প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা – ২০১২ (Preli Primary) যমুনা 24 February 2012 Marks 80

কোড : যমুনা কোড ; ০১

Question 01

ক ও খ এর বেতনের অনুপাত ৭ : ৫। ক, খ অপেক্ষা ৪০০ টাকা বেশি বেতন পেলে খ এর বেতন কত?

Question 02

সমানুপাতের দ্বিতীয় ও তৃতীয় রাশিকে বলে-

Question 03

চিনির মূল্য ২৫% বৃদ্ধি পাওয়াতে একটি পরিবার চিনি খাওয়া এমনভাবে কমাল যে, চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পেলো না। ঐ পরিবার চিনি খাওয়ার খরচ শতকরা কত কমিয়েছিল?

Question 04

এক ব্যক্তি চাল বিক্রয় করে দেখল যে, ২৫ কেজি চালের বিক্রয়মূল্য ২০ কেজি চালের ক্রয়মূল্যের সমান। তার শতকরা কত ক্ষতি হলো?

Question 05

কোনো বই ৪০ টাকায় বিক্রি করলে ২০% ক্ষতি হয়। কত টাকায় বিক্রয় করলে ৪০% লাভ হবে?

Question 06

দুই ব্যক্তি একটি কাজ একত্রে ৮ দিনে করতে পারে। প্রথম ব্যক্তি একাকী কাজটি ১২ দিনে করতে পারে। দ্বিতীয় ব্যক্তি একাকী কাজটি কত দিনে করতে পারবে?

Question 07

যদি ৫টি বিড়াল ৫টি ইঁদুর ধরে ৫ দিনে, তাহলে ১০০ টা বিড়াল ১০০টা ইঁদুর ধরবে কত দিনে-

Question 08

২ থেকে শুরু করে পর পর পাঁচটি জোড় সংখ্যায় গড় কত হবে?

Question 09

কোনো শ্রেণিতে ২০ জন ছাত্রের বয়সের গড় ১০ বছর। শিক্ষকসহ তাদের বয়সের গড় ১২ বছর হলে শিক্ষকের বয়স কত?

Question 10

\(\mathrm{4x^2-13x-12}\) এর উৎপাদক কত?

Question 11

\(\mathrm{a+{1\over a}=4}\) হলে \(\mathrm{a^3+{1\over a^3}=4}\) = কত?

Question 12

ত্রিভুজের যে কোনো বাহুকে উভয়দিকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণদ্বয়ের সমষ্টি-

Question 13

স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ এবং স্পর্শকের অন্তর্ভুক্ত কোণ-

Question 14

Which one is the correct past tense form of ‘ring’?

Question 15

Which one is conjunction?

Question 16

কোনটি শুদ্ধ বানান?

Question 17

কোনটি শুদ্ধ বানান?

Question 18

‘Fortune favours the brave’ এর পরিবর্তিত voice form হচ্ছে-

Question 19

“Let me do the sum” এর পরিবর্তিত voice form হচ্ছে—

Question 20

The poor man said, “Let me have some food”. বাক্যের indirect speech হচ্ছে—

Question 21

He said, “How charming the sight is!” বাক্যের indirect form হচ্ছে—

Question 22

If you help me, I — grateful. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে—

Question 23

Do not brood so much —your misfortune বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে-

Question 24

‘Fall into line’ idiom-টির অর্থ হচ্ছে—

Question 25

‘Ins and outs’ idiom-টির অর্থ হচ্ছে-

Question 26

কোনটি শুদ্ধ বাক্য?

Question 27

কোনটি শুদ্ধ বাক্য?

Question 28

‘মসনদের মোহ’ নাটকটির রচয়িতা কে?

Question 29

‘ছায়া হরিণ’ কাব্যগ্রন্থটির রচয়িতা কে?

Question 30

‘সীমানা ছাড়িয়ে’ উপন্যাসটির রচয়িতা কে?

Question 31

কোনটি শুদ্ধ বানান?

Question 32

কোনটি শুদ্ধ বানান?

Question 33

Question 34

‘আমি কি ডরাই সখি ভিখারী রাঘবে’?- বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

Question 35

বিশেষণের সাথে বিশেষ্যের যে সমাস হয় তার নাম কী?

Question 36

পূর্বপদের বিভক্তি লোপ পেয়ে যে সমাস হয় তাকে বলে—

Question 37

‘তিমির’ এর বিপরীতার্থক শব্দ-

Question 38

‘পৃথিবী’ এর সমার্থক শব্দ নয়-

Question 39

কোন বাগ্ধারা দ্বারা সুসময়ের বন্ধু বোঝানো হয়?

Question 40

‘গবেষণা’ এর সন্ধি বিচ্ছেদ-

Question 41

প্রত্যয় কত প্রকার?

Question 42

ইনসুলিন কী?

Question 43

দুধে কোন ধরনের এসিড থাকে?

Question 44

উদ্ভিদ কোষ হতে বাষ্পাকারে পানি বের হয়ে যাবার প্রক্রিয়াকে বলে-

Question 45

শরীর হতে বর্জ্য পদার্থ বের করে দেয়-

Question 46

ক্রমশ ব্যারোমিটারে পারদের উচ্চতা বৃদ্ধি কীসের ইঙ্গিত দেয়?

Question 47

কোন মাটিতে সমান পরিমাণে বালি, পলি ও কাদা থাকে?

Question 48

বরেন্দ্রভূমি বলা হয়-

Question 49

মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত?

Question 50

আইফেল টাওয়ার কোথায় অবস্থিত?

Question 51

পৃথিবীকে উত্তর দক্ষিণে বিভক্ত করেছে?

Question 52

জলভাগের পরিমাণ বেশি-

Question 53

দ্বিতীয় বৃহত্তম মহাসাগর-

Question 54

ধ্রুবতারা দেখা যায়-

Question 55

অস্ট্রেলিয়া মহাদেশের উষ্ণতম মাস-

Question 56

দক্ষিণ এশিয়ার একটি দেশ-

Question 57

লালবাগ কেল্লা স্থাপন করেন কে?

Question 58

নিম্নের কোন পর্যটক সোনারগাঁও এসেছিলেন?

Question 59

বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিলেন—

Question 60

দক্ষিণ তালপট্টি দ্বীপ বাংলাদেশের কোন নদীর মোহনায় অবস্থিত?

Question 61

মহাস্থানগড় একসময় বাংলাদেশের রাজধানী ছিল। তখন তার নাম ছিল—

Question 62

‘Unstable’ শব্দের synonym হচ্ছে—

Question 63

১, ২, ৩, ৫, ৮, ১৩, ২১, ৩৪, . . . . . . . ধারাটির পরবর্তী সংখ্যা কত?

Question 64

\((০.০০৪)^২\) = কত?

Question 65

‘যার অনেক বুদ্ধি আছে’ তাকে এক কথায় কী বলে?

Question 66

তিন লিটার পানির ওজন-

Question 67

কম্পিউটারের হার্ডওয়্যারের মধ্যে থাকে-

Question 68

বাংলাদেশ সিভিল সার্ভিসের (BCS) ক্যাডার কতটি?

Question 69

সপ্তম শতাব্দীতে নির্মিত পাহাড়পুরের বৌদ্ধ বিহারটি কী নামে পরিচিত ছিল?

Question 70

ইংলিশ চ্যানেলকে উত্তর সাগরের সাথে সংযুক্ত করেছে-

Question 71

বদরের যুদ্ধ সংঘটিত হয়-

Question 72

বুকার পুরস্কার হচ্ছে-

Question 73

অস্ট্রেলিয়ার রাজধানী-

Question 74

কোন প্রতিষ্ঠান ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করে?

Question 75

সতীদাহ প্রথা রহিতকরণ আইন পাশ করেন কে?

Question 76

মালয়েশিয়া কোন দেশের উপনিবেশ ছিল?

Question 77

ভারতে ক্যাবিনেট মিশন কখন এসেছিল?

Question 78

জাতীয় সংসদে কোরাম হয় কত জনে?

Question 79

বাঁশের কেল্লা খ্যাত স্বাধীনতা সংগ্রামী কে?

Question 80

শীতকালে শরীরের চামড়া ফাটে কেন?