প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা – ২০১৮ (Preli Primary) স্থগিত-২০১৪ 26 May 2018 Marks 80
Question 01
১ থেকে ৯৯ পর্যন্ত সংখ্যাসমূহের গড় কত?
Question 02
\({৩\over ৪}\) , \({৪\over ৫}\) , \({৫\over৬}\) এর গ.সা.গু কত?
Question 03
৬৫৫৮ এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে?
Question 04
৭ এর গুণিতকের সেট কোন ধরনের সেট?
Question 05
বরেন্দ্রভূমি নামে পরিচিত–
Question 06
কোন বীরশ্রেষ্ঠের সমাধিস্থল পাকিস্তানের করাচিতে ছিল?
Question 07
দূরপ্রাচ্যের (Far-East) দেশ -
Question 08
শতকরা বার্ষিক কত হার সুদে কোনো মূলধন ২৫ বছরে সুদে- মূলে ৪ গুণ হবে?
Question 09
৬০ মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি নলকে ৩ : ৭ : ১০ অনুপাতে টুকরা করা হয়েছে। ছোট টুকরাটি কত মিটার?
Question 10
সন্ধি বিচ্ছেদ করুন- ‘ক্ষুৎপিপাসা’
Question 11
\(\mathrm {x^{-3}}-0.001=0\) হলে,\(\mathrm {x^2}\) এর মান–
Question 12
Shakespeare is known mostly for his –
Question 13
\(\mathrm {x{^2}-3x+2}\) এর একটি উৎপাদক কোনটি?
Question 14
একটি বৃত্তের যে কোনো দুটি বিন্দুর সংযোজক রেখাকে বলে–
Question 15
মানবদেহের রক্তচাপ নির্ণায়ক যন্ত্র–
Question 16
‘সন্ন্যাসী’ এর বিপরীত শব্দ কোনটি?
Question 17
নিচের শুদ্ধ বানানটি নির্দেশ করুন?
Question 18
নিচের কোনটি যৌগিক স্বরধ্বনির চিহ্ন?
Question 19
গেটিসবার্গ শহরের সাথে মার্কিন কোন প্রেসিডেন্টের নাম জড়িত?
Question 20
নিচের কোনটি মধ্যপদলোপী বহুব্রীহি সমাসের উদাহরণ নয়?
Question 21
ইস্ট (Yeast) কী?
Question 22
‘রাবণের চিতা’ বাগধারাটির অর্থ কী?
Question 23
‘কপোল’ এর প্রতিশব্দ কী?
Question 24
‘এবার আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি’ – বাক্যটি কোন কালের?
Question 25
বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে শিক্ষার জন্য সাংবিধানিক অঙ্গীকার ব্যক্ত আছে?
Question 26
‘ডাক্তার ডাক’ বাক্যটিতে ‘ডাক্তার’ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
Question 27
১ মিলিমিটার ১ কিলোমিটারের কত অংশ?
Question 28
রেল লাইনের পাশে একটি তালগাছ রয়েছে। ঘণ্টায় ৪৫ কি.মি. বেগে ধাবমান ১৫০ মি. লম্বা একটি ট্রেন কত সময়ে ঐ তালগাছটি অতিক্রম করবে?
Question 29
‘যা দীপ্তি পাচ্ছে’–এক কথায় প্রকাশ করুন।
Question 30
একটি সমবাহু ত্রিভুজের একটি বাহু 16 মিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
Question 31
ঐতিহাসিক ‘একুশে ফেব্রুয়ারি’ বাংলা কত তারিখ ছিল?
Question 32
‘বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর’– কার লেখা?
Question 33
নিচের ভগ্নাংশগুলোর মধ্যে বৃহত্তম কোনটি?
Question 34
যদি x+3y=40 এবং y=3x হয়, তবে y=?
Question 35
Which of the noun is used in the feminine form?
Question 36
‘এই বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি’ পঙ্কক্তিটির রচয়িতা কে?
Question 37
‘যার দুই হাত সমান চলে’ তাকে এক কথায় কী বলে?
Question 38
‘Out and Out’ means–
Question 39
The train –––– from Rangpur.
Question 40
সন্ধি বিচ্ছেদ করুন: ‘কথাচ্ছলে’–
Question 41
‘Man of straw’ means––
Question 42
চারটি বিরাম চিহ্নের মধ্যে পূর্ণচ্ছেদ কোনটি?
Question 43
কোনো পরীক্ষায় ৫২% পরীক্ষার্থী ইংরেজিতে এবং ৪২% পরীক্ষার্থী গণিতে ফেল করল। যদি উভয় বিষয়ে ১৭% ফেল করে থাকে, তবে কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে পাশ করেছে?
Question 44
Find out the correct synonym of ‘tenuous’
Question 45
If we want concrete proof, we are looking for–
Question 46
The correct sentence of the following :
Question 47
Nine men were concerned –––– the plot.
Question 48
কোন আমলে ‘মসলিন কাপড়’ ঢাকায় তৈরি হত?
Question 49
‘লাজওয়াব’ শব্দটির ‘লা’ কোন ধরনের উপসর্গ?
Question 50
১৫ জনের কোনো কাজের অর্ধেক করতে ২০ দিন লাগে, কত দিনে ২০ জন লোক সম্পূর্ণ কাজটি শেষ করতে পারবে?
Question 51
A ‘pilgrim’ is a person who undertakes a journey to a ––
Question 52
He lives – comfortable life.
Question 53
Identify the correct passive form of – ‘He is going to open a shop’.
Question 54
Active Voice এ ‘going to + verb এর present form হলে Passive voice এ রূপান্তরের ক্ষেত্রে verb form টি হবে ‘going to be + verb এর past participle form. এ ধরনের বাক্যে going to-এর কোনো পরিবর্তন হয় না।
Question 55
The world ‘Gravity’ is –
Question 56
‘A Voyage to Lilliput’ is written by –
Question 57
One should be careful about –––– duty.
Question 58
নোবেল পুরস্কার প্রবর্তকের মূল আবিষ্কার প্রধানত কী কাজে ব্যবহৃত হয়?
Question 59
কোন ক্ষুদ্রতম সংখ্যা হতে ১ বিয়োগ করলে বিয়োগফল ৯, ১২ ও ১৫ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?
Question 60
The indirect form of the sentence –––– Farida said to her mother, “I shall go to bed now” is–
Question 61
স্বাধীনতা যুদ্ধকালে বাংলাদেশের অস্থায়ী সরকার কোন তারিখে গঠিত?
Question 62
সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত একটি কোণ \(50^{\circ}\) হলে অপর কোণটি কত?
Question 63
Nasima arrived while I –– the dinner.
Question 64
৬১২ টাকায় একটি ব্যাগ বিক্রয় করায় ১৫% ক্ষতি হয়। ব্যাগটি কত টাকায় বিক্রি করলে ১০% লাভ হবে?
Question 65
The invigilator made us ––––– our identity card at the test center.
Question 66
The chain was ––––– than we thought.
Question 67
বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের মহাসচিব ছিলেন–
Question 68
ভিটামিন সি এর রাসায়নিক নাম কী?
Question 69
‘আগুনের পরশমণি’ উপন্যাসের উপজীব্য বিষয় কী?
Question 70
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ প্রকাশিত হয় কোন সনে?
Question 71
ভারতে প্রথম মুদ্রা প্রবর্তন করেন–
Question 72
১৯৪৩ সালের দুর্ভিক্ষের উপর ছবি এঁকে বিখ্যাত হন কোন শিল্পী?
Question 73
জনসংখ্যা ও আয়তনের ভিত্তিতে সার্কভুক্ত কোন দেশটি সবচেয়ে ছোট?
Question 74
Which is the correct spelling ?
Question 75
সামন্তরিকের কর্ণদ্বয় পরস্পর সমান হলে সামন্তরিকটি হবে–
Question 76
কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে বলে–
Question 77
‘সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই’-উক্তিটি কার?
Question 78
‘কৈশোর’ শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
Question 79
নিচের কোনটি গ্রিন হাউজ গ্যাস?
Question 80
বাংলাদেশের বীরত্বসূচক উপাধিগুলোর মধ্যে কোনটির স্থান মর্যাদার দিক থেকে দ্বিতীয়?