প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা -২০১৯ (Preli Primary) তৃতীয় ধাপ 21 June 2019 Marks 80
Question 01
\((০.০০১) \over (০.১×০.১)\)
Question 02
Light : Blind
Question 03
বাংলাদেশের কোন নৃ-গোষ্ঠীর উৎসব সোহরাই?
Question 04
একটি সরলরেখার সাথে একটি রেখাংশ মিলিত হয়ে যে সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি কত হবে?
Question 05
‘তুমি না বলেছিলে এখানে আসবে’ –এখানে ‘না’ এর ব্যবহার কি অর্থে?
Question 06
‘বর্ণ’ হচ্ছে-
Question 07
‘তেপান্তর’ কোন সমাসের উদাহরণ?
Question 08
অসমাপ্ত ‘অদ্ভূতসাগর’ গ্রন্হটি কে সমাপ্ত করেন?
Question 09
The synonym of ‘Subsequent’ is-
Question 10
Three-fourths of the work –– finished.
Question 11
\(\sqrt{0.000009}\)= কত?
Question 12
জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে কত বছর নির্ধারণ করা হয়েছে?
Question 13
কোন ধাতু স্বাভাবিক তাপমাত্রায় তরল অবস্থায় থাকে?
Question 14
‘Sanction’ means-
Question 15
‘সুন্দর মাত্রই একটা আকর্ষণ শক্তি আছে।’ বাক্যে ‘সুন্দর’ শব্দটি কোন পদ?
Question 16
আমি, তুমি ও সে-
Question 17
‘বুঝে শুনে উত্তর দাও নতুবা ভুল হবে’ বাক্যটি কোন শ্রেণির?
Question 18
There is no royal road ––– learning.
Question 19
কোন কোন স্বাভাবিক সংখ্যা দ্বারা ৩৪৬ কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে ৩১ অবশিষ্ট থাকবে?
Question 20
৫৬০ টাকার একটি চেয়ার কিনে কত টাকায় বিক্রয় করলে ২৫% লাভ হবে?
Question 21
The opposite of ‘optimism’ is-
Question 22
Choose the correct spelling
Question 23
কবে বাংলাদেশ শিশু অধিকার সনদ বাংলাদেশ বাস্তবায়নে অঙ্গীকার নেয়?
Question 24
‘সকল শিক্ষকগণ আজ উপস্থিত’-বাক্যটি কোন দোষে দুষ্ট?
Question 25
একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল ১৪৪ বর্গ একক। সমকোণ সন্নিহিত বাহুদ্বয়ের একটির দৈর্ঘ্য ১২ একক হলে অপরটি কত একক?
Question 26
বাংলায় ‘স্বাধীন সুলতানী’ শাসন প্রতিষ্ঠা করেন কে?
Question 27
I wish I –––– the wings of a bird.
Question 28
নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
Question 29
The plural form of ‘mouse’ is-
Question 30
কার পৃষ্ঠপোষকতায় ‘নালন্দা বিশ্ববিদ্যালয়’ প্রাণকেন্দ্র হয়ে উঠে?
Question 31
‘Solicit’ means-
Question 32
কোনো শ্রেণিতে ২০ জন ছাত্রের বয়সের গড় ১২ বছর। ৪ জন নতুন ছাত্র ভর্তি হওয়ায় তাদের গড় বয়স ৪ মাস কমে গেল। নতুন ৪ জন ছাত্রের বয়সের গড় কত বছর?
Question 33
একটি চৌবাচ্চা তিনটি নল দিয়ে যথাক্রমে ৮, ১২ ও ২৪ ঘণ্টায় পূর্ণ হতে পারে। তিনটি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটি তিন-চতুর্থাংশ পূর্ণ হতে কত সময় লাগবে?
Question 34
এশিয়ার দীর্ঘতম নদীর নাম কি?
Question 35
What is the verb of the word ‘shortly’?
Question 36
‘আ মরি বাংলা ভাষা’ এ ‘আ’ দ্বারা কি প্রকাশ করা হয়েছে?
Question 37
ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে কোন প্রণালী অবস্থিত?
Question 38
‘He came off with flying colours’ মানে-
Question 39
‘মেঘলা’ কি ধরনের শব্দ?
Question 40
একটি ঘোড়ার গাড়ির সামনের চাকার পরিধি ৩ মিটার। পিছনের চাকার পরিধি ৪ মিটার। গাড়িটি কত পথ গেলে সামনের চাকা পেছনের চাকার চেয়ে ১০০ বার বেশি ঘুরবে?
Question 41
‘শাহনামা’ গ্রন্হটি কার রচিত?
Question 42
শুদ্ধ শব্দগুচ্ছ কোনটি?
Question 43
অগ্নি নির্বাপক সিলিন্ডারে কি থাকে?
Question 44
কোন সংখ্যার \( ১ \over ২ \) অংশের সাথে ৬ যোগ করলে সংখ্যাটি \( ২ \over ৩ \) অংশ হবে। সংখ্যাটি কত?
Question 45
পাঁচটি ঘণ্টা একত্রে বেজে যথাক্রমে ৩, ৫, ৭, ৮ ও ১০ সেকেন্ড অন্তর অন্তর বাজতে লাগলো। কতক্ষণ পরে ঘণ্টাগুলো পুনরায় একত্রে বাজবে?
Question 46
a-[a-a-(a-1)] =?
Question 47
বাংলাদেশের অস্থায়ী সংবিধান আদেশ কত তারিখে জারী করা হয়?
Question 48
‘সিত’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
Question 49
কোনো ছাত্রাবাসে ১৫ জন ছাত্রের ৩২ দিনের খাদ্য আছে। কয়েকজন নতুন ছাত্র আসার ২০ দিনে ঐ খাদ্য শেষ হলে নতুন ছাত্রের সংখ্যা কত?
Question 50
What is the past participle form of ‘put’?
Question 51
মানুষের রক্তে লোহিত কণিকা কোথায় সঞ্চিত হয়?
Question 52
একই সঙ্গে উচ্চারিত দুটি মিলিত স্বরধ্বনিকে কি বলে?
Question 53
‘নৌকায় নদী পার হলাম’ –নৌকায় কোন কারকে কোন বিভক্তি?
Question 54
\(\mathrm {x^3=64} \)হলে, x এর মান কত?
Question 55
a+b=9,a-b=7 হলে, ab কত?
Question 56
‘আমি যাব তবে কাল যাব’ -এটি কি ধরনের বাক্য?
Question 57
\(\mathrm {x^4+x^2+1}\) এর একটি উৎপাদক \(\mathrm {x^2+x+1}\) হলে অপরটি কত?
Question 58
নিচের কোনটি অন্য তিনটি থেকে আলাদা ওয়েবসাইট?
Question 59
Which is the correct sentence?
Question 60
‘আমি চা পান করি না’ এর ইংরেজি–
Question 61
নিচের কোনটি personal pronoun?
Question 62
‘অতিকায়’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
Question 63
একটি ঘড়ি দুপুর 12টা হতে চলতে শুরু করেছে। 5টা 10 মিনিটে ঘণ্টার কাঁটাটি কত ডিগ্রীতে ঘুরবে?
Question 64
কোন বানানটি শুদ্ধ?
Question 65
It was I –––––he wanted to sing to.
Question 66
‘গায়ক’ এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
Question 67
মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন?
Question 68
বিশ্ব পরিবেশ দিবস কোন তারিখে পালিত হয়?
Question 69
The word 'Lunar' is related to-
Question 70
রূপান্তরিত মূল কোনটি?
Question 71
আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ এর খেলোয়াড় ‘উইলিয়ামসন' কোন দেশের খেলোয়াড়?
Question 72
ইউনেস্কো ২১ ফেব্রুয়ারি শহিদ দিবসকে ‘আন্তজার্তিক মাতৃভাষা দিবস’ হিসেবে স্বীকৃতি প্রদান করে কোন তারিখে?
Question 73
কোন মুসলিম শাসন কালকে ‘স্বর্ণযুগ’ বলা হয়?
Question 74
‘টাকায় টাকা আনে’- এখানে টাকায় কোন কারকে কি বিভক্তি?
Question 75
শুদ্ধ বাক্য কোনটি?
Question 76
শফিক ২৪০ টাকায় কতগুলো কলম কিনলো। সে যদি ঐ টাকায় একটি কলম বেশি পেতো তার প্রতিটি কলমের দাম গড়ে ১ টাকা কম পড়তো সে কতগুলো কলম কিনলো?
Question 77
‘Look over’ means-
Question 78
বার্ষিক শতকরা ১০ টাকা হারে সুদে-আসলে কোনো মূলধন কত বছর পর আসলের দ্বিগুণ হবে?
Question 79
৬, ৮ ও ১০ এর গাণিতিক গড় ৭, ৯ ও x এর গাণিতিক গড়ের সমান হলে x এর মান কত?
Question 80
Which one is similar to ‘Synopsis’?