Notice & News
১৫ হাজার শিক্ষক নিয়োগে গণবিজ্ঞপ্তি, আবেদন শুরু আজ
বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা শিক্ষাপ্রতিষ্ঠান এন্ট্রি লেভেলের ১৫ হাজার ১৬৩ শিক্ষক পদে নিয়োগ সুপারিশ পেতে আজ ৮ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে আবেদন শুরু হয়েছে। আবেদনের শেষ সময় ২২ ফেব্রুয়ারি ২০২২।
দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের বিশেষ গণবিজ্ঞপ্তি-২০২২ প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। রোববার রাতে এনটিআরসিএর ওয়েবসাইটে শিক্ষক নিয়োগ সুপারিশের এ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
পদসংখ্যা
১৫ হাজার ১৬৩ পদের মধ্যে ১২ হাজার ৮০৭টি এমপিওভুক্ত শূন্যপদ। নন–এমপিও পদ আছ ২ হাজার ৩৫৬টি।
আবেদন ফি
আবেদন ফি ১০০ টাকা। যেসব প্রার্থী নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করবেন, তাঁরা ২৫ ফেব্রুয়ারি রাত ১২টার মধ্যে আবেদন ফি জমা দিতে পারবেন। আবেদন করার ৭২ ঘণ্টার মধ্যে ফি জমা দিতে হবে।
আবেদনের শেষ সময় এবং বয়স
আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ফেব্রুয়ারি। আবেদনকারীর বয়স ১ জানুয়ারি ২০২০ তারিখে সর্বোচ্চ ৩৫ বছর বা তার কম হতে হবে।
আগ্রহী প্রার্থীরা http://ngi.teletalk.com.bd অথবা www.ntrca.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। অনলাইনে সঠিকভাবে ফরম পূরণ করে সাবমিট করতে হবে। ফরম সাবমিটের পর প্রার্থীদের মুঠোফোনে এসএমএস পাঠিয়ে টাকা জমা দেওয়াসহ পরবর্তী নির্দেশনা জানিয়ে দেওয়া হবে।
উল্লেখ্য, ৫৪ হাজার ৩০৪টি শূন্য পদের মধ্যে ১২ হাজার ৮০৭টি পদ এমপিওভুক্ত প্রতিষ্ঠানে এবং ২ হাজার ৩৫৬ টি পদ নন এমপিওভুক্ত প্রতিষ্ঠানে। বিশেষ গণবিজ্ঞপ্তি সম্পর্কে আরও বিস্তারিত জানাতে ক্লিক করুন এই লিংকে।