প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা – ২০১৩ (Preli Primary) চতুর্থ ধাপ 8 November 2013 Marks 80

কোড : মিসিসিপি কোড ; ২

Question 01

‘আকাবা’ কোন দেশের সমুদ্রবন্দর?

Question 02

ন্যাপ (NAPE) কোথায় অবস্থিত?

Question 03

সিলেটের পূর্ব নাম-

Question 04

‘আনন্দ বিহার’ কোথায় অবস্থিত?

Question 05

‘ষাট গম্বুজ’ মসজিদটি নির্মাণ করেন-

Question 06

জাতিসংঘ সাধারণ পরিষদের প্রথম বাংলাদেশি সভাপতি-

Question 07

কাঁচামাল হিসেবে আখের ছোবড়া ব্যবহার করা হয়-

Question 08

বাংলাদেশের বৃহত্তম হাওড় কোনটি?

Question 09

মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য কতজনকে ‘বীর উত্তম’ খেতাবে ভূষিত করা হয়?

Question 10

দক্ষিণ গোলার্ধ ও সূর্যের মধ্যে সবচেয়ে বেশি দূরত্ব হয়-

Question 11

শ্বসনে নির্গত হয়-

Question 12

সালোকসংশ্লেষণ ঘটে না-

Question 13

নিচের কোনটি ভাইরাসজনিত রোগ নয়?

Question 14

টিউমার সংক্রান্ত চর্চাকে কী বলে?

Question 15

প্রবল জোয়ারের কারণ, এ সময়-

Question 16

বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ -

Question 17

শব্দের তীব্রতা নির্ণায়ক যন্ত্র-

Question 18

সাধারণ স্টোরেজ ব্যাটারিতে সিসার ইলেকট্রোডের সাথে যে তরলটি ব্যবহৃত হয় তা হলো-

Question 19

কচুশাক বিশেষভাবে মূল্যবান যে উপাদানের জন্য তা হলো-

Question 20

একজন সাধারণ মানুষের দেহে মোট কত টুকরা হাড় থাকে?

Question 21

কোন জলজ জীবটি বাতাসে নিঃশ্বাস নেয়?

Question 22

কোনটি সামান্তরিকের ক্ষেত্রফল?

Question 23

\({\mathrm{a-{1\over a}=3}}\) হলে, \({\mathrm{a^2+{1\over{a}^2}}}\) কত?

Question 24

\(\mathrm{x}\over{2}\)+ 3=\(\mathrm{x}\over{3}\)+ 4 সমীকরণে \({\mathrm{x}}\) এর মান কত?

Question 25

একজন লোক সপ্তাহে ১২৫০ টাকা আয় করেন এবং ১০০০ টাকা ব্যয় করেন। তাঁর সঞ্চয়ের সঙ্গে আয়ের অনুপাত কত হবে?

Question 26

দুইটি সংখ্যার অনুপাত ৫ : ৮। উভয়ের সাথে ২ যোগ করলে অনুপাতটি ২ : ৩ হয়। সংখ্যা দুইটি কী কী?

Question 27

টাকায় ৩টি করে জিনিস ক্রয় করে টাকায় ২টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?

Question 28

টাকায় ৫টি দরে লেবু ক্রয় করে টাকায় কয়টা দরে লেবু বিক্রয় করলে ২৫% লাভ হবে?

Question 29

১৫টি ভেড়ার মূল্য ৫টি গরুর মূল্যের সমান। ২টি গরুর মূল্য ১৮,০০০ টাকা হলে, ১টি ভেড়ার মূল্য কত হবে?

Question 30

কোনো ছাত্রাবাসে ৪০ জন ছাত্রের ৩০ দিনের খাবার আছে। ৫ দিন পরে আরও ১০ জন ছাত্র আসলে অবশিষ্ট খাদ্যে তাদের কতদিন চলবে?

Question 31

৬০ জন লোক কোনো কাজ ১৮ দিনে করতে পারে। উক্ত কাজটি ৩৬ জন লোকে কত দিনে সম্পন্ন করতে পারবে?

Question 32

\({২}\over{৩}\)÷\({৪}\over{৫}\) এর \({২০}\over{২১}\)= কত?

Question 33

\({১}\over{৩}\)÷\({৪}\over{৫}\)×\({৩}\over{৪}\)= কত?

Question 34

একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গ ঐ সরলরেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গের কত গুণ?

Question 35

\({\mathrm{a+b=5}}\) এবং ‍\({\mathrm{a-b=3}}\) হলে, \({\mathrm{ab}}\) এর মান কত?

Question 36

\({\mathrm{2x}^2+{\mathrm{x-15}}}\) এর উৎপাদক কোনটি?

Question 37

পিতা ও মাতার বয়সের গড় ৩০ বছর। পিতা, মাতা ও পুত্রের গড় বয়স ২৪ বছর হলে, পুত্রের বয়স কত?

Question 38

পিতা ও দুই পুত্রের বর্তমান গড় বয়স ২৩ বছর। ৩ বছর পর দুই পুত্রের গড় বয়স ১৩ বছর হলে, পিতার বর্তমান বয়স কত?

Question 39

একজন বোলার গড়ে ১৮ রান দিয়ে ১০টি উইকেট পান। পরবর্তী ইনিংসে গড়ে ৪ রানে ৪টি উইকেট পান। তিনি উইকেট প্রতি গড়ে কত রান দিয়েছেন?

Question 40

1 + 2 + 3 + 4 +...........+ 22 = কত?

Question 41

What is the opposite of ‘Cordial’?

Question 42

কোন বানানটি শুদ্ধ?

Question 43

What kind of noun is cattle?

Question 44

Which is the noun of the word ‘beautiful’?

Question 45

Correct the following sentence. ‘He talks as if he (to be mad)’

Question 46

Choose the correct answer ––– I (to lie) on the floor for three hours.

Question 47

‘Am I wanted by you?’ বাক্যের active voice হচ্ছে-

Question 48

Who called you a liar? বাক্যের passive voice.

Question 49

He asked me where I had gone the previous day’ বাক্যের direct speech হচ্ছে-

Question 50

Noun of the word ‘Deny’ is-

Question 51

Adjective of the word ‘People’ is-

Question 52

He said to his friends. “Let us play now”-বাক্যের Indirect speech হচ্ছে-

Question 53

Which sentence is correct?

Question 54

কোন শব্দটি comparative degree –এর উদাহরণ নয়?

Question 55

Mother loves me. Here ‘love’ is an example of-

Question 56

What is the meaning of the word ‘status quo’?

Question 57

What is the meaning of the phrase ‘At home with’?

Question 58

Choose the correct spelling?

Question 59

Which one is the correct spelling?

Question 60

What is the antonym of ‘Rigid’?

Question 61

কোনটি শওকত ওসমান রচিত?

Question 62

বাংলা ভাষার প্রথম কবিতা সংকলন-

Question 63

ব্যাকরণের কোন অংশে কারক সম্বন্ধে আলোচনা করা হয়?

Question 64

কোনটি শুদ্ধ বানান?

Question 65

‘ব্যাঙের সর্দি’ বলতে কী বোঝায়?

Question 66

‘দস্ত-বস্ত’ কথার অর্থ কী?

Question 67

‘কূপমণ্ডূক’ বাগধারাটি দ্বারা কী বোঝায়?

Question 68

নিচের কোনটি সমার্থক শব্দ নয়?

Question 69

সংশয়-এর বিপরীত শব্দ-

Question 70

‘পথ’ শব্দের সমার্থক শব্দ কোনটি?

Question 71

‘বেসাতি’ শব্দের প্রকৃত অর্থ কী?

Question 72

‘কলুর বলদ’ কোন সমাস?

Question 73

‘সোনামুখী’ কোন সমাস?

Question 74

‘কান্নায় শোক কমে’ বাক্যে ‘কান্নায়’ কোন কারক?

Question 75

‘দর্শনীয়’ শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?

Question 76

কোন বাংলা পদের সাথে সন্ধি হয় না?

Question 77

‘নীল লোহিত’ কার ছদ্মনাম?

Question 78

‘ময়নামতির চর’ কাব্যটির রচয়িতা কে?

Question 79

‘পদ্মানদীর মাঝি’ কী ধরনের রচনা?

Question 80

‘ওয়ারিশ’ উপন্যাসটির লেখক হচ্ছেন-