Notice & News

৩৭৮ জন অডিটর নেবে হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়

News Jan 1, 2022

হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় এবং এর অধীন দপ্তরগুলোতে ১১তম গ্রেডভুক্ত অডিটর পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৭ জানুয়ারি পর্যন্ত অনলাইনে অবেদন করতে পারবেন। অনলাইন ছাড়া অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না।

পদের নাম: অডিটর
পদসংখ্যা: ৩৭৮
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি।
বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড ১১)।
বয়সসীমা
আবেদনকারীর বয়স ১২ জানুয়ারি ২০২২ তারিখে সর্বনিম্ন ১৮ বছর এবং ২০২০ সালের ২৫ মার্চ তারিখে সর্বোচ্চ বয়স ৩০ বছর। বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর।
যেভাবে আবেদন করবেন
সকল আগ্রহী প্রার্থীকে অনলাইনে এই লিংকের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদন ফি
টেলিটক মুঠোফোন নম্বর থেকে আবেদন ফি ১০০ টাকা ও সার্ভিস চার্জ বাবদ ১২ টাকাসহ মোট ১১২ টাকা জমা দিতে হবে।
আবেদনের সময়
আবেদনের সময় শুরু হবে আগামী ১২ জানুয়ারি (বুধবার) থেকে এবং আগামী ২৭ জানুয়ারি ২০২২, বিকেল ৫:০০ টা পর্যন্ত আবেদন করা যাবে।