বাংলাদেশ বিষয়াবলি

কালানুক্রমিক ঘটনাবলি

০১.০২.২০২২

♦ অস্ট্রেলিয়া বাংলাদেশকে স্বীকৃতি দেয় ৩১ জানুয়ারি, ১৯৭২ সালে।

♦ ৫ম থেকে ৭ম শতকে ইৎসিং বাংলায় আসেন।

♦ বাংলাদেশে ২৫০০ বছর আগে নগর সভ্যতার অস্তিত্ব ছিল।

♦ দেশের প্রথম প্রতিষ্ঠান হিসেবে এইচআর লাইনস নামক বাংলাদেশি প্রতিষ্ঠান মর্যাদাপূর্ণ আলফা লাইনের মর্যাদায় তালিকাভুক্ত।

০২.০২.২০২২

♦ ১৯৮৫ সালে আন্তঃনগর ট্রেন চালু হয়। 

♦ পরিবেশ, প্রাকৃতিক সম্পদ, জীব বৈচিত্র্য, সকল উন্মুক্ত জলাভূমি, সমুদ্র, নদ-নদী, খাল-বিল, হাওর-বাঁওড়, ঝিল, সমুদ্র সৈকত, নদীর পাড়, পাহাড়-পর্বত, টিলা, বন ও বাতাস, পাবলিক ট্রাস্ট সম্পত্তিসমূহ ধ্বংসের যে কোনো পদক্ষেপ সংবিধানের তৃতীয় ভাগে প্রদত্ত মৌলিক অধিকারের পরিপন্থী তথা সংবিধানের অনুচ্ছেদ-৩২ পরিপন্থী।

♦ চরল বিল চাঁপাইনবাবগঞ্জে অবস্থিত। জবই বিল নওগাঁতে অবস্থিত।

♦ ১৯৪০ সালের সি এস নকশা অনুযায়ী জলাভূমিগুলোর সীমানা চিহ্নিত করা হয়।

♦ জাতীয় নদীরক্ষা কমিশন আইন ২০১৩ তে কমিশনকে ১৩টি বিষয়ে সুপারিশ করার ক্ষমতা দেওয়া হয়েছে।

♦ বাঘাছড়া লেক মৌলভীবাজারের কমলগঞ্জে অবস্থিত।

♦ ১৯৭৫ সালে রামসার কনভেনশন চুক্তি কার্যকর হয়। ১৯৯২ সালে বাংলাদেশ এ চুক্তিতে সই করে। এখন পর্যন্ত ১৭১ টি দেশ চুক্তি অনুমোদন সমন্বয়কের দায়িত্ব পালন করে।

♦ সুন্দরবন ১৯৯২ সালের ২১ মে ও সুনামগঞ্জের নয়কুড়ি কান্দার ছয়কুড়ি বিল খ্যাত টাঙ্গুয়ার হাওর ২০০০ সালের ২০ জানুয়ারি রামসার অঞ্চলের অন্তর্ভুক্ত হয়।

♦ বাংলাদেশের সংবিধানের ১৮(ক) এর অনুচ্ছেদে পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের কথা বলা হয়েছে।

০৩.০২.২০২২

♦ বিশ্বখ্যাত ফোর্বস সাময়িকীতে প্রকাশিত বিশ্বের হারিয়ে যাওয়া ১৫টি ঐতিহাসিক নগরীর অন্যতম খলিফাতাবাদ। প্রাচীন এই শহরকে ১৯৮৫ সালে ঐতিহাসিক মসজিদের শহর হিসেবে স্বীকৃতি দিয়ে ৩২১ নম্বর ‘বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্য’ হিসেবে তালিকাভুক্ত করে ইউনেসকো।

♦ মোট রপ্তানি আয়ের ৮১ শতাংশ তৈরি পোশাক খাত থেকে আসে। ২য় সর্বোচ্চ পণ্য রপ্তানি হয় হোম টেক্সটাইল। ৩য় সর্বোচ্চ পণ্য রপ্তানি হয় কৃষি প্রক্রিয়াজাত পণ্য।

♦ বাংলাদেশ ১৯৭৩ সালে আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়ন (ITU) এবং UPU এর সদস্য পদ লাভ করেন।

♦ বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ উৎক্ষেপণের জন্য রাশিয়ার রাষ্ট্রায়ত্ত মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান রসকসমসের সাবসিডিয়ারি গ্লাভকসমসের সঙ্গে চুক্তি সই হয়েছে।

♦ বিশ্বের শীর্ষ স্থানীয় ১০০টি তৈরি পোশাক কারখানার মধ্যে ৪০টি-ই বাংলাদেশে।

০৪.০২.২০২২

♦ একুশে পদক পেয়েছেন ২৪ জন বিশিষ্ট নাগরিক।

♦ ‘একুশে পদক’ দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা। ১৯৭৬ সাল থেকে প্রতিবছর বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার দিয়ে আসছে সরকার।

♦ বাংলা একাডেমির নতুন সভাপতি সেলিনা হোসেন।

♦ উপকূলীয় জেলার সংখ্যা ১৯টি।

♦ ২০০২ সালে বাংলাদেশ সরকার প্রজ্ঞাপন জারি করে পলিথিন ব্যাগ উৎপাদন, বিক্রয়, মজুত, বাজারজাতকরণ, বিতরণ আমদানি ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছিল।

♦ পিএসসির নতুন ২ সদস্য হলেন-

♦ ড. দেলোয়ার হোসেন, অধ্যাপক, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়;

♦ ড. মুবিনা খাতুন, অধ্যাপক, মার্কেটিং বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।

০৫.০২.২০২২

♦ জাতীয় গ্রন্থাগার দিবস ৫ ফেব্রুয়ারি।

০৬.০২.২০২২

♦ ২০১৪ সালে দেশের ব্যাংকগুলো এজেন্ট ব্যংকিং সেবা চালু করে।

♦ বাংলাদেশে ২০০১ সালে মেহেরপুরে প্রথম নিপাহ ভাইরাস শনাক্ত হয়।

♦ ই-কমার্স খাতের ব্যবসার জন্য সরকার ইউনিক বিজনেস আইডেনটিফিকেশন (UBID) পদ্ধতি চালু করেছে।

♦ বাংলাদেশ থেকে ইউরোপে সরাসরি পণ্য আমদানি-রফতানির জন্য ইতালির সাথে সরাসরি কনটেইনারবাহী জাহাজ চলাচল চালু। নাম- সোঙ্গা চিতা।

০৭.০২.২০২২

♦ ২০১৪ সাল থেকে দেশে চালু হয় এজেন্ট ব্যাংকিং।

♦ ২০১১ সাল থেকে দেশে চালু হয় মোবাইল ব্যাংকিং। বর্তমানে দেশে ২৯টি ব্যাংক এজেন্ট ব্যাংকিং সেবা চালু করেছে।

০৮.০২.২০২২

♦ ইছামতী নদীর দুই তীরে গড়ে উঠেছে পাবনা জেলা। হোসিয়ারি শিল্পের (পোশাক) জন্য পাবনা জেলা বিখ্যাত।

♦ ৪৮(৩) অনুচ্ছেদ অনুসারে- এই সংবিধানের ৫৬(৩) অনুচ্ছেদ অনুসারে কেবল প্রধানমন্ত্রী ও ৯৫(১) অনুচ্ছেদ অনুসারে প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্র ব্যতীত রাষ্ট্রপতি তাঁহার অন্য সকল দায়িত্ব পালনে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কার্য করিবেন।

০৯.০২.২০২২

♦ বাংলাদেশ পরিসংখ্যা ব্যুরোর সর্বশেষ হিসাব অনুযায়ী, গত ২০২০-২১ অর্থবছর শেষে মাথাপিছু আয় দাঁড়িয়েছে ২৫৯১ মার্কিন ডলার। জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ৬.৯৪ শতাংশ। সাময়িক হিসাবে যা ছিল ৫.৪৩ শতাংশ। 

♦ বাংলাদেশ ব্যাংক পরিচালিত ১০টি প্রণোদনা তহবিল থেকে দুই দফায় সব মিলিয়ে প্রায় ১ লাখ ২১৮ কোটি টাকার ঋণ বিতরণ করা হয়।

♦ ২০২১ সালের শেষে সারা বিশ্বে প্রবাসী বাংলাদেশীদের সংখ্যা ১ কোটি ৩০ লাখ।

♦ বাংলাদেশ ব্যাংকের হিসাব মতে, দেশের ব্যাংক গুলোতে প্রায় ১১ লাখ কোটি টাকার আমানত রয়েছে।

১০.০২.২০২২

♦ বর্তমানে নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দল আছে ৩৯টি। 

♦ বর্তমানে দিনে গ্যাসের মোট চাহিদা ৩৭০ কোটি ঘনফুট। এর মধ্যে দেশে উৎপাদন হয় ২৩০ কোটি ঘনফুট। ঘাটতির কিছুটা পূরণ হচ্ছে আমদানি করা এলএনজির মাধ্যমে। 

♦ বিশ্বের ২২টি দেশে পুরোনো জাহাজ ভাঙ্গা হয়। জাহাজ ভাঙ্গা শিল্পে বাংলাদেশ বিশ্বের প্রথম। 

♦ ১৯৭১ সালের ১৭ এপ্রিল ১২ জন বীর আনসার সদস্য মুজিবনগরের আম্রকাননে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকার কে ‘গার্ড অব অনার’ প্রদান করেন। 

১১.০২.২০২২

♦ টাঙ্গাইলের সখীপুর উপজেলার কচুয়া গ্রামের দেওয়ানবাড়িতে অবস্থিত আট গম্বুজ মসজিদ।  

♦ রাষ্ট্রীয় সংস্থা বিএসসির (বাংলাদেশ শিপিং করপোশেন) বহরে মোট জাহাজ রয়েছে ৮টি।

♦ বিকাশের গ্রাহকরা পাচ্ছেন সিটি ব্যাংকের ক্ষুদ্র ঋণ।

♦ বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলার আমন্ত্রণে ২৩-২৫ ফেব্রুয়ারি ভারত সফর করবেন।

১২.০২.২০২২

♦ দেশে ফরেনসিক বিশেষজ্ঞ আছে ৪০ জন।   

♦ যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের হিস্যা ৮.৭৬% (৩য়)।

♦ ‘সমরেশ বসু’ সাহিত্য পুরষ্কার পেলেন ৩০ জন।

১৩.০২.২০২২

♦ ‘জেকে সিমেন্ট অ্যাওয়ার্ড’ এর ‘ফরেন কান্ট্রিজ অ্যাওয়ার্ড’ ক্যাটাগরিতে ‘আর্কিটেক্ট অব দ্যা ইয়ার’ পদক লাভ করেন বাংলাদেশের স্থপতি মনিরুজ্জামান। তিনি ‘টিচ ফর বাংলাদেশ’ এর প্রধান কার্যালয়ের নকশা করে এই পুরস্কার পান।     

♦ ‘সেরা অদম্য সাহসী’ হিসেবে ২০২১ সালে ‘ফ্রি প্রেস অ্যাওয়ার্ড’ পান সাংবাদিক রোজিনা ইসলাম।

♦ ক্ষুদ্র ঋণদাতা প্রতিষ্ঠান ‘আশা’ এর প্রতিষ্ঠাতা সফিকুল হক চৌধুরী।

♦ ‘বঙ্গবন্ধু শিল্প নগর’ ৩০ হাজার একর জমির উপর প্রতিষ্ঠিত।

♦ মেঘনা নদীর পানি শোধন প্রকল্প ‘গর্ন্ধবপুর পানি শোধনাগার প্রকল্প’ নামে পরিচিত।

১৪.০২.২০২২

♦ সংস্কৃতির তীর্থ ভূমি বলা হয় কুষ্টিয়াকে।     

♦ ১৮৬৯ সালে কুষ্টিয়ায় প্রথম পৌরসভা প্রতিষ্ঠিত হয়। 

♦ কেন্দ্রীয় ব্যাংকের নতুন প্রধান অর্থনীতিবিদ মো: হাবিবুর রহমান। 

♦ বাংলাদেশে উৎপাদিত ঝুটের ২০% পুর্নব্যবহার হয়। বাকি ৮০% রপ্তানি করা হয়। 

♦ ২০২১ সালে আন্তর্জাতিক সনদধারী ৩৬টি পণ্য পরিবাহী জাহাজ নির্মাণ করে বাংলাদেশ।

♦ দেশে বছরে ১২ কোটি টন পণ্য সমুদ্র পথে পরিবাহিত হয়।

♦ বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাই কমিশনার রবার্ট ডিকসন।

১৫.০২.২০২২

♦ ইসি গঠনের জন্য ৩২২ জনের নাম প্রস্তাব।

♦ এনসিটিবির নতুন চেয়ারম্যান অধ্যাপক মো. ফরহাদুল ইসলাম।

♦ ১৪ ফেব্রুয়ারী সুন্দরবন দিবস পালিত হয়।

♦ শহীদ সার্জেন্ট জহুরুল হকের ৫৩তম মৃত্যুবার্ষিকী পালিত।

♦ করোনা মহামারির কারণে মানসিক স্বাস্থ্যে দক্ষিণ এশিয়ার শীর্ষে বাংলাদেশ।

♦ নেপাল-বাংলাদেশ ব্যাংকের বাংলাদেশী শেয়ার (IFIC ব্যাংকের) কিনে নিয়েছেন নেপালি ধনকুবের বিনোদ চৌধুরীর স্ত্রী সারিকা চৌধুরী

♦ “অমর একুশে বইমেলা-২০২২” আরম্ভ।

১৬.০২.২০২২

♦ ‘এ শুধু গানের দিন’ ‘এ লগন গান শোনাবার মধুমালতি, হয়তো কিছুই নাহি পাব, আমি যে জলসা ঘরে, তুমি না হয়, আয় বৃষ্টি ঝেঁপে, যমুনার কিনারে, এই কালজয়ী গানে কণ্ঠ দিয়েছেন সন্ধ্যা মুখোপাধ্যায়। তিনি গত ১৫ ফেব্রুয়ারি মারা যান।

♦ ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২০’এ শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে যৌথভাবে মনোনীত হয় ‘গোর’ ও ‘বিশ্ব সুন্দরী’।

♦ ২০১৪-১৫ অর্থবছরের বাজেটে পরিবেশ দূষণকারী কারখানার পণ্যের মোট উৎপাদন মূল্যের উপর ১ শতাংশ হারে পরিবেশ সুরক্ষা সার চার্জ বসানো হয়।

১৭.০২.২০২২

♦ উফতার হাওড় সিলেটে অবস্থিত।

♦ ১৯৫১ সালে প্রকাশিত হয় পল্লিকবি জসীম উদ্দিনের বেদের মেয়ে নাটক। ১৯৫৪ সালে প্রকাশিত হয় শামসুদ্দিন আবুল কালামের কাশবনের কন্যা।

♦ দেশে মোট ১৩টি প্রতিষ্ঠান মোবাইলে আর্থিক সেবা (MFS) দিচ্ছে।

♦ বর্তমানে নিবন্ধিত রাজনৈতিক দল ৩৯টি।

১৮.০২.২০২২

♦ মাহাবুব উল আলম চৌধুরীর সম্পাদিত পত্রিকা ‘সীমান্ত’। যা ভাষা আন্দোলনে ভূমিকা রেখেছিল। 

♦ ‘কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি’ কবিতার জন্য মাহবুব উল আলম চৌধুরীর নামে ৯২ ক ধারায় মামলা হয়েছিল।

♦ পার্বত্য চট্টগ্রামের ম্রো জনগোষ্ঠীর ম্রো ভাষার প্রথম ব্যকরণ বই ‘ততোং’। ১৯৮২ সালে ম্রো ভাষার বর্ণমালা উদ্ভাবন হয়।

১৯.০২.২০২২

♦ বিজিবির নতুন মহাপরিচালকের নাম – মেজর জেনারেল সাকিল আহমেদ।

♦ মান্তা জনগোষ্ঠীর বসবাস করে জলাশয় বা নদীতে, মান্তা জনগোষ্ঠী যে ধর্মের অনুসারী – ইসলাম এবং মান্তাদের বসবাস – ভাসমান নৌকায়।

♦ বাংলাদেশের ইতিহাসে মান্তা জনগোষ্ঠী সর্বপ্রথম ভোটাধিকার পায় ২০০৮ সালে।

২০.০২.২০২২

♦ সার্জেন্ট জহুরুল হক এবং ড. শামসুজ্জোহা ঊনসত্তরের গণঅভ্যূত্থানের শহীদ।

♦ ‘আদি চ্যানেল’ বুড়িগঙ্গা নদীতে অবস্থিত।

♦ বাংলাদেশের সমতল ভূমি সিরাজগঞ্জ, পাবনাসহ ১৮টি জেলার ৩৩টি উপজেলায় ক্ষুদ্র জাতিগোষ্ঠী মাহাতোদের বসবাস। এ জনগোষ্ঠী ‘কুড়মালি’ ভাষায় কথা বলে।

♦ মাতৃভাষা ইনস্টিটিউট বাংলার বাইরে মোট ৪০টি ভাষার তালিকা করেছে।

২১.০২.২০২২

♦ ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি সকাল ১১ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলায় ছাত্র সমাবেশে সভাপতিত্ব করেছিলেন গাজীউল হক।

♦ জাতিসংঘ একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে ১৯৯৯ সালের ১৭ নভেম্বর, জাতিসংঘের একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়  ইউনেসকো।

♦ জয় বাংলাকে দেশের জাতীয় স্লোগান করার জন্য হাই কোর্ট নির্দেশ দিয়েছিলেন – ১০ মার্চ, ২০২০ সালে

♦ ২০২২ সালে একুশে পদক পেয়েছেন  ২৪ জন।

♦ রাতারগুল বন  সিলেটের গোয়াইনঘাটে।

♦ গঠিত হতে যাচ্ছে – ১৩ তম নির্বাচন কমিশন।

♦ ভাষা আন্দোলনের সময় যে স্লোগানগুলো ছিল- রাষ্ট্রভাষা বাংলা চাই, রাজবন্দীদের মুক্তি চাই, সর্বস্তরে বাংলা চালু করো, শহীদ স্মৃতি অমর হোক।

♦ ভাষা শহীদ সালামের বাড়ি ফেনী জেলার দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নের লক্ষ্মণপুর গ্রামে । বর্তমানে লক্ষ্মণপুর গ্রামের নাম ভাষাশহীদ সালাম নগর । ভাষা শহীদ রফিকের বাড়ি মানিকগঞ্জের সিঙ্গাইরে।

২২.০২.২০২২

♦ ৭০তম আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত।

♦ ঢাকায় পানির দৈনিক চাহিদা ২৫০ কোটি লিটার।

♦ বণ্যপ্রানিদের নিরাপদ পারাপারের জন্য ব্যব্হৃত সেতুর নাম বনসেতু বা ক্যানোপি।

♦ ৭৭% চিকিৎসক কর্মক্ষেত্রে নিরাপত্তার অভাব বোধ করেন।

♦ বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক প্রদানকৃত ডিজিটাল বিজনেস আইডেনটিফিকেশন অ্যাপস হল ‘মাই গভ ডট বিডি’ নামক অ্যাপস চালু।

২৪.০২.২০২২

♦ সড়ক দূর্ঘটনায় ৩ বছরে ক্ষতি ১ লাখ ৯ হাজার কোটি টাকা।

♦ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সুবর্ণজয়ন্তী পালিত।

♦ মাতৃদুগ্ধ পানে বাংলাদেশ বিশ্বের শীর্ষ অবস্থানে রয়েছে (৬৫%)।

♦ সার্বজনীন পেনশন ব্যবস্থার আওতায় টানা ১০ বছর টাকা জমা দিলেই পেনশন পাওয়া যাবে।

২৫.০২.২০২২

♦ ৯৪% সাংবাদিক ডিজিটাল নিরাপত্তা আইনের বিপক্ষে।

♦ রাজধানীতে সবচেয়ে বেশি অপরাধ প্রবণ এলাকা তেজগাঁও। 

♦ উপকূলবর্তী এলাকায় প্রতি বছর ৩-৫ মিলিমিটার করে বাড়ছে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা।

♦ ২০২০-২০২১ অর্থবছরে রাশিয়ায় মোট রপ্তানি- ৬৬.৫৩ কোটি ডলার এবং ইউক্রেনে রপ্তানি ২.৬৮ কোটি ডলার।

♦ একদিনে এক কোটি ভ্যক্সিন কর্মসূচী শুরু ২৬ ফেব্রুয়ারী, ২০২২।

♦ যুক্তরাষ্ট্রে বাংলাদেশ সরকারের নতুন লবিস্ট নিয়োগ।

২৬.০২.২০২২

♦ ‘জয় বাংলা’ স্লোগান সর্বপ্রথম উচ্চারণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আফতাব আহমেদ ও চিশতী হেলালুর রহমান।

♦ দেশে ২৮ হাজার বুথের মাধ্যমে ১ কোটি টিকা প্রয়োগ।

♦ পিলখানা হত্যাকাণ্ডের ১৩ বছর শ্রদ্ধার সাথে স্মরণ।

♦ ডিএমপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।

♦ দেশে ২৫০০টি ই-কমার্স প্রতিষ্ঠান রয়েছে।

♦ ২০২৩ সালের মধ্যে ই-কমার্স এর বাজার ২৬ হাজার কোটি টাকা হবে (ADB).

২৭.০২.২০২২

♦ ১৩তম প্রধান নির্বাচন কমিশনার হলেন সাবেক সিনিয়র সচিব কাজী হাবিবুল আউয়াল। অন্য চারজন নির্বাচন কমিশনার হলেন সাবেক জেলা ও দায়রা জজ বেগম রাশিদা সুলতানা, বিগ্রেডিয়ার জেনারেল (অব:) আহসান হাবীব খান, সাবেক দুই সিনিয়র সচিব মো: আলমগীর এবং মো: আনিছুর রহমান। 

♦ করোনা শনাক্তের হার ৫% এর নিচে।

♦ রাজনৈতিক অধিকারে বাংলাদেশের ৪০ নম্বরের মধ্যে ১৫ নম্বর অর্জন।

♦ বাংলাদেশ আংশিক স্বাধীন দেশ (ফ্রিডম হাউস)।

♦ জমি বিরোধে ভুগছে ৫০ লাখ পরিবার।

♦ দুই বছরে চার ব্রোকারেজ হাউসের ৩০০ কোটি টাকা আত্মসাৎ।

২৮.০২.২০২২

♦ ঢাকা নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি।

♦ একদিনে ১ কোটি ২০ লাখ ডোজ টিকা প্রয়োগ।

♦ শেয়ার মার্কেটে যেসব বিনিয়োগকারী ঋণ নিয়ে বিনিয়োগ করে তারা নতুন করে ঋণ সমন্বয় বা নতুন অর্থ বিনিয়োগে ব্যর্থ হলে প্রতিষ্ঠানগুলো গ্রাহকের শেয়ার বিক্রি করে ঋণ আদায় করে। শেয়ার বাজারের ভাষায় একে ফোর্সড সেল বলে।

♦ দেশে টাইলস কারখানা সংখ্যা ৩২টি এবং টাইলস এর বার্ষিক উৎপাদন ক্ষমতা ২০.৭৪ কোটি বর্গ মিটার।

♦ ২০২০-২১ অর্থ বছরে ২.০৮ কোটি এবং ২০১৯-২০ অর্থ বছরে ১.৪২ কোটি টাকার টাইলস রপ্তানি।

আলোচিত বাংলাদেশ

ম্রো ভাষার প্রথম ব্যাকরণ:

১৭ ফেব্রুয়ারি ২০২২ ম্রো ভাষার প্রথম ব্যাকরণ বইয়ের মোড়ক উম্মোচন করা হয়। ম্রো ভাষায় ততোং নামে ব্যাকরণ বইটি লিখেছেন ইয়াংঙান ম্রো। বাংলা ও ইংরেজি ব্যাকরণ অনুকরণে ম্রো ভাষার ততোং বইটি লেখা হয়। ১৯৮৪ সালে বর্ণমালা আবিষ্কারের পর এই প্রথম নিজেদের ভাষায় ছাপানো বই পেল ম্রো জনগোষ্ঠী।  

একুশে পদক

জাতীয় পর্যায়ে অনন্য অবদানের স্বীকৃতি প্রদানের উদ্দেশ্যে ১৯৭৬ সাল থেকে একুশে পদক প্রবর্তন করা হয়। একুশে পদকের আর্থিক মূল্যমান চার লক্ষ টাকা, আঠারো ক্যারেট মানের পঁয়ত্রিশ গ্রাম স্বর্ণ দ্বারা নির্মিত একটি পদ  একটি সম্মাননাপত্র। ২০২২ সালে একুশে পদক লাভ করেন ২৪ জন ব্যক্তি। ৩ ফেব্রুয়ারি ২০২২ তাদের নাম ঘোষণা করা হয়। পদক বিজয়ীরা-

মনোনীত ব্যক্তির নাম

ক্ষেত্র

মোস্তফা এম.এ. মতিন (মরণোত্তর), মির্জা তোফাজ্জল হোসেন (মুকুল) (মরণোত্তর)।

ভাষা আন্দোলন

নজরুল ইসলাম বাবু (মরণোত্তর), ইকবাল আহমেদ, মাহমুদুর রহমান বেণু।

শিল্পকলা(সংগীত)

খালেদ মাহমুদ খান (মরণোত্তর), আফজাল হোসেন, মাসুম আজিজ, মতিউর রহমান, সৈয়দ মোয়াজ্জেম আলী (মরণোত্তর), কিউ.এ.বি. এম রহমান, আমজাদ আলী খন্দকার।

শিল্পকলা(অভিনয়)

এম এ মালেক

সাংবাদিকতা

মো. আনোয়ার হোসেন

বিজ্ঞান ও প্রযুক্তি

অধ্যাপক ড. গৌতম বুদ্ধ দাশ

শিক্ষা

এস.এম. আব্রাহাম লিংকন, সংঘরাজ জ্ঞানশ্রী মহাথের

সমাজসেবা

কবি কামাল চৌধুরী, ঝর্ণা দাশ পুরকায়স্থ

ভাষা ও সাহিত্য

ড. আবদুস সাত্তার মণ্ডল, ড. মো. এনামুল হক (দলগত), (দলনেতা), ড. সাহানাজ সুলতানা (দলগত), ড. জান্নাতুল ফেরদৌস (দলগত)।

গবেষণা

একাত্তরের গণহত্যার স্বীকৃতি

৩ ফেব্রুয়ারি, ২০২২ একাত্তরে বাংলাদেশিদের ওপর পাকিস্তানিদের নির্মম হত্যাযজ্ঞকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দেয় আন্তর্জাতিক সংস্থা ‘জেনোসাইড ওয়াচ’। বাংলাদেশে পাকিস্তানিদের ঐ বর্বরতার ৫০ বছর পূর্তিতে আন্তর্জাতিক এ সংস্থাটি তাদের ওয়েবসাইটে এ ঘোষণা দেয়। জেনোসাইড ওয়াচের প্রতিষ্ঠাতা সভাপতি গ্রেগরি এইচ স্ট্যানটন স্বাক্ষরিত ঘোষণাপত্রে পাকিস্তানিদের শোষণবঞ্চনার ইতিহাস এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলাদেশের মানুষের মুক্তিসংগ্রামের প্রেক্ষাপট তুলে ধরে বলা হয়, জেনোসাইড ওয়াচ এই স্বীকৃতি দিচ্ছে যে, পাকিস্তানি সেনাবাহিনী ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সময় বাঙালিদের ওপর যেসব অপরাধ করেছে, তার মধ্যে ছিল ‘গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ এবং যুদ্ধাপরাধ। এর আগে ৩১ ডিসেম্বর, ২০২১ যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান ‘লেমকিন ইনস্টিটিউট ফর জেনোসাইড প্রিভেনশন’ একাত্তরে বাংলাদেশিদের ওপর পাকিস্তানিদের নির্মম হত্যাযজ্ঞকে ‘জেনোসাইড’ হিসেবে স্বীকৃতি দেয়।

বঙ্গবন্ধু ক্যানেল

আন্তর্জাতিক নৌ-প্রটোকলভুক্ত রুট বাগেরহাটের ‘মোংলা ঘষিয়াখালী নৌ-চ্যানেল’ এর বর্তমান নাম ‘বঙ্গবন্ধু মোংলা-ঘষিয়াখালী ক্যানেল’। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে তার স্মৃতিকে ধরে রাখতে এ উদ্যোগ গ্রহণ করে নৌ পরিবহন মন্ত্রণালয়। ৯ জানুয়ারি, ২০২২ নতুন নামকরণ করা হয়। মোংলা সমুদ্র বন্দর থেকে ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলে নৌ-পথে পণ্য পরিবহনের নৌ-রুট এটি। মোংলা সমুদ্র বন্দর ও খুলনার সঙ্গে দেশের অন্যান্য জেলার নৌ-যোগাযোগের একমাত্র মাধ্যম মোংলা-ঘষিয়াখালীর এ নৌ-চ্যানেল। মোংলা বন্দরের সঙ্গে সারা দেশের দূরত্ব কমানোর জন্য ১৯৭৪ সালে প্রায় ৬.৫ কিলোমিটার কৃত্রিম পথ খনন করে প্রায় ৩১ কিলোমিটার দীর্ঘ এ নৌপথটি চালু করা হয়। চট্টগ্রাম, ঢাকা, বরিশাল, নারায়ণগঞ্জসহ উত্তরাঞ্চল ও সিলেট অঞ্চল থেকে খুলনা, নোয়াপাড়া, আংটিহারা হয়ে ভারতগামী পণ্যবাহী সব বড় বড় কার্গো জাহাজ এ পথ দিয়ে চলাচল করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নৌ পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকাকালীন দেশের নদী পথের গুরুত্ব বিবেচনায় মোংলা-ঘষিয়াখালী চ্যানেলটি খনন করেন। নাব্যতা সংকটের কারণে চ্যানেলটি ২০১০-২০১৫ সাল পর্যন্ত বন্ধ থাকে। পরে মোংলা বন্দরকে সচল রাখার স্বার্থে ৩ অক্টোবর, ২০১৫ ক্যাপিটাল ড্রেজিং দিয়ে খনন শুরু হয়। ২৭ অক্টোবর, ২০১৬ নৌযান চলাচলে চ্যানেলটি উদ্বোধন করা হয়। তবে শুধু দিনের বেলা নৌযান চলাচল করত। ২০ জানুয়ারি, ২০২২ চ্যানেলটি দিয়ে রাতেও নৌযান চলাচল শুরু হয়।

বঙ্গবন্ধু স্যাটেলাইট

রাশিয়া সরকারের সহযোগিতায় দেশের দ্বিতীয় কৃত্রিম উপগ্রহ নির্মাণ ও উৎক্ষেপণের উদ্যোগ নেয় সরকার। এ লক্ষ্যে ২ ফেব্রুয়ারি, ২০২২ বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (BSCL) রুশ প্রতিষ্ঠান Glavkosmos-এর সঙ্গে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করে। সমঝোতায় রাশিয়ার মহাকাশ ইন্ডাস্ট্রি থেকে স্যাটেলাইট তৈরি, উৎক্ষেপণ ও আনুষঙ্গিক অবকাঠামো নির্মাণসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার জন্য দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ একমত হয়। এ সমঝোতার মেয়াদ ধরা হয় ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত। দ্বিতীয় কৃত্রিম উপগ্রহের নাম হবে ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-২’। এটি হবে আর্থ অবজারভেটরি ক্যাটাগরির স্যাটেলাইট। সাধারণত আবহাওয়া পর্যবেক্ষণ করতে এ ধরনের স্যাটেলাইট ব্যবহার করা হয়। এতে থাকবে অপটিক্যাল ভিএইচআর-সার (Sumtheir Aperture Radar-SAR)। যার মূল কাজ বিশ্বের বিভিন্ন অঞ্চলের ভূমি ও সমুদ্র এলাকার ছবি তোলা। রাশিয়ার রাষ্ট্রায়ত্ত মহাকাশ সংস্থা Roscosmos এর অঙ্গ প্রতিষ্ঠান Glavkosmos’র প্রতিষ্ঠা ২৬, ফেব্রুয়ারি ১৯৮৫। ১১ মে ২০১৮ (বাংলাদেশ সময় ১২ মে ২০১৮) বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহ ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-১’ উৎক্ষেপণ করা। হয়। ফ্রান্সের প্রতিষ্ঠান Thales Alenia Space-এর তৈরি কৃত্রিম উপগ্রহটি যুক্তরাষ্ট্রের কেনেডি স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয়। এর মাধ্যমে বাংলাদেশ বিশ্বের ৫৭তম দেশ হিসেবে স্যাটেলাইট ক্লাবে প্রবেশ করে। ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-১’ ছিল মূলত কমিউনিকেশন স্যাটেলাইট। স্যাটেলাইটটির ব্যান্ডউইথ ব্যবহার করে দেশের দুর্গম দ্বীপ, নদী ও হাওর এবং পাহাড়ি অঞ্চলে টেলিযোগাযোগ সেবা দেওয়া হচ্ছে।

প্রথম ফ্রন্টিয়ার প্রযুক্তি

দেশের প্রথম বিশ্বমানের ফ্রন্টিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠান  স্থাপনের পরিকল্পনা নেওয়া হয় পদ্মা সেতুর মাদারীপুর প্রান্তের শিবচরে শেখ হাসিনা ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজি নামে এ বিশেষায়িত প্রতিষ্ঠানের নির্মাণ প্রকল্পের ব্যয় ধরা হয় ১,৫০০ কোটি টাকা। কোনো বিদেশি ঋণ সহায়তা ছাড়াই প্রকল্পটি বাস্তবায়ন করবে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ। প্রসঙ্গত, ফ্রন্টিয়ার প্রযুক্তিতে বিশ্বের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় আবিষ্কৃত নতুন প্রযুক্তিকে কার্যকরভাবে অন্তর্ভুক্ত করা হয়। আধুনিক এবং জীবনব্যাপী এ প্রযুক্তি শিক্ষায় শিল্পের বর্তমান এবং আগামীর চাহিদাকে গুরুত্ব দেওয়া হয়। ফলে সাধারণ প্রযুক্তির মতো সময়ের ব্যবধানে তা হারিয়ে যায় না। এ প্রকল্পের বিভিন্ন কার্যক্রমের মধ্যে রয়েছে গবেষণা উন্নয়ন ও ব্যাবসাকেন্দ্র, ডাটা সায়েন্স, সাইবার নিরাপত্তা, মেশিন লার্নিং, ব্লক চেইন, চিপ ডিজাইনসহ তথ্যপ্রযুক্তির নিত্যনতুন আবিষ্কার আয়ত্তের লক্ষ্যে হাতে-কলমে শিক্ষা।

রাষ্ট্রীয় সম্মাননায়(৬৫৪)নারী মুক্তিযোদ্ধা

মুক্তিযুদ্ধের ইতিহাসে নারীর আত্মত্যাগ অপরিসীম। জীবনসঙ্গীকে হারাতে পারেন জেনেও তারা তাদের স্বামী-সন্তানদে পাঠান মুক্তিযুদ্ধে। আবার অনেকে পাকিস্তানি বাহিনী ও তার দোসরদের বিরুদ্ধে সম্মুখযুদ্ধে অংশ নেন। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে এবার সেসব নারী বীর মুক্তিযোদ্ধাসহ বীরাঙ্গনাদের প্রথমবারের মতো রাষ্ট্রীয়ভাবে সম্মাননা জানায় সরকার। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ১৫ ফেব্রুয়ারি, ২০২২ দেশের ৬৪ জেলায় একযোগে ৬৫৪ নারী বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করা হয়। একাত্তরের স্বাধীনতা যুদ্ধে বীরত্বের জন্য বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীরবিক্রম, বীরপ্রতীক সম্মানে ভূষিত করা হয়। খেতাব পাওয়া নারী মুক্তিযোদ্ধা মাত্র দুই জন ক্যাপ্টেন সেতারা বেগম বীরপ্রতীক। (সেনাবাহিনী) ও তারামন বিবি বীরপ্রতীক।

আর দীর্ঘ অপেক্ষার পর ২৯ জানুয়ারি, ২০১৫ প্রথম একাত্তরের নির্যাতিত নারীদের বীরাঙ্গনা মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দিতে প্রস্তাব জাতীয় সংসদে গৃহীত হয়। এরপর ১৫ সেপ্টেম্বর, ২০১৫ প্রথমবারের মতো ৪১ জন বীরাঙ্গনাকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত স্বীকৃতি পাওয়া বীরাঙ্গনার সংখ্যা ৪৩৮ জন।

Leave a Reply