কালানুক্রমিক ঘটনাবলি
০১.০৪.২০২১
♦একাদশ জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশন শুরু।
♦টেস্ট মর্যাদা লাভ করে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
♦নবম বাংলাদেশ গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন।
♦ অভিবাসন সাংবাদিকতায় ৮ জন সাংবাদিককে পুরস্কার দিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা অভিবাসী উন্নয়ন প্রোগ্রাম (ওকাপ)।
০২.০৪.২০২১
♦করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় বাংলাদেশকে লাল তালিকাভুক্ত করেছে যুক্তরাজ্য। ৯ এপ্রিল থেকে বাংলাদেশি নাগরিকেরা দেশটিতে প্রবেশ করতে পারবেন না।
০৩.০৪.২০২১
♦জাতীয় সংসদে ‘মোংলা বন্দর কর্তৃপক্ষ বিল-২০২১’ উত্থাপন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
০৪.০৪.২০২১
♦টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেনানিবাসে ৯ দিনব্যাপী আন্তর্জাতিক সামরিক প্রশিক্ষণ ‘এক্সারসাইজ শান্তির অগ্রসেনা’র উদ্বোধন।
♦করোনাভাইরাসজনিত রোগ বিস্তার রোধকল্পে ৫ এপ্রিল সকাল ৬টা থেকে ১১ এপ্রিল রাত ১১টা পর্যন্ত চলাচল ও কাজে নিষেধাজ্ঞা দিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার।
♦কোনো হজ ও ওমরাহ এসেন্সি সৌদি আরব গিয়ে অপরাধ করলেও বাংলাদেশে সেই অপরাধের বিচার করার বিধান রেখে ‘হজও ওমরাহ ব্যবস্থাপনা বিল-২০২১’ জাতীয় সংসদে উত্থাপন করেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।
০৫.০৪.২০২১
♦উন্নয়নশীল ৮ দেশের জোট বা D-8 রাষ্ট্রগুলোর শীর্ষ পর্যায়ের চারদিনব্যাপী সম্মেলন ঢাকায় শুরু।
♦করোনাভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় সারা দেশে ৭ দিনের বিধি-নিষেধ শুরু।
♦শারীরিক উপস্থিতি ছাড়া ৫ থেকে ১১ এপ্রিল পর্যন্ত তথ্যপ্রযুক্তি ব্যবহার করে শুধু ভার্চুয়াল উপস্থিতিতে
বিচারকাজ পরিচালনার জন্য হাইকোর্টের পৃথক চারটি বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি
সৈয়দ মাহমুদ হোসেন।
০৬.০৪.২০২১
♦বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বিজনেস কাউন্সিল ভার্চুয়ালি উদ্বোধন।
০৭.০৪.২০২১
♦দেশের প্রথম গ্রিন বন্ডের অনুমোদন দেয় পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (BSEC)।
♦সরকারি গুদামে মজুত বাড়াতে ভারত থেকে আরও দেড় লাখ টন চাল আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে দুটি মন্ত্রিসভা কমিটি।
০৮.০৪.২০২১
♦দেশে করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ টিকাদান শুরু।
♦যৌথ সামরিক অনুশীলনের সমাপনীসহ বিভিন্ন আয়োজনে যোগ দিতে পাঁচ দিনের সফরে ঢাকায় আসেন ভারতের সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নরভানে। উপহার হিসেবে এনেছেন এক লাখ ডোজ অক্সফোর্ড-অ্যাস্ট্রজেনেকার টিকা।
০৯.০৪.২১
♦মার্কিন প্রেসিডেন্টের পক্ষে জলবায়ুবিষয়ক ভার্চুয়াল শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ
জানাতে সংক্ষিপ্ত সফরে ঢাকা আসেন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের জলবায়ুবিষয়ক দূত জন কেরি।
১০.০৪.২০২১
♦বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের সমাপ্তি।
১১.০৪.২০২১
♦‘বাংলাদেশ সরকারি ট্রেজারি বন্ড বিধিমালা, ২০২১’ গেজেট আকারে প্রকাশ।
১২.০৪.২০২১
♦করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে ১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত সাত দিনের ‘সর্বাত্মক লকডাউনে’ কাজ ও চলাচলে কঠোর বিধিনিষেধ জারি করে মন্ত্রিপরিষদবিভাগ।
♦পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের পাহাড়ি জনগোষ্ঠীর প্রধানতম সামাজিক ও ধর্মীয় উৎসব ‘বৈসাবি’ শুরু।
১৪. ০৪. ২০২১
♦পবিত্র মাহে রমজান শুরু।
♦করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলা ও সংক্রমণ রোধে দেশজুড়ে ৮ দিনের কঠোর বিধিনিষেধ শুরু।
♦সীমিত পরিসরে প্রতীকী কর্মসূচির মাধ্যমে বাংলা নববর্ষ ১৪২৮ উদ্যাপিত। ‘কাল ভয়ংকরের বেশে এবার ওই আসে সুন্দর’ প্রতিপাদ্য নিয়ে চারুকলায় আয়োজিত হয় মঙ্গল শোভাযাত্রা।
♦দরিদ্র ও নিম্নবিত্ত মানুষের মহামারির দ্বিতীয় ঢেউ মোকাবিলায় পল্লি অঞ্চলে কর্মসৃজনের জন্য ৮০৭ কোটি ৬৫ লাখ টাকা এবং পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে ৬৭২ কোটি টাকা বরাদ্দ দেওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্র্রী শেখ হাসিনা।
১৫.০৪.২০২১
♦দেশে করোনায় মৃত্যুর সংখ্যা ১০ হাজার ছাড়ায়।
১৬.০৪.২০২১
♦বাংলাদেশ থেকে যাওয়া যাত্রীদের মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত লোকজনের সংখ্যা বেড়ে যাওয়ায় বাংলাদেশি নাগরিকদের ওপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে দক্ষিণ কোরিয়ার সরকার।
১৭.০৪.২০২১
♦মুজিবনগর দিবস পালিত।বাংলাদেশের প্রথম সরকারের ৫০ বছর পূর্তি হলো।
♦দেশে করোনায় এক দিনে মৃত্যু ১০০ ছাড়ায়। এদিন মৃত্যুবরণ করেন ১০১ জন।
১৮.০৪.২০২১
♦রাজধানীর মহাখালীর ডিএনসিসির ভবনে যাত্রা শুরু করে ১০০০ শয্যার করোনা হাসপাতাল।
২০.০৪.২০২১
♦করোনাভাইরাসের টিকাকে ‘বৈশ্বিক গণপণ্য’ হিসেবে ঘোষণা করা উচিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
২২.০৪.২০২১
♦কৃষিঋণের সুদেহারও সর্বোচ্চ ৮ শতাংশ নির্ধারণ করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক, যা ১ এপ্রিল থেকে কার্যকর
করতে হবে। বর্তমানে প্রণোদনার ঋণ ৪ শতাংশ সুদে পাচ্ছেন কৃষকরা।
২৫.০৪.২০২১
♦করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলা লকডাউনের মধ্যেই সারা দেশে দোকানপাট ও শপিং মল খুলেছে।
আলোচিত বাংলাদেশ
গান্ধী শান্তি পুরস্কারে ভূষিত বঙ্গবন্ধু
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ২০২০ সালের গান্ধী শান্তি পুরস্কারে ভূষিত হয়েছেন। ভারতের সংস্কৃতি মন্ত্রণালয় গত ২২ মার্চ ২০২১ এই পুরস্কার ঘোষণা করে। ২৬ মার্চ ২০২১ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মুজিব বর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে উপস্থিত হয়ে বঙ্গবন্ধুকন্যা শেখ রেহানার হাতে এ পুরস্কার তুলে দেন।
ইফাআলপার নির্বাহী সহসভাপতি পদটি আবারও বাংলাদেশের
কানাডাভিত্তিক সংগঠন ইন্টারন্যাশনাল ফেডারেশন অব এয়ারলাইন পাইলটস অ্যাসোসিয়েশনের (ইফাআলপা) এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য নির্বাহী সহসভাপতি হয়েছেন ক্যাপ্টেন ইসতিয়াক হোসেন। তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বোয়িং-৭৮৭ ড্রিমলাইনার উড়োজাহাজের বৈমানিক।
ডি-৮ সভাপতি হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
উন্নয়নশীল দেশগুলোর জোট ডি-৮-এর সভাপতি হলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী দুই বছর তিনি এ পদে দায়িত্ব পালন করবেন। গত ৮ এপ্রিল ২০২১ বাংলাদেশের উদ্যোগে ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত হয় এ জোটের দশম শীর্ষ সম্মেলন। সেখানে তুরস্কের প্রেসিডেন্ট ও সংস্থার বর্তমান সভাপতি রিসেপ তাইয়েপ এরদোয়ানের কাছ তেকে দায়িত্ব গ্রহণ করেন তিনি। উন্নয়নশীল-৮ নামে পরিচিত ডি-৮ অর্থনৈতিক সহযোগিতার জন্য আটটি উন্নয়নশীল মুসলিমপ্রধান দেশ বাংলাদেশ, মিসর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান ও তুরস্কের সমন্বয়ে গঠিত হয়। ১৯৯৭ সালে ডি-৮ প্রতিষ্ঠার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইস্তাম্বুলে অনুষ্ঠিত প্রথম শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছিলেন। প্রসঙ্গত, ১৯৯ সালে ঢাকায় দ্বিতীয় ডি-৮ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার সময়ও শেখ হাসিনা সভাপতিত্ব করেন।
বঙ্গবন্ধুকে নিয়ে ‘ইতিহাসের মহানায়ক’ বইয়ের মোড়ক উন্মোচন
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে তাঁকে নিয়ে ‘ইতিহাসের মহানায়ক’ নামে বিশেষ স্মারকগ্রন্থ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। গত ৪ এপ্রিল ২০২১ আনুষ্ঠানিকভাবে বইটির মোড়ক উন্মোচন করেন সমিতির বিদায়ী সভাপতি, এ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।
বাংলাদেশ নারী দলকে টেস্ট মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত আইসিসির
বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল পাচ্ছে টেস্ট খেলার মর্যাদা। গত ১ এপ্রিল ২০২১ ভার্চ্যুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয় আইসিসির বোর্ডসভা। সেখানে সংস্থাটির পূর্ণ সদস্যদেশগুলোর নারী দলকে পাকাপাকিভাবে ওয়ানডে ও টেস্ট স্ট্যাটাস দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এখন বাকি কেবল আনুষ্ঠানিকতা।পূর্ণ সদস্য হিসেবে বাংলাদেশের সঙ্গে টেস্ট মর্যাদা পাচ্ছে জিম্বাবুয়ে ও আফগানিস্তানের নারী ক্রিকেট দল।
বরিশালে প্রদর্শিত হলো মুজিব বর্ষের মানব লোগো
বরিশালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিব বর্ষের বিশাল আকৃতির মানব লোগো প্রদর্শিত হয়েছে। গত ৩০ মার্চ ২০২১ প্রায় ২ লাখ বর্গফুট আয়তনের ঐতিহ্যবাহী বঙ্গবন্ধুউদ্যানের ১ লাখ ৫৮ হাজার বর্গফুট জায়গাজুড়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর লোগোটি প্রদর্শন করা হয়। এতে অংশ নেন ৯ হাজার ৪০৮ জন। তাঁরা সব মিলিয়ে ৯ হাজার ৪০৮টি কাঠের ফ্রেম মাথার ওপরে তুলে ধরেন। এতে ফুটে উঠে বঙ্গবন্ধুর চেহারা, বাংলায় ‘মুজিব শতবর্ষ’ ও ইংরেজিতে ‘Mujib 100’ লেখা।
হেনলি সূচকে ১০০তম অবস্থানে বাংলাদেশের পাসপোর্ট
হেনলি পাসপোর্ট সূচক ২০২১-এর হিসাবে গত বছরের তুলনায় এক ধাপ এগিয়ে বাংলাদেশের পাসপোর্ট এখন ১০০তম অবস্থানে। বাংলাদেশের পাসপোর্টধারীরা বর্তমানে বিনা ভিসায় ৪১টি দেশে ভ্রমণ করতে পারেন। তালিকায় সর্বনিম্ন ১১০তম অবস্থানে রয়েছে আফগানিস্তান। বিনা ভিসায় ২৬টি দেশে ভ্রমণ করতে পারে দেশটি।
শীর্ষ তিন দেশ | বিনা ভিসায় ভ্রমণ | দক্ষিণ এশিয়ার শীর্ষ তিন দেশ | বিনা ভিসায় ভ্রমণ |
জাপান | ১৯৩ | মালদ্বীপ (৬০তম) | ৮৭ |
সিঙ্গাপুর | ১৯২ | ভারত (৮৪তম) | ৫৮ |
দক্ষিণ কোরিয়া ও জার্মানি (যৌথভাবে) | ১৯১ | ভুটান (৮৯তম) | ৫৩ |
♦ করোনাভাইরাস টিকা কিনতে বাংলাদেশকে ৭৯৯০ কোটি টাকা দিচ্ছে এডিবি
ফোর্বসের তালিকায় বাংলাদেশের ৯ তরুণ
বিখ্যাত মার্কিন ম্যাগাজিন ‘ফোর্বস’-এর এশিয়ার ৩০ বছরের কম বয়সী উদ্যোক্তা ও সমাজ পরিবর্তনকারী (চেঞ্জমেকার) তালিকায় এ বছর জায়গা করে নিয়েছেন ৯ বাংলাদেশি। ২০ এপ্রিল ২০২১ এশীয় অঞ্চলের ৩০০ তরুণের একটি তালিকা প্রকাশ করে ফোর্বস। প্রতিষ্ঠানটি ২০১১ সাল থেকে এ তালিকা করছে। প্রসঙ্গত, গত বছর ফোর্বসের তালিকায় ছিলেন বাংলাদেশের রাবা খান ও ইশরাত করিম। তালিকায় থাকা ৯ বাংলাদেশি :
♦আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই-ভিত্তিক উদ্যোগ গেজ টেকনোলজিসের প্রতিষ্ঠাতা শেহজাদ নূর তাওস (২৪) ও মোতাসিম বীর রহমান (২৬) স্টার্টআপ ক্র্যামস্ট্যাকের প্রতিষ্ঠাতা মীর সাকিব (২৮)।
♦কুয়ালালামপুরভিত্তিক এনজিও অ্যাওয়ারনেস ৩৬০-এর প্রতিষ্ঠাতা শমী হাসান চৌধুরী (২৬) ও রিজভী আরেফিন (২৬)।
♦অভিযাত্রিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আহমেদ ইমতিয়াজ জামি (২৭)।
♦হাইড্রোকো প্লাসের প্রতিষ্ঠাতা রিজবানা হৃদিতা (২৮) ও মো. জাহিন রোহান রাজীন (২২) এবং
♦পিকাবোর সহপ্রতিষ্ঠাতা মোরিন তালুকদার (২৭)।
নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর
সমঝোতা স্মারক
♦দুর্যোগ ব্যবস্থাপনা, অভিযোজন ও প্রশমনের ক্ষেত্রে সহযোগিতা।
♦বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (BNCC) এবং ন্যাশনাল ক্যাডেট কোর অব ইন্ডিয়া (NCC) মধ্যে সহযোগিতা।
♦বাণিজ্য বিকাশে অশুল্ক বাধা দূর করতে একটি সহযোগিতা ফ্রেমওয়ার্ক প্রতিষ্ঠা করা।
♦বাংলাদেশ-ভারত ডিজিটাল সার্ভিস অ্যান্ড এমপ্লয়মেন্ট অ্যান্ড টেনিং (BDSET) সেন্টারের জন্য তথ্যপ্রযুক্তি সরঞ্জাম, কোর্সওয়্যার ও রেফারেন্স বই সরবরাহ এবং প্রশিক্ষণ সহযোগিতা।
♦রাজশাহী কলেজ মাঠের উন্নয়নে একটি প্রকল্প বাস্তবায়ন।
উদ্বোধন ও হস্তান্তর
♦ঢাকা ও নিউ জলপাইগুড়ির মধ্যে ‘মিতালি’ এক্সপ্রেস’ নামের একটি নতুন যাত্রীবাহী ট্রেন পরিষেবা চালু।
♦মুক্তিযুদ্ধে ভারতীয় মিত্রবাহিনীর শহিদদের স্মরণে আশুগঞ্জে স্মৃতিসৌধ উদ্বোধন।
♦ভারত-বাংলাদেশ সীমান্তে তিনটি নতুন বর্ডার হাটের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। হাটগুলো হলো- সিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ ও মেঘালয়ের পূর্ব খাসি পাহাড়ের ভোলাগঞ্জ; সুনামগঞ্জের তাহিরপুরের সায়দাবাদ
ও মেঘালয়ের দক্ষিণ-পশ্চিম খাসি পাহাড় সংলগ্ন নালিকাটা; মেঘালয়ের পূর্ব খাসি পাহাড়ের রিংকু ও সুনামগঞ্জের দোয়ারা বাজারের বাগানবাড়ি। এছাড়া বর্তমানে চারটি বর্ডার হাট চালু রয়েছে। এগুলো হলো- কুড়িগ্রামের বালিয়ামারি ও মেঘালয়ের কালাইচর; সুনামগঞ্জের লাউয়াঘর ও মেঘালয়ের বালাট; ফেনীর পূর্ব মধুরাম ও ভারতের ত্রিপুরার শ্রীনগর এবং ব্রাহ্মণবাড়িয়ার তারাপুরে ও ভারতের ত্রিপুরার কমলা সাগর।
♦বাংলাদেশ-ভারতের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে নিজ নিজ দেশের স্মারক ডাকটিকিটের মোড়ক উন্মোচন। পাবনার ঈশ্বরদীতে রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র ‘পাওয়ার ইভাকুয়েশন ফ্যাসিলিটিস’ অবকাঠামো নির্মাণ প্রকল্প।
♦কুষ্টিয়ার শিলাইদহের কুঠিবাড়িতে রবীন্দ্রভবনের বর্ধিত উন্নয়ন কাজের উদ্বোধন।
♦ভারতের উপহার হিসেবে ১২ লাখ করোনাভাইরাসের টিকা ও ১০৯টি অ্যাম্বুলেন্স হস্তান্তর।
৬২ দফা যৌথ বিবৃতি
২৭ মার্চ ২০২১ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরে শনিবার ৬২ দফা যৌথ বিবৃতি দেওয়া হয়। যৌথ বিবৃতিতে দুই দেশের সম্পর্ক জোরদার, তিস্তার পানিবণ্টন চুক্তি, দুই দেশের বাণিজ্যের ক্ষেত্রে শুল্ক-অশুল্ক বাধা দূর করাসহ বিভিন্ন বিষয় উঠে এসেছে।
একনজরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দুই দিনের বাংলাদেশ সফর:
♦ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বঙ্গবন্ধুর ছোট কন্যা শেখ রেহানার হাতে বঙ্গবন্ধুকে দেওয়া গান্ধী পুরস্কার
২০২০ তুলে দেন।
♦বাংলাদেশকে উপহার হিসেবে দেওয়া ১০৯টি অ্যাম্বুলেন্সের প্রথমটি হস্তান্তর করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
♦বাংলাদেশের যুবকদের জন্য ‘সুবর্ণজয়ন্তী বৃত্তি’র ঘোষণা দেন।
♦বাংলাদেশের ৫০ জন তরুণ উদ্যোক্তাকে ভারত ‘স্টার্টআপে’ যুক্ত করবে।
♦বাংলাদেশ-ভারত ৫টি সমজোতা স্মারক সই।
♦বাংলাদেশ-ভারত সরকারের মধ্যে ৮টি নতুন প্রকল্পের উদ্বোধন করা হয়।
♦বাংলাদেশ-ভারত সরকার যৌথভাবে ১০টি ঘোষনা দেয়।
মুজিব বর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বিশ্বনেতাদের আলোচিত উক্তি
♦ ‘বঙ্গবন্ধু দক্ষিণ এশিয়ার ইতিহাসে এক মহান ব্যক্তিত্ব’— মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম
মোহাম্মদ সলিহ।
♦ ‘বঙ্গবন্ধু তাঁর সমগ্র জীবন নিজের দেশ আর মানুষের জন্য উৎসর্গ করে গেছেন। তাই আজও বাংলাদেশের জনগণের কাছে তিনি এত প্রিয়। একটি চীনা প্রবাদে আছে, “পানি পানের সময় কূপ খননকারীকে ভুলো না”, আমাদেরও সব সময় মনে রাখা উচিত পূর্বপ্রজন্মের নেতারা কী করেছিলেন’— চীনের প্রেসিডেন্ট সি চিন পিং।
♦ ‘জাপানের পতাকার কাছাকাছি নকশায় বাংলাদেশের পতাকার নকশা করা ছিল বঙ্গবন্ধুর একটি ধারণা, যাতে মনে হয় যে আমরা ভাইয়ের মতো’— জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা।
♦‘৫০ বছরে বাংলাদেশ বিভিন্ন ক্ষেত্রে অনেক এগিয়েছে। অর্থনৈতিক প্রবৃদ্ধি বেড়েছে, দারিদ্র্যের হার কমেছে, শিক্ষার হার বেড়েছে, স্বাস্থ্যসেবার উন্নয়ন হয়েছে, মানুষের জন্য নতুন নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। শেখ মুজিবুর রহমানের স্বাধীন বাংলাদেশের স্বপ্নের কারণেই আজকের অনুষ্ঠান সম্ভব হচ্ছে।’—কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।
♦‘১৯৭৩ সালে বাংলাদেশ-কম্বোডিয়া সম্পর্কের ভিত রচনা করেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও কম্বোডিয়ার প্রয়াত রাজা নরোদম সিহানুক। বঙ্গবন্ধুর বিচক্ষণ ও দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা হয়েছিল এবং সমৃদ্ধির পথে যাত্রা শুরু হয়েছিল’—কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন।
♦‘বঙ্গবন্ধু সমগ্র জীবন বাংলাদেশের মানুষ আর তাঁদের কল্যাণে উৎসর্গ করেন। বঙ্গোপসাগরে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সুনীল অর্থনীতির প্রস্তাব আমাদের অনুপ্রেরণা দেয়্ দারিদ্র্য আর দুর্যোগকে জয় করে বাংলাদেশ সমৃদ্ধি পথে যাচ্ছে। ৫০ বছর আগে জন্ম নেওয়া একটি রাষ্ট্রের অর্জন প্রশংসনীয়’— শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে।
♦‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর জীবনের বেশির ভাগ সময় উৎসর্গ করেছিলেন বৈষম্য ও অসমতার বিরুদ্ধে লড়াইয়ে।’—ওআইসির সেক্রেটারি জেনারেল ইউসেফ আল ওথাইমিন।
♦‘বঙ্গবন্ধু ছিলেন একজন ক্যারিশম্যাটিক নেতা, দক্ষ সংগঠক, দৃঢ়প্রতিজ্ঞ ও সাহসী মুক্তিযোদ্ধা’— নেপালের
প্রেসিডেন্ট বিদ্যাদেবী ভান্ডারি।
♦‘বঙ্গবন্ধু যেভাবে মানবাধিকারের জন্য ‘সংগ্রাম করেছেন, অধিকারের জন্য সংগ্রাম করেছেন, তার ফলেই এসেছিল মুক্তি’— ইউনেসকোর মহাপরিচালক অড্রে অজুলে।
♦‘বাংলাদেশ আমার সেকেন্ড হোম। ভুটানের রাজ্য যেভাবে সুখী মানুষের দেশ হিসেবে প্রতিষ্ঠার জন্য কাজ করেছেন, ঠিক একইভাবে স্বপ্ন দেখেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’— ভুটানে প্রধানমন্ত্রী লোটে শেরিং।
♦‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এমন এক সমাজ ও রাষ্ট্রের স্বপ্ন দেখেছেন, যেখানে শান্তি, স্বাধীনতা ও নিরাপত্তার সঙ্গে সব সম্প্রদায় বসবাস করবে।’— পোপ ফ্রান্সিস।
♦‘বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরাগান্ধী উভয় দেশের মধ্যে সম্মান ও গভীর বন্ধুত্বের সম্পর্ক স্থাপন করেছিলেন। গত পাঁচ, দশকে আর্থসামাজিক উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বাংলাদেশের অর্জন বিস্ময়কর।’— সোনিয়া গান্ধী
♦‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেভাবে মানুষের জন্য নিজের জীবন উৎসর্গ করে গেছেন, তা স্মরণ করিয়ে দেয় কোরিয়ার যোদ্ধাদের রক্ত আর ঘামের ইতহিাস।’— দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী চুৎ স্যু-কুয়েন।
♦‘বাংলাদেশের মানুষ তাদের অসাধারণ যোগ্যতার মাধ্যমে বিশ্ববাসীর কাছে স্বীকৃতি আদায় করে নিয়েছে’— ব্রিটিশ যুবরাজ চার্লস।
♦‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ দুই দেশের সম্পর্ক আরও জোরদার করেছে। আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানাই, যিনি সোনার বাংলার স্বপ্নের জন্য প্রাণ উৎসর্গ করেছেন।’—ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
♦‘মানবাধিকার ও স্বাধীনতার রক্ষক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীতে তাঁর প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা। সব ভারতীয় নাগরিকের কাছেও তিনি একজন বীর হিসেবে গণ্য হন।– ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। (টুইট করেন)
♦“রাশিয়া শ্রদ্ধার সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে। তিনি ছিলেন এক অসামান্য নেতা ও রাশিয়ার এক সত্যিকারের বন্ধু”—রাশিয়া পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর লোগো উন্মোচন
২৬ মার্চ ২০২১ স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর লোগো উন্মোচন করা হয়। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর লোগোর কনসেপ্ট ও ডিজাইন করেন রামেন্দু মজুমদার এবং প্রদীপ চক্রবর্তী। নির্দেশিকা অনুযায়ী বর্ণাঢ্য ও যথাযোগ্য মর্যাদার সাথে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী জাতীয় পর্যায়ে সুষ্ঠুভাবে উদ্যাপনের লক্ষ্যে নির্বাচিত লোগোটি ১৬ ডিসেম্বর ২০২১ পর্যন্ত ব্যবহার করা যাবে।
বীর মুক্তিযোদ্ধা ও শহিদ বুদ্ধিজীবীর তালিকা প্রকাশ
বিভাগওয়ারী মুক্তিযোদ্ধা | |
বরিশাল | ১২,৫৬৩ জন |
চট্টগ্রাম | ৩০,০৫৩ জন |
ঢাকা | ৩৭,৩৮৭ জন |
ময়মনসিংহ | ১০, ৫৮৮ জন |
খুলনা | ১৭,৬৩০ জন |
রাজশাহী | ১৩,৮৮৯ জন |
রংপুর | ১৫,১৫৮ জন |
সিলেট | ১০,২৬৪ জন |
স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এসে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ বুদ্ধিজীবীদের নামের চূড়ান্ত একটি তালিকা প্রকাশ করেছে সরকার। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ২৫ মার্চ ২০২১ এক সংবাদ সম্মেলনে ১,৪৭,৫৩৭ জন বীর মুক্তিযোদ্ধাদের প্রথম পর্বের সমন্বিত তালিকা প্রকাশ করেন। ১৯১ জন শহিদ বুদ্ধিজীবীর নামের তালিকাও একই সাথে প্রকাশ করা হয়। মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ তালিকা দেয়া হয়। বীর মুক্তিযোদ্ধাদের তালিকায় শীর্ষে রয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন এম মনসুর আলী ও এ এইচ এম কামারুজ্জামানের নাম।
প্রথম সরকারি OTT অ্যাপ
৪ এপ্রিল ২০২১ বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেডের (BTCL) Over The Top কলিং সেবা ‘আলাপ’ উদ্বোধন করা হয়। এটা দেশের প্রথম সরকারি OTT অ্যাপ।২৪ মার্চ ২০২১ আলাপ অ্যাপটি গুগল প্লে স্টোরে ছাড়া হয়। সরকারের জন্য অ্যাপটি তৈরি করে দেশীয় প্রতিষ্ঠান রিভ সিস্টেমস। গুগল প্লে স্টোর থেকে আলাপ ইন্সটল করলেই একজন গ্রাহক নিজের বর্তমান মুঠোফোন নম্বরের সঙ্গে মিলিয়ে একটি নতুন আলাপ নম্বরের মালিক হবেন।
সর্ববৃহৎ জাতীয় পতাকা প্রদর্শন
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসবে ২৬ মার্চ ২০২১ বগুড়ায় ১৩,৫০০ বর্গফুট আয়তনের জাতীয় পতাকা প্রদর্শন করা হয়। পতাকাটির দৈর্ঘ্য ১৫০ ফুট ও প্রস্থ ৯০ ফুট। বগুড়া জেলা স্কুলে প্রদর্শিত এ জাতীয় পতাকা দেশের সর্ববৃহৎ পতাকা বলে জানান আয়োজকরা।
গোড়ান-সাটিয়াচোড়ায় স্মৃতিসৌধ
১৯৭১ সালে ঢাকার বাইরে প্রথম প্রতিরোধ যুদ্ধের স্থান হিসেবে খ্যাত টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার গোড়ান-সাটিয়াচোড়া গ্রাম। ৩ এপ্রিল ১৯৭১ এ প্রতিরোধ যুদ্ধে ৩১ জন ইপিআরসহ ১০৭ জন বাঙালি শহিদ হন। দীর্ঘ ৪৯ বছর পর সম্প্রতি গোড়ান-সাটিয়াচোড়ায় শহিদদের স্মরণে নির্মিত হয় একটি স্মৃতিসৌধ। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ প্রকল্পের আওতায় এ স্মৃতিসৌধটি নির্মিত হয়।
১২৩ ফুট উঁচুতে ভাস্কর্য
ঝিনাইদহের কালীগঞ্জে ১২৩ ফুট উচ্চতায় বসানো হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য। কালীগঞ্জ উপজেলার শমসেরনগরে এই ৮ তলাবিশিষ্ট টাওয়ারটি স্থাপন করেন ডা. রাশেদ শমসের
ও তার পরিবার। এ ভাস্কর্যের নাম দেওয়া হয় ‘দ্য স্ট্যাচু অব স্পিচ অ্যান্ড ফ্রিডম’। এ ভাস্কর্যের ডিজাইন করেছেন বুয়েটের ইঞ্জিনিয়ার কীর্তিবাস রায় ও আজাদ রানা। ১২৩ ফুট উঁচুতে ভাস্কর্যটির মূল বিষয়বস্তু হিসেবে বোঝানো হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ১০০ ফুট এবং ১৮৪৭-১৯৭১ সালের মুক্তিযুদ্ধ পর্যন্ত ২৩ বছরকে ২৩ ফুট।
GI পণ্য রাজশাহী সিল্ক
জামদানি, ইলিশ, খিরসাপাতি আমের পরে এবার ভৌগোলিক নির্দেশক (GI) পণ্যের স্বীকৃতি পেয়েছে ঐতিহ্যবাহী রাজশাহী সিল্ক ও ঢাকাই মসলিন। ২৬ এপ্রিল ২০২১ বিশ্ব মেধাস্বত্ব দিবসে আনুষ্ঠানিক এই স্বীকৃতি দেওয়া হয়। ১৭ নভেম্বর ২০১৬ বাংলাদেশের প্রথম GI পণ্য হিসেবে স্বীকৃতি পায় জামদানি শাড়ী। এরপর ৬ আগস্ট ২০১৭ ইলিশ এবং ২৭ জানুয়ারি ২০১৯ চাঁপাইনবাবগঞ্জের খিরসাপাতি আম এ স্বীকৃতি পায়।
স্বীকৃতির প্রক্রিয়া: ব্শ্বি বুদ্ধিবৃত্তিক সম্পদ সংস্থার (WIPO) নিয়ম অনুযায়ী, বাংলাদেশে ভৌগোলিক নির্দেশক (GI) পণ্য নিবন্ধন সনদ দেওয়ার দায়িত্ব শিল্প মন্ত্রণালয়ের অধীন পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর (DPDT)-এর। ২৪ সেপ্টেম্বর ২০১৭ বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড (BSDB) রাজশাহী সিল্ককে এবং ২ জানুয়ারি ২০১৮ বাংলাদেশ তাঁত বোর্ড (BHB) ঢাকাই মসলিনকে GI পণ্য হিসেবে অন্তর্ভুক্ত করতে আবেদন করে। বিভিন্ন প্রক্রিয়া শেষে ৬ জানুয়ারি ২০২১ WIPO’র জার্নালে বিষয়টি প্রকাশ করে আপত্তি গ্রহণের জন্য দুই মাস সময় দেওয়া হয়। ৬ মার্চ ২০২১ আপত্তি উত্থাপনের সময় শেষ হয়। কিন্তু কোনো দেশই আপত্তি না করায় বাংলাদেশকে রাজশাহী সিল্ক এবং ঢাকাই মসলিন পণ্যের স্বীকৃতির চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়।
বঙ্গবন্ধু-বাপু ডিজিটাল প্রদর্শনী
উপমহাদেশের দুই মহান নেতা বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ভারতের জাতির জনক মহাত্মা গান্ধী স্মরণে ২৬ মার্চ ২০২১ ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘বঙ্গবন্ধু-বাপু ডিজিটাল প্রদর্শনী’ উদ্বোধন করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজধানীতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে যৌথভাবে এ প্রদর্শনীর উদ্বোধন করেন। এই প্রদর্শনীতে দুই নেতার বিভিন্ন উল্লেখযোগ্য সময়ের বর্ণনা সংবলিত ডিজিটাল উপস্থাপনা রয়েছে। এর আগে দুই প্রধানমন্ত্রী ১৭ ডিসেম্বর ২০২০ নয়াদিল্লিতে ভার্চুয়াল সম্মেলনে এ প্রদর্শনী উদ্বোধন করেন। বাংলাদেশের পর এ প্রদর্শনী যাবে জাতিসংঘে। এরপর ২০২২ সালে তা কলকাতায় প্রদর্শিত হবে।
ওয়াশিংটনে ২৬ মার্চ ‘বাংলাদেশ দিবস’ ঘোষণা
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ২৬ মার্চকে বাংলাদেশ দিবস’ ঘোষণা করা হয়। ২ এপ্রিল ২০২১ এ তথ্য নিশ্চিত করে ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাস। ওয়াশিংটন ডিসির মেয়র মুরিয়্যেল বাউসারের স্বাক্ষরিত ঘোষণাপত্রে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অসাধারণ উন্নয়ন হচ্ছে এবং সেটি ধীরে ধীরে বঙ্গবন্ধুর স্বপ্নের ‘সোনার বাংলা’য় পরিণত হচ্ছে। সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক খাতে যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতার সম্পর্ক রয়েছে। ওয়াশিংটনে সাংস্কৃতিক বৈচিত্র বৃদ্ধিতে বাংলাদেশ গুরুত্বপূর্ণ অবদান রাখছে বলেও উল্লেখ করা হয় পত্রটিতে।
ডিপ্লোম্যাট ম্যাগাজিনে প্রধানমন্ত্রীর নিবন্ধ
জাতিসংঘের চ্যাম্পিয়ন অব দ্য আর্থ সম্মাননাজয়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি নিবন্ধ প্রকাশিত হয় ডিপ্লোম্যাট ম্যাগাজিনের এপ্রিল ২০২১ সংখ্যায়। এতে তিনি লিখেন, ঐক্যবদ্ধ না হলে জলবায়ু যুদ্ধে পরাজয় নিশ্চিত। তিনি আরো লিখেন, বাংলাদেশকে বলা হয় প্রাকৃতিক দুর্যোগের ‘গ্রাউন্ড জিরো’। এদেশে বহু মানুষের জন্য জলবায়ু পরিবর্তন মানে অস্তিত্বের সংকট। নিবন্ধের শুরুতেই শেখ হাসিনা স্মরণ করেন ২০২০ সালে দ্বিতীয়বারের মতো ক্লাইমেট ভালনারেবল ফোরামের (CVF) সভাপতির দায়িত্ব নেয়ার কথা। জলবায়ু পরিবর্তনের কারণে ঝুঁকিতে থাকা ৪৮টি উন্নয়নশীল দেশের জোট CVF। শেখ হাসিনার নিবন্ধটিতে স্কটল্যান্ডের গ্লাসকোতে অনুষ্ঠিতব্য ২৬তম জাতিসংঘ জলবায়ু সম্মেলনকে (COP-26) অর্থবহ করতে CVF-COP-26 ঐক্যের আহ্বান জানান।
হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ে ‘বাংলাদেশ চেয়ার’
জার্মানির হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ এশিয়া ইনস্টিটিউটে ‘বাংলাদেশ চেয়ার’ (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রফেসরিয়াল ফেলোশিপ)-এর জন্য মনোনীত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হারুন-অর-রশিদ। ‘বাংলাদেশ চেয়ার’-এর আওতায় তিনি হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ এশিয়া ইনস্টিটিউটে ২০২১ সালের এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত (সামার সেমিস্টার) কার্যক্রম পরিচালনা করবেন। ছাত্রছাত্রীদের তিনি প্রতি সপ্তাহে একটি ক্লাস নেবেন।