প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা -২০১৯ (Preli Primary) তৃতীয় ধাপ 21 June 2019 Marks 80
Question 01
শুদ্ধ বানান কোনটি?
Question 02
‘বাগেরহাটের মিঠাপুকুর’ কে খনন করেন?
Question 03
সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় ৩ ও ৪ সে.মি. হলে এর অতিভুজের মান কত?
Question 04
‘লোকটি দরিদ্র কিন্তু সৎ’-এ বাক্যে কিন্তু হলো-
Question 05
রূপান্তরিত মূল কোনটি?
Question 06
\(\mathrm{a+b+c=9,a^2+b^2+c^2=29}\) হলে, \(\mathrm{ab + bc + ca =}\) কত?
Question 07
“আট কপালে” অর্থ কী?
Question 08
What is the antonym of ‘famous’?
Question 09
নিচের কোনটি মিশ্র শব্দ?
Question 10
দুটি লাইন একে অন্যের থেকে ২ মিটার দূরে সমান্তরালভাবে চলে যাচ্ছে। তারা একে অন্যের সাথে মিলিত হবে কত মিটার দূরে?
Question 11
যিনি বক্তৃতা দানে পটু–
Question 12
কোনটি অনুজ্ঞা প্রকাশক?
Question 13
He sleeps a sound sleep. Here sound is a/an–
Question 14
কোন শ্রেণিতে যতজন ছাত্র-ছাত্রী পড়ে প্রত্যেকে তার সহপাঠীর সংখ্যার সমান টাকা চাঁদা দেওয়ায় মোট ৪২০ টাকা চাঁদা উঠলো। ঐ শ্রেণির ছাত্র-ছাত্রীর সংখ্যা কত?
Question 15
১৫০ মিটার লম্বা ট্রেন ৪৫০ মিটার লম্বা একটি প্লাটফর্ম ২০ সেকেন্ডে অতিক্রম করলে ঐ ট্রেনের গতিবেগ প্রতি সেকেন্ডে কত হবে?
Question 16
নিচের কোন বাগধারাটি ভিন্নার্থক-
Question 17
‘Manifesto’ means-
Question 18
তিনটি পরপর মৌলিক সংখ্যার প্রথম দুইটির গুণফল ৯১, শেষ দুইটির গুণফল ১৪৩ হলে সংখ্যা তিনটি কত?
Question 19
‘চাঁদের হাট’ কথাটির অর্থ কী?
Question 20
‘Pass for’ means -
Question 21
Optimist is to cheerful as pessimist is to–
Question 22
Choose the correct sentence-
Question 23
‘অদিতি’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
Question 24
ত্রিভুজের একটি বাহুকে উভয় দিকে বর্ধিত করায় উৎপন্ন বহিঃস্থ কোণগুলো পরস্পর সমান হলে ত্রিভুজটি
Question 25
The headmaster is the–– person in the village
Question 26
তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন?
Question 27
Choose the corrrect spelling:
Question 28
বিশ্ব পরিবেশ দিবস কোন তারিখে পালিত হয়?
Question 29
What is the correct antonym of “panic”-
Question 30
দুবার জন্মে যা-
Question 31
বাংলাদেশে মুসলিম শাসনের সূত্রপাত করেন-
Question 32
কোন দেশের প্রধানমন্ত্রী বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী?
Question 33
He said “what a pity”! বাক্যের indirect speech-
Question 34
‘জোক’ গল্পের রচয়িতা:
Question 35
প্রোটিনের অভাবে মানুষের কী রোগ হয়?
Question 36
মহেঞ্জোদারোতে পাওয়া গেছে কোনটি?
Question 37
‘জিলাপীর প্যাচ’ বাগধারাটির অর্থ কী?
Question 38
The opposite of “Purchase”
Question 39
‘চানাচুর’ শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে?
Question 40
What is the antonym of “Gentle”
Question 41
আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ এর খেলোয়াড় ‘উইলিয়ামসন’ কোন দেশের খেলোয়াড়?
Question 42
ধ্বনিজ্ঞাপক দ্বিরুক্তি শব্দ কোনটি?
Question 43
দুটি সংখ্যার অনুপাত ৩ : ৭। উভয় সংখ্যার সাথে ১০ যোগ করলে নতুন অনুপাত হবে ১ : ২। ছোট সংখ্যাটি কত?
Question 44
কোনটি শুদ্ধ বানান?
Question 45
শতকরা বার্ষিক কত হার সুদে কোন মূলধন ১০ বছরে সুদে মূলে তিনগুণ হবে?
Question 46
“এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি” পংক্তির রচয়িতা কে?
Question 47
‘রি রি করা’ দিয়ে কী প্রকাশ পায়?
Question 48
‘Harvest’ is related to-
Question 49
ক ও খ একত্রে একটি কাজ ১০ দিনে শেষ করতে পারে। খ একা কাজটি ১৪ দিনে শেষ করতে পারলে ক একা কতদিনে কাজটি শেষ করতে পারবে?
Question 50
‘Competent’ means–
Question 51
একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের ৩ গুণ এবং ক্ষেত্রফল ৭৬৮ বর্গমিটার। বর্গক্ষেত্রটির একবাহুর দৈর্ঘ্য কত মিটার?
Question 52
Everybody longs ____ happiness
Question 53
যা স্থায়ী নয়-
Question 54
দুই সমকোণ অপেক্ষা বড় ও চার সমকোণ অপেক্ষা ছোট কোণকে বলে-
Question 55
এশিয়ার দীর্ঘতম নদীর নাম কী?
Question 56
‘অপমান’ শব্দের ‘অপ’ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত?
Question 57
১ হতে ৯৯ পর্যন্ত সংখ্যাসমূহের যোগফল কত?
Question 58
অবাক কাজ এর ইংরেজি-
Question 59
এক ব্যক্তি গাড়িযোগে ঘণ্টায় ৬০ কি.মি. বেগে কিছুদূর অতিক্রম করে ঘণ্টায় ৪০ কি.মি. বেগে অবশিষ্ট পথ অতিক্রম করলো। সে মোট ৫ ঘণ্টায় ২৪০ কি.মি. অতিক্রম করে। সে ৬০ কি.মি./ঘণ্টা বেগে কত কি.মি. গিয়েছিল?
Question 60
‘স্কটল্যান্ড ইয়ার্ড’ কোথায় অবস্থিত?
Question 61
Choose the correct sentence-
Question 62
দুটি সংখ্যার গ.সা.গু. ও ল.সা.গু. যথাক্রমে ২ ও ৩৬০। একটি সংখ্যা ১০ হলে অপর সংখ্যাটি কত?
Question 63
‘Mankind’ means–
Question 64
পাখির ডাক–
Question 65
a ও b দুটি পূর্ণ সংখ্যা হলে, \({a^2+b^2}\) এর সাথে কোন সংখ্যাটি যোগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে–
Question 66
x+y = 7 এবং xy = 10 হলে, \({(x-y)^2 }\)এর মান কত?
Question 67
নিচের কোন ভিটামিন পানিতে দ্রবণীয়?
Question 68
সর্বমোট কত সংখ্যক গাছ হলে একটি বাগানে ৭, ১৪, ২১, ৩৫, ৪২ সারিতে গাছ লাগালে একটিও কম বা বেশি হবে না?
Question 69
‘বাংলায় স্বাধীন সুলতান’ শাসন প্রতিষ্ঠা করেন কে?
Question 70
মাৎস্যন্যায় কোন শাসন আমলে দেখা দেয়?
Question 71
পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের ৩ গুণ। ৫ বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের ৪ গুণ ছিল। পিতা ও পুত্রের বর্তমান বয়স কত?
Question 72
বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণা ২৬ মার্চ চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে কে প্রথম প্রচার করেন?
Question 73
রাজশাহী থেকে খুলনার দূরত্ব ২৮২ কি.মি.। একটি বাস ৭ ঘণ্টায় খুলনা থেকে রাজশাহী চলে আসলো। পথে বাসটি ১ ঘণ্টা যাত্রা বিরতি করলো। বাসটির গড় গতিবেগ কত কিলোমিটার ঘন্টা?
Question 74
বাংলাদেশের কোন নৃগোষ্ঠীর উৎসব ‘সাংগ্রাই’।
Question 75
ভাষা আন্দোলন পূর্ব বাংলায় কোনো ভাবাদর্শ ছড়িয়ে দেয়?
Question 76
আন্তর্জাতিক আদালত কোথায় অবস্থিত?
Question 77
'Hardly' means
Question 78
নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এর সদর দপ্তর কোথায় অবস্থিত
Question 79
The opposite of ‘Friendship’-
Question 80
জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে কত বছর নির্ধারণ করা হয়েছে?