Notice & News

৪৩তম বিসিএস প্রিলি পরীক্ষার তারিখ প্রকাশ করেছে পিএসসি

News Feb 1, 2021

৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এ বছরের ৬ আগস্ট অনুষ্ঠিত হবে এই পরীক্ষা। গত রবিবার (৩১ জানুয়ারি) বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে এই তারিখ ঘোষণা করা হয়।

৪৩তম বিসিএস প্রিলিমিনারী পরীক্ষা ৬ আগস্ট শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, বরিশাল, রংপুর ও ময়মনসিংহে একযোগে অনুষ্ঠিত হবে।

৪৩ তম বিসিএস আবেদনের শেষ তারিখ ৩১ মার্চ ২০২১। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) বৈঠকে ৪৩তম বিসিএস আবেদনের সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পিএসসির জনসংযোগ কর্মকর্তা ইশরাত শারমীন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

৪৩ তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১,৮১৪ জন কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ৩০০ জন, পুলিশ ক্যাডারে ১০০ জন, পররাষ্ট্র ক্যাডারে ২৫ জন, শিক্ষা ক্যাডারের জন্য ৮৪৩ জন, অডিটে ৩৫ জন, তথ্যে ২২ জন, ট্যাক্সে ১৯ জন, কাস্টমসে ১৪ জন ও সমবায়ে ১৯ জন নিয়োগ দেওয়া হবে।

  • আবেদনপত্র জমাদান শুরু : ৩০ ডিসেম্বর ২০২০ (সকাল ১০.০০)
  • আবেদনপত্র জমাদানের শেষ তারিখ :৩১ মার্চ ২০২১ (বর্ধিত)
  • প্রিলিমিনারী পরীক্ষা :০৬ আগষ্ট ২০২১
  • শূণ্য আসনঃ১৮১৪টি
  • বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ :৩০ নভেম্বর ২০২০