প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা -২০১৯ (Preli Primary) দ্বিতীয় ধাপ 31 May 2019 Marks 80
Question 01
The Countable form of ‘laughter’ is -
Question 02
বাংলা বর্ণমালায় মাত্রাবিহীন বর্ণ কয়টি?
Question 03
‘পলাশীর যুদ্ধ’ সংঘটিত হয় ১৭৫৭ সালের -
Question 04
একটি জারে দুধ ও পানির অনুপাত ৫ : ১। দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা ৮ লিটার বেশি হয়, তবে পানির পরিমাণ কত লিটার?
Question 05
ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য সংখ্যা কতটি?
Question 06
শুদ্ধ বানান কোনটি?
Question 07
পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ অপেক্ষা ২ বছর বেশি। পিতার বয়স ৬২ বছর হলে পুত্রের বয়স কত বছর?
Question 08
\(4x^2+9y^2\) এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণ বর্গ রাশি হবে?
Question 09
“He said that he had done the work.” The direct speech is -
Question 10
১৯৭০ সালের নির্বাচনে জাতীয় পরিষদে তৎকালিন পূর্ব পাকিস্তানের আসন কতটি ছিল?
Question 11
Phosphates — to most farm lands in Bangladesh.
Question 12
‘রবীন্দ্র’- এর সন্ধিবিচ্ছেদ কোনটি?
Question 13
কোন প্রক্রিয়ায় উদ্ভিদ খাদ্য তৈরি করে?
Question 14
বিরাম চিহ্নের অপর নাম কী?
Question 15
ইতিহাস রচনা করেন যিনি -
Question 16
কোনটি শুদ্ধ বাক্য?
Question 17
কোন ৩টি বাহু দিয়ে ত্রিভুজ গঠন করা যাবে না?
Question 18
As the sun —, I decided to go out.
Question 19
খাওয়ার লবণের সংকেত কোনটি?
Question 20
আমেরিকান ম্যাগাজিন নিউজ উইকে ‘Poet of Politics’ বা রাজনীতির কবি নামে আখ্যায়িত করা হয়–
Question 21
একটি সমকোণী ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য লম্বের দৈর্ঘ্য অপেক্ষা ১ মিটার কম এবং লম্ব অপেক্ষা অতিভুজের দৈর্ঘ্য ১ মিটার বেশি হলে ত্রিভুজটির অতিভুজের দৈর্ঘ্য কত?
Question 22
Change the voice : Who is creating this mess?
Question 23
The book ‘Treasure Island’ is by–
Question 24
‘অক্ষির সমীপে’র সংক্ষেপ হলো-
Question 25
পানির স্ফুটনাঙ্ক কত?
Question 26
‘অলীক’-এর বিপরীত শব্দ-
Question 27
বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন-
Question 28
‘আমি,’ ‘আমরা’-এগুলো কোন ধরনের পদ?
Question 29
The professor was given — to materials in the research laboratory.
Question 30
Every driver must be held – his own actions.
Question 31
একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত ১ : ২ : ৩। ত্রিভুজটি হবে –
Question 32
একটি গাড়ির চাকা প্রতি মিনিটে ১২ বার ঘুরে। চাকাটি ৫ সেকেন্ডে কত ডিগ্রি ঘুরবে?
Question 33
‘Amenable’ শব্দের সাথে সঠিক Preposition টি কী হবে?
Question 34
What is the antonym of the word 'unwitting'?What is the antonym of the word 'unwitting'?
Question 35
The Feminine of 'Ram' is
Question 36
একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে ১৫০ মিটার ও ১০০ মিটার। বাগানটির দৈর্ঘ্য ২০% এবং প্রস্থ ১০% বৃদ্ধি করলে নতুন বাগানটির ক্ষেত্রফল কত বর্গমিটার হবে?
Question 37
রূপপুর পারমাণবিক কেন্দ্র কোন জেলায়?
Question 38
Which of the following sentences is correct?
Question 39
১০ থেকে ৬০ পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অঙ্ক ৯, তাদের সমষ্টি কত?
Question 40
Which one is plural–
Question 41
বঙ্গবন্ধু কর্তৃক ‘ছয় দফা’ ঘোষিত হয় কবে?
Question 42
ভাষার মূল উপকরণ কী?
Question 43
\(\mathrm {x-{1 \over x} =1}\) হলে, \(\mathrm {x^3-{1\over x^3}}\) -এর মান কত?
Question 44
শুদ্ধ বানান কোনটি?
Question 45
Choose the English translation of – তুমি কি কখনো কক্সবাজার গিয়েছো?
Question 46
একটি শ্রেণির প্রতি বেঞ্চে 4 জন করে ছাত্র বসালে 3 টি বেঞ্চ খালি থাকে। আবার, প্রতি বেঞ্চে 3 জন করে ছাত্র বসালে 6 জন ছাত্রকে দাঁড়িয়ে থাকতে হয়। ঐ শ্রেণির ছাত্র সংখ্যা কত?
Question 47
I have a boat made of wood. The underlined phrase is -
Question 48
\(\mathrm {x^2+7x+p}\) যদি x-5 দ্বারা বিভাজ্য হয় তবে p এর মান কত হবে?
Question 49
‘ষোড়শ’- এর সন্ধিবিচ্ছেদ কোনটি?
Question 50
৬ জন পুরুষ, ৮ জন স্ত্রী লোক এবং ১ জন বালকের বয়সের গড় ৩৫ বছর। পুরুষদের বয়সের গড় ৪০ বছর এবং স্ত্রীলোকদের বয়সের গড় ৩৪ বছর। বালকের বয়স কত?
Question 51
৪০ ডিগ্রি কোণের পূরক কোণ কোনটি?
Question 52
নিত্য সমাসের উদাহরণ কোনটি?
Question 53
মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের স্বাধীনতা লাভের বিরোধিতা করেছিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কোন দুইটি স্থায়ী রাষ্ট্র?
Question 54
Mr. Atique ––– rather not invest that money in the stock market.
Question 55
The plural of ‘Fez’ is
Question 56
০, ১, ২, এবং ৩ দ্বারা গঠিত চার অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগফল–
Question 57
A person who writes and edits dictionaries is called a -
Question 58
Which one is the correct spelling?
Question 59
একটি ত্রিভুজের ৩টি বাহুর দৈর্ঘ্য ৪, ৫ এবং ৩ হলে, ত্রিভুজের ক্ষেত্রফল কত?
Question 60
‘বেলা অবেলা কালবেলা’র লেখক কে?
Question 61
পৃথিবীর কোন দেশের প্রাথমিক শিক্ষার মান সবচেয়ে উন্নত-
Question 62
\(\mathrm {{(2x + 3y)\over (3x + 2y)}={5\over 6}}\) হলে, x∶y= কত?
Question 63
১৯৭১ সালে বাংলাদেশে পাকিস্তানি বাহিনীর বর্বরতার খবর প্রথম বহির্বিশ্বে প্রচার কোন সাংবাদিক?
Question 64
4×5×0×7×1= কত?
Question 65
Which one is the correct spelling?
Question 66
কোন দেশটির সাথে সমুদ্রসীমা নেই?
Question 67
‘দিন যায় কথা থাকে’ –এখানে ‘যায়’ কী অর্থে ব্যবহৃত হয়েছে?
Question 68
‘কুসুমিত’ শব্দের প্রকৃতি- প্রত্যয় কোনটি?
Question 69
‘কিরণ’ –এর সমার্থক নয়-
Question 70
মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন?
Question 71
বাংলাদেশের একমাত্র স্যাটেলাইটটি কোন দেশ থেকে উৎক্ষেপণ করা হয়?
Question 72
পাটের জীবনরহস্য উন্মোচনকারী দলের নেতা-
Question 73
জোয়ারভাটার প্রধান কারণ-
Question 74
‘হাট-বাজার’ কোন অর্থে দ্বন্দ্ব সমাস?
Question 75
স্কাউটের প্রতিষ্ঠাতা কে?
Question 76
‘তাসের ঘর’ –অর্থ কী?
Question 77
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কোন সালে?
Question 78
‘অঘারাম বাস করে অজপাড়া গাঁয়ে’ ‘অঘা’ ও ‘অজ’ কোন ধরনের উপসর্গ?
Question 79
একটি বৃত্তের ক্ষেত্রফল ১৬ বর্গমিটার, পরিধি ৮ মিটার। এর ব্যাসার্ধ কত মিটার?
Question 80
১৪৩ টাকাকে ২ : ৪ : ৫ অনুপাতে ভাগ করলে বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য কত টাকা হবে?