প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা -২০১৮ (প্রথম ধাপ) (Preli Primary) স্থগিত-২০১৪ 11 May 2018 Marks 80
Question 01
ইউরিয়া সারে শতকরা কতভাগ নাইট্রোজেন থাকে?
Question 02
মুক্তিযুদ্ধে অবদানের জন্য সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব–মুক্তিযুদ্ধে অবদানের জন্য সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব–
Question 03
\(\mathrm {7p^2-p-4}\) এর একটি উৎপাদক হবে–
Question 04
দহগ্রাম ছিটমহল বাংলাদেশের নিম্নের কোন জেলায় অবস্থিত?
Question 05
দুটি সংখ্যার ল.সা.গু এবং গ.সা.গু এর গুণফল সংখ্যা দুটির–
Question 06
উত্তরা গণভবন কোন জেলায় অবস্থিত?
Question 07
We couldn’t buy anything because –––– of the shops was open.
Question 08
Choose the opposite word in meaning to the word ‘LIABILITY’
Question 09
কোনো ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ তিনটির মোট পরিমাণ হবে–
Question 10
যে পরিমাণ খাদ্যে ২০০ জন লোকের ২০ সপ্তাহ চলে, ঐ পরিমাণ খাদ্যে কতজন লোকের ৮ সপ্তাহ চলবে?
Question 11
চাউলের মূল্য ২০% বৃদ্ধি পাওয়াতে ৭৫০ টাকায় পূর্বাপেক্ষা ৫ কেজি চাল কম পাওয়া গেল। ১ কেজি চালের পূর্বমূল্য কত ছিল?
Question 12
নিচের কোনটি চলিত রীতির শব্দ?
Question 13
\(\mathrm {a^2+{1\over a^2} =2}\) হলে, \(\mathrm a- {1\over a}\) = কত?
Question 14
মডেমের মাধ্যমে কম্পিউটারের সাথে–
Question 15
‘ধীমান’ শব্দটির অর্থ কী?
Question 16
\({০.০০১ \over ০.১ × ০.১}\) = কত?
Question 17
‘অনিল বাগচীর একদিন’ উপন্যাসটির রচয়িতা কে?
Question 18
‘হাড় হাভাতে’ – বাগধারাটির অর্থ কোনটি?
Question 19
নিম্নের কোনটি বাংলাদেশ সরকারের কর বহির্ভূত রাজস্ব?
Question 20
‘A Tale of Two Cities’ is written by–
Question 21
Rahim discourages me –––– borrowing.
Question 22
ভারত ও শ্রীলঙ্কাকে পৃথক করেছে কোন প্রণালি?
Question 23
একটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় ৬০% পরীক্ষার্থী পাশ করেছে। যারা পাশ করেনি তাদের ১৫ জন বিদেশে চলে গেল এবং ৪৫ জন ব্যবসা শুরু করল। কতজন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে?
Question 24
‘দিবারাত্রির কাব্য’ কার লেখা?
Question 25
সারাংশে নিচের কোনটির প্রয়োজন নেই?
Question 26
Which is correctly spelt?
Question 27
‘কুসুম্বা মসজিদ’টি কোথায় অবস্থিত?
Question 28
৫০০ টাকার ৪ বছরের সুদ এবং ৬০০ টাকার ৫ বছরের সুদ একত্রে ৫০০ টাকা হলে, সুদের হার কত?
Question 29
নিম্নের কোন দেশটি আফ্রিকা মহাদেশের নয়?
Question 30
‘বৃক্ষ’ শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
Question 31
মনীষা শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
Question 32
একটি বাঁশের \(১\over ৪\) অংশ কাঁদায়, \(৩\over ৫\) অংশ পানিতে এবং অবশিষ্ট ৩ মিটার পানির উপরে আছে। বাঁশটির দৈর্ঘ্য কত?
Question 33
কোন সংস্থা বিশ্ব ঐতিহ্য এলাকা ঘোষণা করে?
Question 34
৭৫০০ টাকা ১ : ২ : ৩ : ৪ : ৫ অনুপাতে ভাগ করলে বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য হবে?
Question 35
বাংলাপিডিয়া প্রকাশের উদ্যোক্তা কে?
Question 36
মানব দেহের কোষ কত জোড়া ক্রোমোজোম থাকে?
Question 37
The chairman and secretary ––––– present at the last meeting.
Question 38
The word American is –
Question 39
কাজী নজরুল ইসলামের বাল্য স্মৃতি বিজরিত ময়মনসিংহের স্থানটির নাম কী?
Question 40
সর্বমোট কত সংখ্যক গাছ হলে একটি বাগানে ৭, ১৪, ২১, ৩৫ ও ৪২ সারিতে গাছ লাগালে একটিও কম বা বেশি হবে না?
Question 41
He is confident –––– success.
Question 42
তিস্তা নদীর উৎপত্তিস্থল–
Question 43
\(১{২\over ৩}\) এর \({১\over ৫}÷{১\over ৯}\) = কত?
Question 44
কোনটি উভয়লিঙ্গ বাচক শব্দ?
Question 45
x+y=12 এবং x-y=8 হলে, xy এর মান কত?
Question 46
Choose the correct sentence :
Question 47
Which word is correct?
Question 48
‘লম্ফ প্রদান করিল’– এর চলিত রূপ কোনটি?
Question 49
১০০ জন শিক্ষার্থীর পরিসংখ্যানে গড় নম্বর ৭০, এদের মধ্যে ৬০ জন ছাত্রীর গড় নম্বর ৭৫ হলে, ছাত্রদের গড় নম্বর কত?
Question 50
What is the meaning of ‘White Elephant’?
Question 51
Which of the following sentence is correct?
Question 52
কোন সংখ্যার বর্গমূলের সাথে ১০ যোগ করলে যোগফল ৪¬ এর বর্গ হবে?
Question 53
What is the passive voice of ‘Who did this?’
Question 54
একটি বাড়ি ৪০ ফুট উঁচু। একটি মইয়ের তলদেশ মাটিতে বাড়িটির দেওয়াল থেকে ৯ ফুট দূরে রাখা আছে। উপরে মইটি বাড়িটির ছাদ ছুঁয়ে আছে। মইটি কত ফুট লম্বা?
Question 55
What is the indirect speech of the sentence? –He said “I can do the work”.
Question 56
টাকায় ৫টি মার্বেল বিক্রয় করায় ১২% ক্ষতি হয়। ১০% লাভ করতে হলে টাকায় কয়টি বিক্রয় করতে হবে?
Question 57
Choose the correct sentence:
Question 58
বজ্রপাতের সময় থাকা উচিত?
Question 59
‘কর্মে যাহার ক্লান্তি নাই’ এই বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ কী?‘কর্মে যাহার ক্লান্তি নাই’ এই বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ কী?
Question 60
মুক্তিযুদ্ধকালীন কোন তারিখে বুদ্ধিজীবীদের ওপর হত্যাকাণ্ড সংঘটিত হয়?
Question 61
স্বাধীনতা যুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিলো?
Question 62
The antonym of the word ‘delete’ is ––
Question 63
Which one of the following is an adverb?
Question 64
সংশয় এর বিপরীত শব্দ কোনটি?
Question 65
‘কপোত’ শব্দটির সঠিক অর্থ কোনটি?
Question 66
Choose the appropriate option to complete the sentence: Today –––– people who enjoy cricket is bigger than that of thirty years ago.
Question 67
‘ইতর বিশেষ’ বাগধারাটির অর্থ কী?
Question 68
সংযোগজ্ঞাপক সর্বনাম কোনটি?
Question 69
Which one of the following is a common gender?
Question 70
কোনটি ব্রিটিশ আমলের স্থাপত্য?
Question 71
পিসিকালচার বলতে কী বোঝায়?
Question 72
কোনটি সঠিক বানান?
Question 73
\(\mathrm {x\over y}\) এর সাথে কত যোগ করলে যোগফল \(\mathrm {2y\over x}\) হবে?
Question 74
একটি কলম ও বইয়ের মূল্য একত্রে ৯৫ টাকা। কলমটির মূল্য ১৫ টাকা বেশি এবং বইটির মূল্য ১৪ টাকা কম হলে বইটির মূল্যের দ্বিগুণ হতো। বইটির মূল্য কত?
Question 75
যার আগমনের কোনো তিথি নেই, তাকে বলা হয়?
Question 76
নিচের কোন দেশটি আন্তর্জাতিক অর্থনৈতিক জোট জি-৮ এর সদস্য নয়?
Question 77
কোন বানানটি সঠিক?
Question 78
সম্বোধনের পর কোন চিহ্ন বসে?
Question 79
‘A child likes sweets only.’ The negative form of the sentence is –
Question 80
CPU এর পূর্ণরূপ কী?