতো টেলিভিশনে সংবাদ পাঠ ও নাটকে অভিনয় করতে দেখা গেল দুই রূপান্তরিত নারীকে (ট্রান্সজেন্ডার)। স্বাধীনতার মাস মার্চে নারী দিবস উদ্‌যাপনের প্রাক্কালে বেসরকারি টেলিভিশস চ্যানেল বৈশাখী টেলিভিশন এ উদ্যোগ গ্রহণ করে, যা স্বাধীনতার ৫০ বছরে দেশে আগে কখনো ঘটেনি। এই রূপান্তরিত নারীর একজনের নাম তাসনুভা আনান শিশির। গত ৮ মার্চ, ২০২১ আন্তর্জাতিক নারী দিবসে বৈশাখী টেলিভিশনে প্রথম সংবাদ বুলেটিন উপস্থাপন করেন তিনি। এ ছাড়া বৈশাখী টেলিভিশনের বিনোদন বিভাগের নিয়মিত নাটকের মূল চরিত্রগুলোর একটিতে অভিনয় করেন আরেকজন রূপান্তরিত নারী, যার নাম নুসরাত মৌ। যাঁকে পর্দায় প্রথম দেখা যায় একই দিন আন্তর্জাতিক নারী দিবসে, ধারাবাহিক নাটক ‘চাপাবাজ’এর একটি পর্বে।

মুন্সিগঞ্জে অতীশ দীপঙ্করের সময়ের প্রত্নতাত্ত্বিক নিদর্শন

প্রত্নতাত্ত্বিক খননে আবিষ্কৃত হয়েছে অতীশ দীপঙ্করের সময়ের বৃহৎ ও সমৃদ্ধ স্তূপ কমপ্লেক্স। গত ৩ মার্চ, ২০২১ মুন্সিগঞ্জের টুঙ্গিবাড়ী উপজেলার নাটশ্বর দেউল এলাকায় প্রত্নতাত্ত্বিক খননে আবিষ্কৃত হয়েছে অতীশ দীপঙ্করের সময়ের বৃহৎ ও সমৃদ্ধ স্তূপ কমপ্লেক্স।

কমনওয়েলথের শীর্ষ ৩ অনুপ্রেরণাদায়ী নারী নেতার তালিকায় শেখ হাসিনা

কমনওয়েলথভুক্ত দেশগুলোর মধ্যে কোভিড-১৯ মহামারি মোকাবিলায় নেতৃত্ব দেওয়া শীর্ষ তিন অনুপ্রেরণাদায়ী নারী নেতার তালিকায় রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  অন্য দুজন হলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন ও বারবাডোসের প্রধানমন্ত্রী মিয়া আমোর মোটলি। গত ৬ মার্চ, ২০২১ লন্ডনের বাংলাদেশ হাইকমিশন থেকে দেওয়া বিবৃতিতে এ তথ্য জানানো হয়। ‘আন্তর্জাতিক নারী দিবস ২০২১’ উপলক্ষে দেওয়া বিশেষ ঘোষণায় মহামারি চলাকালে সফলভাবে নেতৃত্ব দেওয়া শীর্ষ তিন নারী নেতার নাম ঘোষণা করেন কমনওয়েথের মহাসচিব চ্যাট্রিসিয়া স্কটল্যান্ড  কিউসি।

সোলারের রোডম্যাপ তৈরি করছে সরকার

নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ প্রাপ্তির ক্ষেত্রে সৌরশক্তি নিয়ে নতুন করে রোডম্যাপ তৈরি করেছে টেকসই ও নাবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ । পরিকল্পনার খসড়া এরই মধ্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, সরকারি-বেসরকারি সংস্থাগুলোর সহযোগিতায় ২০৩০ সালের মধ্যে ৮ হাজার ৭৪৩ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন করা যাবে বলে প্রাক্কলন করা হয়েছে।

স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ৯ বিশিষ্টজন ও এক প্রতিষ্ঠান

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে দেশের ৯ বিশিষ্ট ব্যক্তি এবং একটি প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার ২০২১ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

 

 

পুরস্কার প্রাপ্তরা হলেন

ব্যক্তি/প্রতিষ্ঠান

ক্ষেত্র

এ কে এম বজলুর রহমান (প্রয়াত)

স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ

আহসান উল্লাহ মাস্টার (প্রয়াত)

স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ

বীর মুক্তিযোদ্ধা ব্রিগেডিয়ার জেনারেল খুরশিদ উদ্দিন আহমেদ (প্রয়াত)

স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ

আখতারুজ্জামান চৌধুরী বাবু (প্রয়াত)

স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ

ড. মৃণ্ময় গুহ নিয়োগী

বিজ্ঞান প্রযুক্তি

মহাদেব সাহা

সাহিত্য

আতাউর রহমান

সংস্কৃতি

গাজী মাজহারুল আনোয়ার

সংস্কৃতি

অধ্যাপক এম আমজাদ হোসেন

সমাজসেবা/জনসেবা

বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল

গবেষণা ও প্রশিক্ষণ

 

অনুবাদ সফটওয়্যার উদ্বোধন করেছে সুপ্রিম কোর্ট

বাংলাদেশ সুপ্রিম কোর্ট ‘আমার ভাষা’ নামে একটি অনুবাদ সফটওয়্যার উদ্বোধন করেছেন। গত ১৮ ফেব্রুয়ারি, ২০২১ এই সফটওয়্যার উদ্বোধন করা হয়। ভারতের একস্টেপ ফাউন্ডেশন অব ইন্ডিয়ার তৈরি সফটওয়্যারটি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে সুপ্রিম কোর্টের আদেশ ও রায়গুলো ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করতে সক্ষম।

প্রথম কোনো সেতুতে যুক্ত হলো বাংলাদেশ-ভারত

বাংলাদেশ ও ভারতকে যুক্ত করা ফেনী নদীর ওপর নির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন করেছে দুই দেশের দুই প্রধানমন্ত্রী। গত ৯ মার্চ, ২০২১ এক ভার্চ্যুয়াল অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘বাংলাদেশ-ভারত মৈত্রী-১’ এর উদ্বোধন করেন।

ইয়াং গ্লোবাল লিডার নির্বাচিত হলেন মাশরাফি

‘ইয়াং গ্লোবাল লিডার’ নির্বাচিত হয়েছেন ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা। প্রতিবছর ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম ৪০ বছরের কম বয়সীদের মধ্য থেকে প্রতিভাবান ও নেতৃত্ব দিতে সক্ষম, এমন ব্যক্তিদের নির্বাচিত করে থাকে।

করোনা টিকার যুগে বাংলাদেশ

বাংলাদেশে গণটিকাদান শুরুর পর এক মাস চলে গেছে। এক মাসে দেশের প্রায় ৩৭ লাখ মানুষকে করোনার টিকা দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়, যা মোট জনসংখ্যার ২ দশমিক ২৩ শতাংশ। টিকা দেওয়ার ক্ষেত্রে বাংলাদশের অবস্থান বৈশ্বিকভাবে অনেক ওপরে। কিছু ক্ষেত্রে টিকা উৎপাদনকারী প্রতিবেশী দেশ ভারতকেও পেছনে ফেলেছে বাংলাদেশ। বাংলাদেশে গণটিকাদান শুরু হয় গত ৭ ফেব্রুয়ারি। এই এক মাসে ছুটির দিন ছাড়া মোট ২২ দিন মানুষকে টিকা দেওয়া হয়েছে। ৬ মার্চ পর্যন্ত টিকা নিয়েছেন ৩৬ লাখ ৮২ হাজার ১৫২ জন। আর এক মাসে টিকা দেওয়ার  যে হার, তা বিবেচনায় নিলে বাংলাদেশ উন্নত দেশ কানাডার চেয়ে ভালো অবস্থানে আছে। কানাডায় এ পর্যন্ত ২২ লাখ মানুষ টিকা পেয়েছেন। বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হন গত বছরের ৮ মার্চ। আর করোনায় আক্রান্ত হযে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ১৮ মার্চ। ২০২০-এর মার্চ মাসের শেষ সপ্তাহ থেকেই একপ্রকার লকডাউন শুরু হয়ে যায়। স্থবির হয় জনজীবন, বির্পস্ত হয়ে পড়ে অর্থনীতি, মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে চরম অনিশ্চয়তা। চলতি বছরের ১১ মার্চ পর্যন্ত দেশে মোট ৫ লাখ ৫৪ হাজার ১৫৬ জনের করোনার সংক্রমণ  শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ৮ হাজার ৫০২ জন। মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৭ হাজার ৯২০ জন। করোনার এ আবহের মধ্যেই দেশে আসে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রোজেনেকার উদ্ভাবিত টিকা ভারতের সেরাম ইনস্টিটিউপ কোভিশিল্ড নামে উৎপাদন করছে। এই টিকা ব্যবহার করছে বাংলাদেশ।

 

এলডিসি তালিকা থেকে উত্তরণের সুপারিশ পেয়েছে বাংলাদেশ

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বের হয়ে যাওয়ার সুপারিশ পেয়েছে বাংলাদেশ। জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি (সিডিপি) গত ২৬ ফেব্রুয়ারি রাতে পাঁচ দিনের বৈঠক শেষে এ সুপারিশ করে। সিডিপির এলডিসি-সংক্রান্ত উপগ্রুপের প্রধান টেফেরি পেসফাসো পরে এক অনলাইন ব্রিফিংয়ে এ কথা জানান। তবে বাংলাদেশকে এলডিসি থেকে বের হতে ২০২৬ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। সাধারণত উন্নয়নশীল দেশগুলোর মধ্যে যেসব দেশ তুলনামূলক দুর্বল, সেসব দেশকে স্বল্পোন্নত দেশ হিসেবে বিবেচনা করা হয়। ১৯৭১ সালে প্রথম স্বল্পোন্নত দেশের তালিকা করা হয়। বাংলাদেশ ১৯৭৫ সালে এই তালিকায় অন্তর্ভুক্ত হয়। সবকিছু ঠিক থাকলে পাঁচ বছর পর এলডিসি থেকে বের হয়ে অন্যান্য উন্নয়নশীল দেশের কাতারে চলে যাবে বাংলাদেশ।

জানে আলম

১৯৫৬-২ মার্চ ২০২১

কিংবদন্তি সংগীতশিল্পী। তার জন্ম মানিকগঞ্জের হরিরামপুরে। জানে আলম শুধু কণ্ঠশিল্পীই নন, তিনি একজন সুরকার, গীতিকার, প্রযোজকও ছিলেন। তার নিজের গাওয়া গানের সংখ্যা ৪,০০০’র মতো। এছাড়া তার লেখা, সুর এবং পরিচালনা করা গান রয়েছে প্রায় তিন হাজার। পপ ও ফোকের মিশ্রণে তৈরি গান করে তিনি তুমুল জনপ্রিয়তা পান ৮০’র দশকে।

সৈয়দ আবুল মকসুদ (২৩ অক্টোবর ১৯৪৬২৩ ফেব্রুয়ারি ২০২১)

খ্যাতিমান কলাম লেখক, গবেষক, প্রাবন্ধিক ও সাংবাদিক। সাধারণত গবেষণা হয় প্রতিষ্ঠানের মাধ্যমে; কিন্তু সৈয়দ আবুল মকসুদ গবেষণার ক্ষেত্রে নিজেকে এক অনন্য প্রতিষ্ঠানে পরিণত করেছিলেন।

সাহিত্যকর্ম

তার রচিত গ্রন্থের সংখ্যা ৪০’র ওপরে। উল্লেখযোগ্য গ্রন্থ-

কবিতা: বিকেলবেলা (১৯৮১), দারা শিকোহ ও অন্যান্য কবিতা (১৯৮৭, সৈয়দ আবুল মকসুদের কবিতা (২০১২); প্রবন্ধ : যুদ্ধ ও মানুষের মূর্খতা (২০০৮), গান্ধী, নেহেরু ও নোয়াখালী (২০০৮), ঢাকার বুদ্ধদেব বসু (২০১১), রবীন্দ্রনাথের ধর্মতত্ত্ব ও দর্শন, প্রভৃতি (২০১২); জীবনী: মাওলানা আব্দুল হামিদ খানা ভাষানীর জীবন, কর্মকাণ্ড, রাজনীতি ও দর্শন (১৯৮৬), সৈয়দ ওয়ালীউল্লাহর জীবন ও সাহিত্য (২০১১), ভাসানী কাহিনী (২০১৩), স্মৃতিতে সৈয়দ ওয়ালীউল্লাহ (২০১৪); ভ্রমণকাহিনী: জার্নাল অব জার্মানি, ভ্রমণ সমগ্র।

জয়িতা পদক ২০২১

৮ মার্চ ২০২১ আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠানে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ পাঁচ জয়িতাকে সম্মাননা দেওয়া হয়। তাদের প্রত্যেককে এক লাখ টাকার চেক, ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। পদক প্রাপ্তরা –

ক্যাটাগরি

নাম

জেলা

অর্থনীতি

হাছিনা বেগম নীলা

বরিশাল

শিক্ষা

মিফতাহুল জান্নাত

বগুড়া

নির্যাতিত অবস্থা থেকে উত্তরণ

রবিজান

টাঙ্গাইল

সফলা জননী

মোসাম্মৎ হেলেন্নছা বেগম

পটুয়াখালী

সমাজ উন্নয়ন

অঞ্জানা বালা বিশ্বাস

নড়াইল

 

পটুয়াখালীতে দেশের বৃহত্তম ইপিজেড

পটুয়াখালী জেলার সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের পচাকোড়ালিয়ায় প্রায় ৫০০ একর জমিতে নির্মাণ করা হবে দেশের বৃহত্তম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (EPZ)। বর্তমান দেশের বৃহত্তম ইপিজেড হলো ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত চট্টগ্রাম জেলার দক্ষিণ হালিশহরে অবস্থিত EPZ, যার আয়তন ৪৫৩ একর।

 

বিমান বহরে নতুন দুই উড়োজাহাজ

১৪ মার্চ ২০২১ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হওয়া সর্বাধুনিক প্রযুক্তি সম্বলিত ড্যাশ ৮-কিউ ৪০০ মডেলের দুটি উড়োজাহাজ ‘আকাশতরী’ ও ‘শ্বেত বলাকা’ –এর উদ্বোধন করা হয়। নতুন ২ টিসহ বর্তমান বিমান বহরে মোট উড়োজাহাজের সংখ্যা ২১টি।

চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

২ মার্চ ২০২১ হালনাগাদকৃত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন (EC)। চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী –

পুরুষ ভোটার = ৫,৬৫,৯৮,০০৫ জন

নারী ভোটার = ৫,৫১,২২,২২৩ জন

হিজড়া ভোটার=        ৪৪১ জন

মোট ভোটার = ১১,১৭,২০,৬৬৯ জন

বাংলা ব্রাউজার ‘দুরন্ত’

সম্পূর্ণ বাংলায় দেশের সর্বপ্রথম একদম নিরাপদ ও দ্রুতগতির ব্রাউজার ‘দুরন্ত’। ব্রাউজারটি মোবাইলের জন্য তৈরি; ভবিষ্যতে ডেস্কটপ থেকেও ব্যবহার করা যাবে। ডেস্কটপ ও ল্যাপটপের জন্য এই লিংক (https://duronto.com.bd/) থেকে ব্রাউজারটি ডাউনলোড করে ব্যবহার করা যাবে সম্পূর্ণ বিনামূল্যে।

স্বাধীনতা সড়ক চালু

১৭ এপ্রিল ১৯৭১ বাংলাদেশের প্রথম সরকারের মন্ত্রিসভার সদস্যরা শপথ নেন মেহেরপুরের মুজিবনগরে। ভারত থেকে যে পথ দিয়ে জাতীয় চার নেতা এবং বিদেশি সংবাদকর্মী ও মুক্তিযোদ্ধারা ঐতিহাসিক মুজিবনগরে এসেছিলেন সম্প্রতি তার নামকরণ করা হয় ‘স্বাদীনতা সড়ক’ (মুজিবনগর-কলাকাত) । ২৬ মার্চ ২০২১ বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে সড়কটি চালু হয়। স্বাধীনতা সড়কের জিরো পয়েন্ট থেকে মেহেরপুর জেলা সদরের আনুমানিক দূরত্ব ১৫ কিলোমিটার এবং স্থানীয় মুজিবনগর উপজেলা সদর থেকে দূরত্ব প্রায় ১ কিলোমিটার।

 

Leave a Reply