প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা – ২০১৩ (Preli Primary) তৃতীয় ধাপ 8 November 2013 Marks 80
Question 01
কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি?
Question 02
‘দেখিনু সেদিন রেলে, কুলি ব’লে এক বাবু সা’ব তারে ঠেলে দিল নীচে ফেলে!’ পঙক্তিটির রচয়িতা কে?
Question 03
‘অপরাহ্ন’ নাটকটির রচয়িতা কে?
Question 04
‘কিরণ’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
Question 05
‘স্মরণ’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
Question 06
‘কারক’ শব্দটির অর্থ?
Question 07
কর্মকারকের উদাহরণ কোনটি?
Question 08
‘সকলকে মরতে হবে’-বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
Question 09
কোনটি শুদ্ধ বানান?
Question 10
কোন বানানটি শুদ্ধ?
Question 11
কোন বানানটি শুদ্ধ?
Question 12
Honesty is the best policy. বাক্যে ‘honesty’ শব্দটি-
Question 13
This necklace is made of gold. বাক্যে ‘gold’ শব্দটি-
Question 14
নিচের কোন বাক্যটি শুদ্ধ?
Question 15
নিচের কোন বাক্যটি শুদ্ধ?
Question 16
He is envious––– my success. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে-
Question 17
Anis is good ––– cricket. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে-
Question 18
He has lack ––money. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে-
Question 19
I objected –– his proposal. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে-
Question 20
Rest is necessity ––– me now. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে-
Question 21
1 + 2 + 3 + 4 + .......+ 19 = কত?
Question 22
একজন বোলার গড়ে ১৭ রান দিয়ে ৭টি উইকেট পান। পরবর্তী ইনিংসে গড়ে ৮ রান দিয়ে ৩টি উইকেট পান। তিনি উইকেট প্রতি গড়ে কত রান দিয়েছেন?
Question 23
পিতা ও মাতার বয়সের গড় ২০ বছর। পিতা, মাতা ও পুত্রের বয়সের গড় ১৬ বছর হলে, পুত্রের বয়স কত?
Question 24
পিতা ও দুই পুত্রের বর্তমান গড় বয়স ২০ বছর। ২ বছর পর দুই পুত্রের গড় বয়স ১২ বছর হলে পিতার বর্তমান বয়স কত?
Question 25
এক বক্স আঙ্গুর ২৭৫০ টাকায় বিক্রয় করায় ৪৫০ টাকা ক্ষতি হলো। ঐ আঙ্গুর ৩৬০০ টাকায় বিক্রয় করলে কত লাভ বা ক্ষতি হয়?
Question 26
একজন চা ব্যবসায়ী এক বক্স চা পাতা কেজি ৮০ টাকা হিসাবে ক্রয় করেন। সব চা পাতা কেজি প্রতি ৭৫ টাকা দরে বিক্রয় করায় ৫০০ টাকা ক্ষতি হয়। তিনি কত কেজি চা পাতা ক্রয় করেছিলেন?
Question 27
একটি ছাগল ১০% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয়মূল্য ৪৫০ টাকা বেশি হলে ৫% লাভ হতো। ছাগলটির ক্রয়মূল্য কত?
Question 28
একটি কাজ ক একা ১০ দিনে এবং খ একা ১৫ দিনে শেষ করতে পারলে ক ও খ একত্রে কাজটি কত দিনে করতে পারবে?
Question 29
লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘণ্টায় ১৫ কি.মি. ও ৫ কি.মি.। নদীপথে ৩০ কি.মি. যেয়ে আবার ফিরে আসতে কত সময় লাগবে?
Question 30
কোনো দুর্গে ৭২০ জন সৈন্যের ২০ দিনের খাবার মজুত আছে। ১০ দিন পর কিছু নতুন সৈন্য আসায় অবশিষ্ট খাদ্যে তাদের ৮ দিন চললে কত জন সৈন্য এসেছিল?
Question 31
‘চক্ষুদান করা’ বাগধারাটির অর্থ কী?
Question 32
কোন বানানটি শুদ্ধ?
Question 33
কোনটি শুদ্ধ বানান?
Question 34
‘মধ্যাহ্ন’ কোন সমাস?
Question 35
‘নিরামিষ’ কোন সমাস?
Question 36
‘সহোদর’ কোন সমাস?
Question 37
‘যে ব্যক্তির দুহাত সমান চলে’ এক কথায় কী বলে?
Question 38
‘ইহলোকে যা সামান্য নয়’ এক কথায় কী হবে?
Question 39
‘অহরহ’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
Question 40
‘নীরস’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
Question 41
‘নাবিক’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
Question 42
‘সদাশয়’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
Question 43
‘জনৈক’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
Question 44
‘She fans herself’ বাক্যটির Passive form হবে-
Question 45
‘Give the order’-বাক্যটির passive form হবে-
Question 46
‘They elected him captain.’ বাক্যটির Passive form হবে-
Question 47
Abul said, “I was busy.” বাক্যটির Indirect speech হবে-
Question 48
Farida said, “I shall go to school.” বাক্যটির Indirect speech হবে-
Question 49
কোনটি ‘Joyful’ শব্দের সমার্থক শব্দ?
Question 50
কোনটি ‘Typical’ শব্দের সমার্থক শব্দ?
Question 51
\({\mathrm{x^2-y^2+2y-1}}\) এর একটি উৎপাদক–
Question 52
\({\mathrm{x^২+y^২=৮}}\) এর \({\mathrm{xy=৭}}\) হলে \({\mathrm{(x+y)^২}}\) এর মান কত?
Question 53
\({\mathrm{x-{\{x-(x+1)}}\}}\) এর মান কত?
Question 54
একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল ঐ সরলরেখার এক-চতুর্থাংশের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের কত গুণ?
Question 55
১ ÷ \({৮ \over ৯}\) \(({৫\over ৮}+{{৩\over ৮}})\)= কত?
Question 56
১৪৩ টাকাকে ২ : ৪ : ৫ অনুপাতে ভাগ করলে, বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য কত টাকা হবে?
Question 57
একটি সোনার গহনার ওজন ১৬ গ্রাম। এতে সোনা ও তামার অনুপাত ৩ : ১। এতে কী পরিমাণ সোনা মেশালে অনুপাত ৪: ১ হবে।
Question 58
লালবাগ কেল্লার আদি নাম-
Question 59
‘আনন্দ বিহার’ কোথায় অবস্থিত?
Question 60
কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন ‘জান্নাতাবাদ’?
Question 61
সতীদাহ প্রথা রহিত হয় কোন সালে?
Question 62
বাংলাদেশের প্রথম জাদুঘর কোনটি?
Question 63
বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বিহার কোনটি?
Question 64
প্রথম শহিদ স্মৃতিস্তম্ভটি তৈরি করা হয় ১৯৫২ সালের কোন তারিখে?
Question 65
রূপসা নদীর উপর নির্মিত খানজাহান আলী সেতুর দৈর্ঘ্য কত?
Question 66
সুন্দরবনের পশ্চিমে কোন নদী অবস্থিত?
Question 67
ব্রহ্মপুত্র কোথায় বাংলাদেশে প্রবেশ করেছে?
Question 68
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) কোথায় অবস্থিত?
Question 69
বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের অভিষেক হয় কোন সালে?
Question 70
কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয় কত বছর পর পর?
Question 71
উঁচু পর্বতের চূড়ায় উঠলে নাক দিয়ে রক্ত পড়ার সম্ভাবনা থাকে। কারণ উঁচু পর্বত চূড়ায়-
Question 72
একটি সরল দোলককে পৃথিবীর কেন্দ্রে নিলে তার দোলনকাল কত হবে?
Question 73
নিচের কোনটি রাসায়নিক পরিবর্তন?
Question 74
কোনটি খর পানিতে উত্তম ফেনা দেয়?
Question 75
সিস্টোলিক চাপ বলতে বুঝায়-
Question 76
কোনটি পানিবাহিত রোগ?
Question 77
মানবদেহের রক্তচাপ নির্ণায়ক যন্ত্র-
Question 78
‘এভিকালচার’ বলতে কী বুঝায়?
Question 79
সমুদ্রস্রোতের অন্যতম কারণ-
Question 80
দিবারাত্রি সংঘটিত হয়-