Notice & News

৪১তম BCS লিখিত পরীক্ষার তারিখ প্রকাশ করেছে পিএসসি

News, Notice Oct 11, 2021

৪১তম বিসিএসের লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগামী ২৯ নভেম্বর থেকে বিসিএসের আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা শুরু হবে এবং শেষ হবে ডিসেম্বরে। গত রবিবার (১০ অক্টোবর) সরকারি কর্ম কমিশন (পিএসসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক নূর আহমদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষার হল, আসন ব্যবস্থা এবং পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা যথাসময়ে সংবাদমাধ্যম ও কর্ম কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) প্রকাশ করা হবে।

গত ১৯ মার্চ দেশের আট বিভাগে ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরে এই প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয় ১ আগস্ট।

৪১তম বিসিএসে মোট আবেদন করেছিলেন ৪ লাখ ৪ হাজার ৫১৩ জন। প্রিলি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ৩ লাখ ৪ হাজার ৯০৭ জন। পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ২১ হাজার ৫৬ জন।