Notice & News

৪৩তম বিসিএস প্রিলির তারিখ জানিয়েছে পিএসসি

News Jan 28, 2021

গতকাল বুধবার (২৭ জানুয়ারি) বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার দিন ধার্য করেছে। পিএসসির বিশেষ সভায় এটি নির্ধারণ করা হয়। আগামী ৬ আগস্ট এই পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে বলে জানান সেই সভায় উপস্থিত একজন পিএসসির সদস্য জানান।

৪৩তম বিসিএসের অনলাইনে আবেদন শুরু হয়েছে ৩০ ডিসেম্বর। আবেদনের সময় দুই মাস বর্ধিত হয়ে এখন আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন ৩১ মার্চ পর্যন্ত।

পরীক্ষাকেন্দ্র

প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষা ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮১৪ জন কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ৩০০ জন, পুলিশ ক্যাডারে ১০০ জন, পররাষ্ট্র ক্যাডারে ২৫ জন, শিক্ষা ক্যাডারের জন্য ৮৪৩ জন, অডিটে ৩৫ জন, তথ্যে ২২ জন, ট্যাক্সে ১৯ জন, কাস্টমসে ১৪ জন ও সমবায়ে ১৯ জন নিয়োগ দেওয়া হবে।

প্রিলিমিনারি পরীক্ষার নম্বর বণ্টন

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রার্থীকে ২০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। পরীক্ষার সময় ২ ঘণ্টা। প্রিলিমিনারি পরীক্ষায় ২০০টি প্রশ্ন থাকবে। প্রার্থী প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ১ নম্বর পাবেন। তবে ভুল উত্তর দিলে প্রতিটি ভুল উত্তরের জন্য প্রাপ্ত মোট নম্বর থেকে দশমিক ৫০ (শূন্য দশমিক পাঁচ শূন্য) নম্বর কাটা যাবে। প্রিলিমিনারির বিষয়ভিত্তিক সিলেবাস পিএসসির ওয়েবসাইটে পাওয়া যাবে।

তথ্যসূত্র: প্রথম আলো