প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা -২০১৫ (Preli Primary) প্রথম 30 October 2015 Marks 80
Question 01
বারাক ওবামা যুক্তরাষ্ট্রের কততম প্রেসিডেন্ট?
Question 02
‘সে এমনভাবে কথা বলে মনে হয় সব জানে’ বাক্যটি সঠিক ইংরেজি কোনটি?
Question 03
‘অর্ঘ্য’ শব্দের অর্থ কী?
Question 04
৬৫ ডিগ্রি পূরক কোণের পরিমাণ কত?
Question 05
FIFA প্রতিষ্ঠিত হয় কবে?
Question 06
Fill in the blank : Between –– this is the greatest book I’ve ever read.
Question 07
‘জীবনতরী’ কী?
Question 08
বৃত্তের যে কোনো দুটি বিন্দুর সংযোজক রেখাংশ বৃত্তের একটি-
Question 09
প্রাণীজগতের উৎপত্তি ও বংশ সম্বন্ধীয় বিদ্যাকে বলে-
Question 10
The word ‘reproduction’ is-
Question 11
‘গম্ভীর ধ্বনি’ এর বাক্যসংকোচন করুন–
Question 12
\(\mathrm {f(x)=(x-1)^2}\) হলে, \(\mathrm f(5)\) = কত?
Question 13
ত্রিভুজের যে কোনো দুটি মধ্যমা পরস্পর সমান হলে ত্রিভুজটি-
Question 14
কোন গ্রহের তাপমাত্রা তুলনামূলকভাবে অধিক?
Question 15
বঙ্গবন্ধু শেখ মুজিব কর্তৃক ছয় দফা উত্থাপিত হয়-
Question 16
Choose the correct sentence-
Question 17
‘বাগধারা’ কোথায় আলোচিত হয়?
Question 18
He is a better worker than I.
Question 19
‘মহাপৃথিবী’ কাব্যগ্রন্থ কার লেখা?
Question 20
Which pair contains words opposed to each other?
Question 21
‘আরব বসন্ত’ বলতে কী বুঝায়?
Question 22
‘প্রকৃতি’ বলতে কি বুঝায়?
Question 23
‘অক্টোপাস’ উপন্যাসের লেখক কে?
Question 24
Choose the correct sentence–
Question 25
He said, “I have been working since sunrise.” Make it indirect speech.
Question 26
The book ‘Man and Superman’ is written by-
Question 27
কবে থেকে দেশব্যাপী বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু হয়েছে?
Question 28
কোন বানানটি শুদ্ধ?
Question 29
‘উচাটন’-এর বিপরীতার্থক শব্দ কোনটি?
Question 30
স্ত্রী স্বামীর চেয়ে ৫ বছরের ছোট। স্ত্রীর বয়স ছেলের বয়সের ৪গুণ। ৪ বছর পরে ছেলের বয়স হবে ১১। বর্তমানে স্বামীর বয়স কত?
Question 31
গুণহীনে ত্যাগ কর। -বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
Question 32
The right Bangla translation of “He came off with flying colours”?
Question 33
‘দ্যুলোক’ শব্দের যথার্থ সন্ধি বিচ্ছেদ কোনটি?
Question 34
Diamond cuts diamonds-এর অনুবাদ কোনটি?
Question 35
‘Proclaim’ means-
Question 36
\(\mathrm {p^m}\) বলতে কী বোঝায়?
Question 37
কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান নয়?
Question 38
‘আফতাব’ শব্দের সমার্থ কোনটি?
Question 39
Who is the author of ‘India Wins freedom?’
Question 40
DOT MATRIX is a kind of:
Question 41
পরপর ২টি পূর্ণ সংখ্যা নির্ণয় করুন যাদের বর্গের পার্থক্য হবে ৫৩।
Question 42
A person leaves his or her country to settle in another country-
Question 43
বাংলাদেশের শেয়ারবাজার নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের নাম-
Question 44
অন্যের দোষ ধরা সহজ- এর ইংরেজি হলো-
Question 45
ঈষৎ পাংশুবর্ণ-এর বাক্য সংকোচন-
Question 46
Fill in the blanks: Frustration results ____ violence.
Question 47
উপসর্গের কাজ কী?
Question 48
যদি কাঁচ পানি অপেক্ষা ৩.৫ গুণ বেশি ভারী হয়, তবে ৫০ ঘন সেন্টিমিটার কাঁচের ওজন কত?
Question 49
১৫ জনের কোন কাজের এক-তৃতীয়াংশ করতে ২০ দিন সময় লাগে, কত দিনে ২০ জন লোক পুরো কাজটি শেষ করতে পারবে?
Question 50
অমর্ত্য সেন কোন বিষয়ে গবেষণা করে নোবেল পুরস্কার পান?
Question 51
দ্বিতীয় বিশ্বযুদ্ধে পার্ল হারবার আক্রমণ করেছিল কোন দেশ?
Question 52
এক স্কুলে ড্রিল করার সময় ছাত্রদের ৮, ১০ বা ১৫ সারিতে সাজানো হয়। ঐ স্কুলে ন্যূনতম কতজন ছাত্র রয়েছে?
Question 53
‘Please bring me a cup of tea’ What kind of sentence is this?
Question 54
কোনটি ক্ষুদ্রতম সংখ্যা?
Question 55
এইচ.আই.ভি.কী?
Question 56
‘নানান দেশের নানান ভাষা বিনে স্বদেশী ভাষা, পুরে কি আশা’- পঙক্তিটির রচয়িতা কে?
Question 57
বাংলা ভাষায় যতি চিহ্ন প্রচলন করেন কে?
Question 58
Antonym of ‘tedious’ is:
Question 59
ক, খ ও গ একত্রে ব্যবসা করে ১২০০ টাকা লাভ করে। যদি ক, খ ও গ এর মূলধনের অনুপাত ৩ : ৪ : ৮ হয় তবে ‘ক’ কত লভ্যাংশ পাবে?
Question 60
Which one is correct?
Question 61
৫০০ টাকার ৪ বছরের সুদ এবং ৬০০ টাকার ৫ বছরের সুদ একত্রে ৫০০ টাকা হলে সুদের হার কত?
Question 62
একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ১৬০০ বর্গমিটার। এর পরিসীমা কত?
Question 63
মুক্তিযুদ্ধের ছয় নম্বর সেক্টর কমান্ডার কে ছিলেন?
Question 64
কোনো বছর একটি গ্রামে লোকসংখ্যা ১৫% বাড়ে। বছরের শেষে লোকসংখ্যা ৬৯০০ হলে বছরের শুরুতে লোকসংখ্যা কত ছিল?
Question 65
\(\mathrm {(x-2)(x-3)<0}\) এর সমাধান সেট কত?
Question 66
কোথায় বাংলাদেশ, ভারত ও মিয়ানমার সীমান্ত পরস্পরকে ছুঁয়েছে?
Question 67
Degree : Temperature
Question 68
একটি ত্রিভুজের একটি কোণ যদি ২য় কোণের তিনগুণ এবং ৩য় কোণ যদি ২য় কোণের চেয়ে ৩০ ডিগ্রি বড় হয় তবে কোণটি কত ডিগ্রি?
Question 69
‘কর্পূর’ শব্দের অর্থ–
Question 70
ভবন নির্মাণের সময় কি মেনে চলা বাধ্যতামূলক?
Question 71
জুলিও কুরি একজন বিশ্ববিখ্যাত-
Question 72
খোকন ও মন্টুর আয়ের অনুপাত ৯ : ৪। খোকনের আয় ৯০ টাকা হলে মন্টুর আয় কত?
Question 73
‘ভূষণ্ডির কাক’ বাগধারাটির অর্থ-
Question 74
‘রয়টার্স’ কী?
Question 75
Which one is correct passive form of “Who gave you this pen?”
Question 76
১, ৩, ৬, ১০, ১৫, ২১….. ধারাটির একাদশতম পদ কত?
Question 77
কোনটি সন্ধিজাত শব্দ?
Question 78
তার বয়স বেড়েছে, কিন্তু বুদ্ধি বাড়েনি । - কোন ধরনের বাক্য?
Question 79
Choose the correct sentence-
Question 80
a + b = 11, a - b = 7 হলে ab = কত?