প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা – ২০১২ (Preli Primary) প্রথম ধাপ 24 February 2012 Marks 80

কোড : কর্ণফুলী কোড ; ০১

Question 01

Question 02

‘বরফ গলা নদী’ উপন্যাসটির রচয়িতা কে?

Question 03

‘রক্তকরবী’ নাটকটি কার রচনা?

Question 04

‘যা কষ্টে লাভ করা যায়।’ এক কথায় কী হবে?

Question 05

‘আবক্ষ জলে নেমে স্নান।’ -এক কথায় কী হবে?

Question 06

কোন বানানটি শুদ্ধ?

Question 07

কোনটি শুদ্ধ বানান?

Question 08

Question 09

Question 10

‘দ্যুলোক’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?

Question 11

‘মৌমাছি’ কোন সমাস (মৌ সংগ্রহকারী মাছি)?

Question 12

‘অসুখ’ কোন সমাস। (নাই সুখ যার)?

Question 13

‘মুখচোরা’ বাগধারাটির অর্থ কী?

Question 14

কোনটি ‘পৃথিবী’ শব্দের সমার্থক শব্দ?

Question 15

‘ঔদ্ধত্য’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?

Question 16

কোন বানানটি শুদ্ধ?

Question 17

কোনটি শুদ্ধ বানান?

Question 18

কোনটি Abstract Noun?

Question 19

কোনটি Common noun?

Question 20

‘Who is calling me’ বাক্যটির Passive form হবে-

Question 21

‘Never tell a lie.’ বাক্যটির Passive form হবে-

Question 22

The man said, “Good morning my friends” বাক্যটির indirect speech হবে -

Question 23

He said to her, “What do you want?” বাক্যটির indirect speech হবে-

Question 24

I shall do it–––pleasure. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে-

Question 25

He broke the jug –– a hundred pieces. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে–

Question 26

নিচের কোন বাক্যটি শুদ্ধ?

Question 27

নিচের কোন বাক্যটি শুদ্ধ?

Question 28

কোনটি ‘Sacred’ শব্দের সমার্থক শব্দ?

Question 29

কোনটি ‘Gigantic’ শব্দের সমার্থক শব্দ

Question 30

‘White elephant’ এর অর্থ-

Question 31

\(\mathrm {z+{1 \over z}}=4\) হলে, \(\mathrm {z^3+{1 \over z^3}}=4\) এর মান হবে–

Question 32

\(\mathrm {x^2-y^2-2y -1} \) এর একটি উৎপাদক-

Question 33

৬ জন শ্রমিক ৫ দিনে ১,৮০০ টাকা আয় করে। ১০ জন শ্রমিক কতদিনে সমপরিমাণ টাকা আয় করবে?

Question 34

লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘণ্টায় ১৫ কি.মি. ও ৫ কি.মি.। নদী পথে ৪০ কি.মি. দূরত্ব অতিক্রম করে পুনরায় যথাস্থানে ফিরে আসতে সময় লাগবে-

Question 35

একজন লোক সপ্তাহে ৪,৫০০ টাকা আয় করেন এবং ৩,০০০ টাকা ব্যয় করেন। তার আয়ের সাথে সঞ্চয়ের অনুপাত হবে-

Question 36

৩২ লিটার অকটেন-পেট্রোল মিশ্রণে, পেট্রোল ও অকটেনের অনুপাত ৫ : ৩। এতে আর কত অকটেন মিশালে পেট্রোল ও অকটেনের অনুপাত ৪ : ৫ হবে?

Question 37

নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি বৃহত্তম?

Question 38

\({০.১ × ০.০২ × ০.০০২}\over{০.০১ × ০.০৪}\) -এর মান কত?

Question 39

একটি গ্রামের লোকসংখ্যা ১০% হারে বর্ধিত হয়ে ১৬৫০ হলে পূর্বের লোকসংখ্যা কত ছিল?

Question 40

১৩ সে.মি. ব্যাসার্ধবিশিষ্ট কোনো বৃত্তের কেন্দ্র হতে ২৪ সে.মি. দীর্ঘ জ্যা-এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য হবে-

Question 41

একটি সুষম ষড়ভুজের একটি অন্তঃকোণের পরিমাণ হবে-

Question 42

একজন দোকানদার ১২% লাভে একটি জিনিস ৫৬ টাকায় বিক্রি করেন। জিনিসটির ক্রয়মূল্য কত?

Question 43

কোনো পরীক্ষায় ২০% পরীক্ষার্থী ইংরেজিতে, ১৮% পরীক্ষার্থী গণিতে এবং ১১% পরীক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে। শতকরা কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে পাশ করেছে?

Question 44

১ হতে ৬৫ পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত?

Question 45

একজন মাঝি স্রোতের অনুকূলে ২ ঘণ্টায় ৬ মাইল যায় এবং ৫ ঘণ্টায় যাত্ৰাস্থানে ফিরে আসবে। তার মোট ভ্রমণে প্রতি ঘণ্টায় গড় বেগ কত?

Question 46

একটি পেন্ডুলাম ঘড়ি বিষুবরেখা থেকে মেরুতে নিলে ঘড়িটি-

Question 47

মাধ্যাকর্ষণজনিত ত্বরণ সর্বোচ্চ কোথায়?

Question 48

বায়ুমণ্ডলের কোন উপাদান অতিবেগুনি রশ্মিকে শোষণ করে?

Question 49

নিচের কোন যৌগটি ভিটামিন সি?

Question 50

১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালে জাতিসংঘের মহাসচিব কে ছিলেন?

Question 51

‘এডেন’ সমুদ্রবন্দরটি কোথায় অবস্থিত?

Question 52

প্রাণী কোন প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড তৈরি করে?

Question 53

কোনটি পৃথিবীর বিশাল প্রাকৃতিক শোধনাগার?

Question 54

বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধির প্রধান কারণ কী?

Question 55

কোন রোগের নির্দিষ্ট লক্ষণ নেই?

Question 56

কিসের অভাবে ঠোঁটে ও জিহবায় ঘা হয়।

Question 57

‘শিমের বিচি’ কোন ধরনের খাদ্য?

Question 58

কোনটির অভাবে গলগণ্ড হয়?

Question 59

পৃথিবীতে একবার প্রদক্ষিণ করতে চাঁদ -এর সময় লাগে-

Question 60

‘বিশ্ব পরিবেশ দিবস’ কবে পালন করা হয়?

Question 61

বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য?

Question 62

কোন ধাতু সবচেয়ে তাড়াতাড়ি ক্ষয়প্রাপ্ত হয়?

Question 63

পচা ডিমের গন্ধের জন্য দায়ী-

Question 64

১০২৪ বাইট = কত?

Question 65

কোন হরমোনের অভাবে ডায়াবেটিস রোগ হয়?

Question 66

পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য কোনো দেশের মোট আয়তনের শতকরা কত ভাগ বনভূমি থাকা আবশ্যক?

Question 67

কোন প্রকার মাটির পানি ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি?

Question 68

একটি জ্বলন্ত মোমবাতিকে কাঁচের গ্লাস দ্বারা ঢাকলে মোমবাতি নিভে যায়, কারণ–

Question 69

আদমসুরত বলা হয়-

Question 70

পৃথিবীপৃষ্ঠ থেকে ভিতরে গেলে মাধ্যাকর্ষণ শক্তি––

Question 71

কুয়েত কোন সাগরের তীরে অবস্থিত?

Question 72

কোনো স্থানে সময় যখন রবিবার সকাল ৬টা তখন এর ১৮০° পশ্চিম দিকে অবস্থিত স্থানের সময় হবে–

Question 73

আজকের কোন দেশটি প্রাচীনকালে পারস্য নামে পরিচিত ছিল?

Question 74

ইবনে বতুতা কোন শতকে বাংলাদেশে আসেন?

Question 75

পূর্ব পাকিস্তানে গণঅভ্যুত্থান কত সালে হয়?

Question 76

ভারতবর্ষে ‘ঘোড়ার ডাক’-এর প্রচলন করেন-

Question 77

পূর্ব বাংলা প্রাদেশিক নির্বাচন কত সালে অনুষ্ঠিত হয়?

Question 78

প্রথম ‘সাফ’ গেমস অনুষ্ঠিত হয় কত সালে?

Question 79

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়-

Question 80

কর্ণফুলি কাগজকলে কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়-