Notice & News

৪১ ও ৪২তম বিসিএস প্রিলিমিনারির তারিখ প্রকাশ করেছে পিএসসি

News Jan 18, 2021

৪১তম ও ৪২তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এ বছরের ১৯ মার্চে অনুষ্ঠিত হবে ৪১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা এবং ৪২তম বিশেষ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৬ ফেব্রুয়ারি। গত বুধবার (১৩ জানুয়ারি) বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের এক সভায় এই তারিখ নির্ধারণ করা হয়।

৪১তম বিসিএস প্রিলিমিনারী পরীক্ষা ১৯ মার্চ শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, বরিশাল, রংপুর ও ময়মনসিংহে একযোগে অনুষ্ঠিত হবে। ৪২তম বিসিএস প্রিলিমিনারী পরীক্ষাও ২৬ ফেব্রুয়ারি বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

৪১তম বিসিএসে আবেদন করেছিলেন ৪ লাখ ৭৫ হাজার জন। দুই বিসিএস পরীক্ষার আসন ও বিস্তারিত তথ্য পরে পিএসসির ওয়েবসাইটে জানানো হবে। এ বিসিএসে ২ হাজার ১৬৬ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিলো।

চিকিৎসকদের জন্য বিশেষ ৪২তম বিসিএসে ৩১ হাজারের বেশি আবেদন জমা পড়েছে। এ বিসিএসের আবেদন শুরু হয় গত বছরের ৭ ডিসেম্বর এবং শেষ হয় ২৭ ডিসেম্বর সন্ধ্যায়। ৪২তম বিসিএসে সহকারী সার্জন হিসেবে ২ হাজার জনকে নিয়োগ দেওয়া হবে।