প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১৯ (Preli Primary) চতুর্থ ধাপ 28 June 2019 Marks 80

কোড : ৮৪৩৩ কোড ; ২

Question 01

“Black and blue” অর্থ কী?

Question 02

৫৩৫ টাকায় একটি জামা বিক্রি করে শতকরা ৭ ভাগ লাভ হয়। জামাটি কত টাকায় বিক্রি করলে শতকরা ২০ ভাগ ক্ষতি হবে?

Question 03

কোন বানানটি শুদ্ধ?

Question 04

‘আকাশে চাঁদ উঠেছে’- এখানে ‘আকাশে’ কোন কারকে কোন বিভক্তি?

Question 05

১৯৭১ সালের ৭ই মার্চ বঙ্গবন্ধু কোথায় ভাষণ দিয়েছিলেন?

Question 06

কোন ভিটামিনের অভাবে ‘রাতকানা’ রোগ হয়?

Question 07

১০২৪ এর বর্গমূল কত?

Question 08

জিভের সামনের অংশের সাহায্যে উচ্চারিত স্বরধ্বনি গুলোকে কী বলে?

Question 09

‘মা খোকাকে চাঁদ দেখাচ্ছে’- এ বাক্যে ‘দেখাচ্ছে’ কোন ক্রিয়া?

Question 10

‘রিকেটস্’ কোন ভিটামিনের অভাবে দেখা দেয়?

Question 11

\(\mathrm {log_8⁡2}=\) কত?

Question 12

‘তার টাকা আছে কিন্তু তিনি দান করেন না’ কোন ধরনের বাক্য?

Question 13

বাংলাদেশের প্রথম EPZ কোথায় গড়ে ওঠেছে?

Question 14

He addressed Mr. Rahman and wished him good morning বাক্যটির direct speech হবে?

Question 15

কোনটি Present Perfect Tense এর উদাহরণ?

Question 16

‘কাজলকালো’– এর সঠিক ব্যাসবাক্য কোনটি?

Question 17

SDG লক্ষ্যমাত্রা কোন সালের মধ্যে অর্জন করতে হবে?

Question 18

\(\mathrm {x^2-3x-2}\) কে \(\mathrm {x+1}\) দ্বারা ভাগ করলে ভাগশেষ কী হবে?

Question 19

বার্ষিক ১০% মুনাফায় ৮০০০ টাকার ৩ বছরের চক্রবৃদ্ধি মূলধন হবে–

Question 20

‘একেই কি বলে সভ্যতা’ গ্রন্হটির রচয়িতা কে?

Question 21

‘A burning question’ means-

Question 22

রূপান্তরিত পাতার উদাহরণ কোনটি?

Question 23

I would like –––– Information, please.

Question 24

“Let the book be read by you” বাক্যের Active From হচ্ছে -

Question 25

কোনটি শুদ্ধ বানান?

Question 26

কোনটি শুদ্ধ বাক্য?

Question 27

নির্দিষ্ট দামে একটি দ্রব্য বিক্রি করাতে ২০% ক্ষতি হলো। এটি ৬০ টাকা বেশি মূল্যে বিক্রি করতে পারলে ১০% লাভ হত। দ্রব্যটির ক্রয়মূল্য কত?

Question 28

রবীন্দ্রনাথ ঠাকুর কত বছর বয়সে সাহিত্যে নোবেল পুরস্কার পান?

Question 29

সমজাতীয় একাধিক পদ পরপর থাকলে কোন বিরামচিহ্ন বসে?

Question 30

‘বিনা যত্নে উৎপন্ন হয় যা’ - এর বাক্য সংকোচন কী?

Question 31

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয় কোন তারিখে?

Question 32

2 + 4 + 8 + 16 + ...........এই ধারাটির কততম পদের মান 128?

Question 33

ছয়টি পরপর পূর্ণ সংখ্যা দেওয়া আাছে। ১ম তিনটির যোগফল ২৭ হলে, শেষ ৩টির যোগফল কত?

Question 34

I –– him only one letter up to now.

Question 35

Which one is always used as singular?

Question 36

৬০ লিটার কেরোসিন ও পেট্রোলের মিশণের অনুপাত ৭ : ৩। ঐ মিশ্রণে আর কত লিটার পেট্রোল মিশালে অনুপাত ৩ : ৭ হবে?

Question 37

‘Ensure’ means:

Question 38

জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত?

Question 39

‘সংলাপ’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?

Question 40

পুত্রজায়া হলো-

Question 41

Synonym for ‘Magnificent’?

Question 42

The study of religion is–

Question 43

কোন বানানটি শুদ্ধ?

Question 44

‘ঢেউ’ এর প্রতিশব্দ কোনটি?

Question 45

‘পোড়ামাটি - নীতি’ কোন বাহিনীর জন্য প্রযোজ্য ছিল?

Question 46

কোন শব্দটিতে বিদেশি প্রত্যয় ব্যবহৃত হয়েছে?

Question 47

কোনটি ‘তদ্ভব’ শব্দ?

Question 48

একটি বোতলে আমের জুসের পরিমাণ ৩৫০ মি.লি.। ২৪টি বোতলে জুসের পরিমাণ কত লিটার?

Question 49

দুটি কোণের পরিমাপের যোগফল দুই সমকোণ হলে কোণ দুটি পরস্পর–

Question 50

কোন বানানটি শুদ্ধ?

Question 51

\(\mathrm {x+{1\over x}=2}\) হয়, তাহলে \(\mathrm {x}\) এর মান হবে-

Question 52

Karim as well as Rahim – praise.

Question 53

What is the noun of “deny”?

Question 54

“Bottom line” means–

Question 55

“At home” -এর অর্থ হচ্ছে-

Question 56

৬০ লিটার ফলের রসে আম ও কমলার অনুপাত ২ : ১। কমলার রসের পরিমাণ কত লিটার বৃদ্ধি করলে অনুপাতটি ১ : ২ হবে?

Question 57

‘বাহাদুর শাহ পার্ক’ কোথায় অবস্থিত?

Question 58

বাংলাদেশ কোন সালে আইসিসি ট্রফিতে চ্যাম্পিয়ন হয়?

Question 59

মনির ও তপনের আয়ের অনুপাত ৪ : ৩। তপন ও রবিনের আয়ের অনুপাত ৫ : ৪। মনিরের আয় ১২০ টাকা হলে রবিনের আয় কত?

Question 60

Kamal did not join the army. Here the word ‘Army’ is–

Question 61

পৃথিবী এবং অন্য যে কোনো বস্তুর মধ্যে যে আকর্ষণ তাকে বলা হয়-

Question 62

তালব্য বর্ণ কোনগুলো?

Question 63

বস্তুর ভর ভূপৃষ্ঠে বা ভূপৃষ্ঠের ওপরে অবস্থানের পরিবর্তনের সাথে-

Question 64

কোনটি খাঁটি বাংলা উপসর্গ?

Question 65

‘নদীটি উত্তরমুখে প্রবাহিত’– এখানে ‘মুখ’ কোন অর্থ প্রকাশ করে?

Question 66

বাংলাদেশ সরকার ব্যবস্থা কোন ধরনের?

Question 67

ফারাক্কা বাঁধ তৈরি করা হয়েছে কোন নদীর ওপর?

Question 68

দুটি লাইন একে অন্যের থেকে ২ মিটার দূরে সমান্তরালভাবে চলে যাচ্ছে। তারা একে অন্যের সাথে মিলিত হবে কত মিটার দূরে?

Question 69

৮০, ৯৬, –––, ১২৮ শূন্যস্থানের সংখ্যাটি কত হবে?

Question 70

আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট কোন দেশে অবস্থিত?

Question 71

বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয়-

Question 72

কোন বানানটি শুদ্ধ?

Question 73

The child cried for –––– mother.

Question 74

একটি সংখ্যার বর্গ তার বর্গমূলের চেয়ে ৭৮ বেশি হলে সংখ্যাটি-

Question 75

একটি সংখ্যার গ.সা.গু ও ল.সা.গু. যথাক্রমে ১২ ও ১৬০। একটি সংখ্যা ৮০ হলে অপর সংখ্যাটি কত?

Question 76

‘গরিবের জন্য বড়লোকের দরদটা মাছের মায়ের পুত্রশোকের মতোই’- এ বাক্যে ‘মাছের মায়ের পুত্রশোক’ কোন অর্থে ব্যবহৃত হয়েছে?

Question 77

Which one is Reflexive Pronoun?

Question 78

কোন দেশটি Shengen ভুক্ত নয়?

Question 79

শামীমের আয় ও ব্যয়ের অনুপাত ২০ : ১৫ হলে তার মাসিক সঞ্চয় আয়ের শতকরা কত ভাগ?

Question 80

\(\mathrm a=\sqrt 3+\sqrt 2\) হলে, \(\mathrm {a^3+3a+3a^{-1}+a^{-3}}\) এর মান কত?