Notice & News
শিক্ষকসহ মোট ৪৬ জন নেবে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিশ্ববিদ্যালয়টি পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয়। ২০১৪-১৫ সেশনে শিক্ষার্থী নিয়ে প্রথম শিক্ষাকার্যক্রম শুরু করে এই বিশ্ববিদ্যালয়।
যেসব পদে নিয়োগ:
১.
ক) অধ্যাপক— কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ: ১টি
খ) অধ্যাপক— ম্যানেজমেন্ট বিভাগ: ২টি
গ) অধ্যাপক— ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগ: ১টি
ঘ) অধ্যাপক— ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ: ১টি
ঙ) অধ্যাপক— ফিশারিজ অ্যান্ড মেরিন রিসার্চে টেকনোলজি বিভাগ: ১টি
২.
ক) সহযোগী অধ্যাপক— কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ: ১টি
খ) সহযোগী অধ্যাপক— ম্যানেজমেন্ট বিভাগ: ২টি
গ) সহযোগী অধ্যাপক— ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগ: ১টি
ঘ) সহযোগী অধ্যাপক— ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ: ১টি
ঙ) সহযোগী অধ্যাপক— ফিশারিজ অ্যান্ড মেরিন রিসোর্স টেকনোলজি বিভাগ: ১টি
৩.
উপপরিচালক (হিসাব), অর্থ ও হিসাব দপ্তর: ১টি
৪.
ক) সহকারী অধ্যাপক— ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ: ২টি
খ) সহকারী অধ্যাপক— ফিশারিজ অ্যান্ড মেরিন রিসোর্স টেকনোলজি: ২টি
৫.
ক) প্রভাষক— ম্যানেজমেন্ট বিভাগ: ১টি
খ) প্রভাষক— ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগ: ২টি
গ) প্রভাষক— ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ: ২টি
ঘ) প্রভাষক— ফিশারিজ অ্যান্ড মেরিন রিসোর্স টেকনোলজি বিভাগ: ৪টি
৬.
সহকারী প্রকৌশলী (সিভিল), পরিকল্পনা ও উন্নয়ন দপ্তর: ১টি
৭.
অডিট অফিসার, উপাচার্য দপ্তর: ১টি
৮.
সেকশন অফিসার, রেজিস্ট্রার দপ্তর (সংস্থাপন ও একাডেমিক): ২টি
৯.
অ্যাকাউন্টস অফিসার (বাজেট), অর্থ ও হিসাব দপ্তর: ১টি
১০.
অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস অফিসার (হিসাব), অর্থ ও হিসাব দপ্তর: ১টি
১১.
সহকারী এস্টেট অফিসার, রেজিস্ট্রার দপ্তর (এস্টেট): ১টি
১২.
উপসহকারী প্রকৌশলী (হার্ডওয়্যার ও মেইনট্যানেন্স), আইটি শাখা: ১টি
১৩.
উচ্চমান সহকারী কাম কম্পিউটার অপারেটর, লাইব্রেরি দপ্তর: ১টি
১৪.
কম্পিউটার অপারেটর, অর্থ ও হিসাব দপ্তর: ১টি
১৫.
ল্যাব টেকনিশিয়ান, মেডিকেল দপ্তর: ১টি
১৬.
অফিস সহকারী কাম টাইপিস্ট: ৬টি
১৭.
অফিস সহায়ক: ৩টি
আবেদনের নিয়ম:
আবেদনের নিয়ম rmstu.edu.bd অথবা http://rmstur.teletalk.com.bd ওয়েবসাইটে দেওয়া নিয়মানুযায়ী করতে হবে।
আবেদনের সময়:
আবেদন করা যাবে ২৩ ডিসেম্বর পর্যন্ত।
আবেদন ফি:
* অধ্যাপক ও সহযোগী অধ্যাপক পদে অনলাইন আবেদন ফি ১ হাজার ৬৫০ টাকা টেলিটক সার্ভিস চার্জসহ।
* উপপরিচালক (হিসাব) ও সহকারী অধ্যাপক পদে অনলাইন আবেদন ফি ১ হাজার ৩২০ টাকা টেলিটক সার্ভিস চার্জসহ।
* প্রভাষক, সহকারী প্রকৌশলী (সিভিল), অডিট অফিসার, সেকশন অফিসার, অ্যাকাউন্টস অফিসার (বাজেট) পদে অনলাইন আবেদন ফি ১ হাজার ১০০ টাকা টেলিটক সার্ভিস চার্জসহ।
* অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস অফিসার (হিসাব), সহকারী এস্টেট অফিসার, উপসহকারী প্রকৌশলী (হার্ডওয়্যার ও মেইনট্যানেন্স) পদে অনলাইন আবেদন ফি ৮৮০ টাকা টেলিটক সার্ভিস চার্জসহ।
* উচ্চমান সহকারী কাম কম্পিউটার অপারেটর, কম্পিউটার অপারেটর, ল্যাব টেকনিশিয়ান, অফিস সহকারী কাম টাইপিস্ট পদে অনলাইন আবেদন ফি ৬৬০ টাকা টেলিটক সার্ভিস চার্জসহ।
* অফিস সহায়ক পদে অনলাইন আবেদন ফি ৫৫০ টাকা টেলিটক সার্ভিস চার্জসহ।