প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা – ২০১৫ (Preli Primary) দ্বিতীয় ধাপ 16 October 2015 Marks 80
Question 01
‘বিকৃত’ শব্দের প্রকৃতি ও প্রত্যয় নির্ণয় কর-
Question 02
বাকু কোন দেশের রাজধানী?
Question 03
সম্প্রতি কোন দিনটিকে ‘মুক্তিযোদ্ধা দিবস’ হিসেবে ঘোষণা করা হয়েছে?
Question 04
নওগাঁ জেলার পাহাড়পুরে অবস্থিত ‘সোমপুর বিহারের’ প্রতিষ্ঠাতা কে?
Question 05
Choose the correct passive voice: His behavior worried us.
Question 06
কোন সংখ্যার বর্গমূলের সাথে ২০ যোগ করলে ৫-এর বর্গ হবে।
Question 07
সন্ধি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?
Question 08
CFC কী ক্ষতি করে?
Question 09
কোনটি খাঁটি বাংলা উপসর্গ?
Question 10
বার্ষিক শতকরা ১০ টাকা হার সুদে কোন মূলধন কত বছর পরে সুদাসলে দ্বিগুণ হবে?
Question 11
দুইটি সংখ্যার অনুপাত ৫ : ৬ এবং তাদের গ.সা.গু. ৪ হলে সংখ্যা দুটির ল.সা.গু. কত?
Question 12
একটি ফুটবলের ব্যাস ১০ ইঞ্চি হলে ফুটবলের আয়তন কত?
Question 13
ASCII- এর পূর্ণনাম-
Question 14
‘সূর্য’ -এর সমার্থক প্রতিশব্দ
Question 15
জাতীয় ই-তথ্যকোষ উদ্বোধন করা হয় কবে?
Question 16
৪, ৬, ৭ এবং x এর গড় ৫.৫ হলে x-এর মান কত?
Question 17
গম্ভীরা গানের উৎপত্তি কোথায়?
Question 18
আয়তন অনুসারে এশিয়ার সবচেয়ে ছোট দেশ কোনটি?
Question 19
The verb ‘succumb’ means-
Question 20
অতিভুজের বিপরীত থাকে-
Question 21
Lunar eclipse occurs on-
Question 22
৯ জন শ্রমিক ৭২০ টাকা আয় করে ৪ দিনে, ১২ জন শ্রমিক ঐ পরিমাণ টাকা আয় করবে কত দিনে?
Question 23
কোন বাক্যটি শুদ্ধ?
Question 24
\(\ {\mathrm {{a \over b} =4,a+2b=12} } \) হলে a এর মান কত?
Question 25
‘পঞ্চম স্বর’ এর অর্থ কী?
Question 26
Fill in the blanks: I cannot stoop ––– meaness.
Question 27
‘ব্যর্থ’ শব্দটির সন্ধি বিচ্ছেদ হলো-
Question 28
\(\mathrm{x^3-1, x^3+1, x^4+x^2+1} \) – এর ল.সা.গু.কত?
Question 29
২, ৭, ৫, ৪, ৬ ও ১০ সংখ্যাগুলোর প্রচুরক নিচের কোনটি?
Question 30
শেষ মোগল সম্রাট বাহাদুর শাহের কবর কোথায়?
Question 31
The appropriate meaning of the word Diversity is––
Question 32
A beggar must not be a chooser-এ বাক্যের যথার্থ অনুবাদ-
Question 33
LAN কার্ডের অপর নাম কী?
Question 34
কোন দুটি মূল স্বরধ্বনি নয়?
Question 35
বাংলাদেশের সর্বপ্রথম জাদুঘর কোনটি?
Question 36
Synonym of ‘defraud’ -
Question 37
The synonym of ‘Futile’ is–
Question 38
Who wrote the book ‘Paradise Regained’?
Question 39
দুটি সংখ্যার যোগফল ১৭ এবং গুণফল ৭২। ছোট সংখ্যাটি কত?
Question 40
He requested that he might be allowed to come in. Which of the following is the correct direct speech?
Question 41
Choose the word that replaces best the underlined word in the sentence ‘Colonialism has engendered diverse effects around the world’
Question 42
কোনটি সঠিক?
Question 43
অধ্যাদেশ প্রণয়ন ও জারি করতে পারে কে?
Question 44
নিচের কোন শব্দে ‘ণ’ এর ভুল প্রয়োগ রয়েছে?
Question 45
‘মরি মরি! কী সুন্দর প্রভাতের রূপ’-বাক্যে ‘মরি মরি’ কোন শ্রেণির অব্যয়?
Question 46
Who is the writer of ‘Treasure Island’?
Question 47
Which of the following sentence is correct?
Question 48
নির্মাতা ও খুচরা বিক্রেতা উভয় ২০% লাভে একটি জিনিস বিক্রয় করে, যদি ঐ জিনিসের নির্মাণ খরচ ২০০ টাকা হয় তবে খুচরা বিক্রয়মূল্য কত?
Question 49
‘বিদিত’ শব্দটির বিপরীত শব্দ কোনটি?
Question 50
একটি ত্রিভুজাকৃতি জমির ভূমি ৭৫ মিটার এবং উচ্চতা ২০ মিটার। প্রতি বর্গমিটারে ২.০০ টাকা হিসেবে ঘাস লাগাতে কত খরচ হবে?
Question 51
The right Bangla translation of ‘He come off with flying colours.’
Question 52
লেজার রশ্মি কে, কত সালে আবিষ্কার করেন?
Question 53
‘অপমানের চেয়ে মৃত্যু শ্রেয়’ –কোনটি সঠিক অনুবাদ?
Question 54
যদি a ∶ b = 3 ∶ 2 এবং b ∶ c = 7 ∶ 6 হয়, তবে c ∶ a = কত?
Question 55
‘জায়া ও পতি’ সমাস করলে কী হয়?
Question 56
নিচের কোনটি মৌলিক সংখ্যা?
Question 57
মুক্তা হলো ঝিনুকের-
Question 58
একটি ছাত্রাবাসে ৩০ জন ছাত্রের ৩২ দিনের খাদ্য আছে। কয়েকজন নতুন ছাত্র আসায় ২০ দিনে ঐ খাদ্য শেষ হলে নতুন ছাত্রের সংখ্যা কত?
Question 59
Change the narration : He said to me, “Let us go home together.”
Question 60
একটি গণিতের বই প্রকৃত মূল্যের শতকরা ৮০ ভাগ মূল্যে ৭২ টাকায় বিক্রয় হলো। বইটির প্রকৃত মূল্য কত?
Question 61
Fill in the blanks : His illness is a mere pretext___ his absence.
Question 62
‘মান্দারিন’ কোন দেশের ভাষা?
Question 63
Identify the correct passive form of ‘He is going to open a shop.’
Question 64
ঠাকুর পরিবারের আসল পদবি ছিল-
Question 65
সানফ্লাওয়ার কার বিখ্যাত চিত্রকর্ম?
Question 66
‘বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর’ কোন মন্ত্রণালয়ের অধীন?
Question 67
অনুপাত কী?
Question 68
কোন শহরের উপনাম ‘বিগ আপেল’?
Question 69
1, 3, 6, 10, 15, 21,…….. ধারার দ্বাদশ পদ কত?
Question 70
কোন রাষ্ট্রটি ‘গ্রুপ অব সেভেন’ -এর সদস্য নয়?
Question 71
What is catastrophe?
Question 72
Fill in the blanks: He is quite ____ in dealing with people.
Question 73
সঙ্গীত শিল্পী আব্বাসউদ্দিন আহমেদ কত সালে জন্মগ্রহণ করেন?
Question 74
মৃন্ময় শব্দের সন্ধি বিচ্ছেদ -
Question 75
‘সুরঞ্জনা ওইখানে যেও নাকো তুমি’ কোন কবি এ কথা বলেছিলেন?
Question 76
What is the masculine form of ‘Bee’?
Question 77
‘The spirit of islam’ বইটির লেখক কে?
Question 78
‘দম্পতি’ কোন সমাস?
Question 79
‘একাদশে বৃহস্পতি’-এর অর্থ কী?
Question 80
একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য ৭.৫ ফুট হলে, বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত?