আন্তর্জাতিক বিষয়াবলি

কালানুক্রমিক ঘটনাবলি

০১.০২.২০২২

♦ মিয়ানমারের সংবিধান ২০০৮ সালে নিশ্চিত করেছিলেন আইনসভায় ২৫ শতাংশ আসন সেনাবাহিনীর জন্য সংরক্ষিত থাকবে। এর বাইরে প্রতিরক্ষা ও সীমান্তবিষয়ক গুরুত্বপূর্ণ মন্ত্রীর পদগুলো সামরিক বাহিনীর জন্য সংরক্ষিত ছিল।

♦ মিয়ানমারের ক্ষমতাচ্যুত সংসদ সদস্যদের দ্বারা ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট (NUG) নামের একটি সমান্তরাল জাতীয় ঐক্যের সরকার গঠন করা হয়েছে। NUG পিপলস ডিফেন্স ফোর্স (PDF)  নামের একটি গণ-প্রতিরক্ষা বাহিনী গঠন করে।

♦ মিয়ানমারের সেনা অভ্যুত্থানের এক বছর পুর্তি।

♦ বিশ্বের বৃহত্তম কনটেইনার জাহাজ কোম্পানি এমএসসি (সুইজারল্যান্ড)।

♦ ব্যান্ড মূল্যের দিক থেকে বিশ্বের সেরা প্রথম কোম্পানি অ্যাপল।

০২.০২.২০২২

♦ লাভিভ অঞ্চলটি ইউক্রেনে অবস্থিত।

♦ জাতিসংঘের মানবাধিকার প্রধান মিশেল ব্যাশেলেট।

♦ প্রথম ওয়েস্ট-উইন্ডিজিয়ান হিসেবে টি-২০-তে জেসন হোল্ডারের ডাবল হ্যাট্রিক।

০৩.০২.২০২২

♦ ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন। 

♦ ২০১৪ সালে ক্রিমিয়া দখল করে রাশিয়া।

০৪.০২.২০২২

♦ ইদলিব শহরটি সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত।

০৫.০২.২০২২

♦ রাশিয়ার গ্যাস কোম্পানি ‘গাজপ্রম’।

♦ লিথুনিয়া, লাটভিয়া ও এস্তোনিয়া রাষ্ট্রকে একত্রে বাল্টিক রাষ্ট্র বলা হয়।

♦ রাশিয়া ক্রিমিয়া দখল করে নেয় ২০১৪ সালে।

♦ পশ্চিমা শক্তির প্রতি ঐক্য প্রদর্শনের নজির হিসেবে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গতকাল শুক্রবার বেইজিংয়ে বৈঠক করেছেন।

♦ অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের সমন্বয়ে গঠিত প্রতিরক্ষা জোট ‘এইউকেইউএস’ (AUKUS)।

♦ জার্মান সম্প্রচার মাধ্যম ডয়চে ভেলের মস্কো ব্যুরো কার্যালয় বন্ধের নির্দেশ দিয়েছে রাশিয়া।

♦ এভারেস্টের হিমবাহ ধসে পড়লে এশিয়ার ১০০ কোটির বেশি মানুষের সুপেয় পানি, খাবার ও জীবিকা হুমকির মুখে পড়বে। (সিএনএন এর প্রতিবেদন)।

♦ ‘অ্যানোরেক্সিয়া নারভোসা’ কম খাওয়ার রোগ। সাধারণত মেয়েদের মধ্যেই বেশি দেখা যায় এই রোগ।

০৬.০২.২০২২

♦ ২০১৫ সালে চীন, ফ্রান্স, জার্মানি, রাশিয়া, ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাজ্যকে সঙ্গে নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরান জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অব অ্যাকশন নামের একটি চুক্তিতে পৌঁছায়। ২০১৮ সালে এই চুক্তি থেকে যুক্তরাষ্ট্র বের হয়ে যায়। বর্তমানে পুনরায় আগের চুক্তিতে ফিরে আসার জন্য বিশ্ব শক্তিগুলো অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় আলোচনা করছে।

♦ করোনায় মুখে খাওয়ার ওষুধ ‘প্যাক্সোভির’ রোগীর মৃত্যু ও হাসপাতালে ভর্তির ঝুঁকি ৮৯ শতাংশ কমায়।

০৭.০২.২০২২

♦ যুক্তরাষ্ট্র লেহি আইনের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের নিরাপত্তা বাহিনীকে অনুদান দেয়। বাংলাদেশ ১৯৯৮ সাল থেকে লেহি আইনের মাধ্যমে প্রতিরক্ষা সহযোগিতা পেয়ে আসতেছে।

♦ আলব্রেশট ড্যুরারের আঁকা চিত্রকর্ম ‘দ্য ভার্জিন অ্যান্ড চাইল্ড’।

♦ ব্রিটেনের সিংহাসনে যে রাজা থাকেন, তাঁর স্ত্রীকে ‘কুইন কনসর্ট’ বলা হয়।

♦ রেশো শহরটি পোল্যান্ডের দক্ষিণ- পূর্বাঞ্চলে অবস্থিত।

♦ ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভ।

♦ ৬ ফেব্রুয়ারি, ২০২২ সালে ৯২ বছর বয়সে করোনা আক্রান্ত হয়ে লতা মঙ্গেশকর মারা যান।

♦ কানাডার রাজধানী অটোয়া। 

♦ ক্ষেপণাস্ত্রের উন্নয়ন ও পারমাণবিক কার্যক্রম চালিয়ে যাওয়ায় ২০০৬ সাল থেকে উত্তর কোরিয়ার উপর জাতিসংঘের নিষেধাজ্ঞা রয়েছে।

♦ জোসজোও-জেসিওস্কা বিমানবন্দর পোলান্ডে অবস্থিত।

♦ কেলকালিস্ট সংবাদ পত্রটি ইসরায়েলের।

♦ ইতালির প্রধানমন্ত্রীর নাম মারিও ড্রাগি।

♦ স্পেনের প্রধানমন্ত্রীর নাম পেদ্রো সানচেজ। 

০৯.০২.২০২২

♦ কৃষ্ণ সাগরের সীমান্তে ইউক্রেন, রোমানিয়া, বুলগেরিয়া, তুরস্ক ও জর্জিয়া অবস্থিত।

♦ শেখ মুজিব ১৯৭৩ সালে জাপান সফর করেন। জাপান ১০ ফেব্রুয়ারি ১৯৭২ সালে বাংলাদেশকে স্বীকৃতি দেয়।

১০.০২.২০২২

♦ যুক্তরাজ্যের বিজ্ঞানীরা নিউক্লিয়ার ফিউশনে শক্তি উৎপাদনে সাফল্য। নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়ার মাধ্যমে শক্তি উৎপাদনে মূলত হাইড্রোজেনের দুটি আইসোটোপ ডিউটেরিয়াম, ট্রিটিয়াম ব্যবহার করা হয়। নিয়ন্ত্রিত বিক্রিয়ায় এই হাইড্রোজেন হিলিয়ামে পরিণত হয় এবং নিউক্লিয়াস থেকে নিউট্রন নির্গত হয়। এই নিউট্রনকে তাপ উৎপাদনে ব্যবহার করা হয়।

♦ দুর্দশার সৈকত (মিজারি বিচ) অস্ট্রেলিয়াতে অবস্থিত।

১১.০২.২০২২

♦ মসুল শহরের অবস্থান ইরাকে। 

♦ অপরিশোধিত তেল রপ্তানিকারক দেশগুলোর সর্ববৃহৎ জোট ওপেকের প্রধান সৌদি বাদশাহ সালমান।

♦ ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস রাশিয়া-ইউক্রেন দ্বন্দ্বের সমঝোতা করতে মস্কোতে গেছেন।

♦ ইউক্রেনের বর্তমান প্রেসিডেন্ট জেলেনস্কি।

♦ ২০০৪ সালে ইউক্রেনে কমলা বিপ্লব সংঘটিত হয়।

১২.০২.২০২২

♦ ফ্রান্সের নিকট থেকে ইন্দোনেশিয়ার ৪২টি রাফায়েল যুদ্ধ বিমান ক্রয়।  

♦ কৃষ্ণ ও আজভ সাগরে ইউক্রেনের নৌপথ অবরুদ্ধ করেছে রাশিয়া। 

♦ চীনকে রুখতে অস্ট্রেলিয়ার মেলবোর্নে কোয়াড জোটের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক। 

♦ ২০২১ সালে যুক্তরাষ্ট্রের আমদানি ৮১৫৯ কোটি ডলার।

♦ প্রথমবারের মত ক্যারিবিয়ানদের ধবলধোলাই করে ভারত।

♦ তাহসিন তাজওয়ারের ফিদে মাস্টার খেতাব অর্জন। 

১৩.০২.২০২২

♦ নৌ-মহড়ায় অংশ নিতে আরও ৩০টি রুশ যুদ্ধজাহাজের ক্রিমিয়া উপদ্বীপে গমন।

♦ আফগানিস্তানের আটককৃত ৭০০ কোটি ডলার খরচের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের।

♦ চেলসির ‘ক্লাব বিশ্বকাপ’ শিরোপা জয়।

♦ আইপিএল-এ ২ কোটি ভিত্তি মূল্যে দিল্লী ক্যাপিটালসের হয়ে খেলবেন মুস্তাফিজুর রহমান।

১৪.০২.২০২২

♦ ইউক্রেনকে ৩ দিক থেকে ঘিরে ফেলেছে রাশিয়া। 

♦ জাহাজ নির্মাণে বিশ্বের শীর্ষ দেশ চীন, দক্ষিণ কোরিয়া ও জাপান। বিশ্বের প্রায় ৯৪% জাহাজ উৎপাদিত হয় এই ৩ দেশে।

♦ সারা বিশ্বের পোশাক বর্জ্যের প্রায় ১২% পুর্নব্যবহার করা হয়।

♦ টানা দ্বিতীয়বারের মত বিশ্ব সেরা বিমানবন্দরের মর্যাদা পেল ইস্তানবুল বিমানবন্দর।

♦ প্রায় ১ দশকের পর আরব আমিরাত সফরে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান।

♦ জাপানের সর্বোচ্চ একাডেমি অ্যাওয়ার্ড ‘ফার্স্ট অর্ডার অব সেক্রেড ট্রেজার’ লাভ করেন কুষ্টিয়ার কৃতি সন্তান রাধা বিনোদ পাল।

১৫.০২.২০২২

♦ কোভিড-১৯ পরবর্তী অর্থনীতি পুনরুদ্ধারে শীর্ষে ডেনমার্ক।

♦ ভারতের জনবহুল উত্তর প্রদেশে বিধানসভা নির্বাচন শুরু।

♦ ন্যাটোতে যোগদানের পরিকল্পনা বাতিল করছে ইউক্রেন।

♦ তানজানিয়ার প্রেসিডেন্ট সামিহা সুলুহ।

♦ জাতিসংঘের গুম বিষয়ক ওয়ার্কিং গ্রুপের বাংলাদেশসহ ৯ টি দেশের গুম নিয়ে আলোচনা অনুষ্ঠিত।

১৬.০২.২০২২

♦ সাবেক সোভিয়েতভুক্ত ইউক্রেনের প্রিপিয়াত শহরের কাছের চেরনোবিল পারমাণবিক চুল্লিতে ১৯৮৬ সালে দুর্ঘটনা ঘটে।

♦ ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট প্রথমবারের মতো বাহরাইনে সফর করেন।

১৭.০২.২০২২

♦ দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল।

♦ জাতিসংঘের মানবিক বিষয়ক প্রধান মার্টিন গ্রিফিথস।

♦ আফ্রিকার দেশ কেনিয়ার রাজধানী নাইরোবিতে ২৮ ফেব্রুয়ারি জাতিসংঘের পরিবেশ বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত হবে।

♦ এস্তোনিয়ার রাজধানী তালিন, লাটভিয়ার রাজধানী রিগা, পোলান্ডের রাজধানী ওয়ারশ।

১৮.০২.২০২২

♦ ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিস্কেন।

♦ ইউক্রেনের রুশ বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চল দনবাস।

♦ ২০২৫ সালে বন্ধ হবে অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র।

♦ ‘ইসরাইল সৃষ্টি’ শতাব্দীর সেরা রাজনৈতিক অর্জন- ন্যান্সি পেলোসিও (স্পিকার, কংগ্রেস)।

১৯.০২.২০২২

♦ যুক্তরাষ্ট্রের ঠান্ডা বা শীতল যুদ্ধ শেষ হয়েছিল ১৯৯১ সালে।

♦ কম্বোডিয়ার ওপর অস্ত্র নিষেধাজ্ঞা দিয়েছে  যুক্তরাষ্ট্র।

♦ যুক্তরাষ্ট্র, রাশিয়ার উপর নিষেধাজ্ঞা দিয়েছিল ২০১৪ সালে।

♦ আন্তর্জাতিক সুইফট ব্যবস্থা থেকে রাশিয়ার ব্যাংকগুলোকে বাদ দিতে চাচ্ছে – যুক্তরাষ্ট্র।

♦ ঘাঘা দ্বীপ অবস্থিত  আবুধাবির পশ্চিমে, ঘাঘা দ্বীপে মানুষের বসতি ছিল নিওলিথিক যুগে।

♦ করফু দ্বীপের অবস্থান  গ্রিসে।

♦ যুক্তরাজ্যে টিয়ার ওয়ান ভিসা চালু করেছিল ২০০৮ সালে।

♦ অমিক্রনের দুইটি ধরণ  বিএ.১ ও বিএ.২। অমিক্রনের যে ধরণ মারাত্মক বিএ.২।

♦ ভারতের নাগরিকত্ব আইন পাস হয় ২০১৯।

২০.০২.২০২২

♦ নর্ড স্ট্রিম-২ গ্যাস পাইপলাইন যা রাশিয়া থেকে জার্মানিতে সরাসরি জ্বালানি সরবরাহের পথ।

♦ সামরিক জোট ন্যাটোর প্রধান জেনস স্টোলেনবার্গ। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ।

২১.০২.২০২২

♦ যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের নতুন সামাজিক যোগাযোগ মাধ্যমের নাম  ট্রুথ সোশ্যাল (২১ ফেব্রুয়ারি, ২০২২উদ্বোধন)

♦ দ. আমেরিকার একটি বিলুপ্ত প্রাচীন ভাষার নাম ‘ইয়ামানা’।

♦ বিশ্বে দীর্ঘ সময় (৭০ বছর) ধরে রাজ সিংহাসনে আছেন ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথ।

♦ আন্তর্জাতিক অপরাধ আদালতের সদস্য – ১২৩ টি দেশ (আইসিসির সদস্য দেশ নয় – রাশিয়া)।

২২.০২.২০২২

♦ রোহিঙ্গা গণহত্যায় গাম্বিয়ার দায়েরকৃত মামলা খারিজের দাবি মিয়ানমারের।

♦ মিয়ানমারের ২২ ব্যক্তি ও ৪ প্রতিষ্ঠানের বিরুদ্ধে ইইউ এর নিষেধাজ্ঞা।

♦ তুরস্কের আলোচিত অধিকার কর্মী ওসমান কাভালা।

♦ নেপালের সাথে যুক্তরাষ্ট্রের এম সি সি চুক্তির আওতায় ৫০ কোটি ডলারের সহায়তার বিরুদ্ধে বিক্ষোভ।

♦ ইউক্রেনের পূর্বাঞ্চলীয় অঞ্চল দোনেৎস্ক ও লুহানস্ক এর স্বাধীনতার স্বীকৃতির সিদ্ধান্ত রাশিয়ার। 

২৪.০২.২০২২

♦ এই শতাব্দীর শেষে বৈশ্বিক দাবানল ৫০% বৃদ্ধির শঙ্কা।

♦ চীন থেকে আরব আমিরাতের ১২টি এল-১৫ মডেলের হালকা যুদ্ধ বিমান ক্রয়।

♦ আজভ সাগর দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে রাশিয়া।

♦ ওয়ানডেতে ৭ম ইউকেটে জুটিতে বাংলাদেশের সর্বোচ্চ জুটি (১৭৪* রান)। যা ১ দিনের ক্রিকেটে ২য় সর্বোচ্চ।

২৫.০২.২০২২

♦ ইউক্রেনের উত্তর, দক্ষিণ ও পূর্বাঞ্চল দিয়ে একযোগে হামলা শুরু রাশিয়ার। 

♦ ইউক্রেনের হামলার জেরে বিশ্ব বাজারে তেলের দাম ব্যারেল প্রতি ১০৫ ডলার ছাড়িয়েছে। 

২৬.০২.২০২২

♦ ইউক্রেন হামলার জেরে লন্ডনে রাশিয়ান কোম্পানির শেয়ার স্থগিত।

♦ দেশের ২য় ব্যাটার হিসেবে ১৩০০০ হাজার রানের মাইলফক অর্জন করেন মুশফিকুর রহিম।

♦ টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান রোহিত শর্মার।

২৭.০২.২০২২

♦ রাশিয়াকে ‘সুইফট’ সুবিধা থেকে বাদ দেওয়ার পরিকল্পনা।

♦ ইইউএর মহাকাশ সুবিধা বন্ধ করেছে রাশিয়া।

♦ চেচনিয়া রিপাবলিকের নেতা রমজান কাদিরভ।

♦ ইউক্রেনে সামরিক সুবিধা দিতে একমত ২৬ দেশ।

২৮.০২.২০২২

♦ আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান কৌঁসুলি করিম খান।

♦ ইউক্রেন কে অস্ত্র সরবরাহ ২৭ দেশের।

♦ ইউক্রেন আগ্রাসনে রাশিয়ার জন্য আকাশ পথ বন্ধ করেছে পশ্চিমারা।

♦ ২০২১ সালে টাইলসের বৈশ্বিক বাজার ৫৪০০ কোটি ডলার এবং ২০২৮ সালে সম্ভাব্য ৭৭৮৮ কোটি ডলার হবে।

 

আলোচিত বিশ্ব

সম্মেলন-বৈঠক

সম্মেলনের নাম

সময়

অবস্থান

তম

AU

৫-৬ ফেব্রুয়ারি, ২০২২

আদ্দিস আবাবা, ইথিওপিয়া

৩৫ তম

মিউনিখ নিরাপত্তা সম্মেলন(MSC)

১৮-২০ ফেব্রুয়ারি, ২০২২

মিউনিখ, জার্মাানি

৫৮ তম

GECF

২০-২২ ফেব্রুয়ারি, ২০২২

দোহা, কাতার

৬ষ্ঠ

শীতকালীন অলিম্পিক

৪-২০ ফেব্রুয়ারি, ২০২২ চীনের বেইজিং-এ অনুষ্ঠিত ২৪তম শীতকালীন অলিম্পিক গেমসে শীর্ষ ৫ পদকজয়ী দেশের তালিকা-

দেশ

স্বর্ণ

রোপ্য

ব্রোঞ্জ

মোট

নরওয়ে

১৬

১৩

৩৭

জার্মানি

১২

১০

২৭

চীন

১৫

যুক্তরাষ্ট্র

১০

২৫

সুইডেন

১৮

 

গণতন্ত্র সূচক

প্রকাশ: ৯ ফেব্রুয়ারি, ২০২২। প্রকাশক: The Economist Intelligence Unit (EIU)। সূচকের শিরোনাম: Democracy Index 2021। অন্তর্ভুক্ত দেশ: ১৬৭টি। সূচক অনুযায়ী-
চার শ্রেণিতে দেশ: পূর্ণ গণতন্ত্র ২০২১টি; ত্রুটিপূর্ণ গণতন্ত্র ৫৩টি; মিশ্র বা আংশিক গণতন্ত্র ৩৪টি ও স্বৈরতন্ত্র ৫৯টি।
সূচকে শীর্ষ ৪ দেশ: ১. নরওয়ে, ২. নিউজিল্যান্ড, ৩. ফিনল্যান্ড, ৪. সুইডেন।
সূচকে সর্বনিম্ন ৪ দেশ: আফগানিস্তান, মিয়ানমার, উত্তর কোরিয়া, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র।
সার্কভুক্ত দেশের অবস্থান-
ত্রুটিপূর্ণ গণতন্ত্র: ৪৬. ভারত ও ৬৭. শ্রীলংকা।
হাইব্রিড রেজিম বা মিশ্র গণতন্ত্র: বাংলাদেশ, ভুটান, নেপাল, পাকিস্তান।
স্বরতন্ত্র: ১৬৭. আফগানিস্তান।

Leave a Reply