প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা – ২০১২ (Preli Primary) প্রথম ধাপ 24 February 2012 Marks 80

কোড : সুরমা কোড ; ০১

Question 01

“আমারে ছাড়িয়া এত ব্যথা যার কেমন করিয়া হায়, কবর দেশেতে ঘুমায়ে রয়েছে নিঝ্ঝুম নিরালায়”! পঙক্তিটি কোন কবির রচনা?

Question 02

কোন উপন্যাসটি আখতারুজ্জামান ইলিয়াস রচিত?

Question 03

‘অয়োময়' নাটকটির রচয়িতা কে?

Question 04

‘কোনোভাবেই যা নিবারণ করা যায় না ।’- এক কথায় কী হবে?

Question 05

‘যা অধ্যয়ন করা হয়েছে।'- এক কথায় কী হবে?

Question 06

কোন বানানটি শুদ্ধ?

Question 07

কোনটি শুদ্ধ বানান?

Question 08

Question 09

Question 10

‘পদ্ধতি’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?

Question 11

‘ইত্যাদি' কোন সমাস (ইতি হতে আদি)?

Question 12

ঈগল পাখি’ কোন সমাস (ঈগল নামের যে পাখি)?

Question 13

‘শিরে-সংক্রান্তি’ বাগধারাটির অর্থ কী?

Question 14

কোনটি ‘নদী’ শব্দের সমার্থক শব্দ?

Question 15

‘নির্মল’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?

Question 16

কোনটি শুদ্ধ বানান?

Question 17

কোন বানানটি শুদ্ধ ?

Question 18

কোনটি Material Noun?

Question 19

কোনটি Collective Noun?

Question 20

‘The man is climbing the cliff’ বাক্যটির Passive form হবে–

Question 21

‘He taught me to read Arabic’ বাক্যটির Passive form হবে–

Question 22

He said to me, ‘Wait until I come.’

Question 23

Anwar said, “What a fool I am!” বাক্যটির indirect speech হবে–

Question 24

Anger may be compared ––– fire. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে–

Question 25

Feed the baby –––– milk. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে–

Question 26

নিচের কোন বাক্যটি শুদ্ধ?

Question 27

নিচের কোন বাক্যটি শুদ্ধ?

Question 28

কোনটি ‘Joyful’ শব্দের সমার্থক শব্দ?

Question 29

কোনটি ‘Vacant’ শব্দের সমার্থক শব্দ?

Question 30

‘In black and white’ এর অর্থ –

Question 31

\(\mathrm {a-{1\over a}=3}\) হলে, \(\mathrm {a^3-{1\over a^3}}\) এর মান হবে–

Question 32

\(\mathrm {x^2-y^2+2y-1}\) এর একটি উৎপাদক–

Question 33

যদি ১২ জন শ্রমিক ৪ দিনে ২৮৮০ টাকা আয় করে, তবে ৮ জন শ্রমিক কত দিনে সমপরিমাণ টাকা আয় করবে?

Question 34

লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘণ্টায় ২০ কি.মি. ও ৪ কি.মি.। নদীপথে ৯৬ কি.মি. দূরত্ব অতিক্রম করে পুনরায় যাত্রাস্থানে ফিরে আসতে সময় লাগবে–

Question 35

একজন লোক সপ্তাহে ৫০০০ টাকা আয় করেন এবং ৪৫০০ টাকা ব্যয় করেন। তার ব্যয়ের সাথে সঞ্চয়ের অনুপাত হবে–

Question 36

৩৫ লিটার অকটেন-পেট্রোল মিশ্রণে, পেট্রোল ও অকটেনের অনুপাত ৪ : ৩ । এতে আর কত অকটেন মিশালে পেট্রোল ও অকটেনের অনুপাত ৪ : ৫ হবে?

Question 37

নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি বৃহত্তম ?

Question 38

\((০.১ × ০.২ × ০.০০৩)\over (০.০১ × ০.০২ × ০.০৩)\) এর মান কত?

Question 39

একটি গ্রামের লোকসংখ্যা ৬% হারে বর্ধিত হয়ে ১৪৮৪ হলে পূর্বের লোকসংখ্যা কত ছিল?

Question 40

বৃত্তের কেন্দ্র হতে ২৪ সে.মি দীর্ঘ জ্যা-এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য ৫ সে.মি. হলে ব্যাসার্ধের দৈর্ঘ্য হবে–

Question 41

একটি সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ ১৩৫° হলে বহুভুজটির বাহুর সংখ্যা হবে–

Question 42

একজন দোকানদার ১০% লাভে একটি জিনিস ৫৫ টাকায় বিক্রি করেন। জিনিসটির ক্রয়মূল্য কত?

Question 43

কোনো পরীক্ষায় ৮৫% পরীক্ষার্থী পদার্থবিদ্যায়, ৮১% পরীক্ষার্থী রসায়নশাস্ত্রে এবং ৭৬% পরীক্ষার্থী উভয় বিষয়ে পাস করেছে। শতকরা কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে?

Question 44

১ থেকে ৫১ পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত?

Question 45

একজন মাঝি স্রোতের অনুকূলে ১ ঘণ্টায় ৩ মাইল যায় এবং ৩ ঘণ্টায় যাত্ৰাস্থানে ফিরে আসে। তার মোট ভ্রমণে প্রতি ঘণ্টায় গড় বেগ কত?

Question 46

তাপ সঞ্চালনের দ্রুততম প্রক্রিয়া কোনটি?

Question 47

নিচের কোনটির বিদ্যুৎ পরিবাহিতা সবচেয়ে বেশি ?

Question 48

নিচের কোনটি পানিতে দ্রবীভূত হয় না?

Question 49

নিচের কোনটি রাসায়নিক পরিবর্তন?

Question 50

ইয়াসির আরাফাত নোবেল পুরস্কার পান কোন সালে?

Question 51

চাঁদের মাটিতে প্রথম পা রাখেন কে?

Question 52

খাদ্যের কোন উপাদান রক্তের হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে?

Question 53

প্রোটিনের মূল উপাদান কী?

Question 54

এইচআইভি কী?

Question 55

এইডস সংক্রমণের জন্য ঝুঁকিপূর্ণ কারা?

Question 56

কিসের অভাবে শিশুদের রিকেটস রোগ হয়?

Question 57

মিষ্টি কুমড়া কোন ধরনের খাদ্য?

Question 58

দেহের ক্ষয়পূরণ ও বৃদ্ধিসাধনের জন্য কোন উপাদানটি দরকার?

Question 59

‘মঙ্গল’ গ্রহের কয়টি উপগ্রহ আছে?

Question 60

বাংলাদেশ সরকার কবে ‘পলিথিন ব্যবহার নিষিদ্ধ’ আইন প্রণয়ন করে?

Question 61

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা কত?

Question 62

কোন ধাতুর গলনাঙ্ক সবচেয়ে কম?

Question 63

পানিতে কার্বন ডাইঅক্সাইডের দ্রবণকে বলা হয়–

Question 64

‘হার্ডডিস্ক’ মাপার একক হলো–

Question 65

বহুমূত্র রোগে কোন হরমোনের দরকার হয়?

Question 66

পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য দেশের মোট আয়তনের শতকরা কত ভাগ বনভূমি থাকা দরকার?

Question 67

আদর্শ মাটিতে কত ভাগ জৈব পদার্থ থাকে?

Question 68

পেট্রোলের আগুন পানি দ্বারা নেভানো যায় না, কারণ–

Question 69

আকাশের উজ্জ্বলতম নক্ষত্রের নাম–

Question 70

চাঁদে কোনো জিনিসের ওজন পৃথিবীতে ঐ জিনিসের ওজনের–

Question 71

সুমাত্রা দ্বীপটি অবস্থিত –

Question 72

গ্রিনিচে যখন সময় রবিবার সকাল ৬টা তখন এর ৯০° পূর্বদিকে অবস্থিত স্থানের সময় হবে–

Question 73

দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়–

Question 74

সরকারি ভাষা হিসেবে এদেশে ইংরেজির ব্যবহার শুরু হয় কোন সন থেকে?

Question 75

পূর্ব বাংলায় যুক্তফ্রন্ট কত সালে গঠন করা হয়?

Question 76

কোন মুঘল সম্রাট ‘জিজিয়া কর’ রহিত করেন?

Question 77

পূর্ব বাংলা প্রাদেশিক পরিষদে কতটি আসন ছিল?

Question 78

প্রাপ্ত পদকের সংখ্যা অনুযায়ী ১৯৮৪ সালে সাফ গেমসে বাংলাদেশের অবস্থান ছিল–

Question 79

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়–

Question 80

ঘোড়াশাল সার কারখানায় উৎপাদিত সারের নাম–