প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা -২০১৮ (Preli Primary) স্থগিত-২০১৪ 1 June 2018 Marks 80
Question 01
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান এর পদবি কী ছিল?
Question 02
যে ক্রিয়া কিছু আগে শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো রয়েছে তাকে বলে–
Question 03
শুদ্ধ বানান কোনটি?
Question 04
A reward has been announced for the employees who ––– hard.
Question 05
Which sentence is correct?
Question 06
“এ জগতে হায়, সেই বেশি চায় আছে যার ভুরি ভুরি/রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি” – চরণদ্বয় রবীন্দ্রনাথের কোন কবিতার অংশ-
Question 07
\(\mathrm {(a-b),(a^2-ab),(a^2-b^2)}\) এর ল.সা.গু নিচের কোনটি?
Question 08
Identify the singular number:
Question 09
আব্দুল্লাহ প্রতি ডজন কলা ২১ টাকা দরে ১৫ ডজন এবং ১৪ টাকা দরে ২০ ডজন ক্রয় করে। প্রতি ডজন কলা কী দামে বিক্রয় করলে গড়ে তার ডজন প্রতি ৫ টাকা লাভ হবে?
Question 10
গ্রাউন্ড জিরো কোনটির সঙ্গে সম্পৃক্ত–
Question 11
URL হলো–
Question 12
জাহাজ নির্মাণ শিল্পে সর্বাপেক্ষা উন্নত দেশ কোনটি?
Question 13
A rolling stone gathers no moss. What ‘rolling’ is?
Question 14
‘ব্যষ্টি’ এর বিপরীতার্থক শব্দ কোনটি?
Question 15
একটি গাড়ি ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে চলে, ৩ মিনিট ৩০ সেকেন্ডে উহা কত কি.মি. দূরে যাবে?
Question 16
Who is the modern philosopher who was awarded Nobel Prize for literature?
Question 17
কোন সংখ্যার দ্বিগুণের সাথে 3 যোগ করলে যোগফল সংখ্যাটি অপেক্ষা 7 বেশি হয়। সংখ্যাটি নির্ণয় করুন।
Question 18
Choose the correct indirect speech ––– She asked me, “Are you happy in your new job?”
Question 19
The passive form of the sentence “Some children were helping the wounded man”–
Question 20
যদি কোনো যৌগের জলীয় দ্রবণ নীল লিটমাসকে লাল করে তাহলে সেটি–
Question 21
What type of noun the word ‘Chemistry’ is –
Question 22
I know where he lives. The sentence is a –
Question 23
শতকরা ১ টাকা হার সুদে ১ টাকার সুদ ১ টাকা হবে কত বছরে?
Question 24
‘এডামস পিক’ তীর্থস্থানটি কোথায় অবস্থিত?
Question 25
স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে ‘চরমপত্র’ পাঠ করতেন–
Question 26
বাংলাদেশের প্রথম স্যাটেলাইটের নাম–
Question 27
বাংলাদেশের প্রথম অস্থায়ী প্রেসিডেন্ট কে ছিলেন?
Question 28
সতীদাহ প্রথা বিলুপ্ত হয় কত সালে?
Question 29
ঢাকা থেকে রংপুরের দূরত্ব ৪৫ মাইল। হাসান ঘণ্টায় ৩ মাইল বেগে এবং শাহিন ঘণ্টায় ৪ মাইল বেগে হাঁটে। হাসান ঢাকা থেকে রওনা হওয়ার ১ ঘণ্টা পর শাহিন রংপুর থেকে ঢাকা রওনা হলো। শাহিন কত মাইল হাঁটার পর হাসানের সাথে দেখা হবে?
Question 30
একটি ভগ্নাংশের লব ও হরের পার্থক্য 1 এবং সমষ্টি 7 ভগ্নাংশটি কত?
Question 31
‘মন না মতি’ বাগধারাটির অর্থ কী?
Question 32
সর্বাঙ্গে ব্যথা, ঔষধ দিব কোথা –এখানে ‘সর্বাঙ্গে’ শব্দটি কোন কারকে কোন বিভক্তি–
Question 33
A person who writes about his own life,
Question 34
বিখ্যাত যুদ্ধক্ষেত্র ‘ওয়াটার লু’ কোন দেশে অবস্থিত?
Question 35
পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি?
Question 36
\(\mathrm { x^3+1}\) এবং \(\mathrm {x^2-1}\) এর গ.সা.গু কত?
Question 37
বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি?
Question 38
Which is the antonym of ‘famous’?
Question 39
Which one is the indefinite pronoun?
Question 40
\(৯০^{\circ}\) কোণের সম্পূরক কোণ কত ডিগ্রি?
Question 41
বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য, প্রস্থ এবং মাঝের লালবৃত্তের ব্যাসার্ধের অনুপাত যথাক্রমে–
Question 42
ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে কোন প্রণালির অবস্থান?
Question 43
শব্দ ও ধাতুর মূলকে বলে–
Question 44
কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি–
Question 45
‘সংবিধান’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
Question 46
পরীক্ষায় ‘ক’ এর প্রাপ্ত নম্বর যথাক্রমে ৭০, ৮৫ ও ৭৫। চতুর্থ পরীক্ষায় তাকে কত নম্বর পেতে হবে যেন তার গড় প্রাপ্ত নম্বর ৮০ হয়?
Question 47
He was absorbed ––– deep thought.
Question 48
একটি চতুর্ভুজের চারটি বাহুর বিপরীত দুটি সমান্তরাল কিন্তু অসমান। একে বলে–
Question 49
বাড়ি থেকে নদী দেখা যায় – কোন কারকে কোন বিভক্তি?
Question 50
সার্বভৌম’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
Question 51
বাংলা সাহিত্যে কাকে ‘ছন্দের জাদুকর’ বলা হয়?
Question 52
আগামীকালের তিনদিন পর যে দিন আসবে তা শনিবার। গতকালের দুইদিন পূর্বের দিনটি কী ছিল?
Question 53
The correct spelling is –
Question 54
‘নাটিকা’ কোন অর্থে স্ত্রীবাচক শব্দ?
Question 55
Choose the correct sentence
Question 56
‘শ্বশ্রূ’ এর অর্থ কী?
Question 57
‘Subconscious’ শব্দটির বাংলা পারিভাষিক শব্দ হলো –
Question 58
বাংলাদেশের কোন নদী প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হিসেবে পরিচিত?
Question 59
ত্রিভুজের তিন বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রসমূহ কয়টি সমকোণ তৈরি করে?
Question 60
ইন্টারনেটের মাধ্যমে উন্নত চিকিৎসা পদ্ধতিকে বলা হয়–
Question 61
When I saw the gardener, he –––– tree
Question 62
লোকসাহিত্য কাকে বলে?
Question 63
The boy from the village said, “I –––– starve than beg.”
Question 64
কোন বাক্যে ভাববাচ্যের কর্তার উদাহরণ দেওয়া হয়েছে?
Question 65
যদি \(\mathrm {x+{1\over x}=5}\) হয়, তবে \(\mathrm {x\over (x^2+x+1)}\) এর মান কত?
Question 66
\(\mathrm {a+{1\over a}=3}\) হলে ,\(\mathrm {a^2+{1\over a^2} =}\) কত ?
Question 67
কোন স্থানে যত লোক আছে তত পাঁচ পয়সা জমা করায় মোট ৩১.২৫ টাকা জমা হলো। ঐ স্থানে কত লোক ছিল?
Question 68
\(\mathrm {x^4+x^2+1}\) এর উৎপাদক \(\mathrm {x^2+x+1}\) অপর উৎপাদকটি কত?
Question 69
I always take an umbrella ––––– it rains.
Question 70
একটি রাস্তার পাশে এক সারিতে ১৫টি গাছ লাগানো আছে। একটি গাছ থেকে আরেকটি গাছের দূরত্ব ১০ মিটার হলে প্রথম ও শেষ গাছ দুটির মধ্যে দূরত্ব কত মিটার?
Question 71
যার জ্যোতি বেশিক্ষণ স্থায়ী হয় না, তাকে বলে–
Question 72
অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয় কোনটি?
Question 73
The birds and the bees means–
Question 74
A swimming snake bit him in the leg. Here ‘swimming’ is a-
Question 75
কোনটিতে মধ্যস্বরলোপ ঘটেছে?
Question 76
একজন ব্যাটসম্যান প্রথম তিনটি T-20 খেলায় ৮২, ৮৫ ও ৯২ রান করেন। চতুর্থ খেলায় কত রান করলে; তার গড় রান ৮৭ হবে?
Question 77
‘চাষাভূষার কাব্য’ কার সাহিত্যকর্ম?
Question 78
পূর্ববঙ্গ জমিদারি দখল ও প্রজাস্বত্ব আইন পাশ হয়–
Question 79
নিচের কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম?
Question 80
“সব ঝিনুকে মুক্তা মেলে না”– এই বাক্যে ‘ঝিনুকে’ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?