প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা – ২০১২ (Preli Primary) তৃতীয় ধাপ 24 February 2012 Marks 80
Question 01
১০ বছর আগে রহিমের বয়স ছিল করিমের বয়সের অর্ধেক। যদি তাদের বর্তমান বয়সের অনুপাত ৩ : ৪ হয়, তবে তাদের বর্তমানে মোট বয়স কত?
Question 02
একটি সংখ্যার তিনগুণের সাথে দ্বিগুণ যোগ করলে ৯০ হয়। সংখ্যাটি কত?
Question 03
এক ব্যক্তি ক্রয়মূল্যের উপর ৫০% বেশি হিসেব করে বিক্রয়মূল্য নির্ধারণ করে। সে নির্ধারিত বিক্রয়মূল্যের উপর ১০% কমিশন দিয়ে জিনিস বিক্রয় করে। তবে মোটের উপর শতকরা কত লাভ হয়?
Question 04
কোনো একটি জিনিস নির্মাতা ২০% লাভে এবং খুচরা বিক্রেতা ২০% লাভে বিক্রয় করে। যদি ঐ জিনিসের নির্মাণ খরচ ১০০ টাকা হয়, তবে খুচরা মূল্য কত?
Question 05
নির্দিষ্ট দামে একটি দ্রব্য বিক্রয় করাতে ২০% ক্ষতি হলো। এটি ৬০.০০ টাকা বেশি মূল্যে বিক্রয় করতে পারলে ১০% লাভ হতো। দ্রব্যটির ক্রয়মূল্য কত?
Question 06
একটি চৌবাচ্চা তিনটি নল দিয়ে যথাক্রমে ১০, ১২ ও ১৫ ঘণ্টায় পূর্ণ হতে পারে। তিনটি নল এক সঙ্গে খুলে দিলে চৌবাচ্চার অর্ধেক পূর্ণ হতে কত সময় লাগবে?
Question 07
ঘণ্টায় ৫ কি. মি. বেগে চললে কোনো স্থানে পৌঁছাতে যে সময় লাগে, ঘণ্টায় ৬ কি.মি. বেগে চললে তার চেয়ে ৩০ মিনিট কম লাগে। স্থানটির দূরত্ব কত?
Question 08
কোনো শ্রেণিতে ২০ জন ছাত্রীর বয়সের গড় ১২ বছর। ৪ জন নতুন ছাত্রী ভর্তি হওয়াতে বয়সের গড় ৪ মাস কমে গেল । নতুন ৪ জন ছাত্রীর বয়সের গড় কত?
Question 09
৬ জন পুরুষ, ৮ জন স্ত্রীলোক এবং ১ জন বালকের বয়সের গড় ৩৫ বছর। পুরুষদের বয়সের গড় ৪০ বছর এবং স্ত্রীলোকদের বয়সের গড় ৩৪ বছর। বালকের বয়স কত?
Question 10
\(\mathrm {2x^4+x-15}\) এর উৎপাদক কোনটি?
Question 11
a + b = 7 এবং ab = 10 হলে, \(\mathrm {a^2 + b^2 + 3ab}\) = কত?
Question 12
কোনো ত্রিভুজের শিরঃকোণের সমদ্বিখণ্ডক যদি ভূমির উপর লম্ব হয়, তবে ত্রিভুজটিকে কী বলে?
Question 13
দুটি বৃত্ত যদি পরস্পর স্পর্শ করে তবে কেন্দ্রদ্বয় হতে স্পর্শ বিন্দুগামী সরলরেখা দুটির অন্তর্ভুক্ত কোণ-
Question 14
Which is the verb of the word ‘false’?
Question 15
Which is the adjective of the word ‘contempt’?
Question 16
কোনটি শুদ্ধ বানান?
Question 17
কোনটি শুদ্ধ বানান?
Question 18
“They elected him captain”, বাক্যের পরিবর্তিত Voice Form হচ্ছে-
Question 19
“His behavior annoys me sometimes”. ‘বাক্যের Passive form হচ্ছে-
Question 20
“Nasima said, “What a fine picture it is!” এর Indirect speech হচ্ছে-
Question 21
“He asked me when the next letter would come.” বাক্যের direct speech হচ্ছে-
Question 22
He is afflicted ____ gout বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে-
Question 23
“Your conduct admits ____ no excuse.” বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে-
Question 24
‘To see eye to eye with’ idiom টির সঠিক অর্থ -
Question 25
‘All at once’ idiom টির অর্থ হচ্ছে-
Question 26
কোনটি শুদ্ধ বাক্য ?
Question 27
কোন বাক্যটি শুদ্ধ?
Question 28
‘ওরা কদম আলী’ নাটকটির রচয়িতা কে?
Question 29
‘শিকওয়াহ ও জওয়াব-ই-শিকওয়াহ’ অনুবাদ গ্রন্থটির রচয়িতা কে?
Question 30
‘সর্বহারা’ কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
Question 31
কোনটি শুদ্ধ বানান?
Question 32
কোনটি শুদ্ধ বানান?
Question 33

Question 34

Question 35
যে যে পদে সমাস হয় তাদের প্রত্যেকটির নাম কী?
Question 36
কর্মধারয় সমাসে কোন পদ প্রধান?
Question 37
‘প্রসন্ন’ এর বিপরীতার্থক শব্দ-
Question 38
‘পর্বত’ এর সমার্থক শব্দ নয়-
Question 39
কুঁড়ে স্বভাব কোন বাগধারা দ্বারা বোঝানো হয়?
Question 40
‘নীরস’ এর সন্ধি বিচ্ছেদ-
Question 41
যে বর্ণ বা বর্ণ সমষ্টি ধাতু বা শব্দের পরে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে বলে-
Question 42
গ্রিন হাউজ ইফেক্ট বলতে কী বোঝায়?
Question 43
আকাশ নীল দেখায় কেন?
Question 44
কোন উদ্ভিদে স্ব-পরাগায়ন ঘটে?
Question 45
বজ্রপাতের সময় আপনি নিজের গাড়ি করে যাচ্ছেন। নিজেকে নিরাপদ রাখার জন্য আপনি কোন কাজটি করবেন?
Question 46
কোন প্রাণীর তিনটি হৃৎপিণ্ড?
Question 47
অতি বেগুনি রশ্মি কোথা হতে আসে?
Question 48
মেঘনা নদী ব্রহ্মপুত্রের সাথে মিলিত হয়েছে-
Question 49
সূর্য অপেক্ষা পৃথিবীর উপর চন্দ্রের আকর্ষণ শক্তি প্রায়-
Question 50
শীতলক্ষ্যা নদী উৎপন্ন হয়েছে-
Question 51
পরিচলন বৃষ্টি হয় কোন অঞ্চলে?
Question 52
মংলা বন্দর কোন নদীর তীরে অবস্থিত?
Question 53
স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রথম কোথায় স্থাপিত হয়েছিল?
Question 54
কোন শহরকে মুসলমান, খ্রিস্টান, ইহুদি সকলেই পবিত্র জ্ঞান করে?
Question 55
হ্যালির ধূমকেতু আবির্ভূত হয়-
Question 56
প্রথম কৃত্রিম উপগ্রহ উড্ডয়ন করে কোন দেশ?
Question 57
বাংলাদেশের কোন বিজ্ঞানী ‘কলিঙ্গ পুরস্কার’ লাভের গৌরব অর্জন করেছেন?
Question 58
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন কী?
Question 59
কোন তারিখে বাংলাদেশের সংবিধান কার্যকর হয়?
Question 60
বাংলাদেশে কার উপর আদালতের এখতিয়ার নেই?
Question 61
সর্বোচ্চ বীরত্বসূচক উপাধি কী?
Question 62
‘Vacant’ শব্দের Synonym হচ্ছে-
Question 63
৮, ১১, ১৭, ২৯, ৫৩,……….. ধারাটির পরবর্তী সংখ্যা কত?
Question 64
\((০.০০৩)^২\)=কত ?
Question 65
‘সৌভাগ্যের বিষয়’ কথাটি কোন বাগধারা দিয়ে বুঝানো হয়েছে?
Question 66
নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি নয়?
Question 67
মডেমের মাধ্যমে কম্পিউটারের সাথে-
Question 68
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়-
Question 69
সুবাদার ইসলাম খান ঢাকার নাম রাখেন—
Question 70
জিব্রাল্টার প্রণালি পৃথক করেছে—
Question 71
হিজরি সন গণনা শুরু হয়-
Question 72
বাংলাদেশ স্টান্ডার্ড টাইম ও গ্রিনিচ মান টাইম-এর মধ্যে পার্থক্য হলো—
Question 73
কোন দেশের শিক্ষার হার সর্বোচ্চ?
Question 74
WHO-এর সদর দপ্তর কোথায়?
Question 75
‘ডুলাহাজরা’ সাফারি পার্ক কোথায় অবস্থিত?
Question 76
মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য ‘বীরশ্রেষ্ঠ’ খেতাব কতজনকে দেওয়া হয়?
Question 77
দূষিত বাতাসের কোন গ্যাসটি মানবদেহে রক্তের অক্সিজেন পরিবহন ক্ষমতা নষ্ট করে?
Question 78
পলাশির যুদ্ধ কোন সালে সংঘটিত হয়েছিল?
Question 79
বাংলাদেশের কোন জেলা দুই দেশের সীমানা দ্বারা বেষ্টিত?
Question 80
ইন্দোনেশিয়া স্বাধীনতা লাভের পূর্বে কোন দেশের উপনিবেশ ছিল?