Notice & News
৪২তম বিসিএস এর ভাইভা পরীক্ষা স্থগিত
৪২তম বিসিএস (বিশেষ) ভাইভা পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে আজ এক প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আবারো করোনাভাইরাস সংক্রমণের হার বৃদ্ধি পাওয়ায় সরকার জীবন জীবিকায় কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। এ কারণেই ৪২তম বিশেষ বিসিএস ভাইভা পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে সরকারি কর্ম কমিশনের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়। পরবর্তী পরিস্থিতি বিবেচনায় সরকারি বিধিনিষেধ শিথিল হলে মৌখিক পরীক্ষার পরবর্তী তারিখ ঘোষণা দেবে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
করোনাভাইরাস মহামারির প্রেক্ষাপটে দুই হাজার চিকিৎসককে সরকারি চাকরিতে নিয়োগ দিতে গত বছর ৪২ তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি দেওয়া হয়। গত ২৬ ফেব্রুয়ারি প্রিলিমিনারি পরীক্ষা (লিখিত টাইপ) অনুষ্ঠিত হয়। পরীক্ষার এক মাস পর ২৯ মার্চ বিসিএসের ফল প্রকাশ করে পিএসসি।
৪২ তম বিসিএস বিশেষ ক্যাডারের লিখিত পরীক্ষায় (এমসিকিউ টাইপ) উত্তীর্ণ হয়েছেন ৬ হাজার ২২ জন। ২৩ মে থেকে এদের ভাইভা হওয়ার কথা ছিল। ওই দিন সকাল ১০টায় ২২০ জনের ভাইভা হওয়ার কথা ছিল। সূচি অনুযায়ী, আগামী ৩০ জুন পর্যন্ত ৬ হাজার ২২ জনের ভাইভা অনুষ্ঠিত হতো।