প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা – ২০১৩ (Preli Primary) তৃতীয় ধাপ 14 April 2013 Marks 80

কোড : মেঘনা কোড ; ০২

Question 01

‘আমার প্রেম আমার প্রতিনিধি’ কাব্যগ্রন্থটির রচয়িতা কে?

Question 02

‘ওরে বিহঙ্গ’ নাটকটি কার রচনা?

Question 03

‘বৈতালিক’ উপন্যাসটি কে রচনা করেছেন?

Question 04

কোনটি শুদ্ধ বানান?

Question 05

কোনটি শুদ্ধ বানান?

Question 06

Question 07

Question 08

‘গৃহ’ এর সমার্থক শব্দ নয়-

Question 09

‘অমৃত’ এর বিপরীতার্থক শব্দ-

Question 10

কোন সমাসে ব্যাসবাক্য হয় না?

Question 11

বিশেষণের সাথে বিশেষ্যের যে সমাস হয় তার নাম কী?

Question 12

‘পিত্রালয়’ এর সন্ধি বিচ্ছেদ-

Question 13

‘গোঁফ খেজুরে’ এই বাগধারাটির অর্থ কী?

Question 14

‘অর্ধচন্দ্র’ এর অর্থ-

Question 15

নিচের কোন বাক্যটি শুদ্ধ?

Question 16

কোন বাক্যটি অশুদ্ধ?

Question 17

‘Do you know them?’ বাক্যের passive form হচ্ছে-

Question 18

‘The pill tastes bitter’ বাক্যের passive form হচ্ছে-

Question 19

নিচের কোনটি শুদ্ধ বানান?

Question 20

নিচের কোনটি শুদ্ধ বানান?

Question 21

‘Neglect’ শব্দটির synonym হচ্ছে-

Question 22

‘Nude’ শব্দটির antonym হচ্ছে-

Question 23

‘Temporal’ শব্দটির অর্থ হচ্ছে-

Question 24

‘Entreaty’ শব্দটি অর্থ হচ্ছে-

Question 25

‘You should not blush ––––– shame at your won mistake’ বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে-

Question 26

‘I concur –––– you on your decision’ বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে-

Question 27

‘Recognise’ শব্দটির noun হচ্ছে-

Question 28

‘Joy’ শব্দটির adjective হচ্ছে-

Question 29

He said to me, “May you have wealth.” বাক্যের indirect speech হচ্ছে-

Question 30

\(\mathrm {a-{1\over a}=3 } \) হলে, \(\mathrm {a^3-{1 \over a^3 }= } \) = কত?

Question 31

\(\mathrm {x-{1\over x}=2 } \) হলে, \(\mathrm {x^4+{1 \over x^4}}= \) কত?

Question 32

∠A= ৫০ ডিগ্রি। এর পূরক কোণ কত ডিগ্রি?

Question 33

একই চাপের উপর দণ্ডায়মান পরিধিস্থ কোণের পরিমাণ ৬০ হলে, কেন্দ্রস্থ কোণের পরিমাণ হবে-

Question 34

দুই বছর আগে বাবার বয়স পুত্রের বয়সের ১৪ গুণ ছিল। দুই বছর বাদে বাবার বয়স পুত্রের বয়সের চেয়ে ২৬ বছর বেশি হয়, তবে বাবা ও তার পুত্রের বয়সের অনুপাত কত হবে?

Question 35

একটি নল খালি চৌবাচ্চাকে ১৮ মিনিটে পূর্ণ করে ও অপর একটি নল ১২ মিনিটে খালি করে। অর্ধ পানিপূর্ণ অবস্থায় নল দুটি একসাথে খুলে দিলে কত সময়ে চৌবাচ্চাটি খালি হয়?

Question 36

৬, ৮, ১০ এর গাণিতিক গড় ৭, ৯ এবং কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান?

Question 37

পিতা ও ৩ পুত্রের বয়স অপেক্ষা মাতা ও ৩ পুত্রের বয়সের গড় \(\mathrm {১{১ \over ২}} \) বছর কম। মাতার বয়স ৩০ হলে, পিতার বয়স কত?

Question 38

রুনার আয় দিনার অপেক্ষা ২৫% বেশি। দিনার আয় রুনার আয় অপেক্ষা শতকরা কত কম?

Question 39

প্রকৃত গতিবেগ ঘণ্টায় ৭ কি.মি. এরূপ নৌকার নদীর স্রোতের অনুকূলে ৩৩ কি.মি. পথ যেতে ৩ ঘণ্টা লেগেছে। ফিরে আসার সময় তার কত ঘণ্টা সময় লাগবে?

Question 40

কোনো বাড়িতে ১০ জন লোকের ৩০ দিনের খাবার আছে। ঐ বাড়ীতে ২ জন মেহমান আসলে ঐ খাবারে তাদের কতদিন চলবে?

Question 41

১১, ১৫, ২৩, ৩৯ ................. ধারাটির পরবর্তী সংখ্যা কত?

Question 42

কোনো একটি দ্রব্যের ক্রয়মূল্য বাজারদরের ৮০%, এতে কত শতাংশ লাভ বা ক্ষতি হবে?

Question 43

একটি ভগ্নাংশের লব ও হরের সমষ্টি ৭। লবের সাথে ১ যোগ করলে হরের সমান হবে। ভগ্নাংশটি কত?

Question 44

প্রেসার কুকারে পানির স্ফুটনাঙ্ক-

Question 45

আকাশ নীল দেখায় কেন?

Question 46

পূর্ণাঙ্গ ব্যক্তির ফুসফুসের বায়ু ধারণ ক্ষমতা কত?

Question 47

পোলিও ভাইরাস দেহে কীভাবে প্রবেশ করে?

Question 48

নিচের কোনটি ভূগর্ভস্থ কাণ্ড?

Question 49

সিস্টোলিক চাপ বলতে বুঝায়-

Question 50

লোহিত কণিকার আয়ুষ্কাল-

Question 51

পৃথিবীর নিকটতম গ্রহ-

Question 52

পৃথিবীর চারদিকে চাঁদের একবার ঘুরতে লাগে-

Question 53

পৃথিবীর নিজ অক্ষে আবর্তনের দিক-

Question 54

সমুদ্র স্রোতের অন্যতম কারণ-

Question 55

বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ কোনটি?

Question 56

বাংলাদেশে তুলা চাষের জন্য সবচেয়ে কোন জেলা উপযোগী?

Question 57

বাংলাদেশ ও মিয়ানমার কোন নদী দ্বারা বিভক্ত?

Question 58

উত্তর গোলার্ধ সূর্যের নিকটতম স্থানে অবস্থান করে-

Question 59

আগ্নেয়গিরিকে প্রধানত ভাগ করা যায়-

Question 60

চট্টগ্রামের সীতাকুণ্ডের পাহাড়িয়া অঞ্চলে আছে-

Question 61

পানির তলায় শব্দ নির্ধারণের যন্ত্র-

Question 62

কম্পিউটার একটি-

Question 63

সৌরকোষে ব্যবহৃত হয়-

Question 64

আকুপাংচার হলো-

Question 65

কোনটি সামাজিক পরিবর্তনের উপাদান নয়?

Question 66

ক্লোরোফর্ম ব্যবহৃত হয়

Question 67

বায়ুচাপ মাপার যন্ত্র-

Question 68

একটি নীল কাচকে উত্তপ্ত করলে এর থেকে বের হয়-

Question 69

বাতাসের উষ্ণতা বাড়লে শব্দের গতি–

Question 70

পানিকে বরফে পরিণত করলে আয়তন-

Question 71

কোন আরব দেশ বাংলাদেশকে সর্বপ্রথম স্বীকৃতি প্রদান করে?

Question 72

মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য কতজনকে বীরোত্তম খেতাবে ভূষিত করা হয়?

Question 73

বাংলাদেশের বিখ্যাত মণিপুরি নাচ কোন অঞ্চলের?

Question 74

উত্তরা গণভবন কোথায় অবস্থিত?

Question 75

কে লাহোর প্রস্তাব উত্থাপন করেন?

Question 76

উপমহাদেশের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস- চ্যান্সেলর-

Question 77

বাংলা ভাষার ইতিবৃত্ত' কে রচনা করেন?

Question 78

বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা কোথায় গড়ে উঠেছিল?

Question 79

ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায়?

Question 80

‘ব্ল্যাক ক্যাট’ কোন দেশের কমান্ডো বাহিনী?