প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা – ২০১৩ (Preli Primary) পদ্মা 8 November 2013 Marks 80

কোড : হোয়াংহো কোড ; ০১

Question 01

‘ইউসুফ জোলেখা’ কাব্যের লেখক কে?

Question 02

“কোথায় স্বর্গ? কোথায় নরক? কে বলে তা বহুদূর? মানুষেরই মাঝে স্বর্গ-নরক, মানুষেতে সুরাসুর।” পঙক্তিটির রচয়িতা কে?

Question 03

কোন নাটকটি সেলিম আল দীনের?

Question 04

‘প্রভাত সূর্যের’ সমার্থক শব্দ কোনটি?

Question 05

‘হরণ’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?

Question 06

বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে কোন পদের সম্পর্ককে কারক বলে?

Question 07

অধিকরণ কারকের উদাহরণ কোনটি?

Question 08

‘তিনি ব্যাকরণে পণ্ডিত’ বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

Question 09

কোনটি শুদ্ধ বানান?

Question 10

কোন বানানটি শুদ্ধ?

Question 11

কোনটি শুদ্ধ বানান?

Question 12

Still waters run deep. এখানে ‘Still’ শব্দটি-

Question 13

He kept the fast for a week. এখানে ‘fast’ শব্দটি-

Question 14

নিচের কোন বাক্যটি শুদ্ধ?

Question 15

নিচের কোন বাক্যটি শুদ্ধ?

Question 16

Glass is made –– bottles. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে-

Question 17

Students should be attentive ––– their lessons. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে-

Question 18

His words conform ––– his work. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে-

Question 19

He was convinced ––– my honesty. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে-

Question 20

The girl is expert –––– drawing. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে-

Question 21

1 + 2 + 3 + 4 + ........ + 20 = কত?

Question 22

তিন সন্তানের বয়সের গড় ৬ বছর ও পিতাসহ তাদের বয়সের গড় ১৩ বছর হলে পিতার বয়স কত?

Question 23

পিতা ও মাতার বয়সের গড় ২৫ বছর। পিতা, মাতা ও পুত্রের বয়সের গড় ১৮ বছর হলে পুত্রের বয়স কত?

Question 24

একজন বোলার গড়ে ২০ রান দিয়ে ১২ উইকেট পান। পরবর্তী খেলায় গড়ে ৪ রান দিয়ে ৪টি উইকেট পান। তিনি গড়ে উইকেট প্রতি কত রান দিয়েছেন?

Question 25

একজন দোকানদার প্রতি হালি ডিম ২৫ টাকা দরে ক্রয় করে প্রতি ২ হালি ৫৬ টাকা দরে বিক্রয় করলে তার শতকরা কত লাভ হবে?

Question 26

একটি ছাগল ৮% ক্ষতিতে বিক্রয় করা হলো। ছাগলটি আরও ৮০০ টাকা বেশি মূল্যে বিক্রয় করলে ৮% লাভ হতো। ছাগলটির ক্রয়মূল্য কত?

Question 27

একজন দোকানদার ১ ডজন বলপেন ৬০ টাকায় ক্রয় করে ৭২ টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?

Question 28

ক ও খ একত্রে একটি কাজ ১০ দিনে শেষ করতে পারে। খ একা ১৪ দিনে শেষ করতে পারলে ক একা কত দিনে কাজটি শেষ করতে পারবে?

Question 29

৫৬ জন শ্রমিক একটি কাজ ২১ দিনে শেষ করতে পারে। ১৪ দিনে কাজটি শেষ করতে হলে নতুন কত জন শ্রমিক লাগবে?

Question 30

একটি রাস্তা মেরামত করতে ৩৫ জন শ্রমিকের ১২ দিন লাগলে ১৪ জন শ্রমিকের কত দিন লাগবে?

Question 31

দুটি রাশির অনুপাত ৫ : ১১। উত্তর রাশি ৯৯ হলে, পূর্বরাশি কত?

Question 32

২৪ কে ৭ : ৬ অনুপাতে বৃদ্ধি করলে নতুন সংখ্যা হবে-

Question 33

কোন বানানটি শুদ্ধ?

Question 34

কোনটি শুদ্ধ বানান?

Question 35

‘যিনি অধিক কথা বলেন না।’ এক কথায় কী হবে?

Question 36

‘সাপের খোলস’ বাক্য সংকোচন কী হবে?

Question 37

‘সৌভাগ্যের বিষয়’ কোন বাগধারা দিয়ে প্রকাশ করা হবে?

Question 38

‘নীলাকাশ’ কোন সমাস?

Question 39

‘বিষবৃক্ষ’ কোন সমাস?

Question 40

‘শতাব্দী’ কোন সমাস?

Question 41

‘স্বাগত’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?

Question 42

‘বিচ্ছেদ’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?

Question 43

‘উন্নত’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?

Question 44

‘বৃষ্টি’ শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি?

Question 45

Let him sing a song. – বাক্যটির সঠিক পরিবর্তিত voice হবে-

Question 46

‘Who will help you?’ –বাক্যটির সঠিক পরিবর্তিত voice হবে-

Question 47

‘Do you know him?’ বাক্যটির সঠিক পরিবর্তিত vocie হবে-

Question 48

He said to me, “May you have wealth.”- বাক্যটির indirect speech হবে-

Question 49

You said to me. “You do not do your duty.”- বাক্যটির indirect speech হবে-

Question 50

Brief –এর সমার্থক শব্দ কোনটি?

Question 51

Latent –এর সামর্থক শব্দ কোনটি?

Question 52

সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ ১২০° হলে বহুভুজটির বাহুর সংখ্যা হবে-

Question 53

কিসের তারতম্য থেকে আবহাওয়ার অবস্থা জানা যায়?

Question 54

ইউনেস্কো (UNESCO) প্রতিষ্ঠিত হয় কত সালে?

Question 55

জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন?

Question 56

বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে?

Question 57

‘অপরাজেয় বাংলা’ কী?

Question 58

নিম্নলিখিত ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি বৃহত্তম?

Question 59

বাংলাদেশে প্রথম ডিজিটাল টেলিফোন ব্যবস্থা চালু হয় কখন?

Question 60

মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়?

Question 61

সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি?

Question 62

ভারত-শ্রীলঙ্কাকে পৃথক করেছে কোন প্রণালি?

Question 63

কোনটি মৌলিক পদার্থ?

Question 64

কোন রঙের বস্তু তাপ শোষণ কম করে?

Question 65

কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি?

Question 66

ভূপৃষ্ঠে কোন ধাতু সবচেয়ে বেশি আছে?

Question 67

নিচের কোন যৌগটি ‘ভিটামিন সি’?

Question 68

কোনটি সাবানকে শক্ত করে?

Question 69

বিলিরুবিন তৈরি হয়-

Question 70

গাছের পাতা পীত বর্ণ ধারণ করে কীসের অভাবে?

Question 71

মানুষের ক্রোমোসোমের সংখ্যা কত?

Question 72

বিশ্বকাপ ফুটবল খেলা প্রথম শুরু হয়-

Question 73

১৯৩০ সালে অনুষ্ঠিত প্রথম বিশ্বকাপ ফুটবল চ্যাম্পিয়ন দেশ-

Question 74

ঢাকায় বাংলার রাজধানীর সময় মুঘল সুবেদার কে ছিলেন?

Question 75

বায়ুর আর্দ্রতা পরিমাপ করার যন্ত্রের নাম কী?

Question 76

ময়মনসিংহ জেলার পূর্ব নাম-

Question 77

তালিবাবাদ ভূ-উপগ্রহ কেন্দ্রটি চালু হয়-

Question 78

তালিবাবাদ কোন জেলায় অবস্থিত?

Question 79

বাংলাদেশের জালানি তৈল শোধনাগারটি অবস্থিত-

Question 80

বাংলাদেশে একমাত্র অস্ত্র তৈরি কারখানাটি অবস্থিত-