প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা – ২০১৯ (Preli Primary) তৃতীয় ধাপ 19 June 2019 Marks 80
Question 01
Which one is plural –
Question 02
‘Look before you leap’ -
Question 03
মৌলিক স্বরধ্বনি কয়টি?
Question 04
২৪৫০ সংখ্যাটিকে কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে?
Question 05
এক ব্যক্তি স্রোতের অনুকূলে নৌকা বেয়ে ঘণ্টায় ১০ কি.মি. বেগে চলে কোনো স্থানে গেলো এবং ঘণ্টায় ৬ কি.মি. বেগে স্রোতের প্রতিকূলে চলে যাত্রারম্ভের স্থানে ফিরে এলো। যাতায়াতে তার গড় গতিবেগ ঘণ্টায় কত কিলোমিটার?
Question 06
০.৪×০.০২×০.০৮=?
Question 07
কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ?
Question 08
Choose the correctly spelt word -
Question 09
‘চারটা বাজলে স্কুল ছুটি হবে’– বাক্যে ‘বাজলে’ কী অর্থে ব্যবহৃত হয়েছে?
Question 10
‘শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে’- বাক্যে ‘পাঠে’ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
Question 11
৮% সরল মুনাফায় ৬০০০ টাকা বিনিয়োগে ৫ বছরে যে মুনাফা হয়, কোন সরল হারে বিনিয়োগে ১০০০০ টাকায় ৩ বছরে ঐ মুনাফা হবে?
Question 12
\(\mathrm {x-{1\over x}=2}\) হলে, \[\mathrm {x^4+{1 \over x}^4} =\] কত?
Question 13
‘পক্ষী’ শব্দের সংযুক্ত বর্ণ কোন কোন বর্ণ নিয়ে গঠিত?
Question 14
‘রাতুল’ শব্দের অর্থ কী?
Question 15
শুদ্ধ বানানে কোনটি লেখা হয়েছে?
Question 16
32 এর 2 ভিত্তিক লগারিদম কত?
Question 17
‘সূর্য উঠলে আঁধার দূরীভূত হয়’- এখানে ‘উঠলে’ কোন ক্রিয়া পদ?
Question 18
একটি শেয়ারের মূল্য গতকাল ২৫% বেড়ে গেলো। আজকে আবার ২৫% কমে গেলো। প্রকৃত বাড়া/কমার হার কত?
Question 19
‘পরাজয়ের’ -শব্দটিতে কোনটি উপসর্গ?
Question 20
কচুরিপানা পানিতে ভাসে কেন?
Question 21
ঢাকার ‘ধোলাইখাল’ কে খনন করেন?
Question 22
সৌরজগতে গ্রহ কয়টি?
Question 23
প্রতিবছর কোন তারিখে বাংলাদেশের জাতীয় জনসংখ্যা দিবস উদযাপন করা হয়?
Question 24
I cannot — to pay such high prices.
Question 25
কোনটি যৌগিক বাক্য?
Question 26
“কর্তৃপক্ষ তাকে তিরস্কার করলো”- সঠিক ইংরেজি কী?
Question 27
‘উগ্র’ শব্দের বিপরীতার্থক কোনটি?
Question 28
The Ambassador called –––– the President.
Question 29
মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন?
Question 30
What is the adjective of the word ‘Heart’?
Question 31
The synonym of ‘Stringent’ is
Question 32
যদি ১৫ জন ছাত্র ইংরেজিতে গড়ে শতকরা ৮০ নম্বর এবং ১০ জন ছাত্র গড়ে শতকরা ৯০ নম্বর পায়, তাহলে ২৫ জন ছাত্রের শতকরা হিসেবে গড় নম্বর কত?
Question 33
All of the people at the conference are -
Question 34
Choose the correct sentence -
Question 35
মাৎস্যন্যায় কোন আমলে দেখা যায়?
Question 36
‘কোন মানুষ একা বাস করতে পারে না’ -সঠিক ইংরেজি কী?
Question 37
স্বাধীনতা যুদ্ধে অবদান রাখার জন্য কতজন মহিলাকে বীরপ্রতীক উপাধিতে ভূষিত করা হয়?
Question 38
‘Frequency’ is–
Question 39
শশব্যস্ত কোন সমাস?
Question 40
The correct spelling is —
Question 41
কোন খ্রিস্টাব্দে দিল্লির সুলতানি শাসনের অবসান হয়?
Question 42
কত মেগাবাইটে ১ গিগাবাইট?
Question 43
বাক্যে একপদের পর অন্য পদ শোনার ইচ্ছাকে কী বলে?
Question 44
২, ৩, ৫, ৮, ১৩, ২১, ৩৪, ...... ধারাটির পরের সংখ্যাটি কত?
Question 45
১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পরিষদের কতটি আসন পায়?
Question 46
৫টি বিড়াল ৫টি ইদুর ধরতে ৫ মিনিট সময় লাগায়। ১০০ টি বিড়াল ১০০টি ইদুর ধরতে কত মিনিট সময় লাগাবে?
Question 47
কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ২৭, ৪০ ও ৬৫ কে ভাগ করলে যথাক্রমে ৩, ৪ ও ৫ ভাগশেষ থাকবে?
Question 48
y এর মান কত হলে \(\mathrm {16x^2–xy + 25}\) একটি পূর্ণবর্গ রাশি হবে?
Question 49
ভাজক ভাগফলের ১০ গুণ, ভাজক ০.৫ হলে ভাজ্য কত?
Question 50
সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত কোনটি?
Question 51
স্থুলকোণী ত্রিভুজের স্থুলকোণের সংখ্যা-
Question 52
‘তিলে তৈল হয়’- কোন কারকে কোন বিভক্তি?
Question 53
ভাষা আন্দোলন পূর্ব বাংলায় কোন ভাবাদর্শ ছাড়িয়ে দেয়?
Question 54
কে ‘অপারেশন সার্চলাইট’ এর নীল নকশা তৈরি করেন?
Question 55
বাংলাদেশের কোন নৃ-গোষ্ঠীর ভাষার নাম ‘আচিক খুসিক’
Question 56
বাবু ও তপুর কাছে কিছু মার্বেল আছে। বাবু যদি তপুকে ১০টি মার্বেল দিয়ে দেয় তবে তাদের মার্বেলের সংখ্যা সমান হবে। আবার তপু যদি বাবুকে ২০টি মার্বেল দেয় তবে বাবুর মার্বেলের সংখ্যা দ্বিগুণ হবে। বাবুর কাছে কতটি মার্বেল আছে?
Question 57
নিম্নের কোন বাক্যটি শুদ্ধ?
Question 58
৬ ফুট দীর্ঘ বাঁশের ৪ ফুট দীর্ঘ ছায়া হয়। একই সময়ে একটি গাছের ছায়া ৬৪ ফুট লম্বা। গাছটির উচ্চতা কত ফুট?
Question 59
‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থের রচয়িতা কে?
Question 60
কোন দেশের প্রধানমন্ত্রী বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী?
Question 61
শুদ্ধ বাক্য কোনটি?
Question 62
কোনগুলো ওষ্ঠ্য ধ্বনি?
Question 63
The lady prides herself — her beauty.
Question 64
একটি সংখ্যা থেকে ৪০% বিয়োগ করলে ৩০ থাকে। সংখ্যাটি কত?
Question 65
‘স্কটল্যান্ড ইয়ার্ড’ কোথায় অবস্থিত?
Question 66
‘সর্বজন’ এর বিশেষণ কী?
Question 67
৩ ভাইয়ের বয়সের গড় ১৬ বছর। তাদের বাবাসহ তাদের বয়সের গড় ২৫ বছর। তাদের বাবার বয়স কত?
Question 68
‘Dog days’ means -
Question 69
At least one of the students — full marks every time.
Question 70
The synonym of ‘Sanguine’ is
Question 71
কত সালে পাণ্ডুলিপিবিহীন এবং অলিখিত কোন বিষয়কে ইউনেস্কো World International Heritage Register -এ তালিকাভুক্ত করেন?
Question 72
Counsel means–
Question 73
Ambiguous means-
Question 74
বাংলাদেশে মুসলিম শাসনের সূত্রপাত করেন-
Question 75
AFTER : BEFORE
Question 76
নিচের কোনটি প্রবাল দ্বীপ?
Question 77
সাপের বিষে কী থাকে?
Question 78
এক দোকানদার ১২.৫% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রি করেন। যে মূল্য দিয়ে তিনি দ্রব্যটি বিক্রি করলেন তার চাইতে ৩০ টাকা বেশি মূল্যে বিক্রি করলে ক্রয়মূল্যের ওপর ২৫% লাভ হতো। দ্রব্যটির ক্রয়মূল্য কত?
Question 79
‘সংবিধান’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
Question 80
কবে জাতিসংঘ শিশু অধিকার সনদের মূল দলিল সাক্ষরের জন্য উন্মুক্ত করা হয়?