প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা -২০১৯ (Preli Primary) চতুর্থ ধাপ 28 June 2019 Marks 80
Question 01
\(\mathrm {a+{1\over a}}=4\) হয়, তাহলে \(\mathrm{a^2+{1\over a^2}} =\) কত?
Question 02
What is the plural form of ‘this’?
Question 03
কোনটি বহুব্রীহি সমাসে নিষ্পন্ন?
Question 04
একটি রম্বসের একটি কর্ণ 10 মিটার এবং ক্ষেত্রফল 120 বর্গমিটার হলে, অপর কর্ণের দৈর্ঘ্য কত মিটার?
Question 05
\(\mathrm {\sqrt {x^2}} =?\)
Question 06
বক্তার প্রত্যক্ষ উক্তিকে অন্তর্ভুক্ত করার জন্য কোন বিরামচিহ্ন বসে?
Question 07
বিশ্বের প্রথম কম্পিউটারের নাম হলো-
Question 08
তিনটি ঘণ্টা একত্রে বাজার পর তারা ২ ঘণ্টা, ৩ ঘণ্টা ও ৪ ঘণ্টা পরপর বাজতে থাকল। ১ দিনে তারা কতবার একত্রে বাজবে?
Question 09
ধ্বনি উচ্চারণে মানব শরীরের যেসব প্রত্যঙ্গ জড়িত সেগুলোকে একত্রে কী বলে?
Question 10
কোন বানানটি শুদ্ধ?
Question 11
‘ঝিনুক থেকে মুক্তা মেলে’– এখানে ‘ঝিনুক’ কোন কারক?
Question 12
\(\mathrm {a^3}-21a-20\) রাশিটির একটি উৎপাদক হবে নিচের কোনটি?
Question 13
লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ১৮ কি.মি. ও ৬ কি.মি। নদীপথে ৪৮ কি.মি. অতিক্রম করে পুনরায় ফিরে আসতে সময় লাগবে –
Question 14
The ministers arrived –– a decision last night.
Question 15
একটি সংখ্যা ৭৪২ থেকে যত বড়ো, ৮৩০ থেকে তত ছোট, সংখ্যাটি কত?
Question 16
কোন দেশের অধিবাসীরা ডাচ নামে পরিচিত?
Question 17
CONSTITUTION: PREAMBLE
Question 18
‘Obese’ means:
Question 19
Choose the correct sentence:
Question 20
একই হার মুনাফায় কোন আসল ৬ বছরে মুনাফা আসলে দ্বিগুণ হলে, কত বছরে তা মুনাফা-আসলে তিনগুণ হবে?
Question 21
একটি সরলরেখার সাথে আর একটি রেখাংশ মিলিত হয়ে যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি কত হবে?
Question 22
What kind of noun is ‘Girl’?
Question 23
“আবার আসিব ফিরে” কবিতাটি জীবনানন্দ দাশ এর কোন কাব্যগ্রন্হ থেকে নেওয়া হয়েছে?
Question 24
কোনটি Collective noun?
Question 25
He has done no wrong. The underlined word is a/an–
Question 26
এক ব্যক্তি বার্ষিক ১০% চক্রবৃদ্ধি সুদে ৬০০ টাকা ব্যাংকে জমা রাখলেন। ২য় বছর শেষে ঐ ব্যক্তি সুদসহ কত টাকা পাবেন?
Question 27
We need to buy some new –
Question 28
উইন্ডমিলের সাহয্যে কী উৎপাদন করা হয়?
Question 29
I wish you – the problem.
Question 30
ঢাকার আহসান মঞ্জিল কে নির্মাণ করেন?
Question 31
কোন বানানটি শুদ্ধ?
Question 32
কোন বানানটি শুদ্ধ?
Question 33
The word ‘Stagflation’ means–
Question 34
কোনটি ‘মেঘ’ শব্দের প্রতিশব্দ নয়?
Question 35
‘লোকটি যদিও ধনী, তবুও সে কৃপণ’ কোন ধরনের বাক্য?
Question 36
কোনটি শুদ্ধ বাক্য?
Question 37
বাংলাদেশ টেস্ট ক্রিকেটের মর্যাদা লাভ করে–
Question 38
তার হাতের লেখা খুব ভালো- এখানে ‘খুব’ কী পদ?
Question 39
বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত?
Question 40
ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বাঙালিদের প্রথম বিদ্রোহের নাম–
Question 41
প্রচলিত শব্দটি কোন প্রত্যয় যোগে গঠিত?
Question 42
কার্তিক ও অগ্রহায়ণ দুই মাস কী কাল?
Question 43
কোন বাক্যটি শুদ্ধ?
Question 44
বাংলাদেশের কোন রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সংগীতের কত চরণ বাজানো হয়?
Question 45
অপটিক্যাল ফাইবার হলো-
Question 46
‘মেধাবী ছেলেকে তামার বিষে ধরায় সে এবার পরীক্ষায় ফেল করেছে’- এ বাক্যে ‘তামার বিষ’ কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
Question 47
‘মৃন্ময়’ শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
Question 48
একটি সংখ্যা ও তার গুণাত্মক বিপরীতের সমষ্টি 2 হলে সংখ্যাটি কত?
Question 49
দুটি সংখ্যার যোগফল ৮। যদি সংখ্যাগুলো ৩ : ১ অনুপাতে থাকে তবে সংখ্যাগুলোর গুণফল হবে-
Question 50
Fifty kg –––– really a heavy weight to carry.
Question 51
‘দন্ত্য বর্ণ’ কোনগুলো?
Question 52
কোনটি অর্ধতৎসম শব্দ?
Question 53
এসিডের একটি ধর্ম হলো –
Question 54
কোনটি ধনুষ্টংকার রোগ সৃষ্টি করে?
Question 55
\(\mathrm {a,a^2,a(a+b)}\) এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক কোনটি?
Question 56
শামীমের আয় ও ব্যয়ের অনুপাত ২০ : ১৫ হলে, তার মাসিক সঞ্চয় আয়ের শতকরা কত ভাগ?
Question 57
\(\mathrm {a-b=7}\) এবং \(\mathrm {ab=60}\) হলে, \(\mathrm {a^2+b^2 =}\) কত?
Question 58
I spent –– with the patient.
Question 59
I have no pen to write –––.
Question 60
নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ কোনগুলো?
Question 61
‘কার্ডিওলজি’ কোন রোগের সাথে সর্ম্পৃক্ত?
Question 62
\((-1)×(-1)×(-1)+(-1)(-1)\) কত?
Question 63
১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা সর্বমোট
Question 64
Synonym for ‘Mouth watering’?
Question 65
কোন শব্দটিতে খাঁটি বাংলা উপসর্গ ব্যবহৃত হয়েছে?
Question 66
\(\mathrm {log_5x=3}\) হলে \(\mathrm {x =}\) কত?
Question 67
“The Captain ordered the soldiers to march on” বাক্যটির direct speech:
Question 68
বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর সর্বনিম্ন স্তর কোনটি?
Question 69
কোনটি সঠিক বানান?
Question 70
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কোন তারিখ থেকে কার্যকর হয়?
Question 71
শতকরা বার্ষিক ৪ টাকা হার সুদে কত টাকার ৫ বছরের সুদ ৪ টাকা হবে?
Question 72
‘বাড়ি গিয়ে তাকে পাওয়া যায়নি’ - এ বাক্যে ‘গিয়ে’ কোন ক্রিয়া?
Question 73
‘গবাদি পশুর পাল’ এর সংক্ষেপ হলো-
Question 74
ছিয়াত্তরের মন্বন্তর নামক ভয়াবহ দুর্ভিক্ষ কত সালে ঘটে?
Question 75
১৯৭১ এর মুক্তিযুদ্ধকালে ‘ANNIHILATE THESE DEMONS’ শিরোনামের পোস্টারটি কে এঁকেছিলেন?
Question 76
IMF এর পূর্ণরূপ কী?
Question 77
Which of the following sentences is correct?
Question 78
কমপক্ষে কতগুলো ক্রমিক পূর্ণসংখ্যা নিলে তার গুণফল অবশ্যই ৫০৪০ দ্বারা বিভাজ্য হবে?
Question 79
নিচের কোনটি সূর্যের আলোকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করতে পারে?
Question 80
কোন বানানটি শুদ্ধ?