প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা – ২০১৩ (Preli Primary) প্রথম ধাপ 14 April 2013 Marks 80

কোড : করতোয়া কোড ; ০১

Question 01

‘আব্দুল্লাহ’ উপন্যাসের লেখকের নাম-

Question 02

‘সঞ্চিতা’ কোন কবির কাব্যসংকলন?

Question 03

‘বসন্তকুমারী’ নাটক কার রচনা?

Question 04

‘সুন্দর’ শব্দটি কোন পদ?

Question 05

নিচের কোন শব্দটি বহুব্রীহি সমাসের উদাহরণ?

Question 06

নিচের কোন শব্দটি রূপক কর্মধারয় সমাসের একটি উদাহরণ?

Question 07

কোনটি শুদ্ধ বানান?

Question 08

‘সৌম্য’ এর বিপরীত শব্দ-

Question 09

নিচের কোনটি সূর্যের প্রতিশব্দ?

Question 10

Question 11

Question 12

‘চাক্ষুষ’ এর বিপরীত শব্দ-

Question 13

কোনটি শুদ্ধ বানান?

Question 14

পটল তোলা’ বাগ্ধারাটির সঠিক অর্থ কোনটি?

Question 15

‘যাহা কষ্টে অর্জন করা যায়’ তাকে এক কথায় বলে-

Question 16

‘Franchise’ শব্দটির Synonym হচ্ছে-

Question 17

কোনটি শুদ্ধ বানান?

Question 18

কোন বাক্যটি শুদ্ধ?

Question 19

‘To read between the lines’ অর্থ হচ্ছে-

Question 20

কোনটি বাক্যটি শুদ্ধ?

Question 21

‘Incredible’ শব্দটি Synonym হচ্ছে-

Question 22

Now-a-days many villages are lit ––– electricity বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে-

Question 23

কোনটি শুদ্ধ বানান?

Question 24

‘Heart’ শব্দটির adjective হচ্ছে-

Question 25

‘What is the time –––– your watch’ বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে-

Question 26

I said, ‘Do it.’ বাক্যের indirect speech হবে।

Question 27

“Who will do the work?” বাক্যের passive form হচ্ছে-

Question 28

“Some children were helping the wounded man.” বাক্যের passive voice হচ্ছে-

Question 29

“Bird’s eye view’ এর অর্থ হচ্ছে-

Question 30

কোনটি শুদ্ধ বানান?

Question 31

দুটি সংখ্যার গুণফল ৩১৫। সংখ্যা দুটির ল.সা.গু. ১০৫ হলে, গ.সা.গু কত?

Question 32

দুই সংখ্যার বিয়োগফল ৩৭ এবং যোগফল বিয়োগফলের ১১ গুণ। সংখ্যা দুটি কত

Question 33

দুই সমকোণ থেকে বড়, কিন্তু চার সমকোণ থেকে ছোট, সে ধরনের কোণের নাম কী?

Question 34

০.০০০১ এর বর্গমূল কত?

Question 35

১২০ মিটার লম্বা একটি আন্তঃনগর এক্সপ্রেস একটি লাইট পোস্ট ৬ সেকেন্ডে অতিক্রম করল। ট্রেনটির গতিবেগ কিলোমিটার/ ঘণ্টায় কত?

Question 36

চালের দাম ২৫% বৃদ্ধি পাওয়ায় এক ব্যক্তি চালের ব্যবহার এমনভাবে কমালেন যেন চালের খরচ অপরিবর্তিত থাকে। তিনি চালের ব্যবহার শতভাগ (শতকরা) কত কমালেন?

Question 37

দুইটি বৃত্তের ব্যাসের অনুপাত ১ : ৩। এদের ক্ষেত্রফলের অনুপাত কত?

Question 38

একটি সোনার গহনার ওজন ১৬ গ্রাম। তাতে সোনা ও তামা এর পরিমাণ ৩ : ১। কী পরিমাণ সোনা যোগ করলে সোনা ও তামা অনুপাত হবে ৪ : ১?

Question 39

পিতা ও ২ পুত্রের বয়সের গড় ৩০ বছর। দুই পুত্রের বয়সের গড় ২০ বছর। পিতার বয়স কত?

Question 40

দুই ব্যক্তি একত্রে একটি কাজ ৮ দিনে করতে পারে। প্রথম ব্যক্তি একাকী কাজটি ১২ দিনে করতে পারে। দ্বিতীয় ব্যক্তি একাকী কাজটি কত দিনে করতে পারবে?

Question 41

৬০ জন লোক কোনো কাজ ১৮ দিনে করতে পারে। উক্ত কাজ ৩৬ জন লোক কতদিনে সম্পন্ন করতে পারে?

Question 42

৩৬ টাকা ডজন দরে ক্রয় করে ২০% লাভে বিক্রয় করা হয়, এক কুড়ি কলার বিক্রয়মূল্য কত হবে?

Question 43

a=2,b=3 হলে, 2a+4b এর সাথে \(\mathrm {2a^2+a-b}\) যোগ করলে যোগফল কত হবে?

Question 44

একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে ৩ সে.মি. ও ৪ সে.মি. হলে, তার অতিভুজের মান কত?

Question 45

কোনো পরীক্ষায় শতকরা ৮৫ জন ইংরেজিতে পাশ করেছে ইংরেজিতে মোট ফেলের সংখ্যা ৭৫ হলে, পরীক্ষার্থীর সংখ্যা কত?

Question 46

বাংলাদেশের উপর দিয়ে যে ভৌগোলিক কাল্পনিক রেখা গেছে তার নাম কী?

Question 47

সুন্দরবনের পশ্চিমে কোন নদী অবস্থিত?

Question 48

মহানন্দা কোন নদীর উপনদী?

Question 49

যমুনা নদী কোথায় পতিত হয়েছে?

Question 50

বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বিহার কোনটি?

Question 51

ষাটগম্বুজ মসজিদটির নির্মাতা কে?

Question 52

মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত?

Question 53

বাংলাদেশ কত সালে কমনওয়েলথ- এর সদস্য পদ লাভ করে?

Question 54

জাপান পার্লহারবার আক্রমণ করে-

Question 55

নিচের কোনটি ভাইরাস জনিত রোগ নয়?

Question 56

বিলিরুবিন তৈরি হয়-

Question 57

ব্যাঙের হৃৎপিণ্ডের কয়টি প্রকোষ্ঠ থাকে?

Question 58

মানুষের ক্রোমোসোমের সংখ্যা কত?

Question 59

ভূ-ত্বকে কোন উপাদান সবচেয়ে কম থাকে?

Question 60

কোনটি খর পানিতে উত্তম ফেনা দেয়?

Question 61

কোন রঙের আলোর বিচ্যুতি সবচেয়ে কম?

Question 62

কত তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি?

Question 63

কোনটি একবীজপত্রী উদ্ভিদ নয়?

Question 64

টেস্ট ক্রিকেটের সদস্য হিসেবে বাংলাদেশের অবস্থান কী?

Question 65

কত বছর পর পর বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয়?

Question 66

বিশ্বকাপ ফুটবলে ৪(চার) বার চ্যাম্পিয়ন হয়েছে-

Question 67

কলম্বিয়া দেশটি কোন মহাদেশে অবস্থিত?

Question 68

বাংলাদেশে প্রথম উপজেলা নির্বাচন হয় কোন সালে?

Question 69

আরাকান পাহাড় হতে উৎপন্ন নদী কোনটি?

Question 70

কোনটি স্তন্যপায়ী প্রাণী নয়?

Question 71

প্রথম এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়েছিল-

Question 72

মঙ্গলগ্রহে প্রেরিত নভোযান কোনটি?

Question 73

টিউমার সংক্রান্ত চর্চাকে বলে-

Question 74

ব্যাঙের ছাতা কোন শ্রেণির উদ্ভিদ?

Question 75

ভূপৃষ্ঠে কোন ধাতু সবচেয়ে বেশি আছে?

Question 76

সিরডাপ (CIRDAP)- এর সদর দপ্তর কোথায়?

Question 77

বৈদ্যুতিক ক্ষমতার একক-

Question 78

বাংলাদেশে দীর্ঘতম গাছের নাম কী?

Question 79

কোনটি ভূকম্পন পরিমাপের যন্ত্র?

Question 80

বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?