প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা – ২০১৩ (Preli Primary) তৃতীয় ধাপ 14 April 2013 Marks 80

কোড : বুড়িগঙ্গা কোড ; ০১

Question 01

“ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান, আসি অলক্ষ্যে দাঁড়ায়েছে তারা, দিবে কোন বলিদান?” পঙক্তিটির রচয়িতা কে?

Question 02

‘বিষের বাঁশি’ কাজী নজরুল রচিত একটি-

Question 03

‘এইসব দিনরাত্রি’ নাটকটির লেখক-

Question 04

কোন বানানটি শুদ্ধ?

Question 05

কোনটি শুদ্ধ বানান?

Question 06

Question 07

Question 08

‘বিষবৃক্ষ’ (বিষ সদৃশ বৃক্ষ) কোন সমাস?

Question 09

‘মেঘশূন্য’ (মেঘ দ্বারা শূন্য) কোন সমাস?

Question 10

‘যা পূর্বে ছিল এখন নেই’ এক কথায় কী হবে?

Question 11

‘যে নারী প্রিয় কথা বলে’ এক কথায় কী হবে?

Question 12

‘ভাবুক’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?

Question 13

‘কোকিল’ শব্দের সমার্থক শব্দ কোনটি?

Question 14

‘আবাহন’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?

Question 15

‘সুসময়ের বন্ধু’ কোন বাগ্ধারা দিয়ে বুঝানো হয়েছে?

Question 16

কোন বানানটি শুদ্ধ?

Question 17

কোন শুদ্ধ বানান?

Question 18

‘Anger may be compared – fire’ বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে-

Question 19

He was astonished – my courage. শূন্যস্থানে কোন শব্দটি বসবে-

Question 20

নিচের কোন বাক্যটি শুদ্ধ?

Question 21

নিচের কোন বাক্যটি শুদ্ধ?

Question 22

কোনটি ‘Vacant’ শব্দের সমার্থক শব্দ?

Question 23

কোনটি ‘Kind’ শব্দের সমার্থক শব্দ?

Question 24

‘His behavior surprised me’ শব্দটির Passive form হবে-

Question 25

‘Did you eat the apple?’ বাক্যটির Passive form হবে-

Question 26

কোনটি Abstract noun?

Question 27

নিচের কোনটি ‘Courage’ শব্দটির verb form?

Question 28

The Chairman said to the members, ‘Let us drop the matter today.’ বাক্যটির indirect speech হবে-

Question 29

He addressed Mr. Rahman and wished him good morning- বাক্যটির direct speech হবে-

Question 30

A baker’s dozen-এর অর্থ-

Question 31

দুইটি রাশির অনুপাত ৬ : ১৩। উত্তর রাশি ৯১ হলে, পূর্ব রাশি কত?

Question 32

এক খণ্ড রশিকে ৩ : ৪ অনুপাতে কর্তন করা হলো। বৃহত্তর অংশ ১২.৮ মিটার হলে, ক্ষুদ্রতর অংশ হবে-

Question 33

পিতা ও মাতার বয়সের গড় ৪২ বছর। আবার পিতা, মাতা ও এক পুত্রের গড় বয়স ৩২ বছর। পুত্রের বয়স কত?

Question 34

লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘণ্টায় ১২ কি.মি. ও ৪ কি.মি। নদীপথে ৩২ কি.মি. অতিক্রম করে পুনরায় ফিরে আসতে কত সময় লাগবে?

Question 35

ক ও খ একত্রে একটি কাজ ১০ দিনে শেষ করতে পারে। খ একা ১৪ দিনে কাজটি শেষ করতে পারলে, ক একা কত দিনে কাজটি শেষ করতে পারবে?

Question 36

২৫ জন শ্রমিক একটি কাজ ১৪ দিনে শেষ করতে পারে। ১০ দিনে কাজটি শেষ করতে হলে নতুন কতজন শ্রমিক লাগবে?

Question 37

যদি তেলের মূল্য ২৫% বৃদ্ধি পায়, তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ খরচ বৃদ্ধি পাবে না?

Question 38

কোন পরীক্ষায় শতকরা ৮৫ জন ইংরেজিতে পাশ করেছে। ইংরেজিতে ফেলের মোট সংখ্যা ৭৫ জন হলে, পরীক্ষার্থীর সংখ্যা কত?

Question 39

বার্ষিক শতকরা ৫.০০ টাকা হার সুদে কত সময়ে ৩০০ টাকা সুদ-আসলে ৪০৫ টাকা হবে?

Question 40

নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি বৃহ্ত্তম?

Question 41

১৫.৬ এর ৮% = কত?

Question 42

x+y=7 এবং xy=10 হলে, \(\mathrm {(x-y)^2}\) এর মান কত?

Question 43

\(\mathrm {4x^2-20x}\) এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে?

Question 44

কোনো ত্রিভুজের বাহুগুলোর লম্বদ্বিখণ্ডক তিনটি যে বিন্দুতে ছেদ করে তাকে বলে-

Question 45

সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয় বর্ধিত করলে উৎপন্ন কোণদ্বয় হবে-

Question 46

দক্ষিণ তালপট্টি দ্বীপের অপর নাম কী?

Question 47

তেঁতুলিয়া কোন জেলায় অবস্থিত?

Question 48

ব্রহ্মপুত্র কোথায় বাংলাদেশে প্রবেশ করছে?

Question 49

বাংলাদেশের গভীরতম নদী কোনটি?

Question 50

মহামুনি বিহার কোথায় অবস্থিত?

Question 51

পরিবিবি কে ছিলেন?

Question 52

কোন মোগল সুবেদার পর্তুগিজদের চট্টগ্রাম থেকে বিতাড়িত করেন?

Question 53

জাতিসংঘ দিবস কবে?

Question 54

বৌদ্ধ সভ্যতার জন্য বিখ্যাত ‘তক্ষশীলা’ অবস্থিত?

Question 55

কোনটি ছোঁয়াচে রোগ?

Question 56

রক্তে হিমোগ্লোবিন থাকে-

Question 57

উদ্ভিদকোষ থেকে বাষ্পাকারে পানি বের হয়ে যাওয়ার প্রণালিকে বলে-

Question 58

কেঁচোর রক্তে হিমোগ্লোবিন থাকে-

Question 59

ম্যালিক এসিড পাওয়া যায়-

Question 60

কোনটি সাবানকে শক্ত করে?

Question 61

কোন রঙের বস্তুর তাপ শোষণ ক্ষমতা কম?

Question 62

একটি পেন্ডুলাম ঘড়ি বিষুবরেখা থেকে মেরুতে নিলে ঘড়িটি-

Question 63

কোন ভিটামিন ক্ষতস্থান হতে রক্তপড়া বন্ধ করতে সাহায্য করে?

Question 64

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) কোথায় অবস্থিত?

Question 65

অভিষেক টেস্টে বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক কে ছিলেন?

Question 66

কত সালে টেস্ট ক্রিকেট শুরু হয়?

Question 67

দক্ষিণ আমেরিকায় অবস্থিত নয় কোন দেশটি?দক্ষিণ আমেরিকায় অবস্থিত নয় কোন দেশটি?

Question 68

বাংলাদেশের সংবিধান সর্বপ্রথম কোন তারিখে গণপরিষদে উত্থাপিত হয়?

Question 69

কোনটিতে আমিষের পরিমাণ সবচেয়ে বেশি?

Question 70

বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য?

Question 71

যে প্রাণীর তিনটি হৃৎপিণ্ড আছে-

Question 72

শব্দের তীব্রতা নির্ণায়ক যন্ত্র-

Question 73

কোন প্রাণীকে ডেভিল মাছ বলে?

Question 74

করোটিতে কতগুলো অস্থি থাকে?

Question 75

নাইট্রোজেনের প্রধান উৎস-

Question 76

আলেকজান্ডার গ্রাহাম বেল কী আবিষ্কার করেন?

Question 77

জার্মানির মুদ্রার নাম কী?

Question 78

পৃথিবীর কোন নদীতে মাছ হয় না?

Question 79

জাতীয় স্মৃতিসৌধটি কবে উদ্বোধন করা হয়?

Question 80

কীসের সাহায্যে সমুদ্রের ও কুয়ার গভীরতা নির্ণয় করা যায়?