প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা – ২০১৩ (Preli Primary) পঞ্চম ধাপ 8 November 2013 Marks 80
Question 01
সামাজিক নাটক কোনটি?
Question 02
বাংলা সাহিত্যে সর্বপ্রথম প্রচুর পরিমাণ আরবি ও ফারসি শব্দ ব্যবহার করেন-
Question 03
‘গৃহদাহ’ উপন্যাসের প্রধান দুটি চরিত্রের নাম কী?
Question 04
বাংলা সাহিত্যধারার প্রতিষ্ঠাতা পুরুষ হলেন-
Question 05
‘বহ্ন্যুৎসব’ শব্দটির সন্ধি বিচ্ছেদ হলো-
Question 06
‘নাবিক’ শব্দের সন্ধি বিচ্ছেদ হলো-
Question 07
সাপের খোলসকে এক কথায় বলা হয়?
Question 08
‘খেয়াপার করে যে’ তাকে বলা হয়-
Question 09
‘পলাতক দাসে দাও স্বাধীনতা’ –এখানে ‘দাসে’ কোন কারকে কোন বিভক্তি?
Question 10
কর্তা যা দ্বারা ক্রিয়া সম্পাদন করেন তাকে বলে -
Question 11
Adjective of the word ‘OX’ is-
Question 12
Which is the noun of the word ‘Try’?
Question 13
The correct form of “She found the boy (to cry)”-
Question 14
‘They count ––– your help’ বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে-
Question 15
‘To meet trouble halfway’ means––
Question 16
‘He has assured me––––– safety’.
Question 17
What is the meaning of ‘soft soap’?
Question 18
The synonym for ‘efface’ is-
Question 19
The opposite word of ‘sluggish’ is-
Question 20
কোনটি শুদ্ধ বানান?
Question 21
৯, ৩৬, ৮১, ১৪৪, ........... ধারাটির পরবর্তী সংখ্যা কত?
Question 22
১, ১, ২, ৩, ৫, ৮ .............. অষ্টম পদ কত?
Question 23
কোনো মূলধন ৬ বছরের জন্য ধার দেওয়া হয়। লাভের হার প্রথম ৩ বছরের জন্য ৫% এবং শেষ ৩ বছরের জন্য ৪% নির্দিষ্ট করা হয়। ৬ বছর পর লাভসহ টাকার পরিমাণ ১২৭ টাকা হলে মূলধন কত?
Question 24
বার্ষিক ৪.৫% লাভে কত টাকা বিনিয়োগ করলে ৪ বছরে তা ৮২৬ টাকা হবে?
Question 25
নৌকা ও স্রোতের বেগ ঘণ্টায় যথাক্রমে ১০ ও ৫ কি.মি.। নদীপথে ৪৫ কি.মি. দীর্ঘ পথ একবার অতিক্রম করে ফিরে আসতে কত সময় লাগবে?
Question 26
একটি বাঁশের \({১}\over{৩}\) অংশ কাদায়, \({৩}\over{৫}\) অংশ পানিতে এবং ৬ হাত পানির উপরে আছে। বাঁশটি কত হাত লম্বা এবং কত হাত কাদায় আছে?
Question 27
৭২ কেজি ওজনবিশিষ্ট একটি মিশ্রণ A এর ১৭ ভাগ, B এর ৩ ভাগ এবং C এর ৪ ভাগ দ্বারা গঠিত। মিশ্রণে B কতটুকু আছে?
Question 28
দুটি সংখ্যার অনুপাত ৫ : ৮। উভয়ের সাথে ২ যোগ করলে অনুপাতটি ২ : ৩ হয়। সংখ্যা দুটি কী কী?
Question 29
চিনির মূল্য ২০% বৃদ্ধি পাওয়াতে একটি পরিবার চিনি খাওয়ার পরিমাণ এমনভাবে কমালো যে, চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পেল না। ঐ পরিবার চিনি খাওয়া বাবদ শতকরা কত কমালো?
Question 30
\({১}\over{২}\) এর শতকরা কত \({৩}\over{৪}\) হবে?
Question 31
পারমাণবিক বোমার আবিষ্কারক কে?
Question 32
Natural protien এর কোড নাম-
Question 33
আকাশে উজ্জ্বলতম নক্ষত্র কোনটি?
Question 34
কোনটি রক্তের কাজ নয়-
Question 35
IUCN এর কাজ হলো বিশ্বব্যাপী-
Question 36
উপকূল থেকে কোনো স্থানে পরপর দুটি জোয়ারের ব্যবধান হলো-
Question 37
কোথায় দিন-রাত্রি সর্বদা সমান?
Question 38
বাংলাদেশের একটি জীবন্ত জীবাশ্মের নাম-
Question 39
রেক্টিফাইড স্পিরিট হলো-
Question 40
কোন মৌলিক অধাতু সাধারণ তাপমাত্রায় তরল থাকে?
Question 41
কোনটি হঠাৎ অর্থে অব্যয়ীভাব সমাস?
Question 42
‘ক্ষুধিত পাষাণ’ কোন সমাস?
Question 43
‘শীকর’ শব্দের অর্থ কী?
Question 44
‘ইনকিলাব’ শব্দের অর্থ কী?
Question 45
‘চপল’ এর বিপরীত শব্দ-
Question 46
‘কাকনিদ্রা’ শব্দটির অর্থ কি?
Question 47
‘নিরানব্বইয়ের ধাক্কা’ বাগধারাটির অর্থ-
Question 48
বাংলা বানান রীতি অনুযায়ী কোন দুটি বানানই শুদ্ধ?
Question 49
কোন বানানটি শুদ্ধ?
Question 50
শওকত ওসমানের রচনা কোনটি?
Question 51
‘Boat leg’ means–
Question 52
What is the synonym of ‘jovial’?
Question 53
কোনটি শুদ্ধ বানান?
Question 54
Choose the correct sentence?
Question 55
Which of the following is a correct sentence?
Question 56
What is the indirect speech of the sentence. He said, “Good morning, Sir”?
Question 57
What is the indirect speech of the sentence – He said, “What a pity!”
Question 58
What is the passive voice of “Fortune favours the brave”.
Question 59
‘Mishap’ means-
Question 60
বাংলাদেশে প্রাথমিক শিক্ষা আইন জারি হয় কোন সালে?
Question 61
৩৬০০ টাকা করে দুটি চেয়ার বিক্রয় করা হয়েছে। একটি ২০% লাভে এবং অপরটি ২০% লোকসানে বিক্রয় করা হয়েছে। সব মিলিয়ে কত লোকসান হয়েছে?
Question 62
একটি দ্রব্য ৩৮০ টাকায় বিক্রয় করায় ২০ টাকা ক্ষতি হলো। ক্ষতির শতকরা হার কত?
Question 63
পর পর ১০টি সংখ্যার প্রথম ৫টির যোগফল ৫৬০ হলে শেষ ৫টি যোগফল কত?
Question 64
৩ জন পুরুষ ও ৬ জন বালকের আয়ের গড় ১২ টাকা। ১ জন পুরুষের আয় ২ জন বালকের আয়ের সমান হলে ১ জন পুরুষের আয় কত?
Question 65
যদি \({\mathrm{a^3-b^3=513}}\) এবং \({\mathrm{a-b=3}}\) হয়, তবে \({\mathrm{ab}}\) এর মান কত?
Question 66
\({\mathrm{x^2+y^2=8}}\) এবং \({\mathrm{xy=7}}\) হলে, \({\mathrm{(x+y)^2}}\) এর মান কত?
Question 67
\({\mathrm{m^2+8m+15}}\) এর উৎপাদক-
Question 68
২টা ১৫ মিনিটের সময় ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়?
Question 69
যদি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a হয়, তবে ক্ষেত্রফল কত হবে?
Question 70
একটি বৃত্তের ব্যাসার্ধ অপর একটি বৃত্তের ব্যাসার্ধের দ্বিগুণ হলে প্রথমটির ক্ষেত্রফল দ্বিতীয়টির ক্ষেত্রফলের কত গুণ হবে?
Question 71
ভাঙা হাড় নির্ণয়ে ব্যবহৃত হয়-
Question 72
ক্যাসেটের ফিতার শব্দ রক্ষিত থাকে কী হিসেবে?
Question 73
শান্তিতে নোবেল পুরস্কার প্রত্যাখ্যানকারী একমাত্র ব্যক্তি কে?
Question 74
কান্তজির মন্দির কোথায় অবস্থিত?
Question 75
স্বাধীনতার পর প্রকাশিত প্রথম ডাকটিকিটে কোন ছবি ছিল?
Question 76
উপমহাদেশের সর্বশেষ গভর্নর জেনারেল কে ছিলেন?
Question 77
বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের কবর কোন জেলায়?
Question 78
ইসলামী সম্মেলন সংস্থা (ওআইসি) এর সদর দপ্তর কোথায়?
Question 79
রেডক্রসের প্রতিষ্ঠাতা কে?
Question 80
বাংলাদেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা কখন থেকে চালু করা হয়?