প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা – ২০১০ (Preli Primary) General 8 January 2010 Marks 80

কোড : তিস্তা কোড ; ০৪

Question 01

“এতটুকু তারে ঘরে এনেছিনু সোনার মতন মুখ, পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাইত বুক।” –পঙক্তিটি কোন কবির রচনা?

Question 02

গাহি তাহাদের গান- ধরণীর হাতে দিল যারা আনি ফসলের ফরমান।– পঙ্গক্তিটি কোন কবির রচনা?

Question 03

\(\mathrm{2x^2-xy-6y^2}\) এর উৎপাদক-

Question 04

\(\mathrm{a+\frac1a=\sqrt3}\) হলে, \(\mathrm{a^3+\frac1{a^3}}\) = কত?

Question 05

Dhaka is a big city. এখানে ‘city’ শব্দটি কোন প্রকারের Noun?

Question 06

‘King’ শব্দটির Abstract form হবে-

Question 07

কম্পিউটার পদ্ধতির দুটি প্রধান অঙ্গ হচ্ছে-

Question 08

কম্পিউটারের ডিজিটাল পদ্ধতির অভ্যন্তরে সাধারণত যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়, তাকে বলে-

Question 09

‘বরফ গলা নদী’ উপন্যাসটির রচয়িতা কে?

Question 10

‘সঞ্চিতা’ কোন কবির কাব্য সংকলন?

Question 11

\(\mathrm{3(3x-4)=2(4x-3)}\) কে সমাধান করলে \(\mathrm{x}\)- এর মান হবে-

Question 12

তিনটি ক্রমিক সংখ্যার গুণফল ২১০ হলে, সংখ্যা তিনটির যোগফল হবে-

Question 13

After the storm comes the calm, এখানে ‘after’ শব্দটি-

Question 14

Suddenly one of the wheels came off, এখানে ‘off’ শব্দটি-

Question 15

২০১০ সালের বিশ্বকাপ ফুটবলে মোট কয়টি দেশ অংশগ্রহণ করছে

Question 16

যে সকল উদ্ভিদে কখনও ফুল হয় না, তাদের বলা হয়-

Question 17

‘ডাকঘর’ নাটকটির রচয়িতা কে?

Question 18

‘কিত্তনখোলা’ নাটকটির রচয়িতা কে?

Question 19

একজন বাঁধাইকারক একদিনে ১২০টি বই এবং তার সহকর্মী একদিনে \(\mathrm{\frac১৪}\) অংশ বই বাঁধাই করতে পারে। যদি তারা পালাক্রমে একজন দিনে একা কাজ করে তবে ৭৫০ টি বই বাঁধাই করতে তাদের কতদিন লাগবে।

Question 20

3টি গরুর মূল্য 9টি খাসির মূল্যের সমান। 2টি গরুর মূল্য 24,000 টাকা হলে, 2টি খাসির মূল্য কত?

Question 21

কোন বানানটি শুদ্ধ?

Question 22

কোনটি শুদ্ধ বানান?

Question 23

উদ্ভিদ কোষ থেকে বাষ্পাকারে পানি বের হয়ে যাওয়ার প্রণালিকে বলে-

Question 24

জীবের বংশগতির বৈশিষ্ট্য বহন করে-

Question 25

বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয়-

Question 26

স্বাধীন বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট-

Question 27

‘অহঙ্কার পতনের মূল’- বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

Question 28

কি সাহসে ওখানে গেলে? –বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

Question 29

কোন বানানটি শুদ্ধ?

Question 30

কোনটি শুদ্ধ বানান?

Question 31

কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ?

Question 32

কোনটি বহুব্রীহি সমাসের উদাহরণ-

Question 33

একজন বিক্রেতা ১২.৫% ক্ষতিতে একটি জিনিস বিক্রি করেন। যে মূল্যে তিনি জিনিসটি বিক্রি করলেন, তার চেয়ে ৩০ টাকা বেশি মূল্যে বিক্রি করলে ক্রয়মূল্যের উপর তাঁর ২৫% লাভ হত। জিনিসটির ক্রয় মূল্য কত?

Question 34

একজন ফল ব্যবসায়ী প্রতি ডজন ১৫০ টাকা দরে কিছু আম এবং প্রতি ডজন ১০০ টাকা দরে সমান সংখ্যক আপেল কিনলেন। ডজন প্রতি ১৪০ টাকা দরে সব ফল বিক্রি করলে, তাঁর কত লাভ হবে?

Question 35

‘We ought to obey our parrents’ – বাক্যটির সঠিক পরিবর্তিত voice হবে-

Question 36

টেস্টিং সল্ট-এর রাসায়নিক নাম কী?

Question 37

দেয়াশলাই কাঠিতে কোনটি থাকে না?

Question 38

‘ইতি’ শব্দের প্রতিশব্দ নয় কোনটি?

Question 39

‘নদী’ শব্দের সমার্থক শব্দ কোনটি?

Question 40

৩, ৬, ৪, ৯, ৫, ১২, ৬, …… ধারাটির দশম পদ হবে-

Question 41

২, ৫, ৭, ৮, ………. ধারাটির অষ্টম পদ হবে-

Question 42

Rafiq said to me, “I was ill.” বাক্যটির indirect speech হবে-

Question 43

He told me, “What are you doing”? বাক্যটির indirect speech হবে-

Question 44

দক্ষিণ গোলার্ধে উত্তর-আয়নান্ত ঘটে কখন?

Question 45

সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি?

Question 46

‘উত্তপ্ত’ শব্দটির বিপরীতার্থক শব্দ কী?

Question 47

‘নন্দিত’ শব্দটির বিপরীতার্থক শব্দ কী?

Question 48

কোন গ্রহের কোনো উপগ্রহ নেই?

Question 49

নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি বৃহত্তম?

Question 50

\(\mathrm{০.১\times ০.০১ \times ০.০০১\over ০.২ \times ০.০২}\)-এর মান কত?

Question 51

নিচের কোন বাক্যটি শুদ্ধ?

Question 52

নিচের কোন বাক্যটি শুদ্ধ?

Question 53

বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি?

Question 54

বাংলাদেশের বৃহত্তম হাওর কোনটি?

Question 55

বাংলাদেশ সংবিধান সর্বপ্রথম কোন তারিখে গণপরিষদে উত্থাপিত হয়?

Question 56

কিছু টাকা ক, খ ও গ-এর মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হলো যাতে ক-এর অংশ খ-এর দ্বিগুণের সমান ও খ-এর অংশ গ-এর ৪ গুণের সমান। তাহলে তাদের অংশের অনুপাত কত?

Question 57

এক দোকানদার প্রতি ১০০ গ্রাম ১৫ টাকা ও ২০ টাকা দরের দুই ধরনের চা কি অনুপাতে মেশালে মিশ্রণ প্রতি ১০০ গ্রাম চায়ের দাম ১৬ টাকা ৫০ পয়সা হবে?

Question 58

Man aspires –– riches. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে-

Question 59

The lady is not amenable- reason. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে––

Question 60

Reza died –– overeating. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে-

Question 61

ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত সাতগম্বুজ মসজিদের গম্বুজের সংখ্যা-

Question 62

মহামুনি বিহার কোথায় অবস্থিত?

Question 63

‘মোড়ক’ শব্দের প্রকৃতি-প্রত্যয় হবে-

Question 64

‘কাঁদুনি’ শব্দের প্রকৃতি-প্রত্যয় হবে-

Question 65

এক ব্যক্তি ক্রয়মূল্যের ওপর ৫০% হিসাব করে বিক্রয়মূল্য নির্ধারণ করে। সে নির্ধারিত বিক্রয়মূল্যের ওপর ১০% কমিশন দিয়ে জিনিস বিক্রয় করে। তার মোটের ওপর শতকরা কত লাভ হবে?

Question 66

‘Benevolent’ – এর সমার্থক শব্দ কোনটি?

Question 67

‘Illicit’ –এর সমার্থক শব্দ কোনটি?

Question 68

আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র কবে জারি করা হয়?

Question 69

সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশি বলে পরিচিত হবেন?

Question 70

কোনটি শুদ্ধ বানান?

Question 71

কোন বানানটি শুদ্ধ?

Question 72

একই চাপের ওপর দণ্ডায়মান পরিধিস্থ কোণের পরিমাণ ৬০° হলে, কেন্দ্রস্থ কোণের পরিমাণ হবে-

Question 73

To meet trouble half____ way phrase-টির অর্থ কী?

Question 74

To see red––– phrase-টির অর্থ-

Question 75

মেঘলা রাতে-

Question 76

সবচেয়ে ভালো তাপ পরিবাহক হচ্ছে-

Question 77

কোনটি শুদ্ধ বানান?

Question 78

কোনটি তৃতীয়া তৎপুরুষ সমাসের উদাহরণ-

Question 79

জাতিসংঘ কোন সালে জন্ম লাভ করে?

Question 80

ভূমিকম্প নির্দেশক যন্ত্রের নাম কী?