রেজিস্টার্ড বেসরকারী প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা – ২০১১ (Preli Primary) দ্বিতীয় ধাপ 9 December 2011 Marks 80
Question 01
কোনটি শুদ্ধ বানান?
Question 02
‘Postulate’ শব্দটির synonym হচ্ছে–
Question 03
কোনটি শুদ্ধ বানান?
Question 04
After it was repaired, it — again. বাক্যের শূন্যস্থানে কোনটি সঠিক হবে?
Question 05
Time and tide — for none. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ কোনটি?
Question 06
সঠিক Preposition সহ কোন বাক্যটি শুদ্ধ?
Question 07
কোনটি শুদ্ধ বাক্য?
Question 08
‘Pros and cons’ phrase টির অর্থ–
Question 09
‘Vice versa’ শব্দের অর্থ -
Question 10
‘Come what may I shall adhere – my principles’ বাক্যের শূন্যস্থানে সঠিক preposition -
Question 11
‘Socrates was accused – misleading the young section in Athens.’ বাক্যের শূন্যস্থানে সঠিক preposition–
Question 12
He said that he had come to see me of-এর direct speech–
Question 13
You said to me, “You do not do your duty.” এর Indirect speech–
Question 14
‘I have to do it’ -এর passive form–
Question 15
‘I know him’- এর passive form–
Question 16
আমাদের দেহকোষ রক্ত হতে গ্রহণ করে-
Question 17
ব্রিটিশ আমলে বাংলাদেশে যেসব আন্দোলন হয়েছিল তার মধ্যে কোনটি প্রধান?
Question 18
জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত?
Question 19
নিম্নের কোন দেশটি আফ্রিকা মহাদেশে অবস্থিত নয়?
Question 20
সর্বোচ্চ বীরত্বসূচক উপাধি কী?
Question 21
হিজরি সন গণনা শুরু হয় কোন সালে?
Question 22
এশিয়ার দক্ষিণ ভাগ দিয়ে অতিক্রম করেছে–
Question 23
জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে?
Question 24
বাংলা নববর্ষ (১লা বৈশাখ) প্রবর্তনকারী কে?
Question 25
কোন ইউরোপীয় দেশ বাংলাদেশকে প্রথম স্বীকৃতি প্রদান করে?
Question 26
‘ওয়াল স্ট্রিট’ কোন শহরে অবস্থিত?
Question 27
উত্তরা গণভবন অবস্থিত কোন জেলায়?
Question 28
ক্ষমতার একক হলো
Question 29
‘সিএফসি’ কী ক্ষতি করে?
Question 30
স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলিত হয় ১৯৭১ সালের কোন তারিখে?
Question 31
পৃথিবীতে প্রাণের সূচনা হয় আনুমানিক–
Question 32
কোন খনিজ লবণের অভাবে গাছের বর্ধনশীল অংশে গজানো কচি পাতাগুলো হলদে রঙের হয়–
Question 33
স্বাভাবিক আদর্শ পরিবেশে পানির ঘনত্ব যে তাপমাত্রায় সর্বোচ্চ মান পরিগ্রহ করে তাহলো–
Question 34
দৃশ্যমান আলোর বর্ণালির ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য কোন রঙের হয়?
Question 35
অধাতু কোনটি–
Question 36
শুষ্ক বরফ বলা হয়
Question 37
কম্পিউটারে ডাটা সংরক্ষণে কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়?
Question 38
‘কবর’ নাটকটির নাট্যকার কে?
Question 39
‘খোয়াবনামা’ উপন্যাসের রচয়িতা কে?
Question 40
‘মহাশ্মশান’ মহাকাব্যটি কার রচনা?
Question 41
‘পদ্ধতি’ শব্দের সন্ধি বিচ্ছেদ–
Question 42
কোন বানানটি শুদ্ধ?
Question 43
কোনটি দ্বিগু সমাস?
Question 44
কোনটি শুদ্ধ বানান?
Question 45
‘নীলাম্বর’ কোন সমাস?
Question 46

Question 47

Question 48
‘দিনের আলো ও সন্ধ্যার আলোর মিলন’ এক কথায় কী হবে?
Question 49
‘যা দীপ্তি পাচ্ছে’ এক কথায় কী হবে?
Question 50
‘কাকনিদ্রা’ এর ঠিক অর্থ কোনটি?
Question 51
‘সূর্য’ এর প্রতিশব্দ নয় কোনটি?
Question 52
‘অর্বাচীন’ এর বিপরীতার্থক শব্দ–
Question 53
একটি জিনিস ৬০.০০ টাকায় বিক্রয় করায় ২০% লাভ হলো, এর ক্রয়মূল্য কত?
Question 54
একটি দ্রব্য ৫০০ টাকায় ক্রয় করে ১০% লাভে বিক্রয় করা হলো। দ্রব্যটির ক্রয়মূল্য ১০% কম হলে কত টাকা লাভ হতো?
Question 55
১১টি সংখ্যার গড় ৩০। প্রথম পাঁচটি সংখ্যার গড় ২৫ ও শেষ পাঁচটি সংখ্যার গড় ২৮। ষষ্ঠ সংখ্যাটি কত?
Question 56
ক, খ ও গ এর মাসিক গড় বেতন ৫০০ টাকা। খ, গ ও ঘ এর মাসিক গড় বেতন ৪৫০ টাকা। ক এর বেতন ৫৪০ টাকা হলে ঘ এর বেতন কত?
Question 57
∠A = ৫০ ডিগ্রি। এর পূরক কোণ কত ডিগ্রি?
Question 58
সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে ৩ সে.মি. ও ৪ সে.মি. হলে এর অতিভুজের মান কত?
Question 59
a + b = 10 এবং a – b = 6 হলে ab = কত?
Question 60
\(\mathrm {a+{1\over a}=3}\) হলে \(\mathrm {a^3+{1\over a^3}}\) = কত?
Question 61
১৫০ মিটার লম্বা ট্রেন ৪৫০ মিটার লম্বা একটি প্ল্যাটফরমকে ২০ সেকেন্ডে অতিক্রম করলে ঐ ট্রেনের গতিবেগ প্রতি সেকেন্ডে কত হবে?
Question 62
দুটি নল দ্বারা একটি চৌবাচ্চা যথাক্রমে ১০ ও ১৫ ঘণ্টায় পানি পূর্ণ করে। নল দুটি একত্রে খোলা রাখলে চৌবাচ্চাটি কতক্ষণে পানি পূর্ণ হবে?
Question 63
একটি স্কুলে ৫০ জন ছাত্রী ও ৭০ জন ছাত্র আছে। ছাত্রীদের ৪০% এবং ছাত্রদের ৫০% এক বনভোজনে গিয়ে থাকলে মোট ছাত্র-ছাত্রীর কত শতাংশ বনভোজনে গিয়েছিল?
Question 64
কোন অনুপাতের উভয় পদের সঙ্গে ১ যোগ করলে অনুপাতটি ৩ : ৪ এবং উভয় পদ থেকে ১ বিয়োগ করলে। অনুপাতটি ২ : ৩ হবে?
Question 65
৬ বছর আগে পিতার বয়স ছিল পুত্রের বয়সের ৫ গুণ; বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের ৩ গুণ। তাহলে পিতা ও পুত্রের বর্তমান বয়স কত?
Question 66
১৪৪, ৮১, ৩৬ এর পরবর্তী সংখ্যাটি কত?
Question 67
নিচের কোন সংখ্যাটি বৃহত্তম?
Question 68
পৃথিবীর সর্বোচ্চ ঘনবসতিপূর্ণ দেশ–
Question 69
২০১০ সালে ফুটবলে বিশ্বকাপ বিজয়ী দেশ–
Question 70
পৃথিবীর সর্ববৃহৎ দেশ কোনটি?
Question 71
বাংলাদেশের কোন গ্যাসক্ষেত্রটি আগুন লেগে সর্বাপেক্ষা ক্ষতিগ্রস্ত হয়েছে?
Question 72
যমুনা ব্রিজের দৈর্ঘ্য–
Question 73
পৃথিবীর সর্ববৃহৎ দ্বীপ কোনটি?
Question 74
‘আইএলও’ এর সদর দপ্তর কোথায়?
Question 75
কোন সালে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল?
Question 76
‘বাকল্যান্ড বাঁধ’ কোন নদীর তীরে অবস্থিত?
Question 77
নিচের কোনটি লালবাগ দুর্গের অভ্যন্তরে অবস্থিত?
Question 78
ক্রিকেটে বাংলাদেশ কোন সালে টেস্ট মর্যাদা লাভ করে?
Question 79
বাংলাদেশের একমাত্র কিশোর সংশোধন প্রতিষ্ঠানটি কোথায় অবস্থিত?
Question 80
ভারত বাংলাদেশকে স্বীকৃতি দান করে কবে?