প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১৫ (Preli Primary) তৃতীয় ধাপ 15 August 2015 Marks 80

কোড : 1517 কোড ; ০১

Question 01

একটি সংখ্যার তিনগুণের সাথে দ্বিগুণ যোগ করলে যোগফল ৯০ হয়। সংখ্যাটি কত?

Question 02

দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ১৯৯ হলে, বড় সংখ্যাটি কত?

Question 03

৮, ১১, ১৭, ২৯, ৫৩,.……পরবর্তী সংখ্যাটি কত?

Question 04

a + b = 5 এবং a - b = 3 হলে ab মান কত?

Question 05

যে চতুর্ভুজের বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল কিন্তু কোণগুলো সমকোণ নয়, তাকে কী বলে?

Question 06

২৫৩ ডিগ্রি কোণকে কী কোণ বলে?

Question 07

৬০০ টাকার ৬ বছরের সরল সুদ ১৮০ টাকা হলে সরল সুদের হার কত?

Question 08

পিতা ও মাতার বয়সের গড় ৪৫ বছর। আবার পিতা, মাতা ও এক পুত্রের বয়সের গড় ৩৬ বছর। পুত্রের বয়স কত?

Question 09

এক ব্যক্তির মাসিক আয় ও ব্যয়ের অনুপাত ৫ : ৩ এবং তার মাসিক সঞ্চয় ১০,০০০ টাকা হলে তিনি কত টাকা আয় করেন?

Question 10

কোন পরীক্ষায় ৮০% গণিত এবং ৭০% বাংলায় পাশ করল। উভয় বিষয়ে পাশ করল ৬০%। উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করল?

Question 11

দুটি সংখ্যার অনুপাত ৩ : ৪ এবং তাদের ল.সা.গু. ১৮০। সংখ্যা দুটি কী কী?

Question 12

একটি জিনিস ২৫ টাকায় বিক্রি করায় ২৫% লাভ হলো, জিনিসটির ক্রয়মূল্য কত?

Question 13

অনুপাত কী?

Question 14

ক ও খ একটি কাজ ১২ দিনে করতে পারে। ক একা কাজটি ২০ দিনে করতে পারে। খ একা কাজটি কত দিনে করতে পারবে?

Question 15

১৬.৫ এর ১.৩% কত?

Question 16

০, ১, ২ এবং ৩ দ্বারা গঠিত চার অংকের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল কত?

Question 17

২০০৯ সালের ১ জানুয়ারি বৃহস্পতিবার ছিল। একই বছরের ৩১ ডিসেম্বর কী বার ছিল?

Question 18

একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ। এর ক্ষেত্রফল ৫১২ বর্গমিটার হলে, পরিসীমা কত?

Question 19

\(০.৪ × ০.০৫ × ০.০২ \over ০.০১ \) =?

Question 20

কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম?

Question 21

‘না’ কোন জাতীয় শব্দ?

Question 22

‘সন্ধ্যা’ শব্দের বিশেষণটি নির্দেশ করুন –

Question 23

‘ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ’ কে রচনা করেন?

Question 24

‘ব্যাকরণ’ শব্দটি হলো-

Question 25

‘আশীবিষ’-এর অর্থ কী?

Question 26

কোনটি স্বরসন্ধির উদাহরণ?

Question 27

শব্দ ও ধাতুর মূলকে বলে-

Question 28

‘অক্ষির সমীপে’র সংক্ষেপে হলো-

Question 29

‘কালান্তর’ শীর্ষক প্রবন্ধ গ্রন্হের রচয়িতা কে?

Question 30

‘সূর্য’ এর প্রতিশব্দ-

Question 31

‘অপর্ণা’ রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকের নায়িকা?

Question 32

‘কান পাতলা’ অর্থ কী?

Question 33

‘এমন ছেলে আর দেখিনি’ বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

Question 34

কোন শব্দটি ভুল?

Question 35

কোনটি শুদ্ধ বানান?

Question 36

‘হযরত মুহম্মদ (স) ছিলেন একজন আদর্শ মানব’ বাক্যটি নিম্নোক্ত কোন শ্রেণির বাক্য?

Question 37

কোনটি খাঁটি বাংলা উপসর্গ?

Question 38

রান্না এর সন্ধি বিচ্ছেদ কোনটি?

Question 39

কোনটি ধ্বন্যাত্মক দ্বিরুক্তির উদাহরণ?

Question 40

নীল যে আকাশ = নীলাকাশ কোন সামাস?

Question 41

Which one is in singular number?

Question 42

The –– board has deleted a number of scenes.

Question 43

I decided to go ––– with my friend as I needed some exercise.

Question 44

Which of the following sentence is correct sentence?

Question 45

The word ‘Indigenous’ is meaning of –

Question 46

Which one is the correct narration- He told “Do the Work”-

Question 47

‘Proclaim’ means:

Question 48

টাকায় টাকা আনে- প্রবাদটি শুদ্ধ ইংরেজি কী?

Question 49

কোনো মানুষ একা বাস করতে পারে না? শুদ্ধ ইংরেজিতে অনুবাদ কোনটি?

Question 50

Choose the correct form (passive) of – ‘Who will do the work?’

Question 51

Choose the correct spelt word.

Question 52

তুমি কী কখনো কুয়াকাটা গিয়েছ? শুদ্ধ ইংরেজিতে অনুবাদ কোনটি?

Question 53

কোনটি শুদ্ধ বানান?

Question 54

‘He took me there.’ The passive voice is -

Question 55

To ‘raise ones brows’ indicates that

Question 56

‘Able’ শব্দটির Verb নিচের কোনটি?

Question 57

Government has been entrusted –– elected politicians.

Question 58

Choose the pair of words that expresses a relationship similar to that of given pair- Words: Writer

Question 59

কোন বানানটি শুদ্ধ?

Question 60

Which of the following sentences is correct?

Question 61

পিথাগোরাসের জন্ম কোথায়?

Question 62

ভারত ও চীনের সীমান্ত রেখার নাম কী?

Question 63

বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার (মূল রূপকার বা নকশাকার) কে?

Question 64

ঢাকা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়?

Question 65

গ্রিনিচ কোথায় অবস্থিত?

Question 66

নিচের কোনটি Operating system নয়?

Question 67

‘BARD’ বলতে কী বোঝায়?

Question 68

ভারত ও বাংলাদেশের মধ্যে অবস্থিত মোট ছিটমহলের সংখ্যা কতটি?

Question 69

কোন দেশ ব্রিকস গ্রুপের অন্তর্ভুক্ত নয়?

Question 70

ঢাকা শহরের প্রধান মোঘল স্থাপত্য কোনটি?

Question 71

চিন্তার সঙ্গে মস্তিষ্কের যে অংশের সম্পর্ক তাকে বলা হয়-

Question 72

চাঁদ দিগন্তের কাছে অনেক বড় দেখায়, তার কারণ কী?

Question 73

কোনো ই-মেইল ‘CC’ এর অর্থ কী?

Question 74

মোঃ জিল্লুর রহমান বাংলাদেশের কততম রাষ্ট্রপতি ছিলেন?

Question 75

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করা হয় কোন সালে?

Question 76

কাজী নজরুল ইসলামের প্রথম উপন্যাস কোনটি?

Question 77

নিম্নের কোন ক্রিকেটার ইংল্যান্ডের নাগরিক?

Question 78

ফিফার কার্যালয় কোথায় অবস্থিত?

Question 79

GIS- এর অর্থ কী?

Question 80

বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র কবে গৃহীত হয়?