Notice & News

প্রাথমিকে সহকারি শিক্ষক নিয়োগ আবেদনে ভুল সংশোধনের সুযোগ

Notice Nov 22, 2020

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ  আবেদনে যদি কারো ভুল থেকে যায়, তাহলে সংশোধনের সুযোগ দিচ্ছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। আবেদন ফি পরিশোধ করা প্রার্থীরা ২৮ নভেম্বর থেকে আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত তথ্য সংশোধনের এ সুযোগ পাবেন।

গত ১৯ অক্টোবর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এরপর অনলাইনে ২৫ অক্টোবর সকাল সাড়ে ১০টা থেকে আবেদন নেওয়া শুরু হয়। এই আবেদনপ্রক্রিয়া শেষ হবে আগামী ২৪ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিটে। সহকারী শিক্ষকদের বেতন হবে জাতীয় বেতন স্কেল, ২০১৫-এর গ্রেড ১৩ অনুযায়ী ১১০০০ থেকে ২৬৫৯০ টাকা। রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলার কারো আবেদন এই বিজ্ঞপ্তিতে গ্রহণযোগ্য হবে না।

অনলাইনে আবেদন হওয়ায় একাডেমিক সার্টিফিকেট গ্রহণ, বিশ্ববিদ্যালয় যুক্ত না থাকায় আবেদন সম্পন্ন না হওয়া, জেন্ডার (লিঙ্গ) নির্বাচনে ভুলসহ বিভিন্ন ধরনের জটিলতার সম্মুখীন হয়েছেন আবেদনকারীরা। বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে আবেদনে ভুল সংশোধনের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ডিপিই।

ডিপিইর সহকারী পরিচালক নিয়োগ হিসেবে কর্মরত সিনিয়র সহকারী সচিব আতিক এস বি সাত্তার বলেন, ‘অনেক আবেদনে ভুলত্রুটি হয়েছে। বিভিন্ন মাধ্যমে প্রার্থীরা তা জানাচ্ছে। তাই আবেদনের ভুল সংশোধনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনলাইন আবেদন কার্যক্রম শেষে ২৮ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত এসব সংশোধন করার সুযোগ  থাকবে। এর মধ্যে প্রার্থীর ও বাবা-মায়ের নাম, জেন্ডার, জন্মতারিখ, জিপিএ-সংক্রান্ত ভুল থাকলে তা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড থেকে সংশোধন করে নিতে হবে। বোর্ডে সংশোধন হলে সার্ভারেও তা সংশোধন হয়ে যাবে। এর বাইরে আবেদন ফি জমা দেওয়া প্রার্থীদের কোনো তথ্য লিখতে ভুল হলে সে জন্য কারেকশন অপশনে গিয়ে রিকোয়েস্ট দিলে তা সংশোধন করতে তাকে উল্লেখিত সময়ের মধ্যে লিংক পাঠানো হবে। সংশোধন হওয়ার পর তাকে একটি এসএমএস দিয়ে নিশ্চিত করা হবে।’

২৫ অক্টোবর থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে। গত বৃহস্পতিবার সকাল পর্যন্ত ৯ লাখ ৬০ হাজারের বেশি আবেদন জমা পড়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে।

আবেদন ফি

সম্প্রতি প্রাথমিকের সহকারী শিক্ষক পদে অনির্দিষ্টসংখ্যক জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) অধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের আবেদন ফি ১১০ টাকা নির্ধারণ করা হয়েছে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

আবেদন লিংক: https://dpe.teletalk.com.bd/