Notice & News

সুপারিশপ্রাপ্ত ৩৭ প্রার্থীকে নন-ক্যাডারে আবেদনপত্র জমা দেওয়ার আহ্বান

News Nov 14, 2020

নন-ক্যাডার হিসেবে সুপারিশপ্রাপ্ত ৩৮তম বিসিএসের ৫৪১ জনের মধ্যে ৩৭ জন আবেদনপত্র (অ্যাপ্লিকেন্ট কপি) জমা দেননি। আগামী ২০ নভেম্বরের মধ্যে তাঁদের এই কপি জমা দিতে হবে বলে, একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) নূর মোহাম্মদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুপারিশপ্রাপ্তদের মধ্যে যাঁরা নন-ক্যাডার আবেদনপত্রের (Applicant copy) কপি জমা দেননি, তাঁদের ২০ নভেম্বরের মধ্যে সরকারি কর্ম কমিশনে (পিএসসি) নন-ক্যাডার আবেদনের (Applicant copy) দুই কপি জমা দিতে পুনরায় অনুরোধ করা হলো।

এর আগে গত ২০ অক্টোবর ৩৮তম বিসিএসের চূড়ান্ত ফলে উত্তীর্ণ হয়েও যাঁরা ক্যাডার পাননি, তাঁদের মধ্যে ৫৪১ জনকে প্রথম শ্রেণির নন-ক্যাডার পদে নিয়োগের জন্য সুপারিশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তরের সমাজসেবা কর্মকর্তা/সমমান পদে ১১১ জন, কৃষি মন্ত্রণালয়ের মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট পদে ৬২ জন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সরকারি কর্মচারী হাসপাতালের মেডিকেল অফিসার পদে ৩৩ জন, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী (পুর) পদে ৮৫ জন, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের ঔষধ প্রশাসন অধিদপ্তরের ঔষধ তত্ত্বাবধায়ক পদে ১৯ জনসহ ৫৩টি ক্যাটাগরিতে মোট ৫৪১ জনকে নিয়োগের সুপারিশ করেছে পিএসসি।