প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা – ২০১৩ (Preli Primary) দ্বিতীয় ধাপ 14 April 2013 Marks 80
Question 01
“এই মোর হাতে কোদাল ধরিয়া কঠিন মাটির তলে, গাড়িয়া দিয়াছি কত সোনামুখ নাওয়ায়ে চোখের জলে।” পঙক্তিটি কোন কবির রচনা?
Question 02
‘জাহান্নম হইতে বিদায়’ শওকত ওসমান রচিত একটি-
Question 03
মুনীর চৌধুরী রচিত ‘কেউ কিছু বলতে পারে না’ একটি-
Question 04
কোন বানানটি শুদ্ধ?
Question 05
কোনটি শুদ্ধ বানান?
Question 06

Question 07

Question 08
‘খাসমহল’ (খাস যে মহল) কোন সমাস?
Question 09
‘তেপান্তর’ (তিন প্রান্তরের সমাহার) কোন সমাস?
Question 10
‘যা দীপ্তি পাচ্ছে’ এক কথায় কী হবে?
Question 11
‘যে বস্তি থেকে উৎখাত হয়েছে’ এক কথায় কী হবে?
Question 12
‘দ্যুলোক’ শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি?
Question 13
‘পর্বত’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
Question 14
‘নিমগ্ন’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
Question 15
‘নির্মম’ কথাটি নিচের কোন বাগ্ধারা দিয়ে বুঝানো হয়েছে?
Question 16
কোনটি বানানটি শুদ্ধ?
Question 17
কোনটি শুদ্ধ বানান?
Question 18
‘He has control –––– himself’. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে-
Question 19
He is callous –––– his studies.’ বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে-
Question 20
কোনটি বাক্যটি শুদ্ধ?
Question 21
কোন বাক্যটি শুদ্ধ?
Question 22
কোনটি ‘Sober’ শব্দের সমার্থক শব্দ?
Question 23
Opinion’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
Question 24
কোনটি Collective Noun?
Question 25
‘You should keep your promise’ বাক্যটির Passive form হবে-
Question 26
Am I wanted by you? বাক্যটি Active form হবে-
Question 27
‘Slave’ শব্দটি Abstract Noun হবে-
Question 28
Anwar said, ‘I have done the sum’. বাক্যটির indirect speech হবে-
Question 29
He asked me where I had gone the previous day –– বাক্যটির direct speech হবে-
Question 30
‘At home’- এর অর্থ-
Question 31
দুইটি রাশির অনুপাত ৪ : ৭। পূর্ব রাশি ১৬ হলে, উত্তর রাশি কত?
Question 32
দুটি সংখ্যার অনুপাত ৫ : ৮। উভয়ের সাথে ২ যোগ করলে অনুপাতটি ২ : ৩ হয়। সংখ্যা দুটি কী কী?
Question 33
পিতা ও দুই পুত্রের গড় বয়স ২৪ বছর। তিন বছর পূর্বে দুই পুত্রের গড় বয়স ছিল ১৫ বছর। পিতার বর্তমান বয়স কত?
Question 34
লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘণ্টায় ১৫ কি.মি. ও ৫ কি.মি.। নদীপথে ৩০ কি.মি. যেয়ে আবার ফিরে আসতে সময় লাগবে-
Question 35
কোনো বাড়িতে ১০ জন লোকের ৩০ দিনের খাবার আছে। ঐ বাড়িতে ২ জন মেহমান আসলে ঐ খাবারে তাদের কত দিন চলবে?
Question 36
কোনো পরিবারে মজুত খাদ্যে ৪ জন সদস্যের ১৮ দিন চলে। মেহমান আসায় ঐ খাদ্যে ১২ দিন চললে কতজন মেহমান এসেছিল?
Question 37
একটি কলম ১৯০ টাকায় বিক্রি করাতে ৫% ক্ষতি হয়। কলমটির ক্রয়মূল্য কত?
Question 38
একটি পরীক্ষায় ৭৫টি প্রশ্ন ছিল। আসাদ ৬০টি প্রশ্নের শুদ্ধ উত্তর দিয়েছে। সে শতকরা কতটি প্রশ্নের শুদ্ধ উত্তর দিয়েছে?
Question 39
বার্ষিক শতকরা কত হার সুদে ৪২৫ টাকা ৩ বছরে সুদ-আসলে ৪৭৬ টাকা হবে?
Question 40
নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি ক্ষুদ্রতম?
Question 41
যদি \(\mathrm {(x-5)(a+x)=x^2-25}\) হয়ে, তবে a এর মান কত?
Question 42
\((০.০১)^২\) – এর মান কোন ভগ্নাংশটির সমান?
Question 43
\(\mathrm {9x^2+24x}\) এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে?
Question 44
কোনো ত্রিভুজের তিন কোণের সমদ্বিখণ্ডকগুলো যে বিন্দুতে ছেদ করে তাকে বলে-
Question 45
সমকোণী ত্রিভুজের অতিভুজ সংলগ্ন কোণ দুইটি প্রত্যেকটি-
Question 46
‘খাসিয়া উপজাতি’ কোন জেলায় অধিক বাস করে?
Question 47
দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত?
Question 48
সুন্দরবনের পূর্বে কোন নদী অবস্থিত?
Question 49
হিমছড়ি কোন শহরের নিকট অবস্থিত?
Question 50
‘আনন্দ বিহার’ কোথায় অবস্থিত?
Question 51
লালবাগ কেল্লার নির্মাণ কাজ আরম্ভ করেন কে?
Question 52
বাংলা নববর্ষ বা পহেলা বৈশাখ চালু করেছিলেন-
Question 53
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় কোন সালে গঠিত হয়?
Question 54
সুমেরীয় সভ্যতা কোথায় গড়ে উঠেছিল?
Question 55
নিচের কোনটি যকৃতের রোগ?
Question 56
রক্তশূন্যতা বলতে বুঝায়-
Question 57
সিস্টোলিক চাপ বলতে বুঝায়-
Question 58
বটের বীজের বিস্তার ঘটে কীসের সাহায্যে?
Question 59
নাইট্রোজেন থেকে কোন সার তৈরি করা হয়?
Question 60
তেল বা চর্বি হচ্ছে এক ধরনের-
Question 61
কোন রঙের আলোর বিচ্যুতি সবচেয়ে বেশি?
Question 62
মাধ্যাকর্ষণজনিত ত্বরণ সবচেয়ে বেশি কোথায়?
Question 63
কোনটি সপুষ্পক উদ্ভিদ নয়?
Question 64
বাংলাদেশ কত তারিখে টেস্ট ক্রিকেটের মর্যাদা লাভ করে?
Question 65
২০১২ সালের এশিয়া কাপের ক্রিকেট ফাইনালে বাংলাদেশ কত রানে পাকিস্তানের কাছে হারে?
Question 66
কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয় কত বছর পর পর?
Question 67
গোবি মরুভূমি কোথায় অবস্থিত?
Question 68
কোন আরব দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে?
Question 69
পানিতে অক্সিজেন ও হাইড্রোজেনের অনুপাত কত?
Question 70
হোয়াইট হাউজ যে শহরে অবস্থিত-
Question 71
পানি বরফে পরিণত হলে কী ঘটবে?
Question 72
উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র-
Question 73
কুকুরের মুখে দাঁতের সংখ্যা কত?
Question 74
নিচের কোনটি ব্যাকটেরিয়াজনিত রোগ?
Question 75
কোন গ্যাসকে অত্যাধিক চাপে তরল করে সোডা ওয়াটার তৈরি করা হয়?
Question 76
বার্সেলোনা নগরী কোথায় অবস্থিত?
Question 77
‘পাবলো পিকাসো’ কে ছিলেন?
Question 78
আন্তর্জাতিক রেডক্রসের সদর দপ্তর কোথায় অবস্থিত?
Question 79
উচ্চ পর্বতের উপর পানির স্ফুটনাঙ্ক কমে যায়, কারণ ঐ উচ্চতায়-
Question 80
বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা কোনটি?