প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা – ২০১২ (Preli Primary) প্রথম ধাপ 12 October 2012 Marks 80

কোড : নাগলিঙ্গম কোড ; ০১

Question 01

কাঁটাকুঞ্জে বসি তুই গাঁথিবি মালিকা দিয়া গেনু ভালে তোর বেদনার টিকা।’ –এ উদ্ধৃতাংশটি কোন কবির রচনা?

Question 02

‘নৌকাডুবি’ রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত একটি-

Question 03

‘সুবচন নির্বাসনে’ নাটকটির রচয়িতা কে?

Question 04

কোনটি শুদ্ধ বানান?

Question 05

কোন বানানটি শুদ্ধ?

Question 06

‘যে গাছে ফল ধরে কিন্তু ফুল ধরে না, -এক কথায় কী হবে?

Question 07

‘ভোজন করার ইচ্ছা’ –এক কথায় কী হবে?

Question 08

কোন বানানটি শুদ্ধ?

Question 09

কোনটি শুদ্ধ বানান-

Question 10

He was entrusted ––– the care of his uncle. –বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে-

Question 11

I attend ––– office punctually. –বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে-

Question 12

নিচের কোন বাক্যটি শুদ্ধ?

Question 13

নিচের কোনটি শুদ্ধ বাক্য?

Question 14

কোনটি ‘Authentic’ শব্দের সমার্থক শব্দ?

Question 15

কোনটি ‘Feasible’ শব্দের সমার্থক শব্দ?

Question 16

পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি ৬৩ বছর এবং তাদের বয়সের অনুপাত ৭ : ২। ৯ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত কত ছিল?

Question 17

যদি ক : খ = ৫ : ৪ এবং ক : গ = ৬ : ৫ হয়, তবে গ : খ = ?

Question 18

পরীক্ষায় ‘ক’ –এর প্রাপ্ত নম্বর যথাক্রমে ৭০, ৮৫ ও ৭৫। চতুর্থ পরীক্ষায় তাকে কত নম্বর পেতে হবে যেন তার গড় প্রাপ্ত নম্বর ৮০ হয়?

Question 19

একটি বানর ১৩ মিটার উঁচু পিচ্ছিল বাঁশের মাথায় উঠতে প্রথম সেকেন্ডে ৩ মিটার উঠে এবং পরবর্তী সেকেন্ডে ১ মিটার নেমে আসে। বাঁশের মাথায় উঠতে বানরটির কত সময় লাগবে?

Question 20

১৫টি খাসির মূল্য ৫টি গরুর মূল্যের সমান। ২টি গরুর মূল্য ৩০০০ টাকা হলে, ৩টি খাসির মূল্য কত?

Question 21

৪ বছর আগে ক ও খ এর গড় বয়স ছিল ১৮ বছর। ক, খ ও গ -এর বর্তমান গড় বয়স ২৪ বছর। ৮ বছর পর গ -এর বয়স কত হবে?

Question 22

একটি দ্রব্য ৫০০ টাকায় ক্রয় করে ১০% লাভে বিক্রয় করা হলো। দ্রব্যটির ক্রয়মূল্য ১০% কম হলে, কত টাকা লাভ হয়?

Question 23

একটি কোম্পানি দিনে প্রথম ১০০০ টাকা বিক্রির উপর ৫% লাভ করে এবং ১০০০ টাকার অতিরিক্ত বিক্রির উপর ৪% লাভ করে। দিনে মোট ৬০০০ টাকার জিনিস বিক্রি হলে, কোম্পানি সর্বমোট কত টাকা লাভ করে?

Question 24

‘হাত-ভারি’ বাগ্ধারা অর্থ-

Question 25

কোন সংখ্যাটি ক্ষুদ্রতম?

Question 26

কোন সংখ্যাটি বৃহত্তম?

Question 27

‘জঙ্গম’ –এর বিপরীতার্থক শব্দ কী?

Question 28

বাংলাদেশে সর্বপ্রথম মহিলা পুলিশ নিয়োগ করা হয় কোন সালে?

Question 29

বাংলাদেশের বৃহত্তম স্থল বন্দর কোনটি?

Question 30

নিউজিল্যান্ডের আদিবাসীদের কী বলা হয়?

Question 31

‘পিসিকালচার’ বলতে কী বোঝায়?

Question 32

কোন মুঘল সুবেদার চট্টগ্রাম দখল করে এর নাম রাখেন ইসলামাবাদ?

Question 33

পাহাড়পুরের বৌদ্ধ বিহারের নির্মাতা কে?

Question 34

কোন মুসলিম নারী সর্বপ্রথম নোবেল শান্তি পুরস্কার পান?

Question 35

বাংলাদেশের সবচেয়ে পুরাতন ঐতিহাসিক স্থান কোনটি?

Question 36

কর্তৃকারকে শূন্য বিভক্তির উদাহরণ কোনটি?

Question 37

কোনটি কর্মধারয় সমাসের উদাহরণ?

Question 38

অধিকরণ কারকে সপ্তমী বিভক্তির উদাহরণ কোনটি?

Question 39

কোনটি বহুব্রীহি সমাসের উদাহরণ?

Question 40

‘ইতস্তত’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?

Question 41

‘শিষ্টাচার’ এর সমার্থক শব্দ কোনটি?

Question 42

‘I have bought the books’ বাক্যটির সঠিক পরিবর্তিত voice হবে

Question 43

‘Let him sing a song’-বাক্যটির সঠিক পরিবর্তিত voice হবে-

Question 44

কোনটি Material Noun?

Question 45

Deny শব্দের noun হবে-

Question 46

He said to me, ‘will you go home?’ –বাক্যটির Indirect speech হবে-

Question 47

‘He told us that he had waited an hour’ – বাক্যটির direct speech হবে-

Question 48

‘Out and out’ এর অর্থ-

Question 49

a + b = 6, ab = 4 হলে, \(a^3+b^3\)= কত?

Question 50

(3x + 2) (2x – 6) = (4 – 3x) (1 – 2x) – 10 হলে, x -এর মান হবে

Question 51

বার্ষিক শতকরা ৬.০০ টাকা হার সুদে কত সময় ৪৫০ টাকা সুদে-আসলে ৫৫৮ টাকা হবে?

Question 52

একটি বর্গের ক্ষেত্রফল একটি আয়তের ক্ষেত্রফলের সমান। বর্গের পরিসীমা ২৪ সে.মি. এবং আয়তের প্রস্থ ৪ সে.মি. হলে, আয়তের পরিসীমা হবে-

Question 53

একটি বৃত্তের ব্যাস দ্বিগুণ করলে বৃত্তটির ক্ষেত্রফল হবে-

Question 54

DOS (কম্পিউটার সংক্রান্ত) কী?

Question 55

‘পূর্বাশা’ দ্বীপের অপর নাম-

Question 56

রঙিন টেলিভিশন থেকে ক্ষতিকর কোন রশ্মি বের হয়?

Question 57

মধ্যযুগের গৌড় নগরীর অংশবিশেষ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?

Question 58

ফরাসি বিপ্লব সংঘটিত হয় কত সালে?

Question 59

কত বছর পর পর হ্যালির ধূমকেতু আবির্ভূত হয়?

Question 60

‘বাঙালি’ নামের নদীটি বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?

Question 61

কোন ধাতু তরল অবস্থায় থাকে?

Question 62

শৈবাল কোন জাতীয় উদ্ভিদ?

Question 63

মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত?

Question 64

আলোর গতি ও বেতার তরঙ্গের গতি-

Question 65

আয়নায়র পিছনে কোন ধাতুটি ব্যবহৃত হয়?

Question 66

মানবদেহের কোন অংশে নিউমোনিয়া রোগ হয়?

Question 67

বাংলাদেশের রাজধানী হিসেবে সোনারগাঁও-এর পত্তন করেন-

Question 68

মিয়ানমার বাংলাদেশের কোন দিকে অবস্থিত?

Question 69

পদ্মা নদী যমুনার সাথে মিলিত হয়েছে-

Question 70

ইংলিশ চ্যানেল সংযুক্ত করেছে-

Question 71

গ্রেট বেরিয়ার রিফ কোথায় অবস্থিত?

Question 72

প্রবল জোয়ারের কারণ, এ সময়-

Question 73

পলিথিন ব্যবহার নিষিদ্ধ করার বড় কারণ-

Question 74

মালদ্বীপ গঠিত হয়েছে কীভাবে?

Question 75

১৫২৬ খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে বাবর কাকে পরাজিত করেন?

Question 76

আমাদের দেশে পরিবেশ দূষণের প্রধান কারণ কোনটি?

Question 77

লালবাগ কেল্লার আদি নাম-

Question 78

আদর্শ মাটিতে কত ভাগ জৈব পদার্থ থাকে?

Question 79

কোন বাংলাদেশি সর্বপ্রথম এভারেস্টের চূড়ায় আরোহণ করেন?

Question 80

নিশাত মজুমদার কত তারিখে এভারেস্টের চূড়ায় আরোহণ করেন?