প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা – ২০১২ (Preli Primary) তৃতীয় ধাপ 12 October 2012 Marks 80
Question 01
বাংলাদেশ স্বপ্ন দ্যাখে’ কাব্যগ্রন্হটি কোন কবির রচনা?
Question 02
‘উত্তম পুরুষ' উপন্যাসের রচয়িতা কে?
Question 03
‘তাপসী’ নাটকটি কে রচনা করেছেন?
Question 04
কোনটি নিত্য সম্বন্ধীয় অব্যয়ের উদাহরণ?
Question 05
ন সমাসে ব্যাসবাক্য হয় না?
Question 06

Question 07

Question 08
কোনটি শুদ্ধ বানান?
Question 09
‘পুষ্প’ এর সমার্থক শব্দ নয়-
Question 10
‘চপল’ এর বিপরীতার্থক শব্দ-
Question 11
‘পড়েছি মোগলের হাতে খানা খেতে হবে সাথে’-এর অর্থ কী?
Question 12
‘যার অনেক বুদ্ধি আছে’ তাকে বাগাধারা দিয়ে প্রকাশ করলে কী দাঁড়ায়?
Question 13
‘নিরাময়’ এর সন্ধি বিচ্ছেদ-
Question 14
কোনটি শুদ্ধ বানান?
Question 15
‘কাক-ভূষণ্ডি’ এর অর্থ কী?
Question 16
‘Your conduct admits — no excuse’ বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে-
Question 17
‘You should not blush — shame at your own mistake’ বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে-
Question 18
‘Throw cold water on’-এর অর্থ হচ্ছে-
Question 19
কোনটি শুদ্ধ বানান?
Question 20
‘By all means’ -এর অর্থ হচ্ছে-
Question 21
Synonym of the word 'Vertical' is-
Question 22
Antonym of the word ‘Fantasy’ is-
Question 23
কোনটি শুদ্ধ বানান?
Question 24
নিচের কোন বাক্যটি শুদ্ধ?
Question 25
নিচের কোন বাক্যটি শুদ্ধ?
Question 26
He said, “How charming the sight is!” বাক্যের indirect speech হচ্ছে-
Question 27
‘He said that he had come to see me’ বাক্যের direct speech হচ্ছে––
Question 28
‘Am I wanted by you?’ বাক্যের active voice হচ্ছে-
Question 29
‘He is poor but honest.’ বাক্যে Conjunction কোনটি?
Question 30
‘Mother laughs’ বাক্যে ‘laughs’ কীসের উদাহারণ?
Question 31
একটি বহুভুজের বাহুর সংখ্যা ৬ হলে, বহুভুজের অন্তঃকোণগুলোর সমষ্টি কত হবে?
Question 32
একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গ ঐ সরলরেখার অর্ধেকর উপর অঙ্কিত বর্গের কতগুণ?
Question 33
a+b=5 এবং a – b = 3 হলে, ab -এর মান কত?
Question 34
\(\mathrm {x-{1\over x}=2}\) হলে, \(\mathrm {x^4+{1\over x^4}}\) = কত?
Question 35
এক কুড়ি কমলা ৫০ টাকায় ক্রয় করে এক ডজন কমলা ৩৬ টাকায় বিক্রয় করা হলো। শতকরা কত লাভ হলো?
Question 36
৫৬০ টাকায় একটি চেয়ার কিনে কত টাকায় বিক্রয় করলে ২৫% লাভ হবে?
Question 37
একজন পুরুষ যে কাজ ১ দিনে করতে পারে ঐ কাজ ১ জন স্ত্রীলোকের করতে ৩ দিন লাগে। একটি কাজ ১৫ জন পুরুষ ১ দিনে করতে পারে। ঐ কাজ একদিনে করতে কতজন স্ত্রীলোকের প্রয়োজন-
Question 38
ক একটি কাজ ৫ দিনে এবং খ তা ১০ দিনে করতে পারে। তারা একত্রে ১ দিনে এর কত অংশ করতে পারবে?
Question 39
একটি সোনার গহনার ওজন ১৬ গ্রাম। তাতে সোনা ও তামার পরিমাণ সমান ৩ : ১। তাতে কী পরিমাণ সোনা মেশালে অনুপাত ৪ : ১ হবে?
Question 40
দুটি গোলকের আয়তনের অনুপাত 8 : 27, তাদের ক্ষেত্রফলের অনুপাত কত?
Question 41
৬, ৮, ১০ এর গাণিতিক গড়, ৭, ৯ ও কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান?
Question 42
৬ বছর পূর্বে পিতার বয়স ছিল পুত্রের বয়সের ৫ গুণ। বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের ৩ গুণ। তাহলে পিতা ও পুত্রের বর্তমান বয়স কত?
Question 43
প্রতি বছর কোনো শহরের লোকসংখ্যার ৭% জন্মগ্রহণ করে এবং ৩% মারা যায়। এক বছরে শহরে ৪০০ জন লোক বৃদ্ধি পেলে ঐ শহরের মোট লোকসংখ্যা কত?
Question 44
নাড়ির স্পন্দন প্রবাহিত হয়-
Question 45
পানির জীব হয়েও বাতাসে নিঃশ্বাস নেয়-
Question 46
পরমাণুর নিউক্লিয়াসে কী কী থাকে?
Question 47
কোন মৌলিক অধাতু সাধারণ তাপমাত্রায় তরল থাকে?
Question 48
রংধনু সৃষ্টির সময় পানির কণাগুলো কিসের কাজ করে?
Question 49
চাঁদে নিয়ে গেলে কোনো বস্তুর ওজন-
Question 50
অর্কিড কী ধরনের উদ্ভিদ?
Question 51
কোন গাছে ভাইরাস মোজাইক রোগ উৎপন্ন করে?
Question 52
ফনোগ্রাফ কে আবিষ্কার করেন?
Question 53
নিচের কোনটিকে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয়?
Question 54
রাষ্ট্রবিজ্ঞানের প্রতিষ্ঠাতা কে?
Question 55
মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য কতজনকে বীর উত্ত খেতাবে ভূষিত করা হয়?
Question 56
বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে?
Question 57
শিক্ষার মূল লক্ষ্য কী?
Question 58
শিক্ষক হয়ে আপনি কীভাবে একজন দুর্বল ছাত্রকে সংশোধন করবেন?
Question 59
৯, ১১, ১৫, ২৩, ৩৯ … ধারাটির পরবর্তী সংখ্যা কত?
Question 60
কোন ভগ্নাংশটি \(২\over ৩\) থেকে বড়?
Question 61
পৃথিবীতে দ্বিতীয় বৃহত্তম মহাসাগর-
Question 62
যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল হতে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তাকে বলা হয়-
Question 63
দক্ষিণ গোলার্ধ ও সূর্যের মধ্যে সবচেয়ে বেশি দূরত্ব হয়-
Question 64
মেরু রেখা বা অক্ষের দক্ষিণ প্রান্তকে বলে-
Question 65
বাংলাদেশ সিভিল সার্ভিসে ক্যাডার কয়টি?
Question 66
প্রাচীন পুণ্ড্রবর্ধন নগর কোন স্থানে অবস্থিত?
Question 67
বাংলাদেশের জাতীয় সংসদ কোরাম হয় কত সদস্যের উপস্থিতিতে?
Question 68
তৈমুর লং ভারত আক্রমণ করেন-
Question 69
ইউরোপে রেনেসাঁ শুরু হয়-
Question 70
‘লীগ অব নেশনস’-এর জন্ম
Question 71
সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ-
Question 72
পৃথিবীর শক্তির মূল উৎস-
Question 73
ইন্টারপোল সংস্থার সদর দপ্তর কোথায়?
Question 74
আগরতলা ষড়যন্ত্র মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনা হয়?
Question 75
‘রয়টার্স’ কোন দেশের সংবাদ সংস্থা?
Question 76
মাধ্যকর্ষণ শক্তি আবিষ্কার করেন-
Question 77
টেলিফোন লাইনের মধ্য দিয়ে প্রবাহিত হয়-
Question 78
কোন খনিজের অভাবে গলগন্ড রোগ হয়?
Question 79
আখ গাছের জন্য ক্ষতিকর-
Question 80
আমাদের দেশে একজন পূর্ণবয়স্ক ব্যক্তির প্রায় গড়ে ক্যালরি শক্তির প্রয়োজন-